আজকের তারিখ আরবি বাংলা ইংরেজি

আজকের তারিখ আরবি বাংলা ইংরেজি ২০২৫ | Today Date 2025

আজকের তারিখ (আরবি, বাংলা ও ইংরেজি) লেখাতে আপনাকে স্বাগতম। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন- আরবি, বাংলা ও ইংরেজি আজ কত তারিখ? এছাড়াও আরও জানতে পারবেন- আরবি, ইংরেজি ও বাংলা ১২ মাসের নামসহ ঋতু ও প্রতিদিনের নাম।

আমরা যে কোন প্রয়োজনে প্রতিদিনের তারিখ দেখাটা জরুরী, তাই ক্যালেন্ডার ব্যবহার করতে হয়। সেটা হতে পারে প্রিন্ট ক্যালেন্ডার বা মোবাইলের ক্যালেন্ডার অথবা গুগল সার্চ করেও দেখে থাকি। বিশেষ করে আজ ইংরেজি কত তারিখ জানা থাকলেও বাংলা কত তারিখ এবং আরবি কত তারিখ তা জানা থাকে থাকে না বেশিরভাগেরই। তাই আজকের তারিখ আরবি বাংলা ইংরেজি নিয়ে বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করব।

নিত্যদিনের কাজ-কর্মে, অফিস-আদালতসহ যেকোন প্রয়োজনে তারিখের ভূমিকা অপরীসীম। সেটা হতে পারে বাংলা তারিখ, আরবি তারিখ কিংবা ইংরেজি তারিখ। প্রতিটি মানুষের চলার সঙ্গী হিসাবে এই তারিখ জড়িত।

আজকের তারিখ আরবি বাংলা ইংরেজি ২০২৫

এখন কোন ঋতু চলছেশীতকাল
আজকে কি বারমঙ্গলবার
আজকের আরবি তারিখ১২ ই শাবান, ১৪৪৫ হিজরি
আজকের বাংলা তারিখ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের ইংরেজি তারিখ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ইংরেজি
আজকের তারিখ আরবি বাংলা ইংরেজি
আজকের তারিখ আরবি বাংলা ইংরেজি ২০২৫

আজ আরবি মাসের কত তারিখ ২০২৫ | Aj Arobi Maser Koto Tarik

মুসলমান হিসাবে ইসলাম ধর্মের অনুসারীগণ সবসময় ইসলামিক তারিখের প্রয়োজন হয়। ইসলামিক যেকোন ইবাদতে বা প্রয়োজনে আরবি তারিখের প্রয়োজন রয়েছে। আজ আরবি মাসের ১২ ই শাবান, ১৪৪৫ হিজরি তারিখ।

আরবি ক্যালেন্ডার ২০২৫ আজকের তারিখ

আমাদের প্রত্যেদিনের যেকোন কাজের জন্য প্রয়োজন হয় ক্যালেন্ডার। তবে আমরা দৈনন্দিন বিভিন্ন কাজের জন্য ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করি। তাছাড়া বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানের জন্য আমরা বাংলা ক্যালেন্ডারও ব্যবহার করি। এছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য হিজরি সনের ক্যালেন্ডার ব্যবহার করতে হয়।

ইসলামিক দেশগুলো শুধুমাত্র হিজরী সনে নির্ভরশীল। এই হিজরী সনের উপর ভিত্তি করে তাদের কার্যক্রম সম্পন্ন করে থাকে। তবে ধার্মিক কার্যক্রম পরিচালনায় হিজরী সন অধিকতর ব্যবহার হয়ে থাকে। যেমন প্রতিনিয়ত নামাজ, রোজা, নফল ইবাদতের ক্ষেত্রে এ আরবি তারিখ বা আরবি ক্যালেন্ডার বেশি ব্যবহার হয়ে থাকে।

তাই আমরা এই পোস্টে আপনাদের জন্য আরবি ক্যালেন্ডার অনুসারে ২০২৫ সালের আজকের তারিখ সম্পর্কে আলোচনা করছি। আমরা আপনাদেরকে আরবি ক্যালেন্ডার অনুসারে ২০২৫ সালের আজকের তারিখ জানাতে এসেছি। আরবি ক্যালেন্ডার ২০২৫ আজকের তারিখ – ১২ ই শাবান, ১৪৪৫ হিজরি

আরো পড়ুন- আজকের আরবি কত তারিখ ২০২৫

আরবি ১২ মাসের নাম

পবিত্র এবং শান্তির ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলামের সকল নিয়ম-কানুন পালন এবং ইসলামের সম্পূর্ণ বিষয়াদি জেনে রাখাটাও জরুরী। তাই আজকে আমরা জানবো আরবি ১২ মাসের নামসহ বিস্তারিত আলোচনা।

আরবি মাসসমূহকে মূলত হিজরি সনে গণনা করা হয়। আরবদের হাতে উৎপত্তি এ আরবি মাসের বা হিজরি গণনার। ১৪৪০ সন পূর্ব থেকে হিজরি গণণা শুরু হয় । এর পূর্বে আরব/মধ্যপ্রাচ্য জনসাধারণ বিভিন্ন ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে সন, দিন মনে রাখতেন।

বিষয়টি সাহাবীগণের নজরে আসার পরবর্তীকালে ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা:) এর শাসন চলাকালে হযরত আলী (রা:) বেশ কয়েকজন সাহাবি মিলে শুরু করেন এই হিজরি সনের মাস কিংবা আরবী তারিখ/দিন গণনা।

এ নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে যেমন, হযরত মোহাম্মদ (সা:) এর জন্মসাল থেকে, রাসুল (সা:) এর উপর ওহী নাজিলের পর, রাসুল (সা:) এর মৃত্যুর পর থেকে মাস গণনা শুরু হয়েছে বলে প্রস্তাব করেন। কিন্তু দ্বিতীয় খলিফা প্রস্তাব করেছিলেন যে, হিযরতের ঘটনার পর থেকে গণনা করা হবে সাল। সকল সাহাবীরা মিলে এই প্রস্তাবকে স্বাগত জানান।

এরপর থেকে রাসুল (সা:) এর হিজরতের পর থেকে আরবি মাস শুরু করা হয়। আরবি প্রথম মাস হিসাবে মহরম মাসকে বিবেচিত করা হয়। হিজরী সনের অধীনে মোট ১২টি মাস রয়েছে। নিচে সকল আরবী মাস সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।

আরবী ১২ মাসের নাম

মাসের নাম অর্থ
মহরমমর্যাদাপূর্ণ
সফরখালি কিংবা শূন্য
রবিউল আওয়ালবসন্তের শুরু
রবিউস সানিআখের বা শেষ
জমাদিউল আউয়ালজমে যাওয়া কিংবা স্থবির হয়ে যাওয়া
জমাদিউস সানিউখরা শেষ
রজবসম্মান করা
শাবানছেড়ে দেওয়া / বিচ্ছিন্ন হয়ে যাওয়া
রমজানজ্বালিয়ে দেওয়া
শাওয়ালতোলা / উঠানো
জিলকদবসে থাকা
জিলহজহজের মাস

ইংরেজি থেকে আরবি তারিখ

ইংরেজি থেকে আরবি তারিখ বের খুবই সহজ। সাধারণত ইংরেজি মাসের মাঝামাঝি অর্থাৎ ১৫ তারিখ থেকে আরবি মাসের শুরু হয়ে থাকে। কোন কোন মাস আবার ইংরেজি মাসের ১৪-১৬ তারিখ এর মধ্যে আরবি মাসের শুরু হয়। এর একটি কারণ রয়েছে, আরবি সকল মাস কিন্তু ৩০ দিনের নয়।

আজ বাংলা কত তারিখ ২০২৫ | Ajker Bangla Tarikh

বাঙ্গালী হিসাবে বাংলা মাসের তারিখ জানা অতীব জরুরী। বাংলা ক্যালেন্ডার ২০২৫ আজকের তারিখ অথবা আজকে কত তারিখ? আজ বাংলা তারিখ ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আরো পড়ুন- আজকের টাকার রেট (বিভিন্ন দেশের)

বাংলা মাসের নাম

  • বৈশাখ।
  • জ্যৈষ্ঠ মাস।
  • আষাঢ়।
  • শ্রাবণ।
  • ভাদ্র।
  • আশ্বিন।
  • কার্তিক।
  • অগ্রাহায়ণ।
  • পৌষ।
  • মাঘ।
  • ফাল্গুন।
  • চৈএ।

আজ ইংরেজি কত তারিখ ২০২৫

আন্তর্জাতিক পর্যায়ে ব্যবহৃত এবং প্রচলিত সাল হচ্ছে ইংরেজি। আমাদের দৈনন্দিন কাজের শুরু থেকে শেষ অবধি ইংরেজি মাসের তারিখ দিয়ে হয়ে থাকে। আন্তর্জাতিক ভাষা ইংরেজি হওয়াতে এ দিন গণনার পদ্ধতিটি জনপ্রিয় হয়ে উঠেছে। আজকের ইংরেজি তারিখ – ১১ ফেব্রুয়ারি ২০২৫

ইংরেজি মাসের নাম

  • জানুয়ারি।
  • ফেব্রুয়ারি।
  • মার্চ।
  • এপ্রিল।
  • মে।
  • জুন।
  • জুলাই।
  • আগস্ট।
  • সেপ্টেম্বর।
  • অক্টোবর।
  • নভেম্বর।
  • ডিসেম্বর।

সাত দিনের নাম সমূহ

বাংলা, আরবি ও ইংরেজি তারিখ জানাটা যতটুকু জরুরী, ততটুকু জরুরী হচ্ছে সাত দিনের নাম জানাটাও। তাই চলুন এবার বাংলা, ইংরেজি ও আরবি ভাষা অনুসারে সাত দিনের নাম জেনে নিন:

বাংলা, ইংরেজি ও আরবি ভাষা অনুসারে সাত দিনের নাম

বাংলা ইংরেজি আরবি
শনিবারSaturdayইয়াওমুল জুমুয়া
রবিবারSundayইয়াওমুস সাবত
সোমবারMondayইয়াওমুল আহাদ
মঙ্গলবারTuesdayইয়াওমুল ইছনাইনিল আজিম
বুধবারWednesdayইয়াওমুছ ছুলাছা
বৃহস্পতিবারThursdayইয়াওমুল আরবিয়া
শুক্রবারFridayইয়াওমুল খামিস

বাংলা ছয় ঋতুর নাম

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এ ছয় ঋতুর প্রতিটি ঋতুতে দুই মাস অন্তভূক্ত রয়েছে। বাংলাদেশের আবহাওয়া জলবায়ুর পর্যালোচনা করে ৬টি ভাগে ভাগ করা হয়েছে এ ঋতু।

  1. গ্রীষ্মকাল।
  2. বর্ষাকাল।
  3. শরৎকাল।
  4. হেমন্তকাল।
  5. শীতকাল।
  6. বসন্তকাল।

কোন কোন মাসে কোন ঋতু তা নিচে দেখুন

ঋতুর নাম বাংলা মাসের নামইংরেজি মাসের নাম
গ্রীষ্মকালবৈশাখ, জ্যৈষ্ঠমধ্য-এপ্রিল থেকে মধ্য-জুন
বর্ষাকালআষাঢ়, শ্রাবণমধ্য-জুন থেকে মধ্য-আগস্ট
শরৎভাদ্র, আশ্বিনমধ্য-আগস্ট থেকে মধ্য-অক্টোবর
হেমন্তকার্তিক, অগ্রহায়ণমধ্য-অক্টোবর থেকে মধ্য-ডিসেম্বর
শীতপৌষ, মাঘমধ্য-ডিসেম্বর মধ্য-ফেব্রুয়ারি
বসন্তফাল্গুন, চৈত্রমধ্য-ফেব্রুয়ারি মধ্য-এপ্রিল

FAQ’S

আজকের বাংলা তারিখ কত?

আজ ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।

আজকের ইংরেজী তারিখ কত?

আজ ১১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ।

আজকের আরবী হিজরি তারিখ কত?

আজকের আরবী তারিখ হচ্ছে: ১২ ই শাবান, ১৪৪৫ হিজরি।

আজ কি বার কত তারিখ?

শেষ কথা: প্রতিদিনের শুরুতে আজকের তারিখ দেখতে হয়। প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী আরবি মাসের তারিখ, ইংরেজি মাসের তারিখ ও বাংলা মাসের তারিখ খোঁজে থাকি।

আশা করছি আজকের আরবি তারিখ, আজকের ইংরেজি তারিখ, আজকের বাংলা তারিখ, আজ আরবি কত তারিখ, হিজরী ক্যালেন্ডার ২০২৫ আজকের তারিখ, আজকের তারিখ বাংলা ২০২৫, হিজরী ক্যালেন্ডার ২০২৫ আজকের তারিখ, হিজরী আজকের তারিখ, আজকে বাংলা তারিখ কত, আজকের তারিখ বাংলা, আজকের তারিখ আরবি বাংলা ইংরেজি ২০২৫, Ajker Bangla Tarikh, Today Date 2025, Aj Arobi Maser Koto Tarik, আজ বাংলা মাসের কত তারিখ, আজ আরবি মাসের কত তারিখ, আজ হিজরী কত তারিখ সম্পর্কিত লেখাটি ভালো লেগেছে, ধন্যবাদ।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

15 comments

  1. মোঃ ইয়াছিন মোল্যা

    ধন্যবাদ উপকৃত হলাম🥰❤️‍🩹🥀👈

  2. মোঃ বাহাউদ্দীন

    আজকের তারিখটা দেন আরবি মাসের ২৩ মার্চ ২০২৩

  3. নাইম ইসলাম

    ধন্যবাদ

  4. MD Atikul Islam

    আপনার ভুল তথ্য দেন কেনো

    এখন কোন ঋতু চলছে বর্ষাকাল
    আজকে কি বার বুধবার
    আজকের আরবি তারিখ ২৮ মহররম, ১৪৪৪ হিজরি
    আজকের বাংলা তারিখ ০১ ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ
    আজকের ইংরেজি তারিখ ১৬ আগস্ট, ২০২৩ ইংরেজি
    —————————————————————
    ভাদ্র ও আশ্বিন এ দুই মাস শরৎকাল
    ১৪৪৫ হিজরী
    হবে।

    আপনাদের তথ্য এই দুইটি ভুল আছে।

  5. সাইফুল ভাই

    দূর মিয়া এখন কি ১৪৪৪ নাকি? ১৪৪৫ লিখেন

  6. ভাই আমি এই আর্টিকেল থেকে আজকে যত কিছু জানতে পারলাম। ভাই আপনাকে কি বলবো অনেক উপকার করছেন। আপনাকে মন থেকে ধন্যবাদ জানাই আর্টিকেল তার জন্য

  7. বাংলা ইংরেজি আরবি
    শনিবার Saturday ইয়াওমুল জুমুয়া

    শনিবারের আরবি নাম হচ্ছে ইয়াওমুস সাবতি।

  8. Most.Mehedi Akter

    Akhon Hemonta kal colse but upni diyesen Sorotkal?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *