শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র লেখার নিয়ম

শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র লেখার নিয়ম

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আবেদন করলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র লেখার নিয়ম অনুযায়ী প্রত্যয়ন পত্র পাবেন।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র বিভিন্ন ধরনের হতে পারে। নতুন জন্ম নিবন্ধনের জন্য, ভ্যাকসিন রেজিস্ট্রেশনের জন্য, শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে নতুন শিক্ষা প্রতিষ্ঠানে গেলে। তাছাড়া উপরের ক্লাসে উন্নীত হওয়ার জন্যও প্রত্যয়ন পত্রের প্রয়োজন হতে পারে।

এখানে মূলত শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন এবং উপরের ক্লাসে উন্নীত হওয়ার জন্য প্রত্যয়ন পত্র লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করা হলো।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্রের জন্য আবেদন
শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রের জন্য প্রধান শিক্ষকের নিকট নিম্নোক্তভাবে আবেদন করতে হবে-

তারিখ – ২৩/৩/২০২৩
বরাবর
প্রধান শিক্ষক
’ক‘ হাই স্কুল
মেঘনা, কুমিল্লা।

বিষয়: প্রত্যয়ন পত্রের জন্য আবেদন।

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। আমার নাম________, আমি নবম শ্রেণীর__বিভাগের ছাত্র। গত জেএসসি পরীক্ষায় আমি এ+ পেয়ে উত্তীর্ণ হয়েছি। দীর্ঘ তিন বছর যাবৎ আমি আপনার বিদ্যালয়ে অধ্যয়ন করছি। আমি কখনোই বিদ্যিলয়ের আইন বিরোধী কাজে লিপ্ত হইনি। আমার বাবা একজন সরকারি কর্মচারী। সম্প্রতি ঢাকা থেকে সিলেটে বদলি হওয়ায় আমি সহ আমার সম্পূর্ণ পরিবার সিলেটে অবস্থান করবে। এমতাবস্থায়, সেখানের নতুন বিদ্যালয় ভর্তির জন্য আপনার স্বাক্ষরিত একটি প্রত্যয়ন পত্র আমার একান্ত প্রয়োজন।

অতএব, উপরোক্ত বিষয় বিবেচনা করে আমার বিদ্যালয়ের অভ্যন্তরীণ গুণাবলী উল্লেখপূর্বক একটি প্রত্যয়ন পত্র প্রদান করলে কৃতজ্ঞ হব।

আপনার একান্ত বাধ্যগত ছাত্র
‘ক’
শ্রেণী: নবম
বিভাগ: _ রোল নং_

এভাবে প্রত্যয়ন পত্র চেয়ে শিক্ষকের নিকট আবেদন করতে হবে। তারপর শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র লেখার নিয়ম অনুযায়ী তিনি একটি প্রত্যয়ন পত্র দিবেন।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্রের নমুনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

ক’ সরকারি প্রাথমিক বিদ্যালয়
ডাকঘর:_ উপজেলা/ থানা: জেলা: ক্রমিক নং:_ বিদ্যালয় প্রতিষ্ঠার সন: তারিখ:

প্রত্য্যয়ন পত্র

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, নাম:_____ পিতা:_ মাতা:_ গ্রাম:_ পোস্ট অফিস:_ থানা:_ জেলা:_জন্ম তারিখ:_ কথায়:_______ রোল নং:_, অত্র বিদ্যালয় থেকে ২০২৩ শিক্ষাবর্ষে ৫ম শ্রেণীতে অধ্যয়নরত ছিল। ৫ম শ্রেণীতে তার অর্জিত ফলাফল:___________/প্রাপ্ত গ্রেড: ________ । তার শিখন মূল্যায়ন সন্তোষজন। সে পরবর্তী শ্রেণীতে উন্নত হওয়ার যোগ্য।

শ্রেণী শিক্ষকের স্বাক্ষর: _ প্রধান শিক্ষকের স্বাক্ষর: ___

শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র ফরমেট ডাউনলোডশিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র পিডিএফ ডাউনলোড

শেষকথা

প্রত্যয়ন পত্র ছাড়া নতুন বিদ্যালয় ভর্তি হওয়া অত্যন্ত জটিল বিষয়। তাই প্রধান শিক্ষকের নিকট থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র লেখার নিয়ম অনুযায়ী একটি প্রত্যয়ন সংগ্রহ করুন। নতুন বিদ্যালয়ে সেই প্রত্যয়ন পত্রটি দেখিয়ে ভর্তি হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top