জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তি ২০২৩ কার্যক্রম চালু হয়েছে। জেনে নিন ডিগ্রি ভর্তি ২০২৩ (Degree Admission) সম্পর্কে বিস্তারিত তথ্য এই আলোচনায়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ডিগ্রি (স্নাতক) পাস কোর্সের অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হয়েছে ২ আগষ্ট ২০২৩। যা ৩০ আগস্ট ২০২৩ পর্যন্ত চলবে। National University Online Application System – এই বিজ্ঞপ্তি ঘোষণা করেছে।
ডিগ্রি ভর্তি ২০২৩ সার্কুলার, ভর্তি প্রক্রিয়া, ডিগ্রিতে ভর্তির যোগ্যতা, কি কি লাগবে, আবেদন করার নিয়ম, কলেজ নিশ্চায়ন ও ভর্তির নিয়ম, ভর্তি হতে কত টাকা লাগবে এ সম্পর্কিত সকল তথ্য থাকছে এই আলোচনায়।
ডিগ্রি ভর্তি ২০২৩। Degree Admission
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষ ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ২ আগস্ট ২০২৩ তারিখ থেকে। ৩০ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত এই আবেদন কার্যক্রম চালু থাকবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ২.০০ থাকলেই আবেদন করা যাবে। আবেদন ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ৩১ আগষ্ট ২০২৩ তারিখের সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
আবেদন ফরমের মূল্য ২৫০ টাকা। আবেদন ফি জমা দেওয়ার তারিখ ৩ আগস্ট ২০২৩ থেকে ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত। কলেজ কর্তৃক শিক্ষার্থীর ভর্তি নিশ্চায়নের সময়সূচী ৩ আগস্ট ২০২৩ থেকে ৩ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। ডিগ্রির প্রাথমিক আবেদন কার্যক্রম শেষ হলে মেধা তালিকা প্রণয়ন ও অন্যান্য কার্যক্রম করা হবে। ডিগ্রি ক্লাস শুরু হবে ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে।
ডিগ্রি ভর্তি প্রক্রিয়া ২০২৩। Degree Admission
বাংলাদেশের যেকোনো শিক্ষাবোর্ড হতে- ২০১৮/২০১৯/২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০২০/২০২১/২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ভর্তি কার্যক্রমে আবেদনকারী শিক্ষার্থীদের SSC ও HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে।
যেসকল প্রার্থীদের প্রাথমিক আবেদনে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিশ্চয়ন না করা হলে, সেসকল প্রার্থীকে মেধা তালিকার অন্তর্ভুক্ত করা হবে না। একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন শিক্ষার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিতপ্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
ডিগ্রি ভর্তি ২০২৩ যোগ্যতা
বাংলাদেশের যেকোনো শিক্ষাবোর্ড হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে। অধিকাংশ ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তি হওয়ার যোগ্যতা হারিয়েছে এমন শিক্ষার্থীরাই ডিগ্রিতে ভর্তি হতে চায়। এক্ষেত্রে ডিগ্রিতে সর্বনিম্ন রেজাল্ট নিয়েও ভর্তির আবেদন করতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির নিয়ম অনুযায়ী আবেদনকারীর মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ২.০০ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ২.০০ থাকলেই আবেদন করতে পারবে।
ডিগ্রি ভর্তি আবেদন করতে কি কি লাগবে
ডিগ্রি ভর্তির আবেদন করার জন্য প্রয়োজন হবে-
- শিক্ষার্থীর SSC ও HSC এর রোল ও রেজিস্ট্রেশন নম্বর।
- পাশের সন।
- শিক্ষার্থীর SSC ও HSC পাশের শিক্ষাবোর্ড।
- ভর্তির জন্য কাঙ্খিত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম।
- ডিগ্রির কোর্স নির্বাচন।
- কোন কোটা থাকলে তার তথ্য।
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি। ছবির আকার 150×120 পিক্সেল। ফাইলের ধরন অবশ্যই jpg ফরম্যাটে এবং ফাইল সাইজ 50 kb এর কম হতে হবে।
অনলাইনে ডিগ্রি ভর্তি আবেদন করার নিয়ম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Online Admission System এর ওয়েবসাইট থেকে ডিগ্রি ভর্তি ২০২৩ এর জন্য আবেদন করতে পারবেন। আবেদনের পূর্বেই প্রয়োজনীয় তথ্যাদি সাথে রাখুন এবং আপনার ছবি সঠিক সাইজ ও পিক্সেল অনুযায়ী আপনার ডিভাইসে সংগ্রহ করুন।
ডিগ্রি ভর্তির আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
ধাপ ১: ডিগ্রি অনলাইন এডমিশন সিস্টেমে প্রবেশ
আপনার মোবাইল বা কম্পিউটার থেকে http://app1.nu.edu.bd/ – এই লিংকে ভিজিট করুন। ডিগ্রির ভর্তি আবেদন করার জন্য উপরের মেন্যু থেকে- Degree Pass সিলেক্ট করলে নতুন পেজ আসবে। এখান থেকে বাম পাশের Apply Now (Degree Pass) অপশনে ক্লিক করে পরবর্তী পেজে যান।
ডিগ্রির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৫ টি ধাপ পার করতে হয়।
ধাপ ২: এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার তথ্যাবলী
আপনার এসএসসি ও এইচএসসি পরীক্ষার (কিংবা সমান) রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পাশের সন ও শিক্ষাবোর্ড দিন। তারপর Next বাটনে ক্লিক করুন।
ধাপ ৩: শিক্ষাগত ও ব্যক্তিগত তথ্য যাচাই
আপনার প্রদানকৃত রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ এবং এসএসসি ও এইচএসসির ফলাফল সংশ্লিষ্ট একটি পেজ আসবে। ডিগ্রি ভর্তি ২০২৩ এর জন্য এগুলো আপনার কাঙ্খিত শিক্ষার্থীর তথ্য কিনা যাচাই করুন। তারপর, Next বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যান।
ধাপ ৪: কলেজ ও কোর্স নির্বাচন
আপনার কাঙ্খিত কলেজ ও কোর্সের নাম দিতে হবে। এজন্য কলেজ সিলেকশন অপশন থেকে ধারাবাহিকভাবে-
- আপনার বিভাগ,
- জেলা ও
- কাঙ্খিত কলেজের নাম সিলেট করুন।
তারপর সেই কলেজের আওতাধীন কোর্সগুলো পাসের অপশনে দেখতে পাবেন। একইসাথে সেই কলেজে কোর্সের জন্য কতটি সিট আছে তা দেখাবে। নির্দিষ্ট কোর্স সিলেট করে নিচের Next বাটনে ক্লিক করুন।
ধাপ ৫: কোটার তথ্য প্রদান
ভর্তির ক্ষেত্রে আপনি কোন কোটাধারী হয়ে থাকলে, ‘Do you want to apply for a quota’ অপশনে Yes সিলেক্ট করে বিস্তারিত তথ্য দিন। অন্যথায়, No সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।
ধাপ ৬: শিক্ষার্থীর ছবি ও যোগাযোগের তথ্য
ডিগ্রি ভর্তি ২০২৩ আবেদনের এই ধাপে, আবেদনকারী শিক্ষার্থীর সদ্য তোলা ছবি দিতে হবে। তার জন্য পূর্ব থেকেই আপনার মোবাইল বা কম্পিউটারে সঠিক Height, Width, Image Format আর File Size ঠিক করে রাখতে হবে। এবার Choose File অপশনে ক্লিক করে তৈরি করে রাখা ছবিটি সিলেক্ট করে আপলোড করে দিন।
নিচে শিক্ষার্থীর যোগাযোগের জন্য মোবাইল নাম্বার ও ইমেইল এড্রেস (ঐচ্ছিক) দিন। পরবর্তী ধাপে যেতে, Preview Application অপশন এ ক্লিক করুন।
ধাপ ৭: আবেদন রিভিউ ও সাবমিট
সর্বশেষ পেজে, আপনার আবেদনের বিস্তারিত তথ্য একসাথে দেখতে পাবেন। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ ও লিঙ্গ। নিচে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন ও রেজাল্ট সহ বিস্তারিত তথ্য থাকবে।
সকল তথ্য ও সঠিক কিনা যাচাই করুন। তথ্য ভুল থাকলে Cancel করে পুনরায় আবেদন করুন। সকল তথ্য সঠিক হলে Submit Application অপশনে ক্লিক করুন। ব্যাস, আপনার ডিগ্রি ভর্তি আবেদন সম্পন্ন হয়েছে।
আপনার আবেদন সম্পন্ন হলে একটি বিস্তারিত ফরম পাবেন। সেই ফর্মটি আপনার ডিভাইসে সেভ করে পরবর্তীতে প্রিন্ট করে নিন। কলেজে ভর্তি নিশ্চায়ন কিংবা পরবর্তীতে ভর্তির কাজ সম্পন্ন করার জন্য এটি প্রয়োজন হবে।
ডিগ্রি ভর্তি ২০২৩ সার্কুলার
ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ ভর্তি জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ডিগ্রি ভর্তি ২০২৩ আবেদন করার পর, ভর্তির জন্য কলেজ নিশ্চায়ন হলে, ভর্তি সম্পন্ন করতে নিম্নোক্ত ডকুমেন্টস গুলো প্রয়োজন হয়:
- অনলাইনে আবেদন করা ভর্তি ফরমের কপি।
- এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাশের মূল মার্কশিট ও ফটোকপি।
- এসএসসি ও এইচএসসি পাশের টেস্টি মনিয়ালের মোলকপি ও ফটোকপি।
- এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি ও ফটোকপি।
- শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ও স্ট্যাম্প সাইজের ছবি।
- অভিভাবকের ছবি।
- শিক্ষার্থীর জন্ম নিবন্ধন/ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (শিক্ষার্থী কর্তৃক সত্যায়িত)।
- পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের কপি।
- মুক্তিযোদ্ধাদের পারিবারিক কোনো কোটা থাকলে কোটার সনদপত্র।
কলেজ ভেদে এসকল প্রয়োজনের ডকুমেন্টস এর ভিন্নতা থাকতে পারে। তবে সাধারণত উপরোক্ত ডকুমেন্টগুলো দিয়েই ডিগ্রি ভর্তির কার্যক্রম সম্পন্ন করা হয়। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, টেস্টি মনিয়ালের কপি ও ছবি থাকা বাধ্যতামূলক।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্স সমূহ
ডিগ্রির তিন বছরের শিক্ষা ব্যবস্থার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেকগুলো কোর্স রয়েছে। ডিগ্রি ভর্তি ২০২৩ অনুযায়ী কোর্সগুলো হলো:
- Bachelor of Arts- BA
- Bachelor of Science- BSC
- Bachelor of Sports- B Sports
- Bachelor of Music- BMU
- Bachelor of Social Science- BSS
- Bachelor of Business Studies- BSS
উপরোক্ত কোর্সগুলো থেকে আপনার পছন্দ ও শিক্ষার বিষয় অনুযায়ী কোর্স বেছে নিতে পারেন।
ডিগ্রি ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
ডিগ্রিতে ভর্তির ক্ষেত্রে সাধারণত SSC ও HSC এর রেজাল্ট বিবেচনা করা হয়। এই ভর্তি পরীক্ষায় আপনি সিলেক্টেড হয়েছেন কিনা কিংবা মেধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন কিনা তা জানার প্রয়োজন রয়েছে। আপনার নিকটস্থ যেকোনো আইটি সেবা প্রদানকারী কম্পিউটারের দোকান থেকে রেজাল্ট জানতে পারবেন। কিংবা নিজে নিজেই এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন।
এসএমএস এর মাধ্যমে ভর্তি পরীক্ষার রেজাল্ট জানার নিয়ম:
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন – Nu < Space> atdg Roll Number। তারপর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বারে। মোবাইলে কমপক্ষে ৩ টাকার বেশি ব্যালেন্স থাকলেই রেজাল্ট জানতে পারবেন।
ডিগ্রিতে ভর্তি হতে কত টাকা লাগে। ডিগ্রি ভর্তি ২০২৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য সরকারি কলেজে সর্বোচ্চ ৩-৪ হাজার টাকা লাগে। তবে বেসরকারি কলেজে এ খরচ বেড়ে ৬-১৫ হাজার বা তারও বেশি লাগতে পারে।
FAQ’s
ডিগ্রিতে ভর্তির জন্য রেজাল্ট কত লাগবে?
মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ২.০০ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ২.০০ থাকলেই আবেদন করতে পারবে।
ডিগ্রি ভর্তি ২০২৩ শেষ তারিখ কবে?
ডিগ্রির প্রাথমিক অনলাইন আবেদন প্রক্রিয়া ৩০ আগস্ট ২০২৩ তারিখে শেষ হবে।
শেষকথা
উপরোক্ত ডিগ্রি ভর্তি ২০২৩ এর আলোচনা থেকে সকল তথ্য সঠিকভাবে জেনে আবেদন করুন। একাধিক প্রতিষ্ঠানে আবেদন করতে চাইলে জটিলতার সৃষ্টি হয়। কোন কলেজ আবেদন নিশ্চায়ন করে ফেললে অন্য কলেজে ভর্তি হতে পারবেন না। তাই আবেদনের পূর্বে তথ্য যাচাই করে নিন।