আজকের আলোচনা সাজিয়েছি ফেসবুকে কত ভিউ কত টাকা সম্পর্কে। ইতিমধ্যে ইউটিউবের মত ফেসবুকও নিয়ে এসেছে ভিডিও প্ল্যাটফর্ম এবং ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। এসব প্লাটফর্ম মানুষের এখন নিত্যদিনের সঙ্গি নাচ-গান, নাটক সিনেমা দেখা সহ তাদের অবসর সময় পার করে থাকে।
আমরা যা দেখি সেই সকল ভিডিও কারা আপলোড করে আর কেনই বা এগুলো আপলোড করে থাকে। সে বিষয় একদম পরিষ্কার করে আলোচনা করবো আজকে।
এ বিষয় জেনে না থাকলে আজকে আপনাদেরকে আমরা জানাবো ফেসবুকে কত ভিউ কত টাকা প্রদান করে।
সময় যত গড়িয়ে যাচ্ছে তত ফেসবুকসহ সকল এ জাতীয় প্লাটফর্ম গুলো ততই বৃদ্ধি পাচ্ছে তাদের জনপ্রিয়তা। তাছাড়া ভিডিও তৈরির কনটেন্ট ক্রিয়েটরও দিন দিন বাড়তেছে। এ সকল প্লাটফর্ম হতে একজন কনটেন্ট ক্রিয়েটর বহুল পরিমানে অর্থ উপার্জন করে থাকেন। এমনিক মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাচ্ছে এবং করছেন অনেকে, যা বিশ্বাস হওয়ারই কথা নয় তবে এটাই সত্য।
♥ জেনে নিন অনলাইনে আয় করার কয়েকেটি সহজ মাধ্যম
ফেসবুকে কত ভিউ কত টাকা প্রদান করে
আমরা যারা ফেসবুক ব্যবহার করি সবাই কিছুটা সময় হলেও ফেসবুক ইউজ করি এবং ভিডিও ও ফিড দেখি। এই ভিডিও দেখাতে যারা এ ভিডিও গুলো আপলোড করেছেন তাদের কিন্তু প্রচুর টাকা ইনকাম হয়। এখানে বলে রাখি ইনকাম হচ্ছে সেটা বড় কথা নয় আমাদের জানার বিষয় হচ্ছে ফেসবুকে কতদিন কত টাকা এদের উপার্জন হয়।
ভিডিও যখন আপনার ভালো লাগে তখন আপনি সেটি শেয়ার করেন এতে ঐ ভিডিওটি আরো বেশি ভিউস হয়। আর ইনকামটাও বেড়ে যায় ঐ কনটেন্ট ক্রিয়েটরের।
ফেসবুক ভিডিওতে কিভাবে ইনকাম হয়
এখন জানবো আমরা ফেসবুক ভিডিওতে কেন টাকা দিবে ফেসবুক? ফেসবুক ভিডিও গুলো যত ভাইরাল হবে তত ইনকাম। এর উত্তরে বলতে চাই- যে ভিডিও আপনি দেখেন তাতে দেখবেন যে, হঠাৎ ভিডিও চলতে চলতে বিজ্ঞাপন দেখায় আর এই বিজ্ঞাপন যখন আপনি দেখবেন তখন ঐ কনটেন্ট ক্রিয়েটরের ইনকাম হবে। কোম্পানী/বিজ্ঞাপন দাতা ফেসবুককে যত টাকা প্রদান বিজ্ঞাপনের জন্য তার থেকে কিছু অংশ কনটেন্ট ক্রিয়েটরকে দেয়।
ঐ সকল কোম্পানিগুলো যদি বেশি পরিমাণে বিজ্ঞাপনের জন্য ফেসবুককে প্রদান সেক্ষেত্রে আপনাকেও ফেসবুক বেশি টাকা দিবে। এর নির্দিষ্ট পরিমাণ বলা যাবে অনলাইন ইনকামের ক্ষেত্রে। তবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করলে আশা করা যায় ভালো আর্নিং করা যায়।
আমাদের শেষ কথা
আজকে আমরা সম্পূর্ণ লেখায় চেষ্টা করেছি ফেসবুক কত ভিউ কত টাকা প্রদান করে থাকে একজন ফেসবুক ক্রিয়েটর কে। আমি আশা করছি ফেসবুকে কিভাবে ইনকাম হয় এবং ফেসবুক কত ভিউ কত টাকা তা পরিষ্কার বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত অনলাইন ইনকাম সম্পর্কে আরো জানতে নিয়মিত আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন, ধন্যবাদ।