অল ইন ওয়ান ওয়েবসাইট প্রোবাংলা (Pro Bangla)

অল ইন ওয়ান ওয়েবসাইট প্রোবাংলায় (Pro Bangla) আপনাকে স্বাগতম। মানুষের বিস্ময়কর আবিষ্কার হচ্ছে ইন্টারনেট। নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ রক্ষা করার জন্য মানুষ একটি নেটওয়ার্কের সন্ধান করছিল। অবশেষে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফসল হলো এই ইন্টারনেট। এটা দ্বারা নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ সম্পন্ন করা যায়।

প্রাথমিকভাবে এটা যোগাযোগ করার নেটওয়ার্ক হিসেবে গড়ে উঠলেও এটা বর্তমানে একটি তথ্য ভাণ্ডারে পরিণত হয়েছে। এই নেটওয়ার্কের মানুষ অগণিত তথ্য সংরক্ষণ করে রেখেছে। এই তথ্যগুলো আবার খুব সহজেই আদান-প্রদান ও সংগ্রহ করা যায়। মানুষ মুহূর্তেই যেকোনো তথ্য সংগ্রহ করতে পারে। ইন্টারনেটের তথ্য সংগ্রহ ও সংরক্ষণের একটি উপায় হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট সম্পর্কে কে না জানে!

এর সম্পর্কে বিস্তারিত বলা প্রয়োজন বোধ করি না। বিশ্বের সবচেয়ে বেশি তথ্যবহুল ওয়েবসাইট হচ্ছে ইংরেজিতে। যদিও ইংরেজি মাতৃভাষী লোকের সংখ্যা ৩৮০ মিলিয়ন।

অল ইন ওয়ান ওয়েবসাইট

বাংলাদেশের সেরা ওয়েবসাইট প্রো বাংলা-Pro Bangla

বিশ্বে বাংলা ভাষায় কথা বলে ২৩৪ মিলিয়ন মানুষ। তাই বাংলা ভাষায় ওয়েবসাইট এর চাহিদাও রয়েছে ব্যাপক। সেই চাহিদা পূরণ করতে অসংখ্য ওয়েবসাইট তৈরি হয়েছে। বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ওয়েবসাইট তৈরি। তবে আজ আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের কথা বলব যা একটু ভিন্ন। এই ওয়েবসাইটটি হচ্ছে probangla.com

Probangla এর কার্যক্রম

প্রথমে এই ওয়েবসাইটের কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে বলি। এই ওয়েবসাইটটা কোনো একটি বিশেষ বিষয়ের তথ্যাদি সম্প্রচার করে না। এর রয়েছে বহুমুখী, রকমারি তথ্যের সম্ভার। ইতিহাস, বিজ্ঞান, সমাজ, এডুকেশনাল, টিউটোরিয়াল বিভিন্ন বিষয়ের এখানে আর্টিকেল রয়েছে।

নিত্যদিন আমরা যেগুলো সার্চ করি সেগুলো এখানে পাওয়া যায়। যেমন ধরুন আপনি চাচ্ছেন আপনার বাচ্চার একটি সুন্দর নাম রাখতে। কোনো সমস্যা নেই, আমাদের এই ওয়েবসাইটে আছে ১০ হাজারের অধিক নামের বিশাল সংগ্রহ। প্রত্যেকটা রয়েছে অর্থসহ।

হয়তো আপনি বিদেশে চাকরি করেন, দেশে টাকা পাঠাতে চান। আপনার কর্মরত দেশের মুদ্রার সাথে বাংলাদেশের মুদ্রার বিনিময় রেট এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন।

টিসিবির পণ্যের দর এখানে পাবেন। এছাড়া পাবেন আন্তর্জাতিক ও দেশীয় স্বর্ণের দর। সরকারি বেসরকারি চাকরির সন্ধান এখানে দেওয়া হয়। কীভাবে এপ্লাই করতে হয়। প্রতিদিন এই দর আপডেট করা হয়। তাই আপনি নিশ্চিন্তে এখান থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন।

এছাড়া আমাদের একটি বিশেষ সংগ্রহ রয়েছে। যেখানে বিভিন্ন প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন গ্যাজেটের রিভিউ দেওয়া হয়। যেহেতু এই যুগটা প্রযুক্তির, তাই এই রিভিউ আপনার উপকারে আসতে পারে।
বিজ্ঞান ও ইতিহাস নিয়েও আমাদের কার্যক্রম জারি আছে।

Probangla-র বিশেষত্ব

আরো অন্যান্য ওয়েবসাইট এরকম রকমারি বিষয় নিয়ে আলোচনা করে। কিন্তু সেগুলো থেকে এটার ভিন্নতা কী?
এটার মাঝে কী এমন বিশেষত্ব আছে?

অন্যান্য ওয়েবসাইট গুলো সার্চ রেজাল্ট এর সবার উপরে আসার সার্চ করা বিষয়টি অর্থাৎ কি-ওয়ার্ড তাদের আর্টিকেলে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করে। একই বাক্য ঘুরিয়ে-ফিরিয়ে বারবার ব্যবহার করে। এরপরে দেখা যায় আর্টিকেলটি পড়তে বিরক্তি বোধ হয় এবং সময় নষ্ট হয়। এছাড়া তাদের আর্টিকেলগুলোতে সত্যতা যাচাই ছাড়াই বিভিন্ন বিষয়বস্তু উপস্থাপন করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ইংরেজি আর্টিকেলটাকে google translation দিয়ে বাংলায় ট্রান্সলেট করে হুবহু বসিয়ে দেওয়া হয়। এতে করে বাংলা ভাষার সৌন্দর্য ক্ষুন্ন হয়।

কিন্তু আমাদের ওয়েবসাইটে আর্টিকেলের ভাষাকে গুরুত্ব দেওয়া হয় সবার আগে। যাতে আমাদের আর্টিকেলগুলো সুখপাঠ্য হিসেবে গড়ে উঠতে পারে। পাঠকেরা আমাদের আর্টিকেল পড়ে খুব সহজেই বুঝতে পারেন। কোনো জটিলতা আমাদের আর্টিকেলে নেই।

প্রো বাংলা-র বিস্তৃতি

আমাদের এই ওয়েবসাইটে প্রতিদিন ২০ হাজারের বেশি ডিজিটর এসে থাকেন। প্রতিমাসে ভিজিট হয় প্রায় ৬ থেকে ৭ লাখেরও চেয়েও বেশি।

তাছাড়া আমাদের একটি ফেসবুক পেইজও রয়েছে। যার ফলোয়ার প্রায় ৩০ হাজার। আমাদের ফেসবুক পেইজে প্রতি মাসে পোস্ট রিচ হয় প্রায় ২৫ লাখের বেশি এবং পোস্ট এনগেজমেন্ট ২২ লক্ষেরও বেশি। প্রতিনিয়ত ভিজিটরের এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

অল ইন ওয়ান ওয়েবসাইট
প্রোবাংলা (pro bangla) ফেসবুক পেজ

Probangla-র ভবিষ্যৎ পরিকল্পনা

আমাদের রয়েছে একটি বিশাল বড় পরিকল্পনা। আমরা আমাদের কার্যক্রম আরো বৃদ্ধি করতে চাই। আমরা আরো তথ্যমূলক আর্টিকেল আমাদের ওয়েবসাইটে প্রকাশ করব। বিশেষ করে ইতিহাস বিষয়ক আর্টিকেল আমরা প্রকাশ করব। আমাদের আর্টিকেলগুলো হবে গল্প আকৃতির। যেখানে থাকবে তথ্যে ভরপুর। সেই সাথে থাকবে ইতিহাসের ধারাবাহিকতা। এই ইতিহাস উইকিপিডিয়ার ইতিহাসের মতো নয়। ব্যক্তিগতভাবে বিভিন্ন বই-পুস্তক ও আন্তর্জাতিক ওয়েবসাইট থেকে তথ্যগুলো গবেষণা করে নেওয়া হবে এবং সত্যতা নিশ্চিত করেই প্রকাশ করা হবে।

আমাদের কার্যক্রমের ভেতর আরো থাকবে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান এর বর্ণনা এবং ভ্রমণ বৃত্তান্ত। যাতে করে ভ্রমণ পিপাসু মানুষেরা খুব সহজেই আমাদের কাছ থেকে পথনির্দেশনা নিতে পারে। এছাড়া থাকবে বিভিন্ন বইয়ের নিরপেক্ষ রিভিউ।

শেষ কথা:

আমরা যথাসাধ্য চেষ্টা করছি মানুষের অনুসন্ধানকে অর্থবহ করে তোলার জন্য। আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সকল অনুসন্ধানের সঠিক উত্তর দেওয়ার লক্ষ্যে আমাদের ওয়েবসাইট পরিচালনা হবে। সঠিক তথ্য তুলে ধরাই আমাদের লক্ষ্য। এই অঙ্গীকারেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের একান্ত পরিশ্রম যদি আপনার সামান্যতম উপকার করে থাকে তাহলে আমাদেরকে এর ফিডব্যাক প্রদান করুন। আমাদের সাথে যোগাযোগ করতে এখানে ক্লিক করুন

এছাড়া আমরা খুবই অল্প মূল্যে বিজ্ঞাপন প্রচার করে থাকি। উদ্যোক্তাদের জন্য আমাদের রয়েছে একটি বিশেষ ভালোবাসা। তাই আমরা উদ্যোক্তাদের স্বল্পমূল্যে বিজ্ঞাপন প্রচার করি এবং তাদেরকে উৎসাহ দেই। যেহেতু আমাদের মাসিক ভিজিটর ৬ থেকে ৭ লক্ষ, তাই এখানে অনায়াসে আপনি আপনার বিজ্ঞাপন প্রচার করতে পারেন।

কীভাবে বিজ্ঞাপন প্রচার করবেন? বিজ্ঞাপন প্রচার করতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

আশা করছি আজকের অল ইন ওয়ান ওয়েবসাইট প্রোবাংলা আর্টিকেলটি পড়ে এই পোর্টাল সম্পর্কে বিস্তারিত বিষয় জানা হয়েছে।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *