আমাদের জীবনের অনেক ছোট-খাটো কাজে ছোট ছোট গেজেটের প্রয়োজন পড়ে। যেগুলো আমাদের কাজগুলোকে সহজ করে ফেলে। এই গ্যাজেট গুলো বাজারে আসাতে আমরা খুব সহজে আমাদের কাজ সমাধান করতে পারি। আসুন এই গেজেট গুলো সম্পর্কে জানি probangla-য়।
১. Yee lock
আমাদের মাঝে অনেকেই আছে যারা সাইকেল বা মোটরসাইকেলে যাতায়াত করি। অন্যান্য পরিবহন ব্যবহারের থেকে এগুলো ব্যবহার অনেক সহজ এবং সময় বাঁচায়। তবে সমস্যা হচ্ছে এগুলো কোথাও পার্কিং করে রাখলে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমরা অনেকে ধরনের তালা ব্যবহার করি।
কিন্তু আমরা কি কখনো স্মার্ট লক ব্যবহার করেছি? স্মার্ট লক হিসেবে বাজারে এসেছে Yee lock এটা ছোট্ট একটি তালা। এটাকে আপনি আপনার মোটরসাইকেল বা সাইকেলের ব্রেক ডিস্কে প্রতিস্থাপন করবেন। এটার একটি বিশেষত্ব হচ্ছে, এটা চাবির পাশাপাশি আঙুলের ছাপ দিয়েও খোলে।
২. Flame Humidifier
আমরা আমাদের ঘরকে সাজাতে কত কিছুই না করি। কত ধরনের লাইট ব্যবহার করি। বিভিন্ন ধরনের শোপিস ব্যবহার করি। কিন্তু আমরা কি কখনো এমন ধরনের স্মার্ট এবং চমৎকার ডিভাইস ব্যবহার করেছি? এটা হচ্ছে Flame Humidifier
এই ছোট ডিভাইসটি সচল হলে মনে হবে, যেন এর ভেতর থেকে আগুন বের হচ্ছে। আসলে এটা আগুন নয়। এটা ধোয়ার ওপর আলোর প্রতিফলন হওয়ার কারণে এমন দৃষ্টিভ্রম হয়। প্রথম দেখাতে যে কেউ বিস্মিত হয়ে যাবে। ছোট্ট এই ডিভাইসটি আপনার ঘরের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেবে।
এর মধ্য থেকে যে কুয়াশার মতো ধোঁয়া বের হয় এটা আসলে কোনো ধোঁয়া নয়। এটা হচ্ছে পানির বাষ্প। এর মধ্যে একটি ছোট যন্ত্র আছে যা কম্পনের মাধ্যমে পানিগুলোকে বাষ্পে রূপান্তর করে। এতে করে আপনার ঘরের আর্দ্রতা ঠিক থাকে। বিশেষ করে শীতকালে বাতাসে যখন আর্দ্রতা কমে যায় তখন শরীর চামড়া ফেটে যায়। ত্বক ফেটে যাওয়া থেকে বাঁচাতে এই ডিভাইস আপনার ঘরে রাখতে পারে। এছাড়া এটাই ব্যবহৃত পানির মাঝে যদি আপনি সুগন্ধি মিশিয়ে দেন, তাহলে পুরো ঘরময় সুঘ্রাণ ছড়াবে।
৩. Intor powerbank
আজকাল আমাদের সবার হাতেই স্মার্টফোন রয়েছে। এই ফোন শুধু কথা বলা আর ছবি তোলার জন্য ব্যবহার হয় না। এই ফোন দিয়ে এখন অফিসের কাজও করা যায়। কিন্তু স্মার্টফোনের একটি বড় সমস্যা হচ্ছে, বেশি ইন্টারনেট ব্যবহার করলে এটার চার্জ খুব দ্রুত ফুরিয়ে যায়। এজন্য অবশ্য আমরা বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংক ব্যবহার করে থাকি। কিন্তু এই পাওয়ার ব্যাংকগুলো তুলনামূলকভাবে একটু মোটা হয়ে থাকে এবং এর সাথে আলাদা ইউএসবি ক্যাবল বহন করতে হয়।
কিন্তু এই Intor powerbank একদম ভিন্ন। এটা ক্রেডিট কার্ডের চেয়ে সামান্য বড় এবং সামান্য মোটা। এর আকৃতি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটা মানিব্যাগে বহন করা যায়। এর মাঝে আছে পাওয়ারফুল লিথিয়াম আয়ন ব্যাটারি। যা আপনার স্মার্টফোনকে চার্জ করার জন্য যথেষ্ট। আরেকটি মজার ব্যাপার হচ্ছে এটার সাথেই ছোট একটি চার্জার ক্যাবল থাকে। আপনাকে আলাদা করে ক্যাবল সংযোজন করতে হবে না। এটা খুবই চমৎকার একটি পাওয়ার ব্যাংক।
আরো পড়ুন: চারটি অদ্ভুত গেজেট
৪. Mini safe
আমরা প্রায় প্রত্যেকেই মানিব্যাগ ব্যবহার করি। মানিব্যাগ এর ভেতরে থাকে মূল্যবান কার্ড এবং টাকা। মানিব্যাগ ততক্ষণই নিরাপদ যতক্ষণ অবধি এটা আপনার কাছে থাকে। অনেক সময় দেখা যায় পকেটমার মানিব্যাগ নিয়ে যায়। কিন্তু সেটাতে একটু সান্ত্বনা দেওয়া যায় যে, চোরে চুরি করে নিয়ে গেছে। কিন্তু যখন ঘরের কেউ মানিব্যাগ চেক করে তখন সেটা খুবই খারাপ লাগে।
তাই এমন একটি মানিব্যাগ প্রয়োজন যেটা আপনি ছাড়া অন্য কেউ খুলতে পারবে না। আপনার কথা চিন্তা করেই বাজারে এসেছে Gaze এটা সাধারণ মানিব্যাগের আকৃতির। তবে এটা তৈরি করা হয়েছে শক্ত প্লাস্টিক দিয়ে। এর মাঝে আছে কোড লক। অর্থাৎ আপনি ছাড়া অন্য কেউ এটা খুলতে পারবে না। এর আরেকটি বিশেষত্ব হচ্ছে এটা পানি নিরোধক। এরমধ্যে কখনোই পানি প্রবেশ করবে না।
৫. Gaze
আমাদের মাঝে এমন খুব কম মানুষই আছে যারা বাস বা ট্রেনে ভ্রমণ করেন না। এছাড়া অনেকেই আছেন যারা একা বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে পছন্দ করেন। কিন্তু এই ঘোরাঘুরির সময় আমাদের একটি বড় সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা হচ্ছে আমাদের সাথে থাকা ব্যাগের নিরাপত্তা নিয়ে। যদি কখনো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে তখন ব্যাগ বাহিরে কোথাও রেখে তারপর যেতে হয়। যা খুবই ঝুঁকিপূর্ণ এবং চুরি হয়ে যাওয়া সম্ভাবনা থাকে। এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য বাজারে এসেছে Gaze
এটা একটি স্মার্ট এলার্ম সিস্টেম। আপনার ব্যাগের সাথে এটাকে এটাচ করে রেখে যাবেন। যদি কেউ আপনার ব্যাগ উঠাতে চেষ্টা করে তাহলে সাথে সাথে এটা বেজে উঠবে। তখন আপনি টের পেয়ে যাবেন।
এটাতে একটি গোপন কোড সেট করতে হয়। যে কোড দ্বারা এর এলার্ম বন্ধ হবে।