আর্থিক অসচ্ছলতার প্রত্যয়ন পত্র লেখার নিয়ম

আর্থিক অসচ্ছলতার প্রত্যয়ন পত্র লেখার নিয়ম

সরকারি ভাতা, অনুদান সুবিধা কিংবা বেসরকারি খাত থেকে অনুদান পেতে জেনে নিন আর্থিক অসচ্ছলতার প্রত্যয়ন পত্র লেখার নিয়ম।

আর্থিক অসচ্ছলতা প্রত্যয়ন পত্র একটি সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রত্যয়ন পত্র। আর্থিক অসচ্ছলতা প্রত্যয়ন পত্র বলতে বোঝায় ঐ ব্যক্তি বা তার পরিবারবর্গ আর্থিকভাবে অসচ্ছল। ওই ব্যক্তি বা তার পরিবার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে সাহায্য পাওয়ার প্রত্যয়ন। বিভিন্ন সাহায্যের জন্য আবেদন করার জন্য এই প্রত্যয়ন পত্রটির প্রয়োজন পড়ে।

আর্থিক অসচ্ছলতার প্রত্যয়ন পত্র কোথায় পাবো

আর্থিক অসচ্ছলতার প্রত্যয়ন পত্র সাধারণত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার কিংবা ওয়ার্ড কাউন্সিলর এর কাছ থেকে সংগ্রহ করা যায়।

আপনার যখন এই প্রথম পত্রটি প্রয়োজন হবে তখন সরাসরি চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হন। তারপর আপনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করুন। আপনার বর্তমান উপার্জনের বিস্তারিত তথ্য দিয়ে একটি প্রত্যয়নপত্রের জন্য আবেদন করুন। তাহলে তিনি নিম্নোক্ত আর্থিক অসচ্ছলতার প্রত্যয়ন পত্র লেখার নিয়ম অনুযায়ী একটি প্রত্যয়ন দিবেন।

আর্থিক অসচ্ছলতার প্রত্যয়ন পত্র লেখার নমুনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
১নং রাধানগর ইউনিয়ন পরিষদ
রাধানগর, মেঘনা, কুমিল্লা।

স্মারক নং :………………
তারিখ :………..……..

প্রত্যয়ন পত্র

 এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, নাম:.................., পিতা:...................... , মাতা:.................. , গ্রাম :................... , পোস্ট অফিস : ............. , ইউনিয়ন পরিষদ :.................. , থানা :............... ,  জেলা :...................। তিনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। আমি তাকে ব্যক্তিগত ভাবে চিনি। তিনি অত্র ইউনিয়ন / পৌরসভার একজন স্থানীয় বাসিন্দা। সমাজ বা রাষ্ট্রবিরোধী কোন কিছুর সাথে সংযুক্ত নয়। তার পিতা পেশায় একজন কৃষক। তার পিতার মাসিক আয় ৫০০০ টাকা। এই সামান্য আয়ের টাকা দিয়ে পরিবারের ভরণ পোষণ চালানো ও পড়াশোনার খরচ চালানো তার পিতার পক্ষে সম্ভব নয়। 

সে যেকোন সমাজ কল্যাণ মূলক সংস্থা সরকারি তহবিল হতে সাহায্য ও সহযোগিতা পাবার যোগ্য দাবিদার। আমি তার সার্বিক মঙ্গল ও সাফল্য কামনা করছি।

স্বাক্ষর :……………..
ইউনিয়ন পরিষদের / চেয়ারম্যানের সিলমোহর।

এ ধরনের প্রত্যয়ন পত্র বিনামূল্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অফিস থেকে সংগ্রহ করতে পারবেন।

আর্থিক অসচ্ছলতার প্রত্যয়ন পত্র ফরমেট ডাউনলোডআর্থিক অসচ্ছলতার প্রত্যয়ন পত্র পিডিএফ ডাউনলোড

শেষকথা

আর্থিক অসচ্ছল পরিবারের জন্য আর্থিক সহায়তা পেতে উপরোক্ত প্রত্যয়ন পত্রটি গুরুত্বপূর্ণ। অনলাইনে এ সকল প্রত্যয়ন পত্র পাওয়া জটিল। তাই সরাসরি প্রতিষ্ঠান থেকেই সংগ্রহ করতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপরোক্ত আর্থিক অসচ্ছলতার প্রত্যয়ন পত্র লেখার নিয়ম অনুযায়ী প্রত্যয়ন দিবেন।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *