ইউটিউব ভিডিওর জন্য ইন্ট্রো তৈরি করুনঃ আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক গ্রুপ/পেইজ/প্রোফাইলের জন্য বিভিন্ন প্রয়োজনে ভিডিও তৈরি করে থাকি। সেই সকল ভিডিওর শুরুতেই একটি ইন্ট্রো প্রয়োজন পড়ে। সমস্যা নেই, অনলাইনে এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলাতে এক মিনিটেই রেডি করতে পারেন আপনি আপনার ভিডিওর জন্য ইন্ট্রো।
আজকের এই ভিডিওতে ধাপে ধাপে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে কিভাবে একটি সুন্দর ইন্ট্রো তৈরি করবেন। তো ভিডিও দেখুন আর নিজের পছন্দমত ইন্ট্রো তৈরি করুন।
ইউটিউব ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে আপনি যেকোন ধরনের শিক্ষা অর্জন করতে পারেন। তবে ভালো করে বুঝে বুঝে দেখতে হবে এবং প্যাকটিসও করতে হবে।
টেক সম্পর্কিত লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করো।
জি-মেইলে টু-স্টেপ ভেরিফিকেশনঃ অধিক নিরাপত্তার জন্য টু-স্টেপ ভেরিফিকেশন চালু করেছে জিমেইল। ফেসবুকেও একই ধরনের সুবিধা রয়েছে। এতে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর মোবাইলে প্রাপ্ত কোড দ্বারা অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। গুগলে এই সেবাটি বেশ কিছুদিন আগে থেকে চালু করেছে। টু-স্টেপ ভেরিফিকেশন চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-
জি-মেইলে টু-স্টেপ ভেরিফিকেশন
ধাপ-(১) জিমেইলে লগইন করে ডানের মেইল ঠিকানার উপরে ক্লিক করে Account settings ক্লিক করুন।
ধাপ-(২) Security অংশে Using 2-step verification এ ক্লিক করুন।
ধাপ-(৩) 2-step verification পেজে Set up 2-step verification বাটনে এ ক্লিক করুন।
ধাপ-(৪) এখন ড্রপ-ডাউন থেকে Text message (SMS) or voice call নির্বাচন করুন।
ধাপ-(৫) Add a mobile or land phone number where Google can send codes. এর নিচে ড্রপ-ডাউন লিষ্টে ক্লিক করে বাংলাদেশ নির্বাচন করুন।
ধাপ-(৬) এবার ডান অংশে মোবাইল নম্বর দিন (যে কোন অপারেটরে মোবাইল নাম্বার) এবং Send Code বাটনে ক্লিক করুন। এবার মোবাইলে প্রাপ্ত কোড নিচের বক্সে লিখে Verify বাটনে ক্লিক করুন এবং Next করুন। তাহলে নিশ্চিতকরণ পেজ আসবে এখানে Next করুন।
ধাপ-(৭) যদি মোবাইল হারিয়ে যায় তাহলে অ্যাকাউন্টে লগইন করা যাবে না তাই বিকল্প ১০টি কোড দেওয়া আছে এই পেজে। প্রত্যেকটি কোড একবার করে ব্যবহার করা যাবে। পরবর্তিতে নতুন কোডও পাওয়া যাবে। তবে বিকল্প হিসাবে আরেকটি মোবাইল নম্বর যুক্ত করা যাবে। এজন্য Yes, I have a copy of my backup verification codes. এ ক্লিক করে Next বাটনে ক্লিক করুন।
ধাপ-(৮) এখানে আরেকটি মোবাইল নম্বর ভেরিফাই করে Next করুন।
ধাপ-(৯) এখন Turn on 2-step verification বাটনে ক্লিক করলে ২-স্টেপ ভেরিফিকেশন সক্রিয় হবে এবং গুগল অ্যাকাউন্ট সাইন আউট হবে।
ধাপ-(১০) এবার গুগলে লগইন করে দেখুন তাৎক্ষনাৎ মোবাইলে কোড এসেছে উক্ত কোড ২-স্টেপ ভেরিফিকেশন সমাপ্ত করুন। এখন থেকে জিমেইলে লগইন করার সময় পাসওয়ার্ড দিলে আপনার মোবাইলে একটি কোড আসবে যা পরবর্তি পেজে লিখে লগইন সম্পন্ন করতে হবে। এসএমএস না আসলে ভয়েস কলের মাধ্যমেও কোড পাওয়া যাবে। মোবাইল কাছে না থাকলে Other ways to get verification code এ ক্লিক করে বিকল্প মোবাইলে কোড পাওয়া যাবে। অথবা পূর্বে সংরক্ষিত কোড দ্বারাও প্রবেশ করা যাবে।
সর্বপরি একটি কথা হলো ইউটিউব থেকে দেখে দেখে আমি আমরা সকলেই শিখেছি। তাই আমি ১০০% গুরুত্ব দিয়ে বলতে পারি যদি ভালো করে চেষ্টা করেন আপনারাও পারবেন, শুধুমাত্র ইউটিউব ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে বেসিক থেকে এডভান্স লেভেলের কাজগুলো সমাধান করতে পারবেন।
টেক সম্পর্কিত লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করো।
All Bangla Newspaper: Collection (list) of all online BD News, Bangla Newspaper, and Agency. Find 24/7 update or the latest Bangla News from popular BD Newspaper- BD News 24, 24 News, Prothom Alo newspaper, Kalerkontho News, Bangla News 24, and the rest of all continuously updated Bangla News sites.
সকল পত্রিকা তালিকা
প্রতিদিনের খবর/সকল পত্রিকা পড়তে আমাদের এই ভিডিওটি এবং All Bangla newspaper apps টি আপনাদের সহায়ক হবে বলে আমরা মনে করি।
All Bangla Newspaper
All Bangla newspaper list, All Bangla newspaper Amar Desh, All Bangla Newspaper Read Online, All Bangla newspaper Dhaka 1208 Bangladesh , All Bangla newspaper of Kolkata, All Bangla newspaper 2017, All Bangla newspaper app, All bangla newspaper headline, All bangla newspaper jobs, All Bangla newspaper download, All Bangla newspaper apk , Amar Desh , Anandabazar patrika , Bangla breaking news 24, Bangla news 24, Bangla newspaper prothom alo, Bangladesh news 24, Banglanews24, Bd news 24, Bdnews24 bangla newspaper, Breaking news bd, Chakrir khobor , Chakrir khobor 2018, E-paper prothom alo , E prothom alo , Jagobd, Kolkata newspaper, List of newspaper, Live bangla news , Manab zamin, Prothom Alo, Protom alo newspaper, Sylhet news, The daily ittefaq , The daily star, Todays news paper.
You will also find Newspaper and magazines here
Alokito Bangladesh Amader Orthoneeti Amader Shomoy Amar Natok Amar Sangbad Amar Ujala Anandabazar Patrika Arthoniti Protidin Asahi Shimbun ATN Bangla ATN Islamic TV ATN Music ATN Times Aynabaji Full Movie Download Azadi Jobs Azker Khobor Badoo Bandhu Media Fellowship Bangla Radio Mobile Apps starts with 85 radio stations Bangla Tribune Bangla.
TV Bangla21 TV Bangladesh Journal Bangladesh Monitor Bangladesh Pratidin Bangladesh shomoy Bangladesh Today Bangladeshi Media: At a glance, Banglamail BanglaNews24.com Banglar Khobor 24 Banglar Kotha 24 BanglaVision Barak Obama Fails Climate Test Barisal News BartaBangla Bartaman Patrika BBC Bangla Radio BBC News Bd 24 live Bd 24 Report BD Hot News BD Journal 365 BD View 24 BDJobs Bdnews24 Blog BDnews24.com
Bhaluka News Bhorer Dak Bhorer Kagoj Biztech 24 BNN Online24 BoingBoing Boishakhi News Boishakhi TV Bonikbarta BSS BTV Career Junction Channel 9 Channel I Europe Channel24 China Radio International Chsuk TV CNews CNN Comillar Barta Comillar Khabor Computer Barta Computer Jagat CTG CRIME TV Daily Barisal Daily Bartoman Daily Gramerkagoj Daily Industry Daily Karatoa Daily Khowai Daily Mathabhanga Daily News Daily Notun Vor Daily Observer Daily Purbanchal
Daily Sun Daily Telegraph Daily Thanthi Daily Vorerpata Dainik Azadi Dainik Bartoman Dainik Bhaskar Dainik Destiny Dainik Jagran Dainik Purbokone DBC TV Desh BD 24 Desh TV Deshebideshe TV Dhaka Courier Dhaka FM Dhaka Times Dhaka Tribune Dhaka Voice 24 Diganta TV Dinajpur News DJ Apna DJ Maza DMP News Doridro e Alokito Bangladesh e Amadershomoy e am country e Bonikbarta e Daily Bartoman e Daily Sun e Dainik Azadi e Dhaka Tribune e Financial Express e Gonokantho e Gramer Kagoj
e Independent e Ittefaq e Jaijaidin e Janakantha e Jugantor e Karatoa e Manobkantha e new diganta e New Nation e Samakal e Sangbad Konika e Shokaler Khabor e Suprobhat e Voter Pata Bangladesh Pratidin eDaily Star eKaler Kantho Ekattor TV eProthom Alo ETV Euro News Europen TV Famous News 24 Fellowships for journalists in USA First Newspaper of Bangladesh Fox News Free online training for journalists Gaanbangla Gazi TV Geo TV Globe Today BD Go News 24
Gono Kantho Google AdSense Supported Language List Hazarika Pratidin Healthy Life Jaijaidin Jamuna.tv Janakantha Japan Bangla Radio Job Bank, Canada JobsA1 JobsDB JonmoBhumi TV Journalists Jugantor Just News Kaler Kantho Life Hacker LinkedIn Loklokantor Lokmat Los Angeles Times Malayala Manorama Manabzamin Manobkantha Mashable Massranga TV Mathrubhumi My Bangla Gaan My Life My TV Mymensingh Pratidin MySpace Nagorik Kantha Natunbarta Naya Diganta NBC New
All Bangla Newspaper Video
NDTV New Age New York Times News 69 BD News 71 Online News Bangladesh News Ekattor News Today News World BD News24 TV Noakhali TV NRB Radio NTV Patra doot PC Helpline PC World People’s Time Peoples Radio Poriborton Prime Khobor Private Detective BD Priyo Blog Priyo News Probashibangla TV ProbashNews Prothom Alo Prothom Alo Blog Prothom Alo Jobs Protidiner Sangbad Rajasthan Patrika Sabuj Sylhet
আসসালামু আলাইকুম। বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করবো ফটোশপের বিভিন্ন টুলস ব্যবহার করে আমরা কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়, পাসপোর্ট সাইজ ছবির মাপ এবং পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করার নিয়ম স্টেপ বাই স্টেপ আলোচনা করবো।
পাসপোর্ট সাইজ ছবি তৈরির নিয়ম (ভিডিও টিউটোরিয়াল সহ)
পাসপোর্ট সাইজ ছবির সাথে আমরা সবাই পরিচিত। কেননা প্রতিনিয়ত পাসপোর্ট সাইজ ছবি আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়ে। যেমন ধরুন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক হিসাব খুলতে, চাকরির ক্ষেত্রে এবং পাসপোর্ট তৈরি করার সময় আমাদের পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার প্রয়োজন পড়ে। তো, কিভাবে ফটোশপে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায় তা নিচে আলোচনা করলাম।
কি ধরনের Software প্রয়োজন হবে?
কম্পিউটারে Passport Size ছবি তৈরিতে যেকোনো ধরনের Photoshop Software ব্যবহার করা যেতে পারে। বিশেষ কিছু সফটওয়্যার হচ্ছে Adobe Photoshop 7, Photoshop CS, Photoshop PS Photoshop 8, Adobe Photoshop CC সহ আরো অনেক।
ফটোশপে বেশ কয়েক ভাবেই যেকোন ছবিকে পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তরিত করা যায় । ফটোশপ এ পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য প্রথমে আপনি আপনার কম্পিউটার হতে ফটোশপ ওপেন করে নিন। ফটোশপ ওপেন করার পর Ctrl + ০ কি প্রেস করে ফটোশপে নতুন একটি ছবি ওপেন করুন।
পাসপোর্ট সাইজ ছবির মাপ সাধারনত হয়-
ওয়াইড: ১.৫ ইঞ্চি
হাইড :১.৯ ইঞ্চি
রেজুলেশন: ৩০০
একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরির ক্ষেত্রে কিছু নির্দিষ্ট সাইজ রয়েছে। Passport Size – WIDTH 40mm/ HEITGH 50mm– Resulation 300 Pixel (তবে যদি একসাথে দুজনের ছবি যুক্ত থাকে তবে অবশ্যই WIDTH 50mm/HEITGH 40mm এবং Resulation 300 Pixel দিতে হবে।) আমরা যদি সেই নির্দিষ্ট সাইজ ব্যবহার না করি তবে একটি পাসপোর্ট সাইজ ছবি কখনোই সম্পূর্ন হবে না এবং সেই ছবিটি কোন কাজে ব্যবহার করা যাবে না। তাই পাসপোর্ট সাইজ ছবি তৈরির পূর্বে অবশ্যই আমাদেরকে ছবিটির সাইজ ঠিক আছে কিনা ভালোভাবে দেখে নিতে হবে। আমরা জানি একটি Passport Size ছবি আমাদের বিভিন্ন অফিসিয়াল কাজে ব্যবহার করা হয়ে থাকে।
উপরের মাপের ছবি সাধারন কাজে ব্যবহার করা হলেও ভিসা আবেদনের জন্য যে পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয় তার মাপ টি হলো ২ ইঞ্চি x ২ ইঞ্চি।
এবার পাসপোর্ট সাইজ ছবির মাপ নির্ধারন করে দেবার জন্য টুলবক্স থেকে Crop টুল সিলেক্ট করুন। ক্রপ টুল সিলেক্ট করার জন্য টুলবক্স থেকে লাল মার্ক করা আইকনের উপর মাউস পয়েন্টার নিয়ে রাইট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর সেখান থেকে Crop Tool সিলেকশন করে নিন।
নিচের ভিডিওতে বিষয়টি ক্লিয়ার ভাবে দেখানো হয়েছে ভিডিওটি দেখুন
Passport Size Photo Size
There are certain sizes when it comes to making a passport size photo. Passport Size – WIDTH 40mm/ HEITGH 50mm – Resolution 300 Pixel (But if two photos are attached together, WIDTH 50mm/HEITGH 40mm and Resolution 300 Pixel must be given.) If we do not use that specific size, a passport size photo is never complete. No and that image cannot be used for any purpose. So before making the passport size photo, we must check if the size of the photo is correct. We know that a passport size photo is used in our various official functions.
Although the above size photo is used for general purposes, the size of the passport size photo required for visa application is 2 inches x 2 inches.
পাসপোর্ট সাইজ ছবির মাপ এবং পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করার নিয়ম সম্পর্কিত লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করো।
আমরা অনেক সময় একটি সমস্যায় পড়ি, যা হলো লো কোয়ালিটির (Low to high) মোবাইল দিয়ে ছবি তুলি আর ছবিগুলোর রেজুলেশন একদমই খারাপ থাকে। যখন আমরা ছবিগুলো জুম করতে চাই তখন ছবিগুলো ফেটে যায়।
তাছাড়া কোন অনলাইন মিডিয়াতে আপলোড করলেও তেমন ভালো দেখায় না। আজ আপনাদের এমন একটি ট্রিক্সস শিখাবো যার মাধ্যমে আপনারা এই সমস্যা থেকে একটু হলেও পরিত্রাণ পাবেন বলে আমি মনে করি।
ইউটিউব ভিডিও দেখে দেখে সকলেই শিখেছি। তাই আপনি যদি গুরুত্ব সহকারে চেষ্টা করতে পারবেন, শুধুমাত্র ইউটিউব ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে বেসিক থেকে এডভান্স লেভেলের কাজগুলো সমাধান করতে পারবেন।
টেক সম্পর্কিত লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদেরফেসবুক পেজটিফলো করো।
ইমেজকে টেক্সট ফাইলে কনভার্টঃ কোন কোন সময় বই থেকে বা অন্য কোন হার্ডকপি থেকে লেখা হুবহু টাইপ করতে হয়। কখনো কখনো পাওয়া পিডিএফ ফাইল যেগুলো এডিট করা যায়না এমনটি ওয়ার্ডেও কনভার্ট করা যায় না। আবার মাঝে মধ্যে কিছু তথ্য প্রদান করতে হয় যেগুলোর স্ক্যান করা কপি দেয়া হয় নমুনা হিসেবে।
চোখের সামনে সুন্দর ঝকঝকে লেখা থাকা সত্বেও পূনরায টাইপ করাটা যে কতটা কষ্টদায়ক সেটা যারা করেন শুধু তারাই জানেন। এই সমস্যা থেকে মুক্তি দিতে এক ধরনের সফটওয়্যার যেগুলোকে বলা হয় OCR (Optical character Recognition)।
বই থেকে দেখে দেখে তা লিখতে গেলে খুবই জামেলার কাজ, স্ক্যান করে ওয়ার্ড ফাইলে পরিনত করে নিলেই তো সমস্যা সমাধান হয়ে যায়। ABBYY OCR দিয়ে কাজ করা যায় কিন্তু ABBYY OCR একটি পেইড সফটওয়্যার। এছাড়াও অনেক গুলো সফটওয়্যার আছে এ নিয়ে, সফটওয়্যার ইনস্টল করতে অনেক জামেলায় পড়তে হয়। কিন্তু গুগলে OCR লিখে সার্চ দিলেই প্রথম পেইজেই onlineocr.net যে লিংক টা পাবেন । সেটির মাধ্যমে অতি সহজেই এই কাজটি করে নিতে পারবেন এবং কোন প্রকার রেজিস্ট্রেশনের জামেলা ছাড়াই।
ইমেজকে টেক্সট ফাইলে কনভার্ট
এই অনলাইন কনভার্টার এর বড় সুবিধা হচ্ছে এটিতে JPG, JPEG, BMP, TIFF, GIF ফরমেট গুলো সাফোর্ট করে। এই সফটওয়্যারগুলো যেকোন ছবি অথবা পিডিএফ ফাইল থেকে টেক্সট উদ্ধার করতে পারে। মজার ব্যাপার হচ্ছে আপনার যদি স্ক্যানার নাও থাকে আপনি আপনার মুঠোফোন অথবা ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি উঠিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। আরো আশ্চর্যের বিষয় হলো এটা কিন্তু আপনার হাতের লেখাও পড়তে পারে।
ঐখানে আপলোডার আছে, স্ক্যান করা ফাইল আপলোড করে তার পর ক্যাপচা দিয়ে Recognize বাটোনে ক্লিক করলে টেক্সট গুলো নিচের বক্সে দেখাবে। আর তা ছাড়া ওয়ার্ড ফাইল হিসেবে ডাউনলোড করার অপশনও পেয়ে যাবেন। আমার কাছে ভালোই লাগল, এখন আর সফট ব্যবহার করতে হচ্ছে না।
টেক সম্পর্কিত লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করো।
প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন তৈরিঃ পরিচয় পর্বে আপনার প্রকাশিত অভিব্যক্তির মধ্য দিয়েই লোকজন আপনার রুচিবোধের ব্যাপারে স্থায়ী ধারণা পাবে। এক্ষেত্রে কোয়ালিটি সম্পন্ন ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড হতে পারে আপনার পুরোটা ব্যক্তিত্ব প্রকাশের অনন্য মাধ্যম। যা যোগাযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করে। আপনার ব্যবসা, আপনার লক্ষ্য এবং নিজেকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য একটি উপযুক্ত ভিজিটিং কার্ড বিজনেস কার্ড বেছে নিতে পারেন। এই কাজটি আপনি করতে পারেন ভাল কিছু বিজনেস কার্ড/গ্রাফিক্স কার্ড ডিজাইনিং টিপস অনুসরণের মাধ্যমে।
বিজনেস/ভিজিটিং কার্ডটি ডিজাইনে ব্যবহার করতে হতে পারে ইলাস্ট্রেটর এবং ফটোশপ সফটওয়্যার দুইটিকে। ইলাস্ট্রেটর দিয়ে মূল ফরম্যাট এবং লেখাগুলো হবে আর ফটোশপ দিয়ে কোন ছবি মডিফাই করার প্রয়োজন হলে সেটা করে নিতে হবে। এবং পরিশেষে কাজটি ইলাস্ট্রেটরে সেইভ করে নিতে পারি, তাহলে কোয়ালিটি ভালো পাওয়া যাবে।
ইউটিউব ভিডিও দেখে দেখে সকলেই শিখেছি। তাই আপনি যদি গুরুত্ব সহকারে চেষ্টা করেন পারবেন, শুধুমাত্র ইউটিউব ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে বেসিক থেকে এডভান্স লেভেলের কাজগুলো সমাধান করতে পারবেন।
টেক সম্পর্কিত লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করো।
আজ আমরা দেখবো ফটোশপ ব্যবহার করে কিভাবে একটি ডাস্টযুক্ত, ব্রণযুক্ত অথবা অযাচিত দাগযুক ছবি, তাছাড়া মুখের দাগ দূর করুন এবং সুন্দর ছবিতে রূপান্তর করা যায়। মুখের দাগ নিয়ে আমাদের বিশেষ করে মেয়েদের দুশ্চিন্তার কোন অন্ত নেই। দাগ থেকে মুক্তি পেতে আমাদের চেষ্টা করারও শেষ নেই।
মুখে ব্রণ কিংবা র্যাশের দাগ থাকলে কার-ই বা ভাল লাগে। প্রায় সবাই চায় দাগহীন সুন্দর মুখের ছবি! খুব সুন্দর একটা ছবি তুলেছেন, কিন্তু ছবির সব কিছুই খুব ভাল, শুধুমাত্র মুখের দাগের জন্য ছবির সৌন্দর্যের বারোটা বেজে গেছে! এমন হলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তবে এখন আর চিন্তা নেই, কারণ ফটোশপ এটা সমাধান করে দিচ্ছে! একমাত্র ফটোশপই আপনাকে দিতে পারে দাগহীন সুন্দর একটা মুখ, কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, তাও মাত্র কয়েক মিনিটে! কিভাবে? আমাদের আসল উদ্দেশ্য হলো মূল ছবি থেকে বিভিন্ন অবাঞ্চিত দাগ দূর করা।
সর্বপরি একটি কথা হলো ইউটিউব থেকে দেখে দেখে আমি আমরা সকলেই শিখেছি। তাই আমি ১০০% গুরুত্ব দিয়ে বলতে পারি যদি ভালো করে চেষ্টা করেন আপনারাও পারবেন, শুধুমাত্র ইউটিউব ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে বেসিক থেকে এডভান্স লেভেলের কাজগুলো সমাধান করতে পারবেন।
টেক সম্পর্কিত লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করো।
জিমেইল একাউন্ট লগআউট করুনঃ কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন! ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু জিমেইল বা গুগলের একাউন্ট নেই এমন লোক খুজে পাওয়া খুব কঠিন! নিজের Google একাউন্ট অন্য কোথায় Log in করার পর লগআউট করতে ভুলে যান বা কেউ পাসওয়ার্ড জেনে Log in করে নেয় তখন কেমন লাগে? সে আপনার সব ধরণের একাউন্ট এ Access করতে পারবে! সে চাইলে আইডিটা তার নিজের করেও নিতে পারবে!
তো বুঝতেই পেরেছেন এই গুগল বা জিমেইল একাউন্ট এর কত দাম! আজকে আমি দেখাব কিভাবে আপনার Gmail আইডি কোথায় কোথায় Login আছে তা কিভাবে দেখবেন এবং কিভাবে নিজের মোবাইল থেকে অন্য মোবাইল লগিন থাকা জিমেইল একাউন্টটি Logout করবেন!
জিমেইল একাউন্ট লগআউট করুন
প্রথমে setting যান তারপর Tap Users & accounts এরপর নির্বাচন করুন Google এরপর Sign in and security তরপর Recently Used Device এখন নির্বাচন করুন device Which You wanted to remove সব শেষে remove Button
ইউটিউব ভিডিও দেখে দেখে সকলেই শিখেছি। তাই আপনি যদি গুরুত্ব সহকারে চেষ্টা করেন পারবেন, শুধুমাত্র ইউটিউব ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে বেসিক থেকে এডভান্স লেভেলের কাজগুলো সমাধান করতে পারবেন।
টেক সম্পর্কিত লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করো।
আজকে আমি আলোচনা করবো কাতার ভিসা চেক করবেন অনলাইনে। Qatar visa check by passport number পদ্ধতি নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হলো। কাতার ভিসা চেক করার জন্য আপনি মনোযোগ সহকারে এই লেখাটি শেষ পর্যন্ত পড়তে হবে এবং প্রত্যেকটি স্টেপ সঠিক ভাবে অনুসরণ করতে হবে।
ইন্টারনেট ব্যবহার করে এখন প্রায় সকল দেশের ভিসা চেক করা সম্ভব অনলাইনে। প্রতারণার শিকার না হতে চাইলে বিদেশ ভ্রমণের পূর্বে কাতার ভিসা যাচাই করে নিশ্চিত হতে হবে আপনার ভিসাটি সঠিক কিনা।
যেহেতু ভিসা যাচাই করা অতীব জরুরী। কিন্তু এই ছোট কাজটুকু অনেক করতে জানেন না। তাই আমরা এই আর্টিকেলের মাধ্যমে দুটি পদ্ধতিতে কিভাবে কাতার ভিসা চেক করবেন তা দেখাবো। কাতার ভিসা যাচাই করতে ভিসা নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করা যায়।
কাতার ভিসা চেক
আপনি মোবাইল, ট্যাব বা কম্পিউটার যে কোন ডিভাইস ব্যবহার করেন না কেনো নিচের ধাপ গুলো অনুসরণ করলে বিশ্বের যে কোন প্রান্ত থেকে অতি সহজেই অনলাইনে ভিসা যাচাই করতে পারবেন যে কোন ডিভাইসের মাধ্যমে।
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার নিয়ম
কাতারের ভিসা চেক করার জন্য আপনার মোবাইল বা কম্পিউটার ডিভাইস হতে কাতার ভিসা চেক লিংক এ যান। এখানে, Passport Number অপশনটি নির্বাচন করুন। তারপর Passport Number লিখুন এবং Nationality আপনার দেশ সিলেক্ট করুন। সবশেষে ক্যাপচা কোডটি হুবহু টাইপ করে Submit বাটনে ক্লিক করুন।
কাতার ভিসা চেক করার নিয়ম নিচে ছবি আকরে তুলে ধরা হলো-
এখানে প্রথমটি হলো Visa Number আর ২য় টি Passport Number দেয়া আছে। আপনি যদি পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা যাচাই করতে চান তাহলে, Passport Number এর ঘরে আপনার পাসপোর্ট নম্বরটি লিখুন।
আর যদি ভিসা নাম্বার দিয়ে যাচাই করতে চান, তবে Visa Number এর ঘরে আপনার ভিসা নাম্বারটি লিখুন। নিচে Nationality লেখা ডান পাশের ঘরের ড্রপডাউন মেনু থেকে আপনার দেশ “Bangladesh” সিলেক্ট করুন। এবার নিচে বা পাশে দেয়া ইংরেজি অক্ষর গুলো ডান পাশের খালি ঘরে লিখুন অর্থ্যাৎ ক্যাপচাটি হুবহু লিখুন সবশেষে Submit বাটনে ক্লিক করুন। আপনার কাজ শেষ। এবার দেখুন আপনার ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য নিচের ছবির ন্যায় চলে আসছে।
প্রয়োজনে এখান থেকে আপনি ভিসা প্রিন্ট করতে পারবেন! আশাকরি কাতার ভিসা যাচাই করতে আপনার কোন সমস্যা হবে না। এই পদ্ধতিতে আপনি খুব সহজেই কাতার ভিসা চেক করতে পারবেন।
ভিসা চেক করার ক্ষেত্রে সতর্কতা
ভিসা চেক করার সময় Typing ভুল হতে পারে, তাই তাড়াহুড়ো না করাই ভালো।
পাসপোর্ট নম্বরের ক্ষেত্রে অবশ্যই ইংরেজি বর্ণ (Letter) গুলো লিখবেন।
প্রতারণার হাত থেকে রক্ষা পেতে অবশ্যই আমাদের প্রত্যেকেরই ভিসা চেক করা উচিত। সকল দেশের ভিসা চেক করার পদ্ধতি জানতে দেখুন এই পেইজ – ঘরে বসে ভিসা চেক।
কাতার ভিসা চেক সম্পর্কিত লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করো।
[প্রিয় পাঠক, প্রোবাংলা অনলাইনে প্রবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন info@probangla.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]