ভোটার আইডি কার্ড সংশোধন ২০২৪ (এনআইডি কার্ড সংশোধন)

ভোটার আইডি কার্ড সংশোধন – NID Card Correction Online BD 2024 লেখায় আপনাকে স্বাগতম। ইতিপূর্বে আমরা যারা ভোটার হয়েছি কম-বেশি সবারই জাতীয় পরিচয় পত্র/এনআইডি কার্ড/ভোটার আইডি কার্ডে ভুল রয়েছে। তাই অনেকের জানার আগ্রহ থাকে, এনআইডি কার্ড সংশোধন করতে প্রয়োজনীয় কাগজপত্রসমূহ সম্পর্কে। আরো জেনে নিন: নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম ২০২২- এনআইডি করতে কি কি প্রয়োজন?

এই লেখাটি পড়ে আপনি জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম কি অথবা কিভাবে ভোটার আইডি সংশোধন করা যায়? এ বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। আপনি নিজে নিজে আবেদন করে এনআইডি সংশোধন করে নিতে পারবেন। এবার চলুন নিচের ধাপ গুলো ফলো করতে করতে ভোটার আইডি সংশোধনের অনলাইন আবেদনটি সম্পূর্ণ করি।

ভোটার আইডি কার্ড সংশোধন

উপরের প্রশ্নের সঠিক উত্তর আমাদের অনেকেরই অজানা রয়েছে। যার ধরুন ভোটার আইডি কার্ড অথবা জাতীয় পরিচয় পত্রের ভুল সংশোধন নিয়ে বিভিন্ন ভাবে ভোগান্তিতে পড়তে হয়। আজকে আলোচনা করবো কিভাবে ভোটার আইডি কার্ড সংশোধন করা যায়। এনআইডি কার্ড এ নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ সংশোধনে করণীয় কি এবং কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিলে খুব দ্রুত আপনার ভোটার আইডি সংশোধনের কাজ সম্পন্ন হবে।

ভোটার আইডি কার্ড সংশোধন
ভোটার আইডি কার্ড সংশোধন

এনআইডি কার্ড সংশোধন করার নিয়ম

জাতীয় পরিচয় পত্র /ভোটার আইডি কার্ডে যদি নিজের (বাংলা অথবা ইংরেজি) নামে যদি ভুল থাকে তাহলে, সংশোধনের সুযোগ রয়েছে। তবে ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। নিচে তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

প্রথমে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট services.nidw.gov.bd ঠিকানায় প্রবেশ করে রেজিস্ট্রেশন করে লগইন করুন। তারপর আপনার ফেইস ভেরিফাই করে সঠিক হলে আপনি আপনার নির্বাচন কমিশনে বিদ্যমান সকল তথ্য দেখতে পাবেন। এখানে এডিটের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবে। অনলাইনে আবেদন সময় কিছু কাগজ পত্র প্রয়োজন হবে তা সম্পর্কে নিচে আলোচনা করলাম।

নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধন

ভোটার আইডি কার্ডের অধিকাংশ তথ্যই এখন অনলাইনে সংশোধন করা যায়। তবে কিছু তথ্য সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিসে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে হয়। বিশেষ করে সম্পূর্ণ আইডি কার্ড ধারীর নাম পরিবর্তন, পিতা/ মাতা/ স্বামীর সম্পূর্ণ নাম পরিবর্তন, স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে চাইলে নির্বাচন অফিসে ফরম পূরণ করে আবেদন করতে হয়।

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি কাগজপত্র প্রয়োজন?

  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
  • অনলাইন জন্ম নিবন্ধন সনদ পত্র (ইংরেজি ও বাংলা)।
  • সন্তানদের ভোটার আইডি কার্ডের কপি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ অথবা শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র (যদি থাকে)।
  • স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয় পত্র (যদি থাকে)।
  • কাবিননামা /বৈবাহিক সনদপত্র (যদি থাকে)।
  • সার্ভিস বই/এমপিও শীটের কপি (চাকুরিজীবি হলে)।
  • মেয়র/চেয়ারম্যান/কাউন্সিলরের নিকট হতে প্রত্যয়নপত্র
  • পাসপোর্টের কপি (যদি থাকে)।
  • ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)।

ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ সংশোধন

নতুন এনআইডি কার্ড করার সময় নানা কারণে জন্ম তারিখ ভুল থাকতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন ব্যক্তির সার্টিফিকেট কিংবা পাসপোর্টের সাথে আইডি কার্ডের জন্ম তারিখের মিল নেই। তাই তাদেরকে নানা ধরনের জটিলতার সম্মুখীন হতে হয়। অনলাইনেই এটি সংশোধনের আবেদন করতে পারবেন।

এর জন্য nidw.gov.bd ওয়েবসাইটে NID Card এর তথ্য দিয়ে রেজিস্টার বা লগইন করুন। তারপর ব্যক্তিগত ড্যাশবোর্ড থেকে প্রোফাইল অপশনে গিয়ে এডিট বাটনে ক্লিক করুন। এনআইডি কার্ডের সকল তথ্য দেখানো হলে, জন্ম তারিখের ঘরে টিক মার্ক দিয়ে আপনার কাঙ্ক্ষিত জন্ম তারিখটি লিখুন। তারপর বিকাশের মাধ্যমে সংশোধন ফি পরিশোধ করুন। পরবর্তী ধাপে জন্মতারিখ সংশোধনের জন্য উপযুক্ত ডকুমেন্ট আপলোড করুন। এক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে:

  • JSC, SSC, HSC বা অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি।
  • চেয়ারম্যান কর্তৃক পারিবারিক সনদ/প্রত্যয়ন পত্র।
  • সকল ভাই-বোনদের এনআইডি কার্ডের কপি।
  • MPO/ সার্ভিস বই/ চাকরির ইমপ্লয়ার আইডি।
  • একজন সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের প্রত্যয়ন পত্র।
  • বিবাহের কাবিননামা।
  • পেনশন বা অবসর ভাতা বইয়ের সত্যায়িত কপি।

উপযুক্ততার ভিত্তিতে একাধিক ডকুমেন্ট আপলোড করলে, আবেদনটি গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা বাড়ে।

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে

সংশোধনের বিষয়বস্তু নির্ধারিত ফি
ব্যক্তিগত পরিচয়বাচক যেকোন তথ্য সংশোধন ২৩০ টাকা
সাধারণ ও অন্যান্য তথ্য সংশোধন ১১৫ টাকা
ব্যক্তিগত ও অন্যান্য – উভয় তথ্য সংশোধন ৩৪৫ টাকা
ভোটার আইডি কার্ড রিইস্যু ৩৪৫ টাকা
প্রথমবার সংশোধনের জন্য আবেদন ২৩০ টাকা
দ্বিতীয়বার সংশোধনের জন্য আবেদন ৩৪৫ টাকা
তৃতীয়বার সংশোধনের জন্য আবেদন ৪৬০ টাকা

এসকল সংশোধন ফি বিকাশ/ নগদ/ রকেট ইত্যাদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারেন।

ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন

ভোটার আইডি কার্ড সংশোধন (NID Card Correction Online BD 2023) সম্পর্কিত লেখাটিতে সঠিক তথ্য উপস্থাপন করার চেষ্টা করছি। তারপরও যদি আপনার কোন বিষয় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা আপনার কমেন্টের দ্রুত রিপ্লাই দেব। এনআইডি কার্ড সংশোধন লেখাটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এতে আপনার বন্ধুরও উপকার হতে পারে, ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top