BNCC job circular 2024: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরের প্রকাশিত শূন্য পদে ০৭ টি ক্যাটাগরিতে মোট ৯৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারবেন আগামী ১৮ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ঘুরে আসুন।
Bangladesh National Cadet Corps – BNCC Job Circular 2024
পদের নাম: সুপারিনটেনডেন্ট (Superintendent) পদসংখ্যা: ০১টি বেতন স্কেল: ১১৩০০-২৭৩০০/- শিক্ষাগত যোগ্যতা: (ক) সরকার অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, (খ) সরকারি অথবা আধাসরকারি অফিসে ০৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং (গ) কম্পিউটার টাইপিং জানা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
পদের নাম: অফিস সহকারী (Office Assistant) পদসংখ্যা: ৪৫টি বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: অফিস সহায়ক (Office Support Staff) পদসংখ্যা: ২২টি বেতন স্কেল: ৮২৫০-২০০১০/- শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: মালী (Gardener) পদসংখ্যা: ০৬টি বেতন স্কেল: ৮২৫০-২০০১০/- শিক্ষাগত যোগ্যতা: (ক) ৬ষ্ঠ শ্রেণি পাশ এবং (খ) বাগান তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
পদের নাম: নিরাপত্তা প্রহরী (Security Guard) পদসংখ্যা: ১৯টি বেতন স্কেল: ৮২৫০-২০০১০/- শিক্ষাগত যোগ্যতা: (ক) ৬ষ্ঠ শ্রেণি পাশ এবং (খ) নিরাপত্তা প্রহরী হিসেবে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। তবে, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য অথবা পুলিশের অবসরপ্রাপ্ত সিপাহিদের অগ্রাধিকার পাবে।
পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (Cleaner) পদসংখ্যা: ০৫টি বেতন স্কেল: ৮২৫০-২০০১০/- শিক্ষাগত যোগ্যতা: (ক) অক্ষরজ্ঞান সম্পন্ন প্রার্থদের অগ্রাধিকার দেয়া হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://bncc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।
আবেদন শুরুর সময়: ০৪ নভেম্বর ২০২০ তারিখ সকাল ০৯:০০ টা থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময়: ১৮ ডিসেম্বর ২০২০ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: শিল্প মন্ত্রণালয়ের অধীনে ০৩ ক্যাটাগরিতে মোট ১২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। আবেদন করা যাবে ৩০ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত।
Ministry of Industries Job Circular 2023 এর সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।
বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে। বাংলাদেশ বিমান বাহিনী নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এতে কিছু সংখ্যক জনবল নিয়োগ দেবে। নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ৷ আমাদের আরো চাকরির খবর পড়ুন।
অনলাইন মাধ্যমে সরাসরি ওয়েবসাইটে পরবর্তী ধাপগুলো সম্পন্ন করে রেজিস্ট্রেশন করে অনলাইন নিয়মে ১০০০/- টাকা পরিশোধ করা শেষে মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওর্য়া প্রেরণ করবে। প্রেরণকৃত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে আবেদন ফরম পূরণসহ প্রিন্ট পূর্বক আবেদন সম্পন্ন করতে হবে।
এমওডিসি (এয়ার) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
শিক্ষাগত যোগ্যতা- জিডি (পি)- উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘এ’ অথবা ‘ও’ লেভেলে পদার্থ ও গণিত-সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার। | গ্রেড-‘বি’ এবং ‘এ’ লেভেলে পদার্থ ও গণিত-এ নূ্যনতম লেটার গ্রেড-বি’।
জিডি (এন): উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-এ অথবা ‘ও’ লেভেলে পদার্থ, রসায়ন ও গণিত-সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-‘বি’ এবং ‘এ’ লেভেলে পদার্থ, রসায়ন ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘বি’।
ইঞ্জিনিয়ারিং: উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ৪.৫০ এবং পদার্থ, রসায়ন ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-এ’ অথবা ‘ও’ লেভেলে পদার্থ, রসায়ন ও গণিত-সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যুনতম লেটার গ্রেড-‘বি’ এবং ‘এ’ লেভেলে পদার্থ, রসায়ন ও গণিত- এ ন্যূনতম লেটার গ্রেড- ‘বি’।
লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি: উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত এ ন্যূনতম লেটার গ্রেড-‘এ’ এবং ‘ও’ লেভেলে পদার্থ ও গণিত-সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-‘বি’ অথবা ‘এ’ লেভেলে পদার্থ ও গণিত এ ন্যূনতম লেটার গ্রেড -‘বি’।
এডমিন: উভয় পরীক্ষায় যে কোনো শাখায় জিপিএ ৪.৫০ অথবা ‘ও লেভেলে কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড- বি।
অন্যান্য যোগ্যতা নাগরিকত্ব: বাংলাদেশী পুরুষ/মহিলা নাগরিক। বৈবাহিক অবস্থা : অবিবাহিত। বয়স : ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর (০১ জুলাই ২০২১ তারিখে), বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা : কমপক্ষে ৬৪ ইঞ্চি। বুকের মাপ : কমপক্ষে ৩২ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি। মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা : জিডি(পি)- কমপক্ষে ৬৪ ইঞ্চি এবং অন্যান্য কমপক্ষে ৬২ ইঞ্চি। বুকের মাপ : কমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি। ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখ: জিডি(পি) শাখার প্রার্থীদের জন্য দু’চোখের দৃষ্টিশক্তি ৬/৬ এবং Color Perception Standard-I অন্যান্য শাখার প্রার্থীদের জন্য বিধি অনুসারে।
প্রার্থীর জন্য অযোগ্যতা
সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
আইএসএসবি পরীক্ষায় দু’বার স্ক্রীন্ড আউট অথবা দু’বার প্রত্যাখ্যাত (একবার স্ক্রীন্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে)।
যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।
সিএমবি অথবা আপীল মেডিক্যাল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত।
বয়স ১৯ বছর হওয়ার পূর্বে ল্যাসিক (LASIK) করা হলে গ্রহণযোগ্য নয়।
ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম ৬ (ছয়) মাস অতিবাহিত হতে হবে।
প্রশিক্ষণ ও কমিশন: বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহসহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ০৩ বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ‘ফ্লাইং অফিসার’ পদবীতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশনপ্রাপ্তির পরবর্তী ০১ বছরসহ মােট ০৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি প্রদান করা হবে।
নির্বাচন পদ্ধতি:
(১) প্রাথমিক লিখিত পরীক্ষা: আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ। (২) প্রাথমিক ডাক্তারী পরীক্ষা। (৩) প্রাথমিক মৌখিক পরীক্ষা। (৪) আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি)। (৫) কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ (সিএমবি) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। (৬) ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফএসবি)। বি. দ্র. পরীক্ষাকেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি) এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেব যোগ দিন
অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাদি
ক্যারিয়ারঃ বিমান বাহিনীতে রয়েছে বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ। এছাড়াও নেভিগেটর, ইঞ্জিনিয়ার, লজিস্টিক অফিসার, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোলার এবং এডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ। বিদেশে প্রশিক্ষণঃ প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশনপ্রাপ্তির পর মেধাবী অফিসার ক্যাডেট এবং অফিসারগণের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ।
উচ্চ শিক্ষা সুবিধাঃ বিমান বাহিনীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-সহ দেশে/বিদেশে মাস্টার্স ও পিএইচডিসহ উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ। জাতিসংঘ মিশনঃ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ। বাংলাদেশ দূতাবাসঃ বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে সামরিক/সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ।
সন্তানদের অধ্যয়নঃ সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বিইউপি, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল/কলেজে (বাংলা ও ইংরেজি ভার্সন) এবং ইংলিশ মিডিয়াম (ব্রিটিশ কারিকুলাম) এ অধ্যয়নের সুযোগ। বাসস্থান ও রেশনঃ নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান এবং ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ।
যাতায়াতঃ বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টারযোগে যাতায়াতের সুযোগ। গাড়ি ঋণ ও ডিওএইচএস প্লটঃ শর্ত সাপেক্ষে সুদমুক্ত গাড়ি ঋণ ও ডিওএইচএস-এ প্লট প্রাপ্তির সুযোগ। চিকিৎসাঃ সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা, প্রয়োজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযোগ। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা, মাতা, শ্বশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে।
শাখা পরিবর্তনের সুযোগঃ উড্ডয়নে অকৃতকার্য প্রার্থীগণ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শূন্যপদ সাপেক্ষে অন্যান্য শাখায় কমিশনপ্রাপ্তির সুযোগ। বিশেষ সুযোগ-সুবিধা: প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০,০০০.০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য।
প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর অধীনে বিএসসি (সম্মান) এ্যারোনটিক্স ডিগ্রি অর্জন।
হুঁশিয়ারি: ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। কেননা, বিমান। বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তির প্রক্রিয়ায় অনুসরণীয় পদ্ধতিতে কোনো প্রকার সুপারিশের মাধ্যমে বা অবৈধভাবে লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই।
আবেদনপত্র জমাদানের নিয়মাবলী
প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতঃ পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে: ১। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রসমূহের সত্যায়িত ফটোকপি। ২। নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। উক্ত সনদ স্ব স্ব ইউনিয়ন পরিষদ/মিউনিসিপ্যাল চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার অথবা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে সনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। ৩। সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে)। ৪। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। ৫। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল/প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থীতার জন্য অনুমতিপত্র। ৬। জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। ৭। জেলা বা বিভাগীয় পর্যায়ে খেলাধুলার কোন কতিত্নের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি। ৮। দাবীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি।
অনলাইনে আবেদনের নিয়মাবলী:
Biman Bahini Job: সরাসরি www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে Apply Now’-এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ ১,০০০/- টাকা পরিশােধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে Login’ করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে সম্প্রতি তােলা পাসপোর্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে), শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।
বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর যাবতীয় আপডেট তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন।
পদের নামঃ গাড়িচালক
পদের সংখ্যাঃ ১০টি
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালানোর লাইসেন্সসহ ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা।
যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে নাঃ মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাংগাইল, ময়মনসিংহ, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, জয়পুরহাট, পাবনা, সিরাগঞ্জ, নাটোর, নীলফামারী, পঞ্চগড়, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাটি,, পিরোজপুর ও পটুয়াখালী।
বেতন স্কেলঃ ৯৭০০-২৩৪৯০ টাকা (১৫ গ্রেড)
নিয়োগের শর্তাবলী
০১। নির্ধারিত আবেদনপত্রের সফটকপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েব সাইট www.pmo.gov.bd হতে ডাউনলােড করে তা স্বহস্তে পূরণ করতে হবে।
০২। পূরণকৃত আবেদনপত্র পরিচালক (প্রশাসন), প্রধানমন্ত্রীর কার্যালয়, পুরাতন সংসদ ভবন, তেজগাঁও, ঢাকা-১২১৫ ঠিকানায় ডাকযােগে প্রেরণ করতে হবে। ডাকযােগ ব্যতীত কোন আবেদনপত্র গ্রহণ করা হবেনা।
০৩। প্রার্থীর বয়সসীমা ০১ এপ্রিল ২০২২ তারিখে ১৮-৩০ বত্সর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযােগ্য হবে না। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পােষ্যদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর।
০৪। আবেদনপত্রের সাথে ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নিম্নোক্ত সনদ/কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবেঃ
সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র
নাগরিকত্ব সনদপত্র
জাতীয় পরিচয়পত্র
ভারী ড্রাইভিং লাইসেন্স
অভিজ্ঞতার সনদপত্র
সদ্যতােলা পাসপাের্ট সাইজের ২ কপি ছবি।
০৫। বিভাগীয়/সরকারি/আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তিপত্র প্রদর্শন করতে হবে।
০৬। বিভিন্ন কোটায় আবেদনকারী প্রার্থীদের যথাযথ সনদপত্র/প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
০৭। আবেদনকারী মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পােষ্য হলে তার বক্তব্যের স্বপক্ষে নিম্নোক্ত সনদপত্র/কাগজপত্র সংযুক্ত করতে হবে ? মুক্তিযােদ্ধা সনদপত্র এর সত্যায়িত ফটোকপি; মুক্তিযােদ্ধার গেজেট/ভারতীয় তালিকা/লাল মুক্তিবার্তা নম্বর/সাময়িক সনদের নম্বর ও তারিখ/মুস সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র।
০৮। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে বা নিয়ােগ প্রক্রিয়ায় যে কোন অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৯। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২২। উক্ত তারিখের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে।
১০। পদ খালি হওয়া সাপেক্ষে পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি হতে পারে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১২। অসমাপ্ত ও ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
১৩। এ নিয়ােগের ক্ষেত্রে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৪। এ নিয়োেগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন পরিবর্তন/সংশােধন (যদি থাকে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে (www.pmo.gov.bd) পাওয়া যাবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর যাবতীয় আপডেট সংক্রান্ত সকল তথ্য প্রকাশ করা হবে এই পেজে। তাই নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং লাইক দিয়ে রাখুন ফেসবুক পেজে।
বিআরটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-BRTA Job Circular : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ ৭ ক্যাটাগরিতে মোট ২২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও।
আবেদন করা যাবে ২০ মার্চ ২০২২ তারিখ থেকে শুরু হয়ে আগামী ২৬ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত। সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও (BRTA Job Circular) বিস্তারিত নিচে দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২০ মার্চ, ২০২২ সকাল ১০:০০ঘটিকা।
Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৮ এপ্রিল, ২০২২ বিকাল ০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার জমা দিতে পারবেন।
Online আবেদনপত্র প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB।
Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদন Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি (Picture) এবং স্বাক্ষর (Signature) upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো /সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।
তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন, পরিমার্জন পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তােলা রঙিনছবি, নির্ভুলতথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
ক্রমিক ১-৫নং পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত টাকা মাত্র) ও সার্ভিস চার্জ বাবদ ১২/-(বার টাকা মাত্র) সর্বমোট ১১২/- (একশত বার টাকা মাত্র) এবং ক্রমিক ৬-৭নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা মাত্র) ও সার্ভিস চার্জ বাবদ ৬/-(ছয় টাকা মাত্র) সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন টাকা মাত্র) অনধিক ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
বিআরটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর সকল আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিন।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে শূন্য পদসমূহে ৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। আবেদন করা যাবে ১১ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত। সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
এক নজরে গুরত্বপূর্ণ তথ্য সমুহ:-
আবেদন শুরুর তারিখঃ চলমান আবেদনের শেষ তারিখঃ ১১ মার্চ ২০২১
বেতনঃ মাসিক ৮,৮০০-২১,৩১০/- থেকে ১২,৫০০-৩০,২৩০/- টাকা বেতন
পদ সংখ্যাঃ ৩ টি
আবেদনের ফিঃ ২০০/-
ওয়েবসাইটঃ www.rakub.org.bd
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শর্তাবলী
আবেদন ফরম পুরণ এক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয় হবে।(i) সকল প্রার্থীর (মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতিত) ক্ষেত্রে ১৮-৩০ বছর।
(ii) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১৮-৩২ বছর ;
(iii) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে ১৮-৩০ বছর ;
(iv) বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
(v) শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এপিয়ার্ড সাটিফিকেট গ্রহণযোগ্য নয় ;
(vi) প্রত্যেক পদের জন্য পরীক্ষার আবেদন ফি বাবদ ১০০,০০ (একশত) টাকা; টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২০০ টাকাসহ মোট ১১২.০০ (একশত বারো) টাকা আবেদনকারীর মোবাইল ব্যালান্স হতে কেটে নিবে।
সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার ০৪.১০.২০১৮ তারিখের | ০৫.০০.০০০০.১৭০.১১.০৭.১৮.২৭৬ নম্বর পরিপত্রের বিধান অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গ্রেড-৯ হতে গ্রেড-১৩ পর্যন্ত কোটা | পদ্ধতি বাতিল হওয়ায় এ বিজ্ঞপ্তির ৩, ৪, ৫, এবং ৬ নম্বর ক্রমিকে বর্ণিত পদসমূহের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের (রাকাবসহ) যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। চাকরিরত/বিভাগীয় প্রার্থী হিসেবে কোন বিশেষ সুযোগ সুবিধা প্রযোজ্য হবে না।
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
চাকরিতে নিয়োগপ্রাপ্তদের ব্যাংকের যে কোন শাখা কার্যালয়ে পোস্টিং দেয়া হবে।
ক্রমিক নম্বর ৪,৫ এবং ৬ এ বর্ণিত পদ ব্যতীত অন্যান্য পদে নিয়োগপ্রাপ্তদের রাকবের গ্রামীণ শাখায় বাধ্যতামূলকভাবে কমপক্ষে ৩ (তিন) বছর চাকরি করতে হবে
কোন কারণ দর্শানো ব্যতিরেকে পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
মহিলা প্রার্থীগণ আবেদনের সময় স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর ঠিকানা ব্যবহার করে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিন্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
অনলাইনে আবেদনের শর্তাবলী
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://rakub.teletalk.com.bd এ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ: Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ০১.১১.২০২০, সকাল ১০.০০ ঘটিকা।
Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ২০.১১.২০২০, খ্রিষ্টাব্দ, বিকাল ০৫,০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদন Submit করার পূবেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
Online আবেদনপত্র (Application Forrn) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করী সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন।
উক্ত Applicant’s copy প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই) টি SMS করে আবেদন ফি বাবদ ১০০.০০ (একশত) টাকা; টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২০ টাকাসহ মােট ১১২.০০ (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ফটার মধ্যে জমা দিবেন।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online এ পূরণকৃত আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। উল্লেখ্য, পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্রের নাম যথাসময়ে ওয়েবসাইটে (www.rakub.org.bd) এবং পত্রিকায় বিজ্ঞপ্তি মারফত জানানাে হবে।
প্রথম SMS: RAKUB<space>User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।
Example: RAKUB XMSMX3 Reply: Applicant’s Name, TK-112 will be charged as application fee. Your PIN is 12345678, To pay fee Type RAKUB<space>Yes<space>PIN and Send to 162221
দ্বিতীয় SMS: RAKUB<space>Yes<space>PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে।
Example: RAKUB Yes 12345678 Reply: Congratulations Applicant’s Name. Payment Completed Successfully for …….. Application for (Name of the Post) User ID is (ABCDEF) and Password (XXXXXXXX).
প্রবেশপত্র প্রাপ্তি
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://rakub.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্চনীয়।
SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম ও ছবি সম্বলিত প্রবেশপত্র প্রার্থী। Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। একই প্রবেশপত্র দিয়ে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে; প্রার্থী এ প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
User ID এবং Password পূনরুদ্ধার
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিমণবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন। (i)User ID জানা থাকলে RAKUB<space>Help<space>User<space>User ID & Send to 16222.
Example: RAKUB Help User ABCDEF (i) PIN Number জানা থাকলে RAKUB<space>Help<space>PIN<space>PIN Number & Send to 16222.
Example: RAKUB Help PIN 12345678
মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনসহ গেজেটেড অফিসার/প্রথম শ্রেণির ব্যাংক কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট কপি দাখিল করতে হবেঃ
প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র ;
মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানার সমর্থনে সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্রের কপি;
শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী স্ব স্ব উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
দুইজন গেজেটেড অফিসার/ প্রথম শ্রেণির ব্যাংক কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
BMET Job Circular: জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যূরো ০৩ ক্যাটাগরির বিভিন্ন পদে মোট ২৫৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। আবেদন করা যাবে ৩০ ডিসেম্বর ২০২০ ও ২০ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত। সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।
BMET Job Circular 2021
পদের নাম: স্কীল্ড ওয়ার্কার।
পদ সংখ্যা: ৬৪ জন।
শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে
পদের নাম: ড্রাইভিং ইন্সট্রাক্টর (ব্যবহারিক)।
পদের সংখ্যা: ১২৮ টি।
মাসিক সম্মানী: ৪০ হাজার টাকা (সাকুল্যে)।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর ও অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম এস.এস.সি পাশ।
অন্যান্য যোগ্যতা: বিআরটিএ’র ইন্সট্রাক্টর লাইসেন্সধারী হতে হবে ও অনুমোদিত ড্রাইভিং প্রশিক্ষণ ইন্সটিটিউটে প্রশিক্ষক হিসেবে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগ বিধি: মাসিক সম্মানীতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য অস্থায়ীভিত্তিতে গেস্ট ট্রেইনার হিসেবে নিয়োগ প্রদান করা হবে।
পদের নাম: ড্রাইভিং ইন্সট্রাক্টর (ত্বাত্তিক)।
পদের সংখ্যা: ৬৪ টি।
মাসিক সম্মানী: ৪০ হাজার টাকা (সাকুল্যে)।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন অটোমোবাইল মেকানিক্যাল পাস।
অন্যান্য যোগ্যতা: অনুমোদিত ড্রাইভিং প্রশিক্ষন ইন্সটিটিউটে প্রশিক্ষক হিসেবে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বিআরটিএ’র ইন্সট্রাক্টর লাইসেন্সধারীকে অগ্রাধিকার দেয়া হবে।
নিয়োগ বিধি: মাসিক সম্মানীতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য অস্থায়ীভিত্তিতে গেস্ট ট্রেইনার হিসেবে নিয়োগ প্রদান করা হবে।
আবেদনপত্র প্রেরণের নিয়মাবলী:
সাদা কাগজে (কম্পিউটার টাইপকৃত) ক) প্রার্থীর নাম, খ) পিতা/স্বামীর নাম গ) মাতার নাম ঘ) জন্ম তারিখ, ঙ) পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে বয়স, চ) বর্তমান ঠিকানা (মোবাইল ও ই-মেইলসহ), ছ) স্থায়ী ঠিকানা, জ) নিজ জেলা, ঝ) জাতীয়তা, ঞ) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখপূর্বক আগামী ৩০/১২/২০২০ তারিখ বিকাল ৫:০০ টার পূর্বে প্রকল্প পরিচালক, দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান” শীর্ষক প্রকল্প, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ৮৯/২ (৮ম তলা), কাকরাইল, ঢাকা-১০০০ বরাবর আবেদনপূর্বক উক্ত ঠিকানায় ডাকযোগে/ব্যক্তিগতভাবে পৌঁছাতে হবে। বিলম্বে প্রাপ্ত
আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
আবেদনপত্রের সাথে ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (ক) সকল যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র, (খ) সদ্য তোলা ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি, (গ) জাতীয় পরিচয়পত্র/ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশনের চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদপত্র/জন্ম নিবন্ধন/পাসপোর্টের কপি সংযুক্ত করতে হবে এবং ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে।
মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/ পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদপত্রের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত উপজাতীয় বিষয়ক সনদপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।
চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মূল আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে অবশ্যই পৌছাতে হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা এবং সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। প্রাথমিক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র উপযুক্ত প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য পত্র/ই-মেইল/ | মোবাইলের মাধ্যমে জানানো হবে।
ক্রটিপূর্ণ বা অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য করা হবে। এ জন্য কোন কারণ/ব্যাখ্যা প্রদান করতে কর্তৃপক্ষ বাধ্য নয়। নিয়োগপ্রাপ্তদের যোগদানের পূর্বে নির্ধারিত ছকে চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। চুক্তির মেয়াদ শেষে চুক্তিপত্র অব্যাহতি পত্র হিসাবে গণ্য করা হবে। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ করতে অথবা প্রার্থীত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না।
বিজ্ঞপ্তিতে বর্ণিত পদে সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে শুধুমাত্র প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য নিয়োগ করা হবে। প্রকল্পের মেয়াদ শেষে সংশ্লিষ্ট কর্মচারীর পদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং চাকরির অবসান হবে। এ জন্য আলাদাভাবে চাকরিচ্যুতির কোন নোটিশ বা পত্র দেয়া হবে না। কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি বিধিমালা অনুসরণ করা হবে; এবং সর্বক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং যথাযথ কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন প্রকার কারণ দর্শাতে বাধ্য থাকবে না।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ ০৩টি ক্যাটাগরিতে মোট ৬৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ০৭ ডিসেম্বর ২০২০ থেকে। আবেদন করা যাবে ২৭ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত। HED Job Circular 2020 এর সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।
Health Engineering Department Job Circular 2020
পদের নাম : হিসাব রক্ষক।
পদ সংখ্যা : ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক বা সমমানের পরীক্ষায় পাশ।
বেতন স্কেল : ১০২০০ – ২৪৬৮০ টাকা।
পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদ সংখ্যা : ১১ টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০ শব্দ।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০ টাকা।
পদের নাম : অফিস সহায়ক
পদ সংখ্যা : ৫১ টি।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ।
বেতন : ৮২৫০-২০০১০ টাকা।
অনলাইন আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীগণ অনলাইনে http://hed.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
BKKB Job Circular: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে চাকরি ০৭ ক্যাটাগরির বিভিন্ন পদে মোট ৩৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত। সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান। বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় | ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: হিসাবরক্ষক
পদ সংখ্যা: ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: ভান্ডাররক্ষক
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ১৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) | সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; | (গ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও | টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দ।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: গাড়িচালক
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) ৮ম শ্রেণি পাশসহ হালকা গাড়ি চালনার লাইসেন্স থাকা সাপেক্ষে ১৬তম গ্রেড; এবং (খ) ৮ম শ্রেণি পাশসহ ভারী গাড়ি চালনার লাইসেন্স থাকা সাপেক্ষে ১৫তম গ্রেড।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: ডেসপাস রাইডার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বাের্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক | স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী; | (গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা।
পদের নাম: ক্যাশ সরকার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোন বোর্ড হতে মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা।
আবেদন নিয়ম: http://bkkb.teletalk.com.bd এ-র মধ্যেমে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
অনলাইন আবেদন শুরু তারিখ: ০১ ডিসেম্বর ২০২০ সকাল ১০:০০ টা সময় আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২০ বিকাল ০৫:০০ টা সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।
BKGET Job Circular: বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট (বিকেজিইটি) তে শূন্য পদসমূহে ০২ টি ক্যাটাগরিতে মোট ০২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারবেন আগামী ০৭ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত। সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।
Ministry of Agriculture Job Circular 2020
পদের নাম: সচিব
পদ সংখ্যা: ০১টি
নিয়োগ পদ্ধতি: সরাসরি নিয়োগ
বেতনস্কেল: ৪৩০০০-৬৯৮৫০/-
গ্রেড: ৫ম
প্রয়োজনীয় যোগ্যতা: (ক) দ্বিতীয় শ্রেণি/সম সিজিপিএসহ ৪ বৎসর। মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণি/সম সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি, (খ) এমবিএ/সিএ/সিএমএ ডিগ্রিধারীদেরকে অগ্রাধিকার প্রদান করা হইবে; (গ) অফিস পরিচালনা কার্যে ৯ম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের পদে নূন্যতম ৫ (পাঁচ) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে।
পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা
পদ সংখ্যা: ০১টি
নিয়োগ পদ্ধতি: সরাসরি নিয়োগ
বেতনস্কেল: ২২০০০-৫৩০৬০/-
গ্রেড: ৯ম
প্রয়োজনীয় যোগ্যতা: (ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অ্যাকাউন্টিং বা ফিন্যান্স বিষয়ে দ্বিতীয় শ্রেণি/সম সিজিপিএসহ ৪ বৎসর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি/সম সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি।
আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য দেখুনঃ
নিয়োগের শর্তাবলী :
নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি বিধান প্রতিপালিত হবে। ০৭-১২-২০২০ তারিখে প্রার্থীর বয়স নির্ধারিত সীমার মধ্যে হতে হবে।
এই বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে online-এ আবেদন করতে হবে। সে লক্ষ্যে http://bkget.teletalk.com.bd ওয়েব সাইটে লগ-ইন করলে একটি লিংক পাওয়া যাবে। ঐ লিংকে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক online-এ আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(ক) আবেদন ফরম পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ১০-১১-২০২০, সকাল ১০.০০ ঘটিকা। (খ) আবেদন ফরম জমাদানের শেষ তারিখ ও সময়ঃ : ০৭-১২-২০২০, বিকাল ০৫.০০ ঘটিকা।
শুধুমাত্র User ID প্রাপ্ত আবেদনকারীগণ User ID প্রাপ্তির পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে sms এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গৃহীত হবে না।
অনলাইন-এ আবেদন ফরম পূরণের সংক্ষিপ্ত বিবরণীঃ
আবেদনকারীগণকে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবপোর্টাল http://bkget.teletalk.com.bd অথবা বাংলাদেশ কৃষি গবেষণা এভাওমেন্ট ট্রাস্ট এর ওয়েব সাইট http://www.bkget.org এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে online registration কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট এর ওয়েব সাইট http://www.bkget.org এ আবেদন ফরম পূরণের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেয়া আছে। অনলাইন আবেদন ফরম পূরণের পূর্বে আবেদনকারীগণ উক্ত নির্দেশনার অংশটি download করে প্রতিটি নির্দেশনা ভালভাবে জেনে নিতে পারবেন।
Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০ pixel, File size maximum 60 kb) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য। ৩০০x প্রস্থ ৩০০ pixel, File size maximum 100 kb) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
যেহেতু online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পুনঃ পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
প্রার্থী online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মত ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।
নির্ভুলভাবে আবেদপত্র Submit কারী প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিমােক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: BKGET<space> User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে। Example: BKGET ABCDEF Reply: Applicant’s Name, Tk. 200.00 will be charged as application fee, Your PIN is 123456789. To pay fee Type BKGET <Space>YES<Space>PIN and send to 162221
দ্বিতীয় SMS: BKGET <Space>YES<Space>PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে। Example: BKGET YES 123456789 Reply: Congratulations! Applicant’s Name, payment. Completed successfully for examination fee. User ID is (XXXXX) and password (XXXXXX) দ্বিতীয় SMS টি পাঠানাের পর ফিরতি SMS এর Password পাবেন। এই Password টি Admit Card (প্রবেশ পত্র) Download-এর জন্য প্রার্থী সংরক্ষণ করবেন।
প্রবেশ পত্র ডাউনলোড:
প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি http://bkget.teletalk.com.bd ওয়েব সাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যুর নাম ‘ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশ পত্র প্রার্থী Downloadপূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। প্রার্থী এই প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহনের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। Admit card (প্রবেশ পত্র) Download এর তারিখ পরবর্তীতে SMS এর মাধ্যমে জানানো হবে।
Post Related Things: নিয়োগ বিজ্ঞপ্তি 2020,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2020,চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি,new চাকরির খবর,চাকরির খবর paper,চাকরির খবর পত্রিকা, চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা,সাপ্তাহিক চাকরির পত্রিকা,daily education, bd job today , New job circular, bd recent job circular,নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,নিয়োগ বিজ্ঞপ্তি 2020,daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২০,চাকরির খবর apk,চাকরির খবর bd jobs,চাকরির খবর.com,daily চাকরির খবর,e চাকরির খবর,চাকরির খবর govt, Job Circular সরকারী চাকরির খবর,চাকরির খবর প্রথম আলো,চাকরির বাজার,আজকের চাকরির খবর,চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা,চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি,