বাংলাদেশের সেরা ওয়েবসাইট ও বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট

বাংলাদেশের সেরা ওয়েবসাইট | বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট

বাংলাদেশের সেরা ওয়েবসাইট ও বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট সম্পর্কে কিছু কথা বলব। বাংলাদেশ দিন দিন অনলাইন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে ওয়েবসাইট ভিজিটরের সংখ্যা। আজ আমরা এখানে বাংলাদেশের মানুষেরা ব্যবহার করে এমন কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট নিয়ে আজকের আলোচনা। তাই আমাদের সাথেই থাকুন।

বাংলাদেশের সেরা ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই আর্টিকেলে। এখানে ১৬টি জনপ্রিয় পোর্টালের গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোচনা করবো, তা জানতে শেষ পর্যন্ত লেখাটি পড়ুন।

১. প্রোবাংলা ডট কম | প্রযুক্তি, বিভিন্ন তথ্যমূলক ও শিক্ষামূলক সেরা ওয়েবসাইট

Pro Bangla হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি সব ধরনের জিনিসই পাবেন। এর রয়েছে বহুমুখী, রকমারি তথ্যের সম্ভার। ইতিহাস, বিজ্ঞান, সমাজ, এডুকেশনাল, টিউটোরিয়াল বিভিন্ন বিষয়ে এখানে আর্টিকেল রয়েছে।

নিত্যদিন আমরা যেগুলো সার্চ করি সেগুলো এখানে পাওয়া যায়। যেমন ধরুন আপনি চাচ্ছেন আপনার বাচ্চার একটি সুন্দর ইসলামিক নাম রাখার জন্য, এই ওয়েবসাইটে আছে ১০ হাজারের অধিক নামের বিশাল সংগ্রহ। প্রত্যেকটা রয়েছে অর্থসহ।

হয়তো আপনি বিদেশে চাকরি করেন, দেশে টাকা পাঠাতে চান। আপনার কর্মরত দেশের মুদ্রার সাথে বাংলাদেশের মুদ্রার বিনিময় রেট এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন।

টিসিবির পণ্যের দর এখানে পাবেন। এছাড়া পাবেন আন্তর্জাতিক ও দেশীয় স্বর্ণের দর। সরকারি বেসরকারি চাকরির সন্ধান এখানে দেওয়া হয়। কীভাবে এপ্লাই করতে হয়। প্রতিদিন এই দর আপডেট করা হয়। তাই আপনি নিশ্চিন্তে এখান থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন।

এছাড়া প্রোবাংলা ওয়েবসাইটের একটি বিশেষ সংগ্রহ রয়েছে। যেখানে বিভিন্ন প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন অনলাইন আয়গ্যাজেটের রিভিউ দেওয়া হয়। যেহেতু এই যুগটা প্রযুক্তির, তাই এই রিভিউ আপনার উপকারে আসতে পারে। বিজ্ঞান ও ইতিহাস নিয়েও এর কার্যক্রম জারি আছে। তাছড়া রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনলাইন আবেদনসহ ভিসা চেক কিভাবে করবেন তা নিয়ে টিউটোরিয়ালসমূহ। প্রযুক্তি, বিভিন্ন তথ্যমূলক ও শিক্ষামূলক সেরা ওয়েবসাইটটি হচ্ছে – প্রোবাংলা ডট কম (probangla.com)। প্রোবাংলা সম্পর্কে বিস্তারিত জানতে অল ইন ওয়ান ওয়েবসাইট প্রোবাংলা (Pro Bangla) এই লেখাটি পড়ুন।

২. BossHostBD ডট কম | বাংলাদেশের সেরা হোস্টিং ওয়েবসাইট

আপনি কি নিজের ওয়েবসাইট তৈরি করার কথা ভাবছেন? ডোমেইম কোথা থেকে কিনবেন? আর ভাবনা কিসের! আপনার জন্য আছে বাংলাদেশের সেরা হোস্টিং ওয়েবসাইট bosshostbd. এখান থেকে আপনি নিশ্চিন্তে ক্রয় করতে পারেন।

পৃথিবীর ৩৫% এর বেশী ওয়েবসাইট ওয়াডপ্রেস নির্মিত হয়। বর্তমানে ব্যবহৃত সবচেয়ে বেশী ব্যবহৃত এই CMS এর জন্য রয়েছে bosshostbd ওয়ার্ডপ্রেস স্পেশালিস্ট টিম। আপনার সাইটের সিকিউরিটি হোল, প্লাগিন অপটিমাইজেশন সহ বিভিন্ন ওয়ার্ডপ্রেস সংক্রান্ত কাজের জন্য রয়েছে bosshostbd ডেডিকেটেড টিম। তাছাড়া bosshostbd এর অটো ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন সুবিধা ব্যবহার করলে ২০ সেকেন্ডে ওয়ার্ডপ্রেস সাইট সম্পূর্ণভাবে কার্যক্ষম করতে পারবেন। ফলে আপনি পাবেন সিকিউরিটি, আপটাইম, স্কেলেবিলিটি।

bosshostbd এর অত্যাধুনিক সিকিউরিটি আপনাকে দেবে সর্বোচ্চ সুরক্ষার নিশ্চয়তা। এর বিল্ট ইন সিকিউরিটি মেকানিজম DDos এ্যাটাকসহ প্রভৃতি হ্যাকিং থেকে আপনাকে রাখবে নিরাপদ। তাছাড়া এর ওয়ার্ডপ্রেস টিম, আপনার সাইটের সিকিউরিটি বাড়াতে আপনাকে সহায়তা করবে। এছাড়াও ওয়েবসাইটের ব্যাকআপ রাখা অত্যন্ত জরুরি। bosshostbd এর সার্ভিসে বিল্ট ইন ব্যাকাপ সার্ভিস আপনার কন্টেন্ট প্রতিদিন দুই বার অন্য একটি পৃথক সার্ভারে ব্যাকাপ রাখবে।

কাস্টোমার স্যাটিসফ্যাকশন bosshostbd এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা তাদের সার্ভিস একবার ব্যবহার করবে সে কখনোই অন্য কোথাও যাওয়ার কথা কখনোই ভাববে না। তাদের সিকিউরিটি ও ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে আপনি থাকবেন সবসময় নিশ্চিন্ত।

৩. somewhereinblog | বাংলাদেশের সেরা ব্লগিং ওয়েবসাইট

ওয়েবসাইটটি বাংলা ভাষায় নির্মিত সর্বপ্রথম ব্লগিং ওয়েবসাইট। সৈয়দা গুলশান ফেরদৌস জানা এবং তার স্বামী আরিল্ড ক্লোকারহাগ এই ব্লগিং ওয়েবসাইট এর প্রতিষ্ঠাতা। সাইটের প্রোগ্রামার হাসিন হায়দার একটি বাংলা ফোনেটিক কীবোর্ড তৈরি করেছেন যা ইংরেজি কীবোর্ড ব্যবহার করে বাংলায় লেখার প্রথম টুল।

উইকিপিডিয়ার তথ্য মতে নভেম্বর, ২০১৪ পর্যন্ত (www.somewhereinblog.net) সাইটের সাথে ১৭৫ হাজারের বেশি ব্যক্তিগত নিবন্ধিত ব্লগার ছিল । সক্রিয় ব্লগারের সংখ্যা ১০,০০০-এর বেশি।

এটা তখন নির্মিত হয়েছিল যখন মানুষ কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতো। প্রাথমিকভাবে এটা একমাত্র ধনী ও শিক্ষিতরাই ব্যবহার করতে পারত। কেননা সবার কাছে তো আর কম্পিউটার ছিল না। পুরাতন ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে এটা খুবই সুপরিচিত।

৪. লেখাপড়া বিডি ডট কম | বাংলাদেশের সেরা ওয়েবসাইট

নাম দেখে নিশ্চয়ই অনুমান করতে পারছেন (Lekhaporabd.net) কি ধরনের ওয়েবসাইট। ২০১৪ সালের ৩১ আগস্ট LekhaporaBD.com নামে যাত্রা শুরু করা এই সাইটটি একটি শিক্ষা বিষয়ক কমিউনিটি ব্লগ।

এখানে লেখাপড়া সম্পর্কিত বিভিন্ন আর্টিকেল যেমনঃ ভর্তি তথ্য, বিভিন্ন পরীক্ষার সাজেশন, রুটিন, প্রশ্নের সমাধান, রেজাল্ট ও গুরুত্বপূর্ণ চাকরির খবর ইত্যাদি নিয়মিত প্রকাশ করা হয়ে থাকে। পাশাপাশি এই সাইটের পাঠকরাও এখানে গল্প, কবিতা, ভ্রমণ কাহিনীসহ, শিক্ষামূলক এবং এই সাইটের নীতিমালার সাথে সাংঘর্ষিক নয় এমন যে কোন বিষয়ে আর্টিকেল প্রকাশ করতে পারেন। এই সাইটের প্রশ্নোত্তর বিভাগে প্রশ্ন করে শিক্ষা সম্পর্কিত যে কোন প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন।

ভর্তি তথ্য, বিভিন্ন পরীক্ষার সাজেশন, রুটিন, প্রশ্নের সমাধান, রেজাল্ট, গুরুত্বপূর্ণ চাকরির খবর, বিভিন্ন শিক্ষাবৃত্তি ও বিদেশে উচ্চশিক্ষার তথ্য ইত্যাদি নিয়মিত প্রকাশ করা হয়ে থাকে।

এছাড়া, লেখাপড়া বিডির সাবডোমেইন লেখাপড়া বিডি জবস (jobs.LekhaporaBD.net)-এ প্রতিদিনের সরকারি, বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত প্রকাশ করা হয়ে থাকে।

৫. প্রথম আলো ডট কম | বাংলাদেশের জনপ্রিয় পত্রিকার ওয়েবাসাইট

বাংলাদেশে যতগুলো পত্রিকা রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই প্রথম আলো। ১৯৯৮ সালের ৪ নভেম্বর এটি প্রথম প্রকাশিত হয়। দিন প্রায় ৫০ লক্ষের অধিক মানুষ এই পত্রিকা পাঠ করে। এই পত্রিকা এত জনপ্রিয় হওয়ারও কিছু কারণ রয়েছে। সামাজিক বিভিন্ন অসঙ্গতিকে রোধ করার জন্য তাদের রয়েছে বিভিন্ন সামাজিক কর্মকান্ড। যার মধ্যে একটি হচ্ছে কিশোর আলো।

www.prothomalo.com পত্রিকাটি বিভিন্ন সময় বিভিন্ন ফিচার ম্যাগাজিন প্রকাশ করেছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে রস+আলো।

৬. কালের কণ্ঠ ডট কম | বাংলাদেশের সেরা ওয়েবসাইট

বাংলাদেশের প্রথম সারির জাতীয় পত্রিকা গুলোর মধ্যে কালের কন্ঠ অন্যতম। এই পত্রিকার সম্পাদক হচ্ছে বাংলাদেশের ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন। এটা বসুন্ধরা গ্রুপের একটি প্রতিষ্ঠান।

বিভিন্ন ধরনের ফিচার ম্যাগাজিন এটাতে প্রকাশিত হয়েছে। কিন্তু সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ঘোড়ার ডিম ও মগজ ধোলাই। যা একসময় কিশোর-কিশোরীদের অন্যতম আনন্দের উৎস ছিল।

৭. গুগল ডট কম | বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট

সার্চ ইঞ্জিনের কথা যদি উল্লেখ্য করতে হয় তাহলে সবার প্রথম যে নামটি আছে সেটা হচ্ছে গুগল। অনেকে সার্চ ইঞ্জিন বলতে google.com ই বোঝে। এর রয়েছে বহুমুখী সুবিধা। ইমেজ, নিউজ, ভিডিও, ওয়েবসাইট, প্রোডাক্ট ভিন্ন ভিন্ন বিষয়ে আলাদা আলাদা সার্চ করার অপশন রয়েছে এখানে। গুগলে রয়েছে আরও বিভিন্ন ধরনের ফিচার। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে gmail বিশ্বের ৯০% সার্চ হয়ে থাকে এই গুগল সার্চ ইঞ্জিন এর মাধ্যমে।

৮. ইউটিউব | বাংলাদেশের সেরা ভিডিও ভিত্তিক ওয়েবসাইট

বাংলাদেশের বংশদ্ভুত জাভেদ ও তার বন্ধু মিলে এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম তৈরি করে। এরপর এটা গুগল ক্রয় করে ফেলে। বিশ্বের যত ভিডিও শেয়ারিং অ্যাপ রয়েছে তার মধ্যে সবার উপরে রয়েছে এই ইউটিউব (youtube.com)। বিশ্বময় যে কেউ কোনো মুভি, গান, ডকুমেন্টারি দেখার জন্য ইউটিউবেই সার্চ করে থাকে। এটা এতটাই জনপ্রিয় যে মানুষজন ইউটিউব ভিডিও তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করছে।

৯. দারাজ ডট কম | বাংলাদেশের সেরা ই-কমার্স ওয়েবসাইট

কেউ যদি অনলাইনে শপিং করার কথা ভেবে থাকেন তাহলে সে অবশ্যই দারাজ সার্চ করবে। এটি একটি পাকিস্তানি প্রতিষ্ঠান। বাংলাদেশের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান হচ্ছে (www.daraz.com.bd)। সারা বছরজুড়ে এর বিভিন্ন ধরনের অফার চলে। এর দ্রুত সার্ভিস এবং বিভিন্ন ধরনের পণ্যের সমাহার মানুষকে সহজেই আকর্ষণ করে।

১০) ফেসবুক ডট কম | গুরুত্বপূর্ণ ওয়েবসাইট

এই জামানায় ফেসবুক চেনে না এমন খুব কম মানুষই আছে। একটা সময় ছিল যখন মানুষ ইন্টারনেটে যোগাযোগের জন্য ইমেইল একাউন্ট চাইতো। কিন্তু এখন সবাই ফেসবুক আইডির সন্ধান করে। ফেসবুকে এত অধিক সংখ্যক মানুষ সক্রিয় থাকে, যার ফলে এটা একটি বিজ্ঞাপন প্রচারের মাধ্যম হয়ে উঠেছে। অনেকে ফেসবুকে ভিডিও আপলোড করেও টাকা ইনকাম করছে। এর রয়েছে বিভিন্ন ধরনের ফিচার। চ্যাটিং, ভিডিও শেয়ারিং, পোষ্ট বিভিন্ন ধরনের কার্যক্রম এখানে পরিচালনা হয়ে থাকে।

১১) উইকিপিডিয়া ডট কম | তথ্যবহুল জনপ্রিয় ওয়েবসাইট

উইকিপিডিয়া হচ্ছে একটি জ্ঞানকোষ। ১৫ জানুয়ারি ২০০১ সালে জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার উইকিপিডিয়া তৈরি করেন। বিশ্বের ৩২৯টি ভাষার উইকিপিডিয়ায় আর্টিকেল আছে। মোট প্রায় ৪০০ লক্ষ আর্টিকেল রয়েছে এতে । যার মধ্যে শুধুমাত্র ইংরেজি উইকিপিডিয়াতেই রয়েছে ৬৬ লক্ষের বেশি আর্টিকেল। যে কেউ উইকিপিডিয়া ওয়েবসাইটে প্রবেশের করে যে কোনো আর্টিকেল সম্পাদনা করতে পারে।

যা ইন্টারনেটের বিভিন্ন বিষয়ের তথ্যের ঘাটতি পূরণ করে থাকে। ফেব্রুয়ারি ২০১৪ সালে, দ্য নিউ ইয়র্ক টাইমস জানায় উইকিপিডিয়া সমস্ত ওয়েবসাইটের মধ্যে বিশ্বব্যাপী পঞ্চম স্থানে অবস্থান করছে। মাসে প্রায় ১৮ বিলিয়ন পেজ ভিউ এবং প্রায় ৫০০ মিলিয়ন স্বতন্ত্র ভিজিটর রয়েছে। উইকিপিডিয়া বাংলাও দ্রুত গতিতে তার তথ্যসম্ভার বাড়িয়ে চলছে।

১২) বিডিনিউজ২৪.কম | বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা ওয়েবসাইট

আজ থেকে ১৮ বছর আগে ২০০৫ সালে অনলাইন ভিত্তিক এই নিউজ পোর্টালটি চালু হয়। এর যুগের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক দুর্যোগের সাক্ষী হয়ে আছে এই ওয়েবসাইট। এই ওয়েবসাইটের রয়েছে অসংখ্য স্বেচ্ছাসেবী সাংবাদিক। এছাড়া অনেক বেতনভুক্ত সাংবাদিকও রয়েছে। যারা ২৪ ঘন্টা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সংবাদ সংগ্রহ করে থাকে। এমনও অনেক সময় দেখা গেছে যে বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার আগেও এই সংবাদ মাধ্যম খবর প্রচার করেছে। বিডিনিউজ২৪ ডট কম এর ওয়েবসাইট হচ্ছে (bdnews24.com)।

১৩) ইয়াহু ডট কম | বাংলা জনপ্রিয় ওয়েবসাইট

এক সময় সার্চ ইঞ্জিন ইয়াহু ছিল অনেক জনপ্রিয়। বিশেষ করে এর ইমেইল সার্ভিসের জন্য। এখনো এটা জনপ্রিয় তবে গুগলের মতো নয়।

১৪) দৈনিক শিক্ষা ডট কম | বাংলাদেশের সেরা শিক্ষামূলক ওয়েবসাইট

শিক্ষামূলক বিভিন্ন আর্টিকেলের জন্য দৈনিক শিক্ষা ওয়েবসাইটটি অনেকে ভিজিট করে থাকে। এগুলো হচ্ছে বিভিন্ন কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিলেবাস সহ আরো অনেক বিষয়ে এটা পথনির্দেশনা প্রদান করে থাকে।

১৫. Quara ডট কম | বাংলাদেশের জনপ্রিয় প্রশ্ন-উত্তর ওয়েবসাইট

আমরা অনেক সময় অনেক প্রশ্ন করে থাকি গুগলের কাছে। গুগলের সকল প্রশ্নের উত্তর লক্ষ লক্ষ ওয়েবসাইটের মধ্য থেকে বের করে আমাদের সামনে উপস্থাপন কর। কিন্তু এই quara হচ্ছে এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি প্রশ্ন করবেন এবং আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনেক বিজ্ঞ মানুষেরা রয়েছে।

বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিশেষজ্ঞগণ এখানে তাদের মূল্যবান মতামত প্রদান করে থাকে। এটার কয়েকটি ভাষার সংস্করণ রয়েছে। আপনি চাইলে এখানেও প্রশ্ন করতে পারেন অথবা হাজার হাজার প্রশ্নের মধ্য থেকে আপনার প্রশ্ন খুঁজতে পারেন।

১৬. Robi 10 minute school | বাংলাদেশের জনপ্রিয় শিক্ষামূলক ওয়েবসাইট

কেউ যদি জিজ্ঞাসা করে আমি অনলাইনে লেখাপড়া করতে চাই। তখন নিঃসন্দেহে এর উত্তর হবে রবি টেন মিনিট স্কুলে ভর্তি হয়ে যাও। কেননা এটা এমন একটি ওয়েবসাইট যেখানে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের জন্য পূর্ণাঙ্গ ক্লাস রয়েছে।

অভিজ্ঞ শিক্ষকমন্ডলী এখানে তাদের ক্লাসের ভিডিও প্রকাশ করে থাকে। কেউ যদি চায় সে কোচিং করার বদলে এখান থেকে লেখাপড়া করতে তাহলেও কোনো ক্ষতি হবে না।

এছাড়া এর রয়েছে বিভিন্ন বিষয়ের ওপর পেইড কোর্স। মানুষের স্কিল ডেভেলপমেন্টের জন্য এর বিভিন্ন ধরনের উদ্যোগ অনেক প্রশংসা কুড়িয়েছে।

শেষ কথা:

বাংলাদেশের সেরা ওয়েবসাইট বা বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট গুলো সম্পর্কে আমরা জানলাম। এগুলো ছাড়া আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো আমরা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে থাকি। কিন্তু এখানে উল্লেখিত ওয়েবসাইট গুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে। খুব কম ইন্টারনেট ব্যবহারকারীরাই আছে যারা এখানে উল্লেখিত ওয়েবসাইট গুলোতে প্রবেশ করেনি। সময়ের সাথে সাথে এগুলো আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছে।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *