বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরে চাকরি – BNCC job circular 2020

BNCC job circular 2020: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরের প্রকাশিত শূন্য পদে ০৭ টি ক্যাটাগরিতে মোট ৪২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারবেন আগামী ২১ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত। সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ঘুরে আসুন।

Bangladesh National Cadet Corps – BNCC Job Circular 2020

পদের নাম: সুপারিনটেনডেন্ট (Superintendent)
পদসংখ্যা: ০২টি
বেতন স্কেল: ১১৩০০-২৭৩০০/-
শিক্ষাগত যোগ্যতা: (ক) সরকার অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, (খ) সরকারি অথবা আধাসরকারি অফিসে ০৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং (গ) কম্পিউটার টাইপিং জানা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

পদের নাম: অফিস সহকারী (Office Assistant)
পদসংখ্যা: ১৪টি
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

পদের নাম: ড্রাইভার (Driver)
পদসংখ্যা: ০৪টি
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা: (ক) ৮ম শ্রেণি পাশ এবং (খ) বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ী চালানোর কাজে ০২ বচরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: অফিস সহায়ক (Office Support Staff)
পদসংখ্যা: ০৮টি
বেতন স্কেল: ৮২৫০-২০০১০/-
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

পদের নাম: মালী (Gardener)
পদসংখ্যা: ০৩টি
বেতন স্কেল: ৮২৫০-২০০১০/-
শিক্ষাগত যোগ্যতা: (ক) ৬ষ্ঠ শ্রেণি পাশ এবং (খ) বাগান তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

পদের নাম: নিরাপত্তা প্রহরী (Security Guard)
পদসংখ্যা: ০8টি
বেতন স্কেল: ৮২৫০-২০০১০/-
শিক্ষাগত যোগ্যতা: (ক) ৬ষ্ঠ শ্রেণি পাশ এবং (খ) নিরাপত্তা প্রহরী হিসেবে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। তবে, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য অথবা পুলিশের অবসরপ্রাপ্ত সিপাহিদের অগ্রাধিকার পাবে।

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (Cleaner)
পদসংখ্যা: ০৩টি
বেতন স্কেল: ৮২৫০-২০০১০/-
শিক্ষাগত যোগ্যতা: (ক) অক্ষরজ্ঞান সম্পন্ন প্রার্থদের অগ্রাধিকার দেয়া হবে।

আরো পড়ুন: চলমান সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://bncc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ২২ নভেম্বর ২০২০ তারিখ সকাল ০৯:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২১ ডিসেম্বর ২০২০ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত অাবেদন করা যাবে।

আরও বিস্তারিত তথ্য জানতে হলে নিচের চিএ দেখুন

govt job circular

Post Related Things: নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২০, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs,bd job today , new job circular 2020, চাকরির খবর প্রথম আলো, সরকারী চাকরির খবর, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক পত্রিকা, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির খবর.com,daily চাকরির খবর, e চাকরির খবর, চাকরির খবর govt, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2020, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি, new চাকরির খবর, চাকরির খবর paper, চাকরির খবর পত্রিকা, চাকরির বাজার পত্রিকা, সাপ্তাহিক চাকরির পত্রিকা, নিয়োগ বিজ্ঞপ্তি 2020, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা আজকের,

probangla-Facebook-page

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top