আজকাল আমরা বিভিন্ন ধরণের গেজেট ব্যবহার করে থাকি। নতুন নতুন গেজেটের সন্ধানেও থাকি। এমন অনেক গেজেট আছে যেগুলো সম্পর্কে আমরা অবগত নই। কিন্তু সেগুলো যদি হাতে আসে তাহলে আমাদের অনেক উপকার হয়। আজ তেমনই চারটি অদ্ভুত গেজেট নিয়ে আপনাদের সামনে এসেছে probangla আমাদের সাথেই থাকুন।
১. Maono PM461T
আমাদের মধ্যে যারা কনটেন্ট ক্রিয়েটর তারা জানেন একটি ভালো মাইক্রোফোনের কদর কত। ইউটিউবারদের ভবিষ্যৎ নির্ভর করে তাদের ভিডিও কোয়ালিটি এবং অডিও কোয়ালিটির ওপর। অডিও যদি ভালো না হয় তাহলে দর্শক সেই ভিডিওটাকে ভালোভাবে গ্রহণ করতে পারে না।
এছাড়া অনেকে আছে সংগীত সাধনা করেন। তাদের জন্য একটি ভালো মাইক্রোফোন অবশ্যই প্রয়োজন। এই মুহূর্তে বাজারে সবচেয়ে আধুনিক মাইক্রোফোন গুলোর মধ্যে একটি হচ্ছে Maono PM461T এর মূল বিশেষত্ব হচ্ছে এটা নয়েজ ফ্রি। এটা শুধুমাত্র ওই শব্দটাকে গ্রহণ করবে যেটা এটার খুব কাছ থেকে আসছে। এর ফলে অডিও এডিট করতে গেলে বেশি একটা বেগ পেতে হয় না।
এটার সাথে থাকে মাইক্রোফোন স্ট্যান্ড। যেটা মেটালের তৈরি। সে সাথে আছে একটি মাইক উইন্ড। মাইক্রোফোনটি ডানে-বামে সবদিকেই ঘোরানো যায়। এটার জন্য আলাদা কোনো পাওয়ারের প্রয়োজন পড়ে না। ইউএসবি ক্যাবলের সাথে সরাসরি আপনি কম্পিউটার বা ল্যাপটপের সাথে সংযোগ করতে পারবেন। এই মাইক সেখান থেকেই পাওয়ার গ্রহণ করবে। এর আরেকটি বিশেষত্ব হচ্ছে, এটা ব্যবহার করতে কোনো অ্যাপ এর প্রয়োজন পড়ে না। আপনি মোবাইলে যেভাবে হেডফোন ব্যবহার করেন এটাও সেভাবে ব্যবহার করতে পারবেন। এর ফলে আপনি ফেসবুক লাইভেও আসতে পারবেন।
ভয়েস ওভার, লাইভ স্ট্রিমিং, ব্রডকাস্টিং, গান ইত্যাদি খুব সহজেই এটার মাধ্যমে রেকর্ড করতে পারবেন। এটার আউটপুট খুব ভালো। একদম পিওর আওয়াজ রেকর্ড করে।
২. Ninebot One
আপনারা হয়তো অনেকেই ছোটবেলায় সার্কাসে এক চাকার সাইকেল দেখেছেন। তখন হয়তো মনে সাধ জেগে ছিল যদি আপনিও এই সাইকেলটি চালাতে পারতেন। কিন্তু এক চাকার সাইকেল চালানো অতটা সহজ নয়। এর জন্য অনেক প্রশিক্ষণের প্রয়োজন পড়ে। কিন্তু আপনি চাইলে এখনই এক চাকার সাইকেলে ভ্রমণ করতে পারবেন।
আপনার কথা মাথায় রেখে বাজারে এসেছে Ninebot One এটা এক চাকার ইলেকট্রিক সাইকেল। ১৪ ইঞ্চি এর টায়ার। দুই সাইডে দুটো পা রাখার স্ট্যান্ড রয়েছে। সেখানে দাঁড়ানো মাত্রই এটা চলতে শুরু করে। এটার একটি সুবিধা হচ্ছে, এই সাইকেল নিজের ব্যালেন্স নিজেই সঠিক ভাবে রাখতে পারে।
এরমধ্যে আছে রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি। যা এক চার্জে ৩০ কিলোমিটার অবধি চলতে পারে। এটায় আপনি আনন্দ করার পাশাপাশি স্বল্প দূরত্বে খুব অল্প সময়ে ভ্রমণ করতে পারবেন।
৩. Royel Rowrite
আমাদের কর্মক্ষেত্রে অনেক কিছু নোট করার প্রয়োজন পড়ে। নোট করার জন্য রয়েছে নোটবুক। সেখানে ছোটখাটো ড্রয়িং, নকশা কিংবা কোনো তথ্য লিখে রাখি। সেই সাথে এই আশঙ্কাও থাকে নোটবুক হারিয়ে যদি যায় কিংবা এটা নষ্ট হয়ে যায়। তখন তথ্যগুলো কোথায় পাবো? এই দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে বাজারে এসেছে Royel Rowrite
এটা একটি ডিজিটাল নোটবুক। এটায় যা কিছু লিখবেন সেটা ডিজিটাল ভাবে সংরক্ষণ করা যায়। ইউএসবি ক্যাবলের মাধ্যমে আপনার মোবাইল বা ল্যাপটপে এর সংযোগ দেবেন। এবং একটি অ্যাপ এর মাধ্যমে নোটবুক থেকে সকল তথ্য আপনার মোবাইলে এসে যাবে। অতঃপর সেগুলো google ড্রাইভে সংরক্ষণ করবেন। এই নোটবুকে তথ্যগুলো সংরক্ষণ করার পাশাপাশি অন্যকে শেয়ারও করতে পারবেন।
আরো পড়ুন: তিনটি অতি কাজের গেজেট
৪. Sun Case lighter
যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা নিশ্চয়ই বন জঙ্গলে ভ্রমণ করতে যান। অনেকে তাবু গেড়ে সেখানেই অবস্থান করেন। সেখানেই রান্না করে খাওয়া-দাওয়া করেন। বন-জঙ্গলে আগুন জ্বালানোটা একটু কষ্টকর। ম্যাচ নিয়ে গেলে, ম্যাচের কাঠি ফুরিয়ে গেলে কিংবা গ্যাস শেষ হয়ে গেলে তখন আগুন জ্বালানোটা অনেক কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। তাদের জন্য রয়েছে এই Sun Case lighter
এটা সূর্যের আলোর মাধ্যমে আগুন জ্বালায়। এটা পানিতে ভিজলেও কোনো ক্ষতি নেই। এটা যতবার ইচ্ছা ততবার ব্যবহার করতে পারবেন। আকৃতিতে ছোট হওয়াতে খুব সহজে বহন করা যায়। এটা আপনার অ্যাডভেঞ্চারকে আরো রোমাঞ্চকর করে তুলবে।