কলেজের প্রিন্সিপালের কাছে কলেজের প্রত্যয়ন পত্র লেখার নিয়মে সনদ পেতে আবেদন করতে হয়।
কলেজে উপবৃত্তি পেতে, প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশগ্রহণ করতে, কোন পার্টটাইম জব করতে বা কলেজ পরিবর্তন করতে কলেজের প্রত্যয়ন পত্র লাগে। আন্তঃকলেজ নানা রকম প্রতিযোগিতায় বর্তমানে প্রিন্সিপাল কর্তৃক সত্যায়িত প্রত্যয়ন পত্র জমা দিতে হয়।
কলেজের প্রত্যয়ন পত্র নমুনা
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
হিসাববিজ্ঞান বিভাগ
ব্যবসায়ী শিক্ষা অনুষদ
কুমিল্লা, বাংলাদেশ
প্রত্যয়ন পত্র
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, নাম:_____ পিতা:_ মাতা:_ গ্রাম:_ পোস্ট অফিস:_ থানা:_ জেলা:_, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ব্যবসায় শিক্ষা অনুষদের, হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের একজন নিয়মিত ছাত্র। তার শ্রেণী রোল:, শিক্ষাবর্ষ:। সে সর্বদা এই কলেজের নিয়ম ও শৃঙ্খলা বজায় রেখেছে। আমার জ্ঞাতসারে, তার স্বভাব ও চরিত্র ভালো।
আমি তার সর্বাঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা করছি।
প্রধান শিক্ষকের স্বাক্ষর: শ্রেণী শিক্ষকের স্বাক্ষর:
উপরোক্ত নমুনার মতোই কলেজ থেকে প্রত্যয়ন পত্র দেওয়া হয়।
শেষকথা
কলেজে অধ্যয়নরত অবস্থায় কলেজের প্রত্যয়ন পত্র লেখার নিয়মে সনদ প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে উপরোক্ত নমুনার প্রত্যয়ন পত্র পাবেন।