আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন গেজেটের রিভিউ নিয়ে আসি। নতুন নতুন গেজেটের সন্ধান আপনাদেরকে দেওয়ার জন্য আজও এসেছি। আজ তিনটি চমৎকার গেজেট নিয়ে এসেছে যা আপনার খুবই কাজে দেবে। এগুলো দামে খুবই সস্তা এবং অনেক কার্যকরী। আপনারা হয়তো এর আগে এই ধরনের গেজেট সম্পর্কে জানতেই না। তাই আপনাদের সুবিধার্থে আমাদের এই প্রচেষ্টা। Probangla এর সাথে থাকার জন্য ধন্যবাদ।
১. Wireless charging receiver pad
আমরা সকলেই জানি বিদ্যুৎ তাদের মাধ্যমে প্রবাহিত হয়। তবে বৈদ্যুতিক তরঙ্গ কোনো মাধ্যম ছাড়াই প্রবাহিত হয়। এই তরঙ্গকে ব্যবহার করে যোগাযোগ ব্যবস্থা আজ উন্নতির সর্বোচ্চ শিখরে। কোনো মাধ্যম ছাড়া যে বৈদ্যুতিক তরঙ্গ থাকে সেটা দিয়ে কোনো ডিভাইস চালানো যায় না। কিন্তু বিজ্ঞানীরা এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছে যার মাধ্যমে সেই বৈদ্যুতিক তরঙ্গকে ইলেকট্রিক যন্ত্র চালানোর কাজে ব্যবহার করা সম্ভব। এটাকে বলা হয় ওয়ারলেস ইলেকট্রিক সাপ্লাই।
আজকাল অবশ্য দামি দামি মোবাইল ফোন গুলোতে এই সিস্টেম রয়েছে। আমাদের সবার কাছে কিন্তু দামি মোবাইল নেই। তাই আমরা এই অসাধারণ প্রযুক্তি থেকে বঞ্চিত। আমরা চাইলেই এই প্রযুক্তিটি আমাদের মোবাইলে প্রতিস্থাপন করতে পারব। এবং এটা খুব কম টাকার মধ্যেই সম্ভব। তিন থেকে চারশো টাকা হলেই এই প্রযুক্তি আপনার হাতের এসে যাবে। এটাকে বলে Wireless charging receiver pad
এটা এটিএম কার্ডের মতো পাতলা একটি সার্কিট যা প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে। এর সাথে থাকবে একটি চার্জিং পিন। যেটা আপনার মোবাইলের চার্জিং পয়েন্টে সেট করতে হবে। এই প্যাড আপনার মোবাইলের পেছনে রেখে ব্যাক কভার দিয়ে ঢেকে দেবেন। এরপর ওয়ারলেস চার্জার এর উপর রাখলেই মোবাইল চার্জ হওয়া শুরু করবে।
এই চমৎকার ডিভাইসটি যেকোনো ই-কমার্স সাইটে পাওয়া যায়। তবে এটা দিয়ে চার্জ হতে একটু সময় বেশি লাগে এবং এটা গরম হয়ে যায়।
২. Wide lens
আমাদের অনেকেরই শখ আছে ফটোগ্রাফি করার। কিন্তু সবার কাছে তো আর প্রফেশনাল ক্যামেরা থাকে না। তাই বাধ্য হয়ে আমরা মোবাইল দিয়ে ফটোগ্রাফি করি। দুধের স্বাদ ঘোলে মেটানো আর কী। আমাদের কাছে যতই দামি ফোন থাকুক না কেন, ফোনের ওয়াইড অ্যাঙ্গেল ভিউ কিন্তু প্রফেশনাল ক্যামেরার মতো হয় না। এই সমস্যা থেকে নিবারণের জন্য বাজারে এসেছে একটি বিশেষ ধরনের লেন্স। যেটাকে Wide lens বলে।
এই লেন্স খুবই হালকা। এটাকে খুব সহজে আপনার মোবাইলে ক্যামেরার উপর সেট করা যায়। এটা কি সেট করে আপনি আপনার প্রফেশনাল ক্যামেরার মতো ওয়াইফ এঙ্গেল ভিউ পাবেন। এটার দামেও অনেক সস্তা। যদি কম দামি ফোন হয়ে থাকে তাহলে তো আর কথাই নেই। এটা দিয়ে আপনি ব্লগিং থেকে শুরু করে ইউটিউবের ভিডিও কনটেন্ট বানাতে পারবেন।
৩. MPOW Mdots TWS
আমরা অনেকেই এয়ার পড ব্যবহার করে থাকি। এটা একটি ব্লুটুথ ইয়ারফোন এর মতো। আজকাল এয়ার পড অনেক জনপ্রিয়। বিশেষ করে তরুণদের মাঝে এটা খুবই খ্যাতি লাভ করেছে। বাজারে হরেক রকমের এয়ার পড থাকলেও আজ একটু বিশেষ ধরনের এয়ার পড নিয়ে হাজির হয়েছি। এটার নাম MPOW Mdots TWS
আরো পড়ুন: ১০০০ টাকার মধ্যে পাঁচটি গেজেট
এটার বিশেষ গুণ হলো এটা পানির মধ্যে চুবিয়ে রাখলেও পানি ঢুকবে না। ওয়াটারপ্রুফ এই এয়ার পড দামেও সস্তা। সাউন্ড কোয়ালিটি অনেক উন্নত। এটা ছোট্ট একটি প্লাস্টিকের বক্সের মধ্যে থাকে। সেই বক্সটাই এটার চার্জার। মোবাইল ফোনের চার্জার দিয়ে এটাকে চার্জ দেওয়া যায়। এটাতে রয়েছে পুশ বাটন। এই বাটন দিয়ে আপনি কল রিসিভ করতে পারবেন অথবা কল কাটতে পারবেন। মিউজিক চালু বা বন্ধ করতে পারবেন। এটা খুবই হালকা। অন্যান্য দামি এয়ার পডের মতই এর ব্যাটারি ব্যাকআপ দেয়।