এইচএসসি ভর্তি আবেদন ২০২২

এইচএসসি ভর্তি আবেদন ২০২৩ : কলেজ ভর্তি ২০২৩

এইচএসসি ভর্তি আবেদন ২০২৩: ২০২১-২২ সেশনের এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে। এখন সকলকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে। আমরা জীবনে একবারই এইচএসসি’র জন্য ভর্তি হই, যার কারণে এইচইসসি ভর্তি ২০২৩ অথবা কলেজ ভর্তি ২০২৩ পদ্ধতি নিশ্চয়ই আমরা জানি না।

একাদশ শ্রেণীতে ভর্তি ২০২২-২০২৩ এর জন্য ইতিমধ্যে সার্কুলার ও ভর্তি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। আগামী ১০ আগস্ট থেকে অনলাইনে এইচএসসি ভর্তি ২০২৩ আবেদন শুরু হবে।

[lwptoc]

আমাদের আজকের আলোচনায় কিভাবে অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তি ২০২২-২০২৩ এর জন্য আবেদন করবেন, আবেদন করার যোগ্যতা, কলেজ বাছাই করার পদ্ধতি সহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করবো।

এইচএসসি ভর্তি ২০২৩ পদ্ধতি

দেশের সকল সরকারী বেসরকারী কলেজ, মাদ্রাসায় আগামী ৮ জানুয়ারী ২০২২ থেকে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন শুরু হচ্ছে এবং আবেদন করার শেষ সময় আগামী আগস্ট ২০২৩।
তবে যারা ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্য আবেদন করেছেন, তাদের ফলাফল পরিবর্তন সাপেক্ষে ২২-২৩ জানুয়ারি একাদশ শ্রেণীতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করা যাবে। শিক্ষা প্রতষ্ঠিানের পছন্দক্রম পরিবর্তন করা যাবে ২০ আগস্ট তারিখ পর্যন্ত।

পূর্বের মতোই এবারো ঘরে বসে অনলাইনে এইচএসসি ২০২২ ভর্তি আবেদন ও কলেজ বাছাই করা যাবে। গত বছর গুলোর মতো এবারো সকল সরকারী বেসরকারী কলেজে শুধুমাত্র রেজাল্ট এর উপর ভিত্তি করে বাছাই করা হবে, কোন ভর্তি পরীক্ষা দিতে হবে না।

কলেজ চয়েজ দেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ নির্বাচন করা যাবে।

এইচএসসি ২০২৩ ভর্তি আবেদন রেজাল্ট

মোট ৩ ধাপে ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের ফল প্রকাশ করা হবে।

  • প্রথম ধাপের ভর্তি ফল প্রকাশ করা হবে …………….।
  • দ্বিতীয় ধাপের ফল প্রকাশ ……………..।
  • সবশেষ ধাপের ফলাফল প্রকাশ করা হবে …………..।

একাদশ শ্রেণীতে ভর্তি ২০২৩ এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  1. SSC রেজিস্ট্রেশন কার্ড
  2. Ssc এডমিট কার্ড
  3. Ssc অনলাইন মার্কশীট
  4. নিকট অতীতে তোলা পাসপোর্ট আকারের ছবি
  5. স্কুল থেকে প্রাপ্ত প্রসংসাপত্র
  6. বাবা ও মায়ের ছবি
  7. জন্মনিবন্ধন সার্টিফিকেট

কিভাবে আবেদন করবেন?

প্রথমে টেলিটক, নগদ, বিকাশ, রকেট কিংবা শিউরক্যাশ এর মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নির্ধারিত আবেদন ফি ১৫০ টাকা জমা দিতে হবে।

আবেদন জমা দেওয়ার জন্য মোবাইল ব্যাংকিং অ্যাপ অথবা টেলিটক সিম ব্যবহার করতে পারেন। পরবর্তীতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা: xiclassadmission.gov.bd

টেলিটকের মাধ্যমে একাদশ শেণীতে ভর্তি আবেদন ফি জমা দেওয়ার নিয়ম:

  • CAD<space>WEB<space>এসএসসি / সমমান পরীক্ষায় পাসের রোল<space>এসএসসি / সমমান পরীক্ষায় পাসের সাল লিখে ১৬২২২ নাম্বারে সেন্ড করুন।
  • ফিরতি মেসেজে আপনার নাম ও আবেদন ফি বাবদ যে ১৫০ টাকা কাটা হবে, তা জানিয়ে দিবে, সেইসাথে একটি পিন কোড পাবেন।
  • রিপ্লাই মেসেজে CAD<space>WEB<space>পিন< space>Contact Number লিখে ১৬২২২ নাম্বারে পাঠিয়ে দিন।

একাদশ শ্রেণীর ভর্তি অনলাইন ভর্তি আবেদন পদ্ধতি

  1. এইচএসসি বা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রথমে অফিসিয়াল সাইট www.xiclassadmission.gov.bd ভিজিট করুন।
  2. এই সাইট ভিজিট করে আবেদন করার আপনার এসএসসি রোল নাম্বার, এসএসসি বোর্ড, পাশ করার বছর, এবং এসএসসি রেজিস্ট্রেশন নম্বর লিখুন।
  3. সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর সাবমিট বোতামে ক্লিক করুন।
  4. সাবমিট করলে আপনার এসএসসির অন্যান্য তথ্য দেখতে পারবেন।
  5. ৫ম ধাপে কলেজ বাছাই করতে হবে। সর্বাধিক ১০ টি এবং সর্বনিম্ন ৫ টি সরকারি এবং বেসরকারী কলেজ বাছাই করার সুযোগ পাবেন। সেই সাথে বিভাগ, শিফট প্রভৃতি বাছাই করে দিতে হবে।
  6. কলেজ বাছাই শেষ হলে আবেদন বাটনে ক্লিক করুন। এইচএসসি বা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য সফলভাবে আবেদন সম্পন্ন হলে একটি নিশ্চিতকরণ এসএমএস পাবেন যা আপনার ফোনে আসবে।
  7. এইচএসসি ভর্তি আবেদন ফরম ডাউনলোড করে প্রিন্ট করে নিন। প্রিন্ট কপি পরবর্তীতে আপনার জন্য নির্বাচিত কলেজে ভর্তির সময় প্রয়োজন।

মোবাইলের মাধ্যমে একাদশ শ্রেণীতে ২০২২-২৩ সেশনে ভর্তির জন্য আবেদন

অনলাইন ছাড়াও ফিচার মোবাইল দিয়ে এসএমএস এর মাধ্যমেও একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন করতে পারেবেন। প্রথমে এরপর আপনার মোবাইলের মেসেজ অপশনে যান এবং টাইপ করুন –

CAD<space>কলেজ EIIN <space>এসএসসি বোর্ড <space>নির্দিষ্ট গ্রুপের প্রথম অক্ষর<space>এসএসসি রোল <space>এসএসসি পাসের বছর <space>এসএসসি রেজিস্ট্রেশন নং <space>শিফট <space>কোটা টাইপ করার পরে এই 16222 নং এ মেসেজটি পাঠিয়ে দিন। তৎক্ষনাৎ আপনি একটি একটি নিশ্চিতকরণ এসএমএস পেয়ে যাবেন।

নিশ্চিতকরণ এসএমএস এর সাথে পাওয়া পিন দিয়ে কনফার্ম করতে হবে। এজন্য টেলিটক সিম ব্যবহার করে উপরোক্ত উপায়ে আবেদন ফি জমা দিন। যেমন: রিপ্লাই মেসেজে CAD<space> পিন< space>Contact Number লিখে ১৬২২২ নাম্বারে পাঠিয়ে দিন।

  • যদি আপনার কোন কোটা না থাকে তবে এসএমএস এ কোটা উল্লেখ করার দরকার নেই।
  • বোর্ডের ক্ষেত্রে ইংরেজির প্রথম ৩ অক্ষর উল্লেখ করবেন যেমন: DHA, RAJ
  • গ্রুপ শর্ট কোড: বিজ্ঞানের জন্য S, ব্যবসা শিক্ষার জন্য B, মানবিকের জন্য H.
  • ভার্সনের ক্ষেত্রে বাংলার জন্য B, ইংরেজির জন্য E.
  • শিফট কোড: সকাল এর জন্য M, ডে শিফটের জন্য D

কলেজ নির্বাচনে কি কি খেয়াল রাখতে হবে:
একটি কলেজ আপনার এইচএসসি জীবন এবং পরবর্তী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই একাদশ শ্রেণীতে ভর্তিতে কলেজ নির্বাচনের সময় কিছু বিষয় খেয়াল করা উচিৎ যেমন:

  • প্রতিষ্ঠানের সনামধন্যতা
  • বিগত ফলাফল
  • পড়াশোনার মান ও ফ্যাসিলিটি।
  • বেসরকারী কলেজের ক্ষেত্রে মাসিক বেতন জেনে নিতে হবে।
  • শিক্ষকদের অভিজ্ঞতা।
  • লজিস্টিক সুবিধা অসুবিধা।
  • কলেজের সিট সংখ্যা।
  • প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা।
  • কলেজের নিয়ম ও নীতি।

কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

কলেজ ভর্তি বিজ্ঞপ্তি
কলেজ ভর্তি বিজ্ঞপ্তি
এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি
এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি
এইচএসসি ভর্তি ২০২৩
এইচএসসি ভর্তি ২০২৩
hsc admission 2023
hsc admission 2023
college admission 2023
college admission 2023

একাদশ শ্রেণীতে ভর্তি বা এইচএসসি ভর্তি ২০২২-২০২৩ এর বিজ্ঞপ্তি গত ০৭ আগস্ট ২০২৩ একাদশ ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত হয়।
২০২২-২৩ সেশনে এইচএসসি কলেজে ভর্তি শুরুর তারিখ থেকে শুরু কবে, ১ম, ২য় ও ৩য় রেজাল্ট দেওয়ার তারিখ, গুরুত্বপূর্ণ তারিখ, সময় এবং আবেদন প্রক্রিয়া জানতে পারবেন।

একাদশ ভর্তি সার্কুলার ২০২৩ ডাউনলোড করার জন্য www.xiadmisssion.gov.bd এই লিঙ্কটি দেখুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top