অঙ্গীকারনামা ও ১১ নং ফরম লেখার নিয়ম

নতুন ভোটার হওয়ার অঙ্গীকারনামা ও ১১ নং ফরম লেখার নিয়ম | অঙ্গীকার নামা PDF ডাউনলোড

নতুন ভোটার হওয়ার অঙ্গীকারনামা ও ১১ নং ফরম লেখার নিয়ম সম্পর্কিত লেখায় আপনাকে স্বাগতম। বিদেশে কর্মরত কিংবা চাকরিরত থাকার কারণে আপনি ইতিপূর্বে ভোটার হতে না পারলে অনলাইনে ভোটার আইডি’র জন্য আবেদন করতে হয়। সেক্ষেত্রে আপনাকে সরকার নির্ধারিত (11 No Form) ১১নং ফর্ম ও অঙ্গীকার নামা PDF ডাউনলোড করার প্রয়োজন হবে।

দীর্ঘদিন দেশের বাহিরে অবস্থান, যেকোন সমস্যার কারণে ও নির্ধারিত বয়স না হওয়ার কারণে ভোটার আইডির জন্য নিবন্ধন করতে পারেন নাই। যখন তারা নতুন ভোটার হতে যাবেন, তার পূর্বে কখনো ভোটার হয়নি এই মর্মে অঙ্গীকারনামা নামায় আপনি স্বাক্ষর করতে হবে।

ভোটার অঙ্গীকারনামা কি?

পূর্বে আপনি কোন মাধ্যমে ভোটার আবেদন করেননি কিংবা ভবিষ্যতে একধিকবার ভোটার হয়েছেন তার প্রমাণ পেলে আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনি পদক্ষেপ গ্রহণ করলে তার উপর কোন প্রকার আপত্তি থাকবে মর্মে লিখিত ও স্বাক্ষরিত ফরমের নাম হচ্ছে ভোটার অঙ্গীকারনামাভোটার অঙ্গীকারনামার নমুনা

ভোটার অঙ্গীকারনামার নমুনা

নতুন ভোটার হওয়ার অঙ্গীকারনামা
এই মর্মে অঙ্গীকার করছি যে, আমি…………পিতা…………. মাতা…………গ্রাম/মহল্লাঃ………….. পোষ্টঃ…………… উপজেলাঃ………..জেলাঃ…………….। আমি অত্র এলাকার একজন স্থায়ী বাসিন্দা। চাকরিরত/লেখাপড়ার কারণে বাড়ির বাহিরে অবস্থান করায় আমি সময়মত ভোটার হতে পারিনি। তাই নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য আপনার দপ্তরে আবেদন দাখিল করছি। আমি আরো অঙ্গীকার করছি যে, আমি ইতোপূর্বে বাংলাদেশর কোথায়ও ভোটার হইনি এবং এই প্রথমবার ভোটার হওয়ার জন্য আবেদন করছি। যেহেতু একাধিকবার ভোটার হওয়া আইনত দন্ডণীয় অপরাধ সেহেতু আমি দ্বৈত ভোটার হলে বাংলাদেশ নির্বাচন কমিশন আমার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্ৰহণ করতে পারবে এবং আমি তা মেনে নিতে সর্বদা বাধ্য থাকবো। এমতাবস্থায়, আমাকে নতুন ভোটার করার জন্য আপনার নিকট সবিনয় অনুরোধ করছি।

তারিখ: ……………………….

অঙ্গীকারকারীর স্বাক্ষর /টিপসহি
নামঃ ………………………………..
পিতাঃ ……………………………….
গ্রামঃ ………………………………..
পোষ্টঃ ………………………………
উপজেলাঃ …………………………..
জেলাঃ ……………………………..

ভোটার অঙ্গীকারনামার নমুনা (ছবি আকারে)

ভোটার অঙ্গীকারনামার নমুনা
ভোটার অঙ্গীকারনামার নমুনা

অঙ্গীকার নামা PDF ডাউনলোড

এই সেকশনে আমরা আপনার সুবিধার্থে ভোটার অঙ্গিকারনামাটি পিডিএফ আকারে উপস্থাপন করলাম। আপনার প্রয়োজনে নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন।

অঙ্গীকারনামা PDF ডাউনলোড

১১ নং ফরম কি?

ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির আবেদন বিষয়ক একটি ফরম তৈরি করা হয়েছে, যা ১১ নং ফরম হিসেবে পরিচিত।

11 No Form এর নমুনা

জাতীয় পরিচয় পত্র ১১ নং ফরম
জাতীয় পরিচয় পত্র ১১ নং ফরম
এনআইডি ১১ নং ফরম
এনআইডি ১১ নং ফরম

১১ নং ফরম পিডিএফ ডাউনলোড

আর্টিকেলের এ পর্যায়ে আপনার সুবিধার্থে জাতীয় পরিচয় পত্র ১১ নং ফরম পিডিএফ আকারে তুলে ধরলাম। আপনার প্রয়োজনে নিচের লিংক থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

১১ নং ফরম পিডিএফ ডাউনলোড

নতুন ভোটার হওয়ার অঙ্গীকারনামা ও ১১ নং ফরম লেখার নিয়ম | অঙ্গীকার নামা PDF ডাউনলোড সম্পর্কিত লেখাটি পড়ে আপনি অনায়াসে ভোটার হওয়ার জন্য আপনার প্রয়োজনীয় ফরম গুলি ডাউনলোড করে কাজে লাগাতে পারবেন। উল্লেখ্য যে, এই অঙ্গীকারনামা ও (11 No Form) ফরম হাতে লিখে পূরণ করতে হবে।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

4 comments

  1. খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন, যে কেই খুব সহজে বুঝতে পারবে, এই বিষয়টি নিয়ে অনেকে খুব সমস্যায় আছেন, আশা করছি এই আর্টিক্যাল থেকে তাদের সমস্যার সমাধান পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *