প্রোফাইলে পিকচার

ফেসবুক প্রোফাইল পিকচার সাইজ গাইডলাইন ২০২৪

ইন্টারনেট দুনিয়ায় যে কোন প্লাটফর্মে একাউন্ট তৈরি করার পরপরই যে বিষয় মাথায় রাখতে হয়, তা হলো একটি প্রোফাইল পিকচার আপলোড করা। আমরা জানিনা যে, প্রতিটি প্লাটফর্মের পৃথক পৃথক প্রোফাইল পিকচার এর সাইজ রয়েছে। তাই আমরা আজকে আলোচনা করবো বিভিন্ন সোস্যাল মিডিয়ার একাউন্টে প্রোফাইলের ছবিটির সাইজ কত হবে তা সম্পর্কে। চলুন তাহলে নিচে দেওয়া প্রোফাইল পিকচার সম্পর্কিত লেখাটি পড়ে জেনে নিই।

ফেসবুক প্রোফাইল পিকচার সাইজ

বর্তমান যুগের সবথেকে পপুলার স্যোসাল মিডিয়ার নাম হচ্ছে ফেসবুক। ফেসবুক যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে বর্তমানে অনেক ভূমিকা রাখছে। তাই অনেক সময় আমরা ফেসবুকে কাঙ্খিত মানুষকে খুঁজে থাকি। তবে নামের সঠিক বানান না জানার কারণে আমাদের খুঁজে পাওয়া সম্ভব হয় না। কিন্তু যখনই ব্রাউজ করতে করতে প্রোফাইল পিকচারটি সামনে আসে তখন আর সমস্যা হয় না। তাই ফেসবুকে প্রোফাইলে পিকচার আপলোড করা খুবই গুরুত্বপূর্ণ।

প্রোফাইল পিকচার আপলোড করার সঠিক সাইজ না জানার কারণে ছবিটি স্পষ্টভাবে দেখায় না। তাই আমরা আজকে আর্টিকেলের এ অংশে জেনে নিব ফেসবুক প্রোফাইল পিকচারের সঠিক সাইজ সম্পর্কে।

আপনার ফেসবুক আইডি জন্য প্রোফাইল পিকচার সাইজ নির্বাচন করতে চান। তাহলে অবশ্যই এটিকে 160 x 160 পিক্সেল অথবা 180 x 180 পিক্সেলের তৈরি করতে হবে।

এছাড়াও ভিন্ন ভিন্ন ডিভাইসের ক্ষেত্রে আলাদা আলাদা ফেসবুক প্রোফাইল পিকচার তৈরি করতে হবে। সর্বপরি স্কয়ার সাইজ করে নিতে হবে আপনার ফেসবুক আইডি’র প্রোফাইল ছবিটি।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *