Dangerour app playstore

স্মার্টফোনে নেই তো এই ১৭টি অ্যাপ! সর্বনাশ হওয়ার আগেই ডিলিট দিন

যে ১৭টি অ্যাপ আপনার মোবাইলে রাখলে ভয়ঙ্কর বিপদ হতে পারে, জেনে নিন সেই অ্যাপগুলি কী কী আর আজই করে নিন ডিলিট।

Dangerous app
Malware Playstore App

অনেক বছর ধরে Android স্মার্টফোন ম্যালওয়ারের সমস্যা একটু বেশিই দেখা দিচ্ছে। প্রতিদিন বিশ্বের আনাচে কানাচে নতুন নতুন ভাইরাসের উৎপত্তি হচ্ছে। আর বিশ্বে বেশির ভাগ মানুষেই অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে থাকেন। তাই এখন সবাই Android স্মার্টফোনের ম্যালওয়ারের বিষয়ে অল্প-বিস্তার ধারণা হয়েই গেছে।

সম্প্রতি ১৭টি অ্যাপ্লিকেশনকে সরিয়ে দিয়েছে গুগল তাদের প্লে স্টোর থেকে । ম্যালওয়্যার থাকার কারণে এই ১৭টি অ্যাপ প্লে স্টোর থেকে বাতিল করে দেয়া হয়েছে। এর মধ্যে ১১টি অ্যাপকে জুলাই মাসে সরিয়ে দিয়েছিল গুগল। এবার বাকি ৬টি অ্যাপকে এই দিন দুয়েক আগে সরিয়ে দিল গুগল। এই ১৭টি অ্যাপের মধ্যে ম্যালওয়ার জোকার ঢুকিয়ে দিয়ে ছিল ইউজারের অজান্তেই।

সম্প্রতি ব্যান হওয়া ১৭টি জোকার মালওয়ার যুক্ত অ্যাপ্লিকেশনের নাম জেনে নিন –

  1. com.imagecompress.android
  2. com.contact.withme.texts
  3. com.hmvoice.friendsms
  4. com.relax.relaxation.androidsms
  5. com.cheery.message.sendsms
  6. com.peason.lovinglovemessage
  7. com.file.recovefiles
  8. com.LPlocker.lockapps
  9. com.remindme.alram
  10. com.training.memorygame
  11. Safety AppLock
  12. Convenient Scanner 2
  13. Push Message- Texting & SMS
  14. Emoji Wallpaper
  15. Separate Doc Scanner
  16. Fingertip GameBox

গুগল এগুলি প্লে স্টোর থেকে সরিয়ে দিলেও যদি ইউজারের ফোনে এই অ্যাপ পূর্বে থেকে ইন্সটল করা থাকে তাহলে সেটি এখনও কার‌্যকর থাকবে। এই কারণে যত তাড়াতাড়ি সম্ভব তাদের স্মার্টফোন থেকে এই ধরনের অ্যাপগুলিক ডিলিট করে দিন।

জোকার ম্যালওয়ার কী –

ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ব্যবহারকারীকে বিভিন্ন প্রিমিয়াম সার্ভিস এর জন্য স্বয়ংক্রিয়ভাবে সাইন আপ করিয়ে দেয় এই জোকার ম্যালওয়ার । এর ফলে বড়সড় বিপদে পড়তে পারেন আপনিও। এই অ্যাপগুলি আপনার ফোনের বিভিন্ন তথ্য হ্যাকারদের হাতে পৌঁছে দেয়। তা হতে পারে আপনার ব্যক্তিগত তথ্য অথবা আপনার অনলাইন লেনদেনের কার্ড বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাদি।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *