আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে: সিম হচ্ছে মোবাইলের প্রাণ। এটার মাধ্যমে আমরা যোগাযোগ সম্পন্ন করে থাকি। একটা সময় ছিল যখন সিম রেজিস্ট্রেশন করার প্রয়োজন ছিল না। কিন্তু এখন প্রতিটা সিম রেজিস্ট্রেশন ব্যতীত বিক্রয় করা হয় না।
এনআইডি (NID) আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানার উপায়
জাতীয় পরিচয় পত্র দিয়ে নিবন্ধন করা সকল সিমের তালিকা দেখার উপায়: প্রো বাংলার এই ‘এনআইডি (NID) আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানার উপায়’ পড়ে আপনারা জানতে পারবেন ‘আইডি কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধিত হয়েছে’ সবার আগে আমাদের জানতে হবে কেন সিম রেজিস্ট্রেশন করা জরুরী?
দুষ্কৃতিকারীরা তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম সাধন করত। এই সিম ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করত। বিশেষ করে হুমকি, কিডন্যাপিং এই সকল কাজে মোবাইল ব্যবহার করত সন্ত্রাসীরা। তাই এদেরকে পাকড়াও করার জন্য সরকার প্রতিটি সিম নিবন্ধন করার আদেশ জারি করে। বর্তমানে দেশে কোনো সিম নিবন্ধন ছাড়া বিক্রয় করা যায় না। এর ফলে সিম দিয়ে অপরাধ করার প্রবণতা কিছুটা কমেছে।
এনআইডি (NID) আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানার উপায় | আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানার উপায়
‘এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে’ তা কেন জানতে হবে?
‘এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে’ তা আমাদের অবশ্যই জানতে হবে। কেননা এমনও তো হতে পারে কেউ আপনার আইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করেছে এবং সেটা দিয়ে বিভিন্ন অপকর্ম সাধন করছে। ‘আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন’ তা জানা একান্ত জরুরী। কেননা দুর্ভোগ কখনো বলে আসে না। এমন অহরহ ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে যেখানে নির্দোষ ব্যক্তি অযথা আইনি ঝামেলায় পড়েছে।
এছাড়া আজকাল এমন একটি চক্র আমাদের সমাজে রয়েছে যারা আপনার এনআইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করে। এবং সেই সিমে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বিভিন্ন প্রতারণামূলক কাজ করে। এছাড়া দেখা যায় অনলাইন বিজনেস সেই সিম দিয়ে করে এবং মানুষের টাকা-পয়সা হাতিয়ে নিয়ে যায়।
তাই এখনই উচিত ‘আপনার এনআইডি কার্ডে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে’ তা জানা। ‘NID কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে’ তা জানার উপায় নিচে বর্ণিত।
আইডি কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধন হয়েছে জানার উপায়
আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে জানার উপায়: আপনার ‘NID কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে’ তা জানতে হলে প্রথমেই আপনাকে *16001# এই নম্বরে ডায়াল করতে হবে। এরপর আপনার কাছে এনআইডি কার্ড এর শেষের চারটি ডিজিট দিতে বলবে। আপনি আপনার আইডি কার্ডের শেষের চারটি ডিজিট এখানে সাবমিট করবেন। এর পরবর্তী মেসেজ আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ‘এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে’।
✅ অতিরিক্ত সিম বন্ধ করার উপায় জেনে নিন ✅
এনআইডি (NID) আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানার উপায় | জাতীয় পরিচয় পত্র দিয়ে নিবন্ধন করা সকল সিমের তালিকা দেখার উপায়।
আপনার ‘এনআইডি (NID) কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে’ এতক্ষণে নিশ্চয়ই জেনে গিয়েছেন। ‘জাতীয় পরিচয় পত্র দিয়ে নিবন্ধন করা সকল সিমের তালিকা দেখার উপায়’ ও নিশ্চয়ই শিখে গেছেন।
অ্যাপের মাধ্যমে আইডি কার্ডের সিম রেজিস্ট্রেশনের সংখ্যা জানার উপায়
USSD কোড ডায়াল করা ছাড়াও বর্তমানে বিভিন্ন সিমের মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে, সেই সিমের রেজিস্টার কার্ডের আইডি কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধন করা হয়েছে, তা জানা যায়। বাংলাদেশের মোবাইল অপারেটর গুলোর অ্যান্ড্রয়েড অ্যাপ, যেমন: My BL, My GP, My Robi ইত্যাদি প্রতিটি অ্যাপের মাধ্যমে একই নিয়মে রেজিস্ট্রেশন চেক করা যায়। আপনাদের সুবিধার্থে, মাই রবি (My Robi) অ্যাপ এর মাধ্যমে সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম তুলে ধরা হলো:
ধাপ ১: আপনার রবি সিম নাম্বার ব্যবহার করে My Robi অ্যাপে লগইন করুন। তারপর অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড থেকে নিচের More অপশনে ক্লিক করুন। এবার SIM Services ক্যাটাগরি থেকে Your SIMs অপশনে ক্লিক করে পরবর্তী পেজে যান।
ধাপ ২: এখানে আপনার বায়োমেট্রিক তথ্য দিয়ে নিবন্ধিত সিমের তালিকা দেখতে পাবেন। এর জন্য আপনার রবি সিমটি যেই NID Card দিয়ে রেজিস্টার করা হয়েছে, সেই এনআইডি কার্ডের শেষের ৪টি সংখ্যা লিখুন। তারপর ‘তালিকা দেখুন’ অপশনে ক্লিক করুন।
ধাপ ৩: আপনার দেওয়া NID Card -এর নম্বরটি সঠিক হলে উক্ত এনআইডি দিয়ে রেজিস্টার করা সকল সিমের তথ্য দেখতে পাবেন। তবে আপনার এনআইডি নাম্বারের ধারক ব্যবহৃত সিমের রেজিস্টারকারী না হলে কোন তথ্য আসবে না। সেক্ষেত্রে ধারনাকৃত অন্য ব্যক্তিদের এনআইডি নাম্বার ব্যবহার করে দেখতে হবে।
উপরোক্তভাবে একই নিয়মে আপনার অন্যান্য সিম থেকেও অনুসন্ধান করতে পারবেন।
‘NID কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধন হয়েছে’ এই আর্টিকেলের সর্বশেষে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে, আপনি খুব দ্রুত ‘NID কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধন হয়েছে’ তা জেনে নিন এবং অতিরিক্ত সিম গুলো বন্ধ করে দিন। এতেই আপনার মঙ্গল হবে।