ঔষধের দোকান বা ফার্মেসি অথবা মেডিকেল শপ খোলার পূর্বে অবশ্যই আপনার ড্রাগ লাইসেন্স সংগ্রহ করতে হবে। আজকে এই লেখার মাধ্যমে ড্রাগ লাইসেন্স করার নিয়ম সম্পর্কে আলোচনা করবো। ড্রাগ লাইসেন্স পেতে চাইলে আপনি ঔষধ প্রশাসন অধিদপ্তরে ড্রাগ লাইসেন্সের জন্য প্রয়োজনীয কাগজপত্র জমা দিতে হবে। আপনার প্রদানকৃত কাগজপত্র সঠিক হলে ৯০ কার্যদিবসের মধ্যে ড্রাগ লাইসেন্স দিয়ে দিবে ঔষধ প্রশাসন কর্তৃপক্ষ।
এই লেখাটি পড়লে আরো জানতে পারবেন কিভাবে ড্রাগ লাইসেন্স সংগ্রহ করবেন, ড্রাগ লাইসেন্স নবায়ন করার নিয়ম ২০২৩, ড্রাগ লাইসেন্স মালিকানা পরিবর্তন, ড্রাগ লাইসেন্স অফিস কোথায় এবং ড্রাগ লাইসেন্স আবেদন ফরম সম্পর্কে জানতে পারবেন।
ড্রাগ লাইসেন্স করার জন্য কি কি কাগজ লাগবে
ঔষুধ প্রশাসন অধিদপ্তরের সকল নিয়ম কানুন মেনে প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের সঙ্গে দিলে খুব সহজে ড্রাগ লাইসেন্স পেয়ে যাবেন। ঔষধ ব্যবস্থাপনা বিভাগ সাধারণত দুটি ক্যাটাগরিতে ড্রাগ লাইসেন্স প্রদান করে থাকে। নিচে তা তুলে ধরা হলো-
- মডেল ফার্মেসি
- মেডিকেল শপ
বি:দ্র: মডেল ফ্রামের্সি এবং মেডিকেল শপের জন্য যথ্রাক্রমে ৩০০ বর্গফুট এবং ১১২ ফুট জায়গার প্রয়োজন হবে।
মডেল ফার্মেসির জন্য নিয়োজিত গ্রাজুয়েট এ গ্রেড ফার্মাসিস্টের মাধ্যমে সত্যায়িত রেজিস্ট্রেশনের কপি এবং তাদের অঙ্গীকারনামা ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে।
মেডিকেল শপের জন্য নিয়োজিত বিসি গ্রেট এর ফার্মাসিস্টের সত্যায়িত রেজিস্ট্রেশনের কপি এবং দোকান ভাড়ার চুক্তিনামা ও ভাড়ার রশিদের ফটোকপি আবেদন ফরমের সাথে দাখিল করতে হবে।
ড্রাগ লাইসেন্স এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
- ফরম -৭ সঠিকভাবে পূরণ করতে হবে। (ড্রাগ লাইসেন্স ফরম ডাউনলোড করুন)
- ট্রেড লাইসেন্স এর ফটোকপি সত্যায়িত ।
- আবেদনকারীর NID Card এর ফটোকপি।
- ট্রেজারে চালানোর মূল কপি জমা দিন।
- আবেদনকারীর ব্যাংক সচ্ছলতার সনদপত্র।
- ফার্মাসিস্টের সার্টিফিকেট অঙ্গীকারনামা ও এনআইডি কার্ডের ফটোকপি।
- দোকান ঘর ভাড়ার চুক্তিনামা
ড্রাগ লাইসেন্স ফি | ড্রাগ লাইসেন্স করার নিয়ম
ড্রাগ লাইসেন্স ফি মেট্রোপলিটন ও পৌরসভার মধ্যে হলে ট্রেজারি চালানের মাধ্যমে ২৫০০ টাকা এবং পৌর এলাকার বাইরে (ইউনিয়ন কাউন্সিলের অন্তভূক্ত এলাকায়) হলে ১৫০০ টাকা জমা দিতে হবে। এই টাকার উপর আরো বাড়তি ১৫% ভ্যাট প্রদান করতে হবে। তাছাড়া আর কোন বাড়তি ফি আপনাকে প্রদান করার কোন প্রয়োজন নেই। তবে লাইসেন্স ফি পরিবর্তিত হতে পারে।
ড্রাগ লাইসেন্স কত দিনে পাওয়া যায়
ঔষুধ প্রশাসন অধিদপ্তরের সকল নিয়ম কানুন মেনে আবেদন করা এবং সকল কাগজপত্র সঠিকভাবে প্রদান করে থাকলে ৯০ কার্য দিবসের মধ্যে ড্রাগ লাইসেন্স পেয়ে যাবেন।
ড্রাগ লাইসেন্স নবায়ন করার নিয়ম ২০২৩
ড্রাগ লাইসেন্স ঔষধ ব্যবসার জন্য অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে ঔষধ ব্যবসার অনুমতি পত্র। এই অনুমতি পত্রের নির্দিষ্ট মেয়াদের জন্য সরকার প্রদান করে থাকে। তাই মেয়াদ শেষ হলে ড্রাগ লাইসেন্স নবায়ন করার প্রয়োজন হয়। নিচে দেখুন ড্রাগ লাইসেন্স নবায়ন করার নিয়ম ২০২৩ সম্পর্কে।
ড্রাগ লাইসেন্স নবায়ন করতে যে সকল কাগজপত্রের প্রয়োজন:
- মালিকের ব্যাংক স্বচ্ছলতার সনদপত্র ( ব্যাংক সল্ভেন্সি সার্টিফিকেট)।
- লাইসেন্স ফি জমা দেয়ার ট্রেজারী চালানের মুল কপি।
- দোকান ভাড়ার রসিদ বা চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি। নিজস্ব দোকান হলে দলিলের ফটোকপি।
- নিয়োজিত ফার্মাসিস্ট/কবিরাজ/হাকিম/ হোমিও ডাক্তারের অঙ্গীকারনামা।
- দোকানের ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটো কপি কপি৷
- নিয়োজিত ফার্মাসিস্ট/কবিরাজ/হাকিম/হোমিও ডাক্তারের রেজিস্ট্রেশন সনদের মুল কপি ও সত্যায়িত ফটোকপি
- মালিকের নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি / ভোটার আই.ডি কার্ডের ফটোকপি ।
এর সাথে সাথে নির্ধারিত ফরম-৭ (বেঙ্গল ড্রাগ রুল ১৯৪৬ এ উল্লেখিত) সঠিকভাবে পুরন করতে হবে।
ড্রাগ লাইসেন্স নবায়ন আবেদন ফি
ফার্মেসির ধরন | পৌরসভা বা মেট্রোপলিটন এলাকায় | পৌর এলাকার বাইরে (ইউনিয়ন কাউন্সিলের অন্তভূক্ত এলাকায়) |
এলোপ্যাথিক | ২৫০০/- | ১৫০০/- |
আয়ুর্বেদিক ইউনানী হোমিওপ্যাথিক বায়োকেমিক হারবাল |
২০০০/- | ১০০০/- |
লাইসেন্স নবায়ন ফি’র তালিকা (পরিবর্তিত হতে পারে)
ড্রাগ লাইসেন্স অফিস কোথায়
ঔষধ প্রশাসন, ১০৫-১০৬, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
টেলিফোন: ৮৮০-২-৯৫৫৬১২৬, ৯৫৫৩৪৫৬
ফ্যাক্স: ৮৮০-২-৯৫৬৮১৬৬
ই-মেইল: drugs@citech.net
শেষ কথা
ড্রাগ লাইসেন্স করার নিয়ম সম্পর্কিত লেখাটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ পোস্ট মনোযোগ সহকারে পড়লে বিস্তারিত বুঝতে পারবেন ধন্যবাদ।