অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৪

আপনি কি জন্ম নিবন্ধন এর তথ্য সংশোধন করতে চান? ঘরে বসেই অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন। জেনে নিন অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৪ সম্পর্কে বিস্তারিত।

নতুন জন্ম নিবন্ধনের আবেদন করার সময় জন্ম নিবন্ধনে ভুল তথ্য লিপিবদ্ধ হলে অথবা জন্ম নিবন্ধনের সাথে গুরুত্বপূর্ণ কোন ডকুমেন্টস, যেমন- সার্টিফিকেট, আইডি কার্ড ইত্যাদির তথ্য মিল না থাকলে জন্ম নিবন্ধন এর সংশোধন করতে হয়। তাই অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৪, কি কি ডকুমেন্টস প্রয়োজন, আবেদন প্রক্রিয়া ও ফি সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা।

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য https://bdris.gov.bd/br/correction – এই লিংকে প্রবেশ করে জন্ম নিবন্ধন সার্চ করে সংশোধনের বিষয়, ঠিকানা প্রদান ও প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে নিজের জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন।

জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করে জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন। তবে অনেকের পক্ষেই এটি খুবই সময় সাপেক্ষ।

অপরদিকে, বর্তমানে জন্ম নিবন্ধনের অনলাইন পরিষেবা www.bdris.gov.bd – ওয়েবসাইটে প্রবেশ করে নিজের হাতে থাকা মোবাইল বা কম্পিউটার দিয়ে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন। তবে প্রথমেই, আপনার জন্ম নিবন্ধন টি অনলাইন কিনা তা যাচাই করে নিন।

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে ধাপে ধাপে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৪ অনুসরণ করে আপনার প্রয়োজনীয় তথ্য সংশোধন করুন।

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

জন্ম নিবন্ধন সংশোধনের জন্য প্রথমেই, https://bdris.gov.bd/br/correction – এই লিংকটি ভিজিট করুন। এবার পরবর্তী ধাপগুলো অনুসরণ করুন-

ধাপ-১: জন্ম নিবন্ধন নির্বাচন

উপরের লিংকে ভিজিট করার পর আপনার সামনে নিচের ছবির মত একটি ইন্টারফেস আসবে। এখান থেকে প্রথমে আপনার জন্ম নিবন্ধনে প্রবেশ করতে হবে। প্রথমে আপনার অনলাইন জন্ম নিবন্ধনের ১৭ ডিজিট নম্বর লিখুন। নিচের ঘরে DD-MM-YYYY ফরম্যাটে জন্ম তারিখ লিখে অনুসন্ধান করুন।

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম
অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

এখানে নিবন্ধনকারীর নাম ও পিতামাতার নাম দেখতে পাবেন। তারপর- “নির্বাচন করুন” এ ক্লিক করুন।

ধাপ-২: নিবন্ধন তথ্য যাচাই বাছাই

এখন আপনি এখান থেকে আপনার তথ্য চেক করে নির্বাচন করুন।

নিবন্ধন তথ্য যাচাই বাছাই 
নিবন্ধন তথ্য যাচাই বাছাই

ধাপঃ- (৩) সংশোধনের বিষয় নির্বাচন

এই ধাপে আপনার জন্ম নিবন্ধন সংশোধনের বিষয় কি হবে (নাম বাংলা-ইংরেজি, পিতার নাম, মাতার নাম নাকি বয়স তা নির্বাচন করুন) তা নির্বাচন করুন। একটি জন্ম নিবন্ধনের যত তথ্য রয়েছে, তার সবগুলো গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের জন্যই এখানে নির্দিষ্ট বিষয় পাবেন।

জন্ম নিবন্ধন সংশোধন আবেদনকারীর তথ্য
জন্ম নিবন্ধন সংশোধন আবেদনকারীর তথ্য

চাহিত সংশোধিত তথ্য পূরণ করুন। এই ঘরটি খুবই সতর্কতার সাথে কাঙ্ক্ষিত সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে পূরণ করতে হবে। আপনি সংশোধনের যেই বিষয়বস্তু নির্বাচন করেছেন, তার তথ্য পরিবর্তন/সংশোধন করে নতুন যেই তথ্যটি সংযুক্ত করতে চাচ্ছেন তা এই ঘরে লিখুন।

এক্ষেত্রে, সংশোধনের বিষয়বস্তুটি- নাম ইংরেজিতে হলে, চাহিত সংশোধিত তথ্যের ঘরে নিবন্ধনকারীর ইংরেজি নামটি লিখুন। (যেমন: আব্দুল হালিম = Abdul Halim লিখুন)। বয়স সংশোধন করতে চাইলে, ক্যালেন্ডার থেকে সঠিক তারিখ নির্বাচন করতে হবে। তথ্য সংশোধনের কারণ নির্বাচন করুন। অধিকাংশ ক্ষেত্রেই এখানে ‘ভুল লিপিবদ্ধ করা হয়েছিল’- এই অপশনটি সিলেক্ট করা হয়। তবে আপনার সংশোধনের জন্য ভিন্ন কোনো কারণ থাকলে তা নির্বাচন করতে পারেন।

একাধিক তথ্য সংশোধন করতে চাইলে প্লাস আইকনে ক্লিক করুন।

ধাপ-৪: সংশোধিত তথ্য ও কারণ দিন

আপনি যে তথ্য সংশোধন করতে চাচ্ছেন তার সংশোধিত তথ্য কি হবে তা লিখুন। যেমন- মোহাম্মদ সাজ্জাদ থেকে মোঃ সাজ্জাদ লিখুন। এবং কি কারনে সংশোধন করতে চাচ্ছেন তা নির্বাচন করুন।

ধাপঃ- (৫) আবেদনকারীর তথ্য

এই ধাপে, সংশোধনের জন্য আবেদনকারী তথ্য লিখুন। আপনি নিজেই সংশোধন করার আবেদন করলে নিজ সিলেক্ট করুন। আপনার সন্তানের জন্ম নিবন্ধন হলে বাবা সিলেক্ট করুন। পরবর্তীতে আবেদনকারীর নাম ঠিকানা পূরন করুন এবং একটি সচল মোবাইল নাম্বার ও ইমেইল দিন।

সংশোধন কারণ

ধাপঃ- (৭) ডকুমেন্টস সংযোজন

সংশোধনের জন্য যে সকল ডকুমেন্টস এর প্রয়োজন তা পূর্বেই সংগ্রহ করে আপনার পিসি বা মোবাইলে সংরক্ষণ করে রাখুন। সংযোজনে ক্লিক করে আগে থেকে বাছাই করে রাখা ডকুমেন্ট গুলো সিলেক্ট করুন। তারপর Start এ ক্লিক করে আপলোড করে দিন।

জন্ম নিবন্ধন সংশোধন ডকুমেন্টস সংযোজন

ডকুমেন্টস সংযোজন
ডকুমেন্টস সংযোজন

সর্বশেষ, নিচের পেমেন্ট অপশন থেকে ফ্রি আদায় সিলেক্ট করে সাবমিট করে দিন।

ধাপঃ- (৮) আবেদনপত্র প্রিন্ট

আপনার আবেদন সম্পন্ন হলে আবেদন আইডিসহ প্রিন্ট অপশন দেখানো হবে। প্রিন্ট অপনে ক্লিক করে আবেদন পত্রটি প্রিন্ট করে নিন অথবা মোবাইল বা কম্পিউটারে সেভ করে রাখুন। আবেদনপত্র টি প্রিন্ট করে সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দেওয়ার মাধ্যমে আপনার জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করতে পারবেন।

উপরোক্তভাবে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৪ অনুযায়ী আবেদন করলে ৭-১৫ দিনের মধ্যে সংশোধিত কপিটি ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে পারবেন।

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা যাচাই

পূর্বে সংশোধনী আবেদনের অবস্থা যেকেউ জানতে পারলেও, বর্তমানে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা যাচাই করার জন্য আপনার ইউনিক ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রয়োজন হবে। আবেদনের বর্তমান অবস্থা জানতে ভিজিট করুন- https://bdris.gov.bd/br/application/status, এই লিংকে। তারপর লগইন করে আপনার আবেদনের ধরন, অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ লিখুন। তারপর ‘দেখুন’ লেখাতে ক্লিক করলেই আপনার আবেদনটির বর্তমান অবস্থা জানতে পারবেন।

জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে

জন্ম নিবন্ধনের যে তথ্য সংশোধন করতে চান তার প্রমানস্বরূপ ডকুমেন্টস সংযোজন করে আবেদন করতে হবে। তথ্যের ভিত্তিতে ভিন্ন ভিন্ন কাগজ প্রয়োজন হতে পারে। যেমন-

জন্মতারিখ, নিজের নাম, পিতা-মাতার নাম সংশোধনের ক্ষেত্রে নিম্নোক্ত ডকুমেন্টস গুলোর যেকোন ১টি সংযোজন করতে হয়, তা হলো-

  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
  • টিকা কার্ড বা হাসপাতালের প্রত্যয়ন পত্র
  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র
  • পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র
  • পাসপোর্টের কপি
  • প্রয়োজনে কাবিন নামার কপিও প্রদান করা যায়।

স্থায়ী ঠিকানা পরিবর্তনের জন্য নিচের ডকুমেন্টস গুলো সংযোজন করা যায়। যথা-

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৪ অনুযায়ী বর্তমান ঠিকানার জন্য শুধুমাত্র বাড়ির ইউটিলিটি বিলের কাগজ দিয়ে আবেদন করলেই হয়।

জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে

সংশোধনের বিষয়ের ভিত্তিতে ফি প্রদান করতে হয়। জন্ম তারিখ সংশোধন ব্যতীত অন্যান্য সকল তথ্য সংশোধন করর জন্য সংশোধন ফি ৫০ টাকা প্রদান করতে হয়।

অন্যদিকে, জন্ম তারিখ সংশোধনের জন্য ১০০ টাকা ফি প্রদান করতে হয়। তবে বিভিন্ন ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনে এই ফি ২০০-৩০০ টাকা পর্যন্ত নেওয়া হয়।

জন্ম নিবন্ধন সংশোধন করতে কত দিন লাগে

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৪ অনুযায়ী আবেদনের পর জন্ম নিবন্ধন তথ্য যাচাই করে সঠিক মনে হলে সংশোধিত তথ্য অনলাইনে হালনাগাদ করা হয়।

এক্ষেত্রে জন্ম নিবন্ধনের সংশোধিত সনদ টি হাতে পেতে ৭-১৫ দিন সময় লাগতে পারে। তবে তার পূর্বেই অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন যাচাই করা যায়।

জন্ম নিবন্ধনে পিতা-মাতার নাম সংশোধনের নিয়ম

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৪ অনুযায়ী জন্ম নিবন্ধনের সকল তথ্যই সংশোধন করা যায়। সংশোধনের বিষয় নির্বাচনের সময় পিতা বা মাতার নাম সংশোধন সিলেক্ট করুন।

তারপর, প্রয়োজনীয় ডকুমেন্টস সংযোজন করে পিতা বা মাতার সংশোধিত তথ্য লিখুন। এক্ষেত্রে পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র সংযোজন করে দিতে পারেন।

জন্ম নিবন্ধনে বয়স সংশোধন করবো কিভাবে

জন্ম নিবন্ধনে বয়স সংশোধন একটি জটিল বিষয়। তবে প্রথমে জন্ম নিবন্ধন করার সময় ডাটা এন্ট্রির ক্ষেত্রে যদি আপনার জন্মসাল বা তারিখ ভূল লিপিবদ্ধ হয় তাহলে সহজে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৪ অনুযায়ী সংশোধন করতে পারবেন।

প্রমান স্বরূপ- হাসপাতালের ছাড়পত্র বা প্রত্যয়নপত্র, কোন জাতীয় পরীক্ষার সার্টিফিকেট সংযোজন করে আবেদন করুন। জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে সময় একটু বেশি লাগে এবং ১০০ টাকা সংশোধন ফি জমা দিতে হয়।

জন্ম নিবন্ধনে ইংরেজি তথ্য সংযোজন

পূর্বে অনলাইন করা অধিকাংশ জন্ম নিবন্ধনের তথ্য শুধু বাংলা ভাষাতেই bdris ওয়েবসাইটে লিপিবদ্ধ আছে। তাই বাংলা ভাষার পাশাপাশি জন্ম নিবন্ধন ইংরেজি করতে হলে, সংশোধনের আবেদন করতে হয়। 

জন্ম নিবন্ধন ইংরেজি করার জন্য, সংশোধনের বিষয়বস্তু হিসেবে নাম ইংরেজি, পিতার নাম ইংরেজি, মাতার নাম ইংরেজি (প্রয়োজন অনুসারে) সিলেক্ট করতে হবে। তারপর নিবন্ধন অনুসারে বাংলা নামটির সঠিক ইংরেজি বানান লিখুন। সর্বশেষ, সংশোধনের কারণ হিসেবে ‘ভুল লিপিবদ্ধ করা হয়েছিল’ সিলেক্ট করে আবেদনের বাকি কাজ সম্পন্ন করুন। এক্ষেত্রে ৫০ টাকা ফি দিতে হয়।

FAQ’s

জন্ম নিবন্ধনে বয়স সংশোধন করা যায় কি?

জন্ম নিবন্ধনে বয়সের তফাৎ যদি অস্বাভাবিক না হয় তাহলে সঠিক ডকুমেন্টস প্রদান করতে পারলে জন্ম নিবন্ধনে বয়স সংশোধন করা যায়।

জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে?

জন্ম তারিখ সংশোধন করতে ১০০ টাকা ও অন্যান্য সকল তথ্য সংশোধন করতে ৫০ টাকা ফি জমা দিতে হয়। অনলাইনে বিকাশের মাধ্যমে অথবা ব্যাংক ড্রাফট করে কিংবা কিংবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে গিয়ে সরাসরি জন্ম নিবন্ধন সংশোধন করার ফি প্রদান করা যায়।

জন্ম নিবন্ধন সংশোধনের জন্য কোথায় আবেদন করা যায়?

জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট https://bdris.gov.bd/br/correction এর মাধ্যমে নিবন্ধন তথ্য সংশোধন করা যায়। তারপর আবেদন কপি প্রিন্ট করে ইউনিয়ন পরিষদে বা পৌরসভায় জমা দিয়ে সংশোধিত কপি নিতে পারবেন।

জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করতে কত দিন লাগে?

সঠিকভাবে আবেদন করার পর জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করতে ৭-১৫ দিন সময় লাগে। মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হলে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে তার সংশোধিত কপি সংগ্রহ করা যায়।

জন্ম নিবন্ধন কতবার সংশোধন করা যায়?

জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েব সাইটের নিয়ম অনুযায়ী একটি জন্ম নিবন্ধন সর্বোচ্চ ৪ বার সংশোধন করা যায়।

শেষকথা

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৪ অনুযায়ী একটি জন্ম নিবন্ধন ৪ বার সংশোধন করা যায়। তাই সতর্কতার সাথে আবেদন করতে হবে। এ বিষয়ে সঠিক ধারনা নিয়ে ও উপযুক্ত কাগজপত্র সংগ্রহ করে আবেদন করতে হবে।

আজকের আলোচনায় জানলাম- অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৪ সম্পর্কে বিস্তারিত। লেখাটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। অনলাইন তথ্যভিত্তিক এরকম লেখা পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top