প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের অনলাইনে আবেদন ও পেমেন্ট পদ্ধতি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক” এর শূন্যপদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট “সহকারী শিক্ষক” পদে জাতীয় বেতনস্কেল ২০১৫- এ ১৩ তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য রাজশাহী, খুলনা ও ময়মনিসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা/শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন করার জন্য আহবান করেছে।

আমরা আজকে এই আর্টিকেলের মাধ্যমে জানাবো কিভাবে অনলাইনে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের অনলাইনে আবেদন ও পেমেন্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত। আপনি এই লেখাটি মনযোগ সহকারে পড়লে খুব সহজে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি দেখুন: প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

যেভাবে প্রাইমারি অনলাইন আবেদন করবেন

সহকারী শিক্ষক নিয়োগে প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটে প্রথমে প্রবেশ করতে হবে। তারপর নিচের মতো স্ক্রীন প্রদর্শিত হবে।

প্রাইমারি আবেদন ফর্ম

এই স্ক্রীন থেকে আপনি “Application Form” অপশনে ক্লিক করুন। তার নিচের স্ক্রীনটি ওপেন হবে।

প্রাইমারি অনলাইন আবেদন

এখান থেকে “Assistant Teacher (সহকারী শিক্ষক)[Rangpur, Barishal, Sylhet]” বাম পাশে থাকা বৃত্তটি সিলেক্ট করে “Next” বাটনে ক্লিক করুন। তারপর নিচের মতো স্ক্রীন দেখতে পাবেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগ আবেদন

এখানে আপনার এসএসসি ও এইচএসসি পাশের সকল তথ্য সঠিক ভাবে পূরণ করুন। সব ঠিকমতো তথ্য প্রদান করে “Next” বাটনে ক্লিক করুন। তারপর আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগের মূল ফর্মটি দেখতে পাবেন।

dpe job online application

এই ফর্মে আপনার সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন। সবশেষে ক্যাপচা কোডটি সঠিকভাবে ইনপুট করে নিচে থাকা ঠিক মার্ক করে “Submit” বাটনে ক্লিক করুন। এখন আপনাকে ফর্মটি যাচাই করার জন্য সকল তথ্য দেখাবে।

প্রাইমারি নিয়োগ অনলাইনে আবেদন

এবার উপরের ফর্মের অংশে ন্যায় একটি অংশ থাকবে এখানে আপনার ছবি বিজ্ঞপ্তিতে উল্লেখ অনুযায়ী সাইজে ছবি এবং স্বাক্ষর আপলোড করে দিয়ে ঠিক মার্ক করে “Submit” বাটনে ক্লিক করুন। তারপর আপনি কাংঙ্খিত আবেদন ফর্মটি পেয়ে যাবেন। এবার ইউজার আইডি ব্যবহার করে আবেদন ফি পেমেন্ট করুন এবং A4 পেপারে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করুন।

এসএমএস এর মাধ্যমে পেমেন্ট পদ্ধতি

1st SMS Format: DPER <space> <User ID> and send SMS to 16222
[Example: DPER ABCDEF12] 1st SMS Reply Returns a PIN (8 Digits) like 12345678

2nd SMS Format: DPER <space> YES <space> and send SMS to 16222
[Example: DPER YES 12345678]. 2nd SMS Reply: Returns a USER ID & Password

বি:দ্র: টেলিটক প্রিপেইড সিম থেকে এসএমএস দিতে হবে। তবে ঐ মোবাইলে ব্যালেন্স যেন ২২৬/- টাকা থাকে। 

আশা করছি, আজকের এই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের অনলাইনে আবেদন ও পেমেন্ট পদ্ধতি লেখাটি পড়ে উপকৃত হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top