মাসিক আয়ের প্রত্যয়ন পত্র দেশের নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। এখানে জেনে নিন, মাসিক আয়ের প্রত্যয়ন পত্রের নমুনা, কিভাবে পাবেন ও অন্যান্য বিস্তারিত তথ্য।
মাসিক আয়ের সনদপত্র কি কাজে লাগে?
সরকারি ও বেসরকারি বিভিন্ন খাতে মাসিক আয়ের তথ্যের প্রয়োজন হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে পারিবারিক অসচ্ছলতা বুঝাতে পিতা মাতার মাসিক আয়ের প্রত্যয়ন প্রয়োজন হয়। হতে পারে কোন ভাতা/ অনুদান পেতে কিংবা বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক সহায়তা পেতে এটি প্রয়োজন।
বর্তমানে কোন ব্যক্তির যদি বাৎসরিক আয় তিন লক্ষ টাকার উপরে থাকে তাহলে তাকে আয়কর জমা দিতে হয়। আয়ের পরিমাণ ৩ লক্ষ টাকা কম হলে শূন্য দাখিলা বা করমুক্ত জমা দেওয়ার সুযোগ রয়েছে। তার জন্য আপনার আয়ের সনদপত্রটি প্রয়োজন হতে পারে।
মাসিক আয়ের প্রত্যয়ন পত্র কোথায় পাবো
মাসিক আয়ের প্রত্যয়ন পত্র সাধারণত আপনি যেখানে কর্মরত আছেন সেখান থেকে সংগ্রহ করতে হয়। প্রথমে আপনার কার্যালয় থেকে একটি আয়ের প্রমাণ নিতে হবে। তারপর সরকারি কাজে ব্যবহারের জন্য ওয়ার্ড কাউন্সিলর, মেম্বার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে সংগ্রহ করা যাবে। এছাড়াও প্রত্যয়ন পত্রের ডিজিটাল সেবা চালু থাকায় prottoyon.gov.bd ওয়েবসাইট থেকে অনলাইনে মাসিক আয়ের প্রত্যয়ন সংগ্রহ করতে পারবেন।
চেয়ারম্যান অফিস থেকে মাসিক আয়ের প্রত্যয়ন সংগ্রহ করতে চাইলে সরাসরি উপস্থিত হন। তারপর, চেয়ারম্যানের কাছে আবেদন করুন। তিনি আপনার অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে মাসিক আয়ের প্রত্যয়ন পত্র দিবেন।
মাসিক আয়ের সনদ লেখার নমুনা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
১ নং রাধানগর ইউনিয়ন পরিষদ
রাধানগর, মেঘনা, কুমিল্লা।
স্মারক নং :……..……..
তারিখ :………..…..
“মাসিক আয়ের প্রত্যয়ন পত্র”
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, নাম মো: :............... , পিতা :................. , মাতা :......………… , গ্রাম :................. , পোস্ট অফিস :..................... , থানা : মেঘনা , জেলা : কুমিল্লা। ১ নং রাধানগর ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা এবং তিনি জন্মসূত্রে একজন বাংলাদেশের নাগরিক। আমি তাকে ব্যক্তিগত ভাবে চিনি। তার পিতা পেশায় একজন কৃষক। তার পিতার মাসিক আয় ১০ হাজার টাকা। তিনি এই সামান্য আয়ের টাকা দিয়ে পরিবারের ভরণ পোষণ চালান। সমাজ বা রাষ্ট্র বিরোধী কোন কিছুর সাথে তিনি সংযুক্ত নয়।
আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি কামনা করছি।
স্বাক্ষর :……………
ইউনিয়ন পরিষদের / চেয়ারম্যানের সিলমোহর
এ ধরণের প্রত্যয়ন পত্র বিনামূল্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অফিস থেকে সংগ্রহ করতে পারবেন।
অনলাইনে মাসিক আয়ের সনদপত্র পাওয়ার উপায়
প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে https://prottoyon.gov.bd/ – এই লিংকে ভিজিট করুন। তারপর উপরের ‘ফ্রি একাউন্ট খুলুন’ অপশনে যান। তারপর-
- আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ও মোবাইল নম্বর দিয়ে নাগরিক নিবন্ধন করুন।
- পুনরায় মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- এবার ড্যাশবোর্ডের ‘সনদের সেবাসমূহ’ পেজ থেকে আপনার কাঙ্ক্ষিত মাসিক আয়ের সনদটিতে ক্লিক করুন।
- এবার বিস্তারিত তথ্য দিয়ে আবেদন করুন ও নির্ধারিত ফি পরিশোধ করুন।
এভাবে, নির্দিষ্ট সময় পর আপনার সনদটি প্রস্তুত হবে এবং অনলাইন থেকে তো ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন।
মাসিক আয়ের প্রত্যয়ন ফরমেট ডাউনলোড | মাসিক আয়ের প্রত্যয়ন পিডিএফ ডাউনলোড |
শেষকথা
মাসিক আয়ের প্রত্যয়ন পত্র বিশেষ করে নিম্নবিত্ত পরিবারের সদস্যদের জন্য গুরুত্বপূর্ণ। সরকারি বিভিন্ন সেবা পেতে যেমন আর প্রয়োজন রয়েছে, তেমনি ব্যক্তিগত কর্মসংস্থান তৈরিতেও এটি পরোক্ষভাবে প্রভাব ফেলতে পারে। অনলাইনে মাসিক আয়ের সনদ আবার ডিজিটাল সেবা চালু থাকলেও অফলাইনে দ্রুত এবং সরাসরি এই প্রত্যয়ন পত্র পেতে পারেন।