ডোমেইন এবং হোস্টিং কি ? কি কাজে প্রয়োজন এবং কোথায় পাওয়া য়ায়। এ সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের লেখাটি।
১) ডোমেইন কি ?
যেকোন কিছু প্রথম শুরু করতে হলে আপনাকে প্রথম যে বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে তার একটি সুন্দর নাম। আর ওয়েবসাইটের সেই নামকেই বলা হয় ডোমেইন। যে নামের মাধ্যমে ভিজিটর আপনার ওয়েবসাইটকে চিনবে বা খুঁজবে তারই নাম ডোমেইন। যেমন- www.probangla.com দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটকে খুঁজে পাই। একই ভাবে ফেইসবুক কে সার্চ করতে হলে আমরা ব্রাউজারের এড্রেস বারে লেখি www.facebook.com গুগলের ক্ষেত্রে www.google.com ইত্যাদি। ডোমেইন শুধু মাত্র যে .com দিয়েই হবে সেটা কিন্তু কথা নয়। বিভিন্ন এক্সটেনশন রয়েছে যেমন- .com, .net, .org, .com.bd, .edu, .in, .app, .info, .xyz আরো অনেক।
উপরোল্লিখিত ডোমেইনগুলো প্রিমিয়াম তাই এগুলো টাকা দিয়ে কিনতে হবে। এ জাতীয় ডোমেইনের মূল্য আনুমানিক এক বছরের জন্য ৮০০-২০০০ টাকার মধ্যে হয়ে থাকে।
২) হোস্টিং কি ?
অনেকেই ডোমেইন সম্পর্কে অবগত হলেও হোস্টিং বিষয় তাদের মাথায় আসে না। ডোমেইন তো কিনা হলো কিন্তু এটি রাখবেন কোথায়? রাখার জন্য তো একটি পিসি প্রয়োজন যেটি ২৪ ঘন্টা ৩৬৫দিন অন থাকবে। ২৪/৭ একটা পিসি চালু রেখে আপনার ওয়েবসাইট রাখার সুবিধা প্রদান করে থাকে একমাত্র হোস্টিং কোম্পানীগুলো।
বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি গুলোর তালিকা দেখুন
মাসিক বা বাৎসরিক একটি নির্দিষ্ট অংকের টাকার বিনিময়ে এ সার্ভিস প্রদান করে থাকে। বিভিন্ন কোম্পানী বিভিন্ন ধরনের দামে হোস্ট করে থাকে আপনার ওয়েবসাইট। এই টাকার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণের জায়গা আপনার জন্য বরাদ্ধ করে দেয়। আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগের জন্য যে জায়গা হোস্ট কোম্পানীর নিকট হতে কিনবেন সেটি হচ্ছে হোস্টিং।