আমরা আপনাদের সুবিধার্থে প্রতিদিন নতুন নতুন গেজেটের রিভিউ নিয়ে হাজির হই। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজ আপনাদের জন্য খুবই কাজের তিনটি গেজেট নিয়ে হাজির হয়েছে। আশা করবে এগুলো আপনাদের ভালো লাগবে। Probangla-র সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
১. Rocket fishing rod
আমাদের মাঝে এমন খুব কম মানুষ পাওয়া যাবে যে মাছ শিকার করতে পছন্দ করে না। বাংলা একটি প্রবাদ আছে, নারী, বাড়ি, মাছের লোভ থেকে মুক্তি বড় দায়।
মাছ ধরার একটি সহজ উপায় হচ্ছে জাল। তবে জাল দিয়ে মাছ ধরা তার চেয়েও মজার একটা বিষয় হচ্ছে বরশি দিয়ে মাছ ধরা। কেননা এটার ভিতরে আছে অপেক্ষা। বলা হয়ে থাকে অপেক্ষার ফল মিষ্টি হয়। তাই অনেকেই বরশি দিয়ে মাছ ধরে।
বড়শি দিয়ে মাছ ধরাকে আনন্দিত করতে বাজারে অনেক ধরনের সিপ রয়েছে।
তবে Rocket fishing rod এর মতো সিপ খুব কমই আছে। এটা বিশেষ করে বাচ্চাদের জন্য বানানো হয়েছে। তারা এটি ব্যবহার করে খুবই আনন্দ উপভোগ করতে পারবে। এটা বিশেষত্ব হচ্ছে এর একটি ছোট্ট পুশ বাটন আছে। যেটাতে প্রেস করলে বুলেটের মতো বলছি ছিটকে অনেক দূর পর্যন্ত চলে যায়।
এর ফলে দেখা যায় তীরে বসে পুকুর বা নদীর অনেক গভীরে বরশি নিক্ষেপ করা যায়। একটি গিয়ার হুইল আছে। যার ফলে সুতা পেঁচাতে কোনো ঝামেলা পোহাতে হয় না। এটা ছোটদের পাশাপাশি বড়রা ব্যবহার করতে পারবে।
২. Dream glass 4k
আমরা সকলেই কমবেশি ভার্চুয়াল রিয়েলিটির কথা শুনেছি। টিভিতে যখন ভার্চুয়াল রিয়েলিটির বিজ্ঞাপন দেখানো হয় তখন একটি জিনিস সবসময় আমাদের নজরে পড়ে। যেটা চশমার মতো চোখে লাগানো হয়। এটাকে ভার্চুয়াল রিয়েলিটি গ্লাস বলা হয়। এটার মাধ্যমে এত বাস্তবসম্মতভাবে ভিডিও প্রদর্শন করা হয় যেন মনে হচ্ছে এটা চোখের সামনে ঘটছে। তবে এই প্রযুক্তির দাম অনেক বেশি। তাই বাজারে এটার মতো একটি কম দামের ভার্চুয়াল রিয়েলিটি গ্লাস এসেছে। যেটাকে Dream glass 4k বলা হয়।
এটার মধ্য দিয়ে আপনি থ্রিডি ভিডিও দেখতে পারবেন। ২০০ ইঞ্চি স্ক্রিনে টিভি দেখার মতো অনুভূতি দেবে আপনাকে। এটা আপনি চোখে লাগিয়ে আপনার বাস, ট্রেন অথবা বিমানের ভ্রমণ আনন্দদায়ক করতে পারেন। এটা হাই রেজুলেশন সাপোর্ট করে এবং চোখের কোনো ক্ষতি করে না। এসডি কার্ড অথবা পেনড্রাইভ কিংবা মোবাইলের সাথে সংযোগ দিয়েও এটা ভিডিও দেখতে পারবেন।
আরো পড়ুন: চমৎকার তিনটি স্মার্ট গেজেট
৩. Moasure one
আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিয়ত মাপ-জোখ করতে হয়। আমাদের মধ্যে অনেকে আছে ইঞ্জিনিয়ার, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, অটোমোবাইল মিস্ত্রি। এ সকল কাজগুলোতে মাপ নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ। কেননা সামান্য মিলি সেন্টিমিটার ভুলের কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটে। মানুষ মাত্রই ভুল।
যতই আপনি সূক্ষ্মভাবে মাপ নেন না কেন, আপনার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। মেশিনে ভুল হয় অনেক সময়। কিন্তু তার চেয়ে বেশি ভুল হয় মানুষের মাপ নির্ণয়ের সময়। এই ডিজিটাল যুগে মাপ ও ডিজিটাল যন্ত্রের মাধ্যমে নিতে হয়। তাই মাপ নির্ণয়কে সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতীত করতে বাজারে এসেছে Moasure one
এটা দেখতে অনেকটা ইঞ্চি টেপের মতো। কিন্তু এটা কাজের পরিধি আরো অনেক বেশি। এটার মধ্যে বিভিন্ন মাপ নেওয়ার একক রয়েছে। এটা কীভাবে কাজ করে জানলে অবাক হবেন।
কোনো বস্তুর দৈর্ঘ্য মাপতে হলে এই যন্ত্রের কোণা বস্তুটির একটি পার্শ্বে স্পর্শ করুন এবং সেখান থেকে বস্তুটির শেষ সীমা পর্যন্ত টেনে নিয়ে যান। অটোমেটিক আপনার মোবাইলে বস্তুটির দৈর্ঘ্য মাপা হয়ে যাবে। গোল আকৃতি থেকে শুরু করে বিভিন্ন আকৃতির মাপও এখানে নেওয়া যায় এবং সেটার নকশা মোবাইলে উঠে যাবে। কোনো বস্তুর ব্যাসার্ধ কিংবা ক্ষেত্রফল অথবা ব্যাস খুব সহজেই এটার দ্বারা নির্ণয় করা সম্ভব। মোবাইলের মাধ্যমে আপনি এই মাপগুলো সংরক্ষণ করতে পারবেন। এটা খুবই কাজের একটি ডিভাইস।