বেকারত্ব সনদ লেখার নিয়ম

বেকারত্ব সনদ লেখার নিয়ম

বেকার অবস্থায় সরকারি আর্থিক অনুদান পেতে কিংবা সরকারি বিভিন্ন কর্মসংস্থান মূলক প্রশিক্ষণের ভর্তি হতে বেকারত্ব সনদের প্রয়োজন হয়। এখানে জেনে নিন বেকারত্ব সনদ লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত।

বেকারত্ব সনদ কি কাজে লাগে?

বেকারত্ব বাংলাদেশের একটি বড় রাষ্ট্রীয় সমস্যা। পর্যাপ্ত কর্মসংস্থান এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা দুর্বল হওয়ায় বাংলাদেশ বেকারত্বের হার বাড়ছে প্রতিনিয়ত। বর্তমানে সরকারিভাবে বেকারত্ব দূরের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। একজন বেকার শিক্ষার্থী হিসেবে এনরোল (Enroll) করতে বেকারত্ব সনদ দেখাতে হয়।

তাছাড়া আর্থিক অসচ্ছলতার প্রমাণ করতে, কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নেওয়া এবং অন্যান্য কাজে বেকারত্ব সনদ প্রয়োজন হতে পারে।

বেকারত্ব সনদপত্র কোথায় পাবেন?

বেকারত্ব সনদ পত্র সাধারণত স্থানীয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংগ্রহ করতে হয়। যেমন- উপজেলা পরিষদ, স্থানীয় চেয়ারম্যান অফিস, ওয়ার্ড কাউন্সিলর অফিস বা সিটি কর্পোরেশন অফিস থেকে নেয়া যেতে পারে।

প্রথমে, আপনার সুবিধা অনুযায়ী নিকটস্থ কার্যালয়ে আবেদন করতে হবে। তারপর সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক একটি সত্যায়িত প্রত্যয়ন পত্র দেওয়া হবে।

বেকারত্ব সনদের ক্ষেত্রে অফিসিয়াল কাজগুলোতে সাদা কাগজে লেখা সনদ পত্র মূল্যায়ন করা হয় না। তাই সনদ পত্রটি স্থানীয় কার্যালয় এর অফিসিয়াল প্যাডে হতে হবে। বেকারত্ব সনদ লেখার নিয়মে নির্দিষ্ট কার্যালয় থেকে কিংবা কোন আইটি সেবা প্রদানকারী দোকান থেকে কম্পিউটার টাইপ করা প্রত্যয়ন সংগ্রহ করুন। তারপর জনপ্রশাসন কর্মকর্তার কাছ থেকে তা সত্যায়িত করে ব্যবহার করতে পারবেন।
বেকারত্বের সনদ লেখার নমুনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
চেয়ারম্যানের কার্যালয়
১ নং রাধানগর ইউনিয়ন পরিষদ
ডাকঘর : মুগারচর, উপজেলা : মেঘনা
জেলা : কুমিল্লা।

স্মারক নং :……………
তারিখ :………….

“বেকারত্বের সনদপত্র”

এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, জনাব…………………….., পিতা/স্বামী:………………. মাতা:…………… , গ্রাম:………………… , ডাকঘর:……………. , ওয়ার্ড নং:……….., উপজেলা / থানা: …………… । তিনি ব্যক্তিগত ভাবে আমার পরিচিত। তিনি অত্র ইউনিয়নের / পৌরসভার স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশের নাগরিক। আমার জানামতে সে একজন সং ও বেকার যুবক/যুবতী । সে কোন প্রকার রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে সাথে জড়িত নহে।

আমি তাহার সর্বাঙ্গীন সাফল্য ও মঙ্গল কামনা করি ।

স্বাক্ষর :……………….
ইউনিয়ন পরিষদ /চেয়ারম্যানের সিলমোহর

বেকারত্ব সনদ ফরমেট ডাউনলোডবেকারত্ব সনদ পিডিএফ ডাউনলোড

শেষকথা

বেকার যুবক-যুবতী এবং আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের জন্য বেকারত্ব সনদ খুবই গুরুত্বপূর্ণ। এটি ব্যবহার করে কর্মসংস্থান তৈরির জন্য দেওয়া সরকারি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। বর্তমানে অনলাইনেও বেকারত্ব সনদের জন্য আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। তাই সরাসরি চেয়ারম্যান অফিসে আবেদন করে বেকারত্ব সনদ লেখার নিয়মে একটি প্রত্যয়ন সংগ্রহ করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top