দরকারি ডিভাইস: আমাদের কর্ম জীবনে কাজ নিয়ে অনেক চিন্তা থাকে। কর্মস্থলে যদি ঘরের চিন্তা এসে পড়ে তাহলে কাজে মন বসবে না। অমনোযোগী হয়ে কাজ করলে কর্মফল ভালো হয় না। কর্মজীবনে এত ব্যস্ততা যে, ঘরের কিছু জরুরী বিষয় আছে যেগুলো নিয়ে ভাবার সময় হয় না। তাই আপনাদের জীবনকে টেনশন মুক্ত রাখতে তিনটি ডিভাইসের সন্ধান নিয়ে এসেছে probangla আমাদের সাথেই থাকুন।
১. Bosma sentry
আজকাল নিরাপত্তা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। এই উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। চারদিক থেকে চুরি ডাকাতির বিভিন্ন সংবাদ কানে আসে। চোখের পলকেই চোর মূল্যবান সামগ্রী চুরি করে পালিয়ে যায়। নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করি। এছাড়া বাজারে আছে বিভিন্ন আধুনিক নিরাপত্তা ডিভাইস। কিন্তু Bosma sentry এর তুলনা হয় না। কেননা এটা সস্তা এবং ছোট একটি ডিভাইস। এটা মূলত ডোরবেলের মতো দরজার সামনে লাগিয়ে রাখা যায়। এর অনেক ফিচার আছে।
- দ্বৈত কথোপকথন
- দরজা না খুলেই বাহিরে কে আছে তা দেখা
- মোশন সেন্সর
- সাউন্ড সেন্সর
- ডোর বেল
- মানুষের চেহারা সনাক্ত করা
- ঘরে না থাকলে কারো জন্য ভয়েস মেসেজ রেখে যাওয়া
এই ডোরবেলে একটি ছোট্ট ক্যামেরা আছে। আপনি আপনার মোবাইলে একটা বিশেষ অ্যাপ ইন্সটল করে নেবেন। সেই অ্যাপের মাধ্যমে ঘরে বসে হোক কিংবা বাহিরে, ইন্টারনেটের মাধ্যমে সব দেখতে পাবেন।
আপনি আগত ব্যক্তির সাথে কথাও বলতে পারবেন। এর ক্লিয়ার ভয়েস শুনে মনে হবে আপনি তার সামনাসামনি দাঁড়িয়ে কথা বলছেন।
আপনি চাইলে এমন সেটিং করে রাখতে পারবেন যে, দরজার সামনে কেউ আসলেই ডোরবেল বেজে উঠবে। অথবা বিশেষ ব্যক্তিটি আসলে চেহারা শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কলিং বেল বাজবে।
আপনি যদি বাড়িতে না থাকেন তাহলে কেউ দরজার সামনে আসলে অটোমেটিক আপনার ভয়েস মেসেজ বেজে উঠবে। এর মোশন সেন্সর ক্যামেরার আয়তের বাহিরে থাকা কোনো কিছুর চলাচলও সনাক্ত করতে পারে। সুতরাং কোনো চোর যদি আশেপাশ দিয়ে ঘোরাঘুরিও করে তাহলেও আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। এটা বাস্তবেই আপনাকে স্মার্ট করে তুলবে।
২. Tile mate tracker
জীবনে চলার পথে আমরা অনেক ছোটখাটো জরুরী বস্তু নিয়ে চলাচল করি। যেমনঃ হ্যান্ড ব্যাগ বা ওয়ালেট, ব্যাগ, ছাতা, চাবি, সাইকেল। অনেক সময় আমরা এগুলো মনের ভুলেতে কোথাও ফেলে আসি বা আমাদের কাছ থেকে চুরি হয়ে যায়। তখন আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়। এই আধুনিক যুগেও যদি এই সকল জরুরী জিনিসপত্র চুরি হয়ে যায় তাহলে কেমন দেখায়?
এরই সমাধান হিসেবে রয়েছে এই tile mate tracker
এটা দেখতে প্লাস্টিকের একটি ছোট সুন্দর কার্ডের মতো। কিন্তু এটা এত সহজ বস্তু নয়। এটা অনেক কার্যকরী একটি ডিভাইস। এটাকে আপনার স্মার্টফোনে ব্লুটুথ এর মাধ্যমে সংযোগ স্থাপন করাতে হবে। এখানে আপনার পছন্দমতো দূরত্ব সেট করে নেবেন। বস্তুটি আপনার মোবাইল থেকে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম হলেই মোবাইলে অ্যালার্ম বেজে উঠবে। এর ব্লুটুথ এরিয়া সর্বোচ্চ ২০০ ফুট। এটার মাঝে হাতঘড়ির পাতলা একটি ব্যাটারি থাকে। একটি ব্যাটারি দিয়েই আপনি এক বছর পার করতে পারবেন। এটার দাম মাত্র চার ডলার।
আরো পড়ুন: জীবনকে সহজ করে দেয় এমন ৩টি গেজেট
৩. Rico
আমরা অনেকেই গাছ লাগাতে পছন্দ করি। বাসার বারান্দায় ছোট ছোট গাছ লাগিয়ে থাকি। অনেক সময় ঘরের ভেতরেও ছোট গাছ লাগাই। কিন্তু কর্মজীবনের ব্যস্ততায় গাছগুলোর সঠিকভাবে পরিচর্যা করা হয়ে ওঠে না। পানির অভাবে গাছগুলো কিছু দিনের মধ্যেই মারা যায়। এবং এই ব্যাপারটা খুবই দুঃখজনক।
শখের গাছগুলোকে নিয়ে অতিরিক্ত চিন্তা করার কোনো কারণ নেই। কেননা এখন একে পরিচর্যা করার জন্য আছে Rico
এটা খুবই স্মার্ট একটি ডিভাইস। এটা টবের মতো। এর নিচের অংশে গাছের জন্য এক সপ্তাহের পানি সংগ্রহ করে রাখার স্পেস আছে। যেটা থেকে পানি নিয়ে ওপরের ঝর্ণা থেকে নিদৃষ্ট সময় পরপর গাছের ওপর বৃষ্টির মতো পানি বর্ষণ করে। ওই ঝর্ণায় রয়েছে এলইডি লাইট। যা আপনার ঘরকে আরো দৃষ্টিনন্দন করে তোলে। এটা আপনি চার্জারের মাধ্যমে চার্জ করতে পারবেন। চার্জ কিংবা পানি ফুরিয়ে যাওয়ার আগেই আপনার মোবাইলের নোটিফিকেশন এসে যাবে। তখন আপনার সুবিধা মতো সময়ে চার্জ করে নেবেন। সপ্তাহের ছুটির দিনে পানি ভরে দেবেন।