কোন ব্যক্তির মৃত্যু সনদের তথ্য চেক করতে চাইলে জেনে নিন অনলাইনে মৃত্যু নিবন্ধন যাচাই করা এবং মৃত্যু সনদ অনলাইন কপি ডাউনলোড করার বিস্তারিত পদ্ধতি।
মৃত্যু সনদের তৈরির জন্য আবেদন করার পর, সনদ তৈরি হয়েছে কিনা বা একজন মৃত ব্যক্তির মৃত্যু সনদে কি কি তথ্য রয়েছে, সনদটির সকল তথ্য সঠিক আছে কিনা ইত্যাদি বিষয়ে জানতে অনলাইনে মৃত্যু নিবন্ধন যাচাই করার প্রয়োজন হয়।
বর্তমানে খুব সহজেই হাতে থাকা মোবাইল দিয়ে মাত্র ১ মিনিটে মৃত্যু সনদ অনলাইন চেক করতে পারবেন। এর জন্য আপনার প্রয়োজন হবে:
- মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন নম্বর।
- এবং মৃত ব্যক্তির মৃত্যুর তারিখ।
অনলাইনে মৃত্যু সনদ যাচাই করার জন্য, আপনারা চাইলে নিচের যাচাই ফর্মটির তথ্য পূরণ করে সার্চ করতে পারেন:
এখানে মৃত্যু নিবন্ধন নম্বর ও মৃত্যুর তারিখ লিখে যাচাই করুন লেখাতে ক্লিক করলেই মূল অনুসন্ধান পেজে যেতে পারবেন। তবে আপনাদের সুবিধার্থে নিচে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে।
মৃত্যু নিবন্ধন অনলাইন যাচাই
মৃত্যু নিবন্ধন যাচাই করতে, প্রথমেই https://everify.bdris.gov.bd/UDRNVerification -এই ওয়েবসাইটে ভিজিট করুন। তারপর মৃত ব্যক্তির ১৭ সংখ্যার মৃত্যু নিবন্ধন নম্বর ও YYYY-MM-DD ফরম্যাটে মৃত্যুর তারিখ লিখুন। এবার নিচের ঘরে ক্যাপচা ছবির যোগফল/বিয়োগফল লিখে “Search” লেখাতে ক্লিক করলেই মৃত্যু নিবন্ধন অনলাইন যাচাই হয়ে যাবে।
এভাবে মৃত্যু নিবন্ধন সনদ যাচাই করার আপনি মৃত্যু সনদ অনলাইন চেক করতে পারবেন এবং মৃত্যু সনদ অনলাইন কপি ডাউনলোডও করতে পারবেন।
অনলাইনে মৃত্যু সনদ যাচাই করার নিয়ম
অনলাইনে মৃত্যু নিবন্ধন সনদ যাচাই করার জন্য,
- সর্বপ্রথম, মৃত্যু সনদ যাচাই সার্ভারের, https://everify.bdris.gov.bd/UDRNVerification -এই লিংকে ভিজিট করুন।
- তারপর অনুসন্ধান পেজে মৃত্যু নিবন্ধনের ১৭ সংখ্যার রেজিস্ট্রেশন নম্বর দিন।
- ২য় ঘরে YYYY-MM-DD ফরম্যাটে মৃত ব্যক্তির মৃত্যুর তারিখ লিখুন।
- সর্বশেষ ঘরে, গাণিতিক সমস্যার সমাধান/ ফলাফল লিখে “Search” অপশনে ক্লিক করুন।
- সকল তথ্য সঠিক থাকলে মৃত্যু সনদ অনলাইন কপি দেখতে পাবেন।
উপরোক্তভাবে খুব সহজেই একজন ব্যক্তির মৃত্যু সনদ অনলাইনে আছে কিনা যাচাই (Online Death Certificate Check BD) করতে পারবেন। তাছাড়া প্রয়োজনে অনলাইন কপি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
যাইহোক, আপনাদের সুবিধার্থে অনলাইনে মৃত্যু নিবন্ধন যাচাই করার প্রক্রিয়া ধাপে ধাপে বিস্তারিত ভাবে নিচে তুলে ধরা হলো:
ধাপ ১: Death Certificate Check করার ওয়েবসাইটে যান
সর্বপ্রথম, বাংলাদেশের জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কিত সরকারি ওয়েবসাইট -’bdris.gov.bd’ তে যেতে হবে। এই ওয়েবসাইটের হোমপেজ থেকে মৃত্যু নিবন্ধন ক্যাটাগরির অন্তর্ভুক্ত ‘মৃত্যু সনদ অনুসন্ধান’ নামক সাব ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। তাহলেই অনুসন্ধান পেজে যেতে পারবেন।
অথবা, আপনারা চাইলে সরাসরি https://everify.bdris.gov.bd/UDRNVerification – এই লিংকে ক্লিক করে মৃত্যু সনদ যাচাই পেজে যেতে পারেন।
ধাপ ২: মৃত্যু সনদের তথ্য পূরণ করুন
অনুসন্ধান পেজে আসার পর, আপনি ৩টি খালিঘর সম্বলিত একটি পেজ দেখতে পাবেন। এখানে প্রথম ঘরটিতে মৃত্যু নিবন্ধন নম্বর (Death Registration Number) পূরণ করতে হবে।
২য় ঘরটিতে মৃত ব্যক্তির মৃত্যুর তারিখ পূরণ করতে হবে। এক্ষেত্রে মৃত্যু সনদের আবেদনের সময় দেওয়া মৃত্যুর তারিখটিই দিতে হবে। মৃত্যুর তারিখ অবশ্যই YYYY-MM-DD, বা “বছর-মাস-দিন” -এই ফরম্যাটে লিখতে হবে। অন্যথায়, সনদ যাচাই করতে পারবেন না।
এখানে আপনি মৃত্যুর তারিখ লিখে দিতে পারেন, অথবা খালি ঘরে ক্লিক করলে একটি ক্যালেন্ডার অপশন আসবে, সেখান থেকেও মৃত্যুর তারিখটি সিলেক্ট করে দিতে পারবেন।
সর্বশেষে, ৩য় ঘরের উপরে একটি গাণিতিক ছবি দেখতে পাবেন। সেই ছবিতে থাকা যোগ/ বিয়োগের ফলাফল নিচের খালি ঘরটিতে লিখে দিবেন। তারপর “Search” লেখাতে ক্লিক করলেই মৃত্যু নিবন্ধন যাচাই (Online Death Certificate Check BD) হয়ে যাবে।
ধাপ ৩: মৃত্যু সনদ অনলাইন চেক
পূর্ববর্তী ধাপে “Search” বাটনে ক্লিক করার পর, আপনার সকল তথ্য সঠিক থাকলে নতুন পেজে নিয়ে যাবে। সেখানে আপনার মৃত্যু সনদের যাবতীয় তথ্য দেখতে পাবেন। আপনার মৃত্যু নিবন্ধন করার সময় অনলাইনে যে সকল তথ্য সাবমিট করা হয়েছিল, এখানে সেগুলোই দেখতে পাবেন।
এক্ষেত্রে মৃত্যু নিবন্ধন ইংরেজি করা না থাকলে, ইংরেজি তথ্যের অংশগুলো খালি থাকতে পারে। যাইহোক, এখান থেকে একজন ব্যক্তির মৃত্যু সনদ চেক করা যায় এবং সেই সনদের সত্যতা যাচাই করা যায়।
ধাপ ৪: মৃত্যু সনদ অনলাইন কপি ডাউনলোড
উপরোক্তভাবে মৃত্যু নিবন্ধন সনদ যাচাই করার পর এবং অনলাইনে সনদ চেক করার পর, আপনি চাইলে সেই মৃত্যু সনদের অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন। মূলত সনদ অনুসন্ধান করার পর সার্ভার থেকে যেই pdf ছবিটি দেখানো হয়, সেটিই হলো মৃত্যু সনদ অনলাইন কপি।
এখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করার জন্য, আপনার কম্পিউটারের কিবোর্ডে ‘Ctrl’ + ‘P’ একসাথে চাপুন। তারপর স্ক্রিনে প্রিন্ট অপশন আসলে ‘Print preference’ সেটিংস ঠিক করে প্রিন্ট করতে পারবেন। অথবা, প্রিন্টার না থাকলে Save as PDF অপশনটি সিলেক্ট করে ফাইলটি সেভ/ডাউনলোড করে রাখতে পারবেন।
ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদ ডাউনলোড PDF
ইউনিয়ন পরিষদের মৃত্যুর সনদ অনলাইন থেকে ডাউনলোড করা যায় না। কারণ ইউনিয়ন পরিষদ থেকে মৃত্যু নিবন্ধনের আসন/অরিজিনাল সনদ দেওয়া হয়। অন্যদিকে, অনলাইন থেকে Bdris সার্ভারে থাকা একটি মৃত্যু সনদের PDF কপি ডাউনলোড করা যায়।
যদিও উভয় ভাবে পাওয়া সনদ আপনি ব্যবহার করতে পারবেন, তবে ইউনিয়ন পরিষদের মৃত্যুর সনদ তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্য। কারণ সেই সনদে স্থানীয় ইউনিয়ন পরিষদের/পৌরসভা কার্যালয়ের প্রধান কর্মকর্তার এবং স্থানীয় চেয়ারম্যানের স্বাক্ষর থাকে।
তাই ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদ প্রয়োজন হলে, সরাসরি আপনার এলাকার ইউনিয়ন পরিষদে গিয়ে যোগাযোগ করতে পারেন।
শেষকথা
উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে আপনারা যে কোন মৃত ব্যক্তির মৃত্যু সনদ যাচাই করতে পারবেন। এসেছো শুধুমাত্র সেই ব্যক্তির মৃত্যু নিবন্ধন নম্বর ও মৃত্যুর তারিখ জানা থাকলেই হবে। আশাকরি, সম্পূর্ণ আলোচনাটি বুঝতে পেরেছেন।