ভালবাসার এসএমএস

Love SMS in Bangla | ভালবাসার এসএমএস | লাভ মেসেজ

ভালবাসার এসএমএস-Love SMS in Bangla: | বাংলা প্রেমের এসএমএস কিছু তালিকা নিচে প্রদান করলাম।

প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না, যা হয় তা হল ভালো লাগা ।
আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালবাসার ।

কটা আকাশ হেরে গেলো,
হারিয়ে তার মন, অন্য আকাশ হটাৎ
হল চাঁদের প্রিয়জন.. তবুও তার
ভালবাসা চাঁদের ভালো চায়,,
নতুন আকাশ চাঁদকে যেন সুখের ছোঁয়া দেয়..!!

ভালবাসার এসএমস

আজ আসবে তুমি বুঝেছি সে-কথা,
তাই কাপছে শুধু আমার চোখের পাতা ।
চেয়ে চেয়ে পথের দিকে বয়ে যায় যে বেলা
মনের মাঝে হাজার খুশি, করছে শুধু খেলা (“-“)

Love SMS in Bangla

তোমার জন্য আমার শেষ অনুরোধ, কখনো পারলে ভালোবেসো
আমাকে নয়, অন্য কাউকে, তবে তোমার মতো করে নয়, আমার মতো করে
যাতে কোন চাওয়া থাকবে না, থাকবে না কোন প্রাপ্তি ।
থাকবে শুধুই প্রতিক্ষা আর ভালোবাসা

ভালবেসে এই মন, তোকে চায়
সারাক্ষন। আছিস তুই মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঝেঁ। কি
করে তোকে ভুলবে এই মন,
তুই যে আমার জীবন।।
তোকে অনেক ভালবাসি

প্রেম মানে হৃদয়ের টান,
প্রেম মানে একটু অভিমান ।
দুটি পাখির একটি নীড়,
একটি নদীর দুটি তীর ।
দুটি মনের একটি আশা,
তারি নাম ভালোবাসা।

খুঁজিনি কারো মন, তোমার মন পাবো বলে!!
ধরিনি কারো হাত, তোমার হাত ধরবো বলে!!
হাঁটিনি কারো সাথে, তোমার সাথে হাঁটবো বলে!!
বাসিনি কাউকে ভাল তোমাকে ভালোবাসবো বলে!

যদি বৃষ্টি হতাম…… তোমার
দৃষ্টি ছুঁয়ে দিতাম। চোখে জমা
বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে
দিতাম। মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি
আমায় জড়িয়ে নিতে,কষ্ট আর
পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!

রাতে চাঁদ দিনে আলো,
কেনো তোমায় লাগে ভালো ?
গোলাপ লাল কোকিল কাল,
সবার চেয়ে তুমি ভালো ।
আকাশ নীল মেঘ সাদা,
আমার মনে তুমি বাঁধা ।

ভালোবাসার এসএমএস 

যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে,
তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়!!
কিন্তু যে ভালবাসা কোন কিছুর উপরই নির্ভর করেনা,
সেটাই চির জীবনের জন্য থেকে যায়, এটাকেই হয়তো বলে
“স্বার্থহীন ভালবাসা”

আমার জীবনে কেউ নেই তুমি
ছাড়া, আমার জীবনে কোনো স্বপ্ন
নেই তুমি ছাড়া , আমার দুচোখ কিছু
খোজেনা তোমায় ছাড়া, আমি
কিছু ভাবতে পারিনা তোমায়
ছাড়া , আমি কিছু লিখতে
পারিনা তোমার নাম ছাড়া,
আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !

যত স্বপ্ন আছে এই দু চোখের মাঝে
সবই সত্যি হবে তুমি আসলে কাছে,
হাত রেখে হাতে শুধু তোমার সাথে
ঘুরে আসবো সুখের জোছনাতে।

Love SMS in Bangla

মিষ্টি চাঁদের মিষ্টি আলো,
বাসি তোমায় অনেক ভালো.
মিটি মিটি তারার মেলা,
দেখবো তোমায় সারাবেলা.
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবো তোমায় সারাজীবন।

পৃথিবীর যত সুখ যত ভালোবাসা
সবটুকু দিবো আমি তোমায়….. আমার
একটাই আশা তুমি ভূলে যেও না
আমায় । বড় বেশী ভালবাসি তোমায় ।

যত দূরে যাওনা কেনো, থাকবো তোমার পাশে,
যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে,
সকল কষ্ট মুছে দেবো, দেবো মুখের হাসি,
হৃদয় থেকে বলছি তোমায়, অনেক ভালোবাসি ।

তুমি আমার ভালোবাসা , তুমি আমার প্রাণ ,
তুমিই আমার একলা মনের মিষ্টি অভিমান ।
তুমি আমার চোখের ভিতর আছ বৃষ্টি হয়ে ,
ধরার ভিতর বৃষ্টি হলে তোমায় মনে পড়ে ,
আজ খুব বেশি মনে পরছে তুমাকে ,
জানি ঘুম হবে না আজ রাতে (“-“)

জোনাকির আলো জেলে
ইচ্ছের ডানা মেলে. মন চায়
হারিয়ে যাই. কোনো এক দুর
অজানায়. যেখানে আকাশ মিশে
হবে একাকার. আর তুমি রাজকুমারী
হবে শুধু আমার।

মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা,
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা ।

তুমি আমার চোখের তারা আমার অন্তর,
তুমিই আমার জীবন বন্ধু বুকের ভিতর ।
তুমি আমার সুখের সূর্য ব্যথারি বাদল,
তোমার মুখে খুঁজে পাই, চাঁদের হাসির আদল ।
হাজার জনম চাইনা আমি একটি জনম চাই,
নিশ্বাসে বিশ্বাসে যেনো তোমায় শুধু পাই

মনটা দিলাম তোমার হাতে
যতন করে রেখো,হৃদয় মাঝে ছোট্ট
করে আমার ছবি এঁকো.স্বপ্ন গুলো
দিলাম তাতে আরও দিলাম আশা ,
মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা

খুজে দেখো মনের মাঝে, আছি আমি স্বপ্নের সাঁজে,
তোমার ওই চোখের তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়,
সুখের সে স্বপ্নের মাঝে পাবে তুমি আমায় ।

কটি প্রকৃত ভালবাসা হতে
পারে দৈহিক অথবা ঐশ্বরিক| সত্য
ভালবাসা হচ্ছে এমন কিছু যা
শাশ্বত ও অধিক শান্তিপূর্ন|

ভালোবাসা তো যায়না টাকা দিয়ে কেনা,
ভালোবাসা তো যায়না হীরা মুক্তা দিয়ে গড়া।
দুটি মনের আকুলতায় যে বন্ধন হয়,
তাকেই তো ভালোবাসা কয় (“-“)

“তোমার স্বপ্ন না দেখে একটা রাতও ভাবতে পারি না,
তোমার কথা না ভেবে একটা দিনও ভাবতে পারি না।
তোমাকে ভালোবাসতে না পেরে এক মুহুর্তেরও চিন্তা করতে পারি না!”

Tomar swapno na dekhe ekta rato vabte pari na,
Tomar kotha na vebe ekta dino vabte pari na,
Tomake Valobaste na pere ek muhurtero cinta korte pari na.

“আমি নিখুঁত প্রেমিক নাও হতে পারি।
তবে তোমার প্রতি আমার ভালবাসা সবার কাছে সত্য।
আমার হৃদয়ের প্রতিটি বিট প্রমাণ করে এটি সত্য !”

বিশ্ব ভালোবাসা দিবস – ভ্যালেন্টাইন ডে

Romantic Love SMS in Bangla

Ami nikhut premik nao hote pari
Tobe tomar proti amar valobasa sobar kache sotto
Amar hridoy protiti bit proman kore eti sotto.

“তুমি আমার জীবনের প্রতিটি সুন্দর সকালের কারণ হবে।
যেদিন সকালে জেগে উঠে দেখব তুমি ঠিক আমার পাশে !”

Tumi amar jiboner protiti sundor sokaler karone hobe
Zedin sokale jege uthe dekhbo tumi thik amar pashe.

“লক্ষ তারা রাতের আকাশ জ্বলতে পারে।
তবে একটি একক হাসি কারও পুরো মহাবিশ্বকে আলোকিত করতে পারে।
সেটা হলো তোমার হাসি!”

Lokko tara rater akash jolte pare,
Tobe ekti ekok hasi karo puro mohabissoke alokito korte pare
Seta holo tomar hasi.

“চাঁদ কে ভালবাসি
রাত পর্যন্ত
সুর্য কে ভালবাসি
দিন পর্যন্ত
ফুল কে ভালবাসি
সুবাস পর্যন্ত
কিন্তু, তোমাকে
ভালবাসি ভালবাসবো
শেষ নিশ্বাস পর্যন্ত”

Chad k valobasi
Rat porzonto
Surjo k valobasi
Din porzonto
Ful k valobasi
Subas porzonto
Kintu, tomake
Valobasi valobasbo
Shesh nisshas porzonto

”আমি হয়তোবা সত্যটা তোমাকে বলতে পারব না।
সত্য কথাটি হলো, তুমি শুধু আমার প্রিয় একজন নন।
আপনি আমার একমাত্র, আমার প্রথম এবং আমার শেষ ভালোবাসা!”

Ami hoytoba sottota tomake bolte parbo na,
Sotto kothati holo, tumi shudhu amar priyo ekjon non
Apni amar ekmatro, amar prothom r amar shesh valobasa

“এই পৃথিবীর কোনও কিছুই আমাকে তোমার কথা চিন্তা করতে বাধা দিতে পারে না।
আমার হৃদয়ে তোমার স্থানটি এই পৃথিবীতে কেউ নিতে পারে না!”

Ei prithibir kono kichui amake tomar kotha cinta korte badha dite pare na
Amar hridoye tomar stanti ei prtihibite kew nite pare na

“আমাদের ভালবাসা গোলাপের মতো, বসন্তে ফুল ফোটে।
সময় বাড়ার সাথে সাথে এটি বাড়তে থাকে।
এটি সূর্যের মতো চিরন্তন।
আমি তোমাকে ছাড়া থাকতে পারি না
আমি তোমাকে অনেক ভালোবাসি.”

Amader Valobasa golaper moto, bosonte ful fote,
Somoy barar sathe sathe eti barte thake
Eti surjer moto chironton
Ami tomake chara thakte pari na
Ami Tomake onek vaolobasi

বাংলা প্রেমের এসএমএস

”তোমাকে ভালবাসা আমার দুর্বলতা নয়।
এটি আমার বৃহত্তম শক্তি এবং আমার সবচেয়ে বড় আত্মবিশ্বাস
যদি পাশে থাকো তাহলে সবকিছুই জয় করে নিবো!”

Tomake valobasa amar durbolota noy
Eti amar bihottomo shokti r amar sobcheye boro attobissas
Zodi pashe thako tahole sobkichui joy kore nibo.

“তুমি বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে মনে হয়-আকাশের বুকে যেন জল ছবি
একে যায় তুমি হাসলে বুঝি মনে হয়,স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয়”

Tumi bristi veja paye samne ele mone hoy akasher buke zen jol chobi
Eke zay tumi hasle bujhi mone hoy, swopno akashe pakhi dana mele dey.

=0=

“দিব তোমায় লাল গোলাপ।
সপ্নে গিয়ে করবো আলাপ।
বলবো খুলে আমার কথা।
আছে যত মনের কথা।
বলবো তোমায় ভালোবাসি।
থাকবো দুজন পাশাপাশি।।”

Dibo tomay lal golap
Swapne giye korbo alap
Bolbo khule amar kotha
Ache zoto moner kotha
Bolbo tomay valobasi
Thakbo dujn pashapashi

”জল নয়, বাতাস নয়, খাবার নয় …
আমার যা দরকার তা হল আপনার আলিঙ্গন।
মিস ইউ”

Jol Noy Batas Noy khabar noy
amar za dorkar ta holo apnar alingon
Miss U

তোমাকে ছাড়া আমার জীবন একটি সুন্দর ফুলদানির মতো,
আর ফুলদনিটি অপেক্ষা করছে একটি ফলের জন্য। তুমিই সেই ফুলটি.”

Tomake chara amar jibon ekti sundor fuldanir moto
R fuldaniti opekka korche ekti foler jonno, tumie sei fulti.

“মনে রাখব তোমাকে চিরদিন তুমি যেখানেই থাক যতদিন।
তোমাকে নিয়ে ঘুরবো স্মৃতির ঘরে.,
যদিও তুমি হয়ে গেছ আমার পর.,
তবুও Miss করব তোমায় জীবনভর.”

Mone rakhbo tomake cirdin tumi zekhanei thako zotdin,
Tomake niye ghurbo sritir ghore zodio tumi hoye gecho amar por
Tobuo miss korbo tomay jibonvor

“আজ হারিয়েছি.,
কাল খুঁজবো.,
আজ পাইনি.,
কাল পাবো.,
আজ হেরেছি.,
কাল জিতবো।
আমি আবার ফিরে আসবো.,
ঠিক তোমার মনের মত।”

Aj hariyechi
Kal khujbo
Aj paini
Kal pabo
Aj herechi
Kal jitbo
Ami abar fire asbo
Thik tomar moner moto

“দিনের শুরু করার সর্বাধিক সুন্দর উপায় হল
তোমাকে আমার পাশে দেখা।”

Diner shuru korar sorbadik sundor upay holo
Tomake amar pashe dekha

”আমার নামটি শুধু তোমার মনের খাতায় লিখে রাখ,
আমায় মনে পরবে তোমার কাছে দূরে যেখানেই থাক”
“ একটি প্রহর যেন ১টি বছর, যখনই পাইনা প্রিয় তোমার খবর”

Amar namti shudhu tomar moner khatay likhe rakho
Amay mone porbe tomar kache dure zekhanei tako.
ekti prohor zeno 1ti bochor, zokhonie paina priyo tomar khobor

ভালোবাসার সবটুকু রং ছড়িয়ে দিলাম একসাথে,
তুমি রাঙ্গিয়ে নিও তোমার মন,
অবুঝ এ মনের স্বপ্নগুলো উড়িয়ে দিলাম বাতাসে
তুমি সাঁজিয়ে নিও তোমার জীবন”

Valobasar sobtuku rong choriye dilam eksathe,
Tumi rangiye nio tomar mon,
Obuj e moner swapnogulo uriye dilam batase
Tumi sajiye niyo tumar jibon.

“আমাদের সম্পর্ক টম এবং জেরির মতো।
আমরা একে অপরকে জ্বালাতন করি,
একে অপরকে তাড়া করি, একে অপরের সাথে রাগ করি ,
একে অপরকে বিরক্ত করি কিন্তু আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারি না।”

Amader somporko tom & jerir moto,
Amra eke oporke jalaton kori
eke opore tara kori, eke oporer sathe rag kori
eke oporke birokto kori kintu amra eke oporke chara bachte pari na.

“জীবন এক বিরক্তিকর অধ্যায়।
তবুও পরবর্তী পরিচ্ছেদে তুমি আছ ভেবে পাতা উল্টাই।”

Jibon ek biroktikor odday
tobuo poroborti porichede tumi acho vebe pata ultai.

“দিন যায় দিন আসে, সময়ের স্রোতে ভেসে
কেউ কাদে কেউ হাসে, তাতে কি যায় আসে
খুঁজে দেখো আসে পাশে,
কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে।”

Din zay din ase, somoyer srote vese
Kew kade kew hase, tate ki zay ase
khuje dekho ase pashe
kew tomay tar jiboner cheye beshi valobase.

“জীবনে অনেকবার প্রেমে পড়েছি।
কিন্তু প্রতিবার, এটি তোমার সাথে ছিল!
তোমাকে শুধু আমাকে ভালবাসতে আসক্ত করে ফেলেছি!”

Jibone onekbar preme porechi
Kintu protibar eti tomar sathe chilo
Tomake shudhu amake valobaste asokto kore felechi.

রোমান্টিক এসএমএস

“আকাশ হলে চাঁদটা দিতাম,
মেঘ হলে বৃষ্টি নামাতাম,
পাখি হলে গান শুনাতাম,
ফুল হলে সেীরভ ছড়াতাম,
আর আমি অমানুষ হলে ভালো না বেসে কষ্ট দিতাম”

Akash hole chadta ditam
Megh hole bristi namatam
Pakhi hole gan shunatam
Ful hole sourov choratam
R ami omanush hole valo na bese kosto ditam.

“তুমি যদি হও পাখি
আমি হবো ডানা,
অচিন দেশে পাড়ি দেবো
শুনব নাকো মানা,
মনি-মুক্তা নিয়ে আসবো
আমার ডানায় করে।
তা দিয়ে সাজাবো তোমায়
মনের মতো করে “

Tumi zodi hou pakhi
Ami hobo dana
Ocin deshe pari debo
Shunbo nako mana
Moni mukta niye asbo
Amar dana kore.
Ta diye sajabo tomay
Moner moto kore.

”স্বপ্ন দিয়ে আঁকব আমি সুখের আল্পনা।
হৃদয় দিয়ে খুঁজব আমি মনের ঠিকানা।
ছায়ার মত থাকব আমি শুধু তারি পাশে।
যে আমাকে নিজের থেকেও বেশি ভালবাসে।”

Swapn diye akbo ami sukher alpona
Hridoy diye khujbo ami moner thikana
Chayar moto thakbo ami shudhu tari pashe
Ze amake nijer thekeo beshi valobase.

“আমরা একে অপরের সাথে যত বেশি সময় কাটাচ্ছি,
ততই আমি তোমার প্রেমে পড়ছি।
আমি জীবনে যা চাই তাই তুমি!”

ভালবাসার মেসেজ

Amra eke operer sathe zoto beshi somoy katacchi
Totoi ami tomar preme porchi
Ami jibone za chai tai tumi.

ভালোবাসার জন্য বিবাহের
মত ভাল কিছু নেই।

Valobasar jonno bibaher
Moto valo kichu nei.

তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি জোড়া কানের দুলে
রোদ মাখানো সকাল জমে
তুমি আমায় বাসো ভালো।

Tumi amar ondhokarer aalo
Mishti jura kaaner dule
Rodh makhano shokal jome
Tumi amay basho valo.

ভুলিনিতো আমি,
তোমার মুখে হাসি,
আমার গাউয়া গানে,
তোমাকে ভালোবাসি …

Vulinito Ami,
Tomar Mukhe Hasi,
Amar Gaouya Ganey,
Tomake Valobasi.

আসো আবরো কাছে,
হাতটা ধরো পাসে,
তোমায় নিয়ে যাবো আমার পৃথিবীতে।

Aso Abaro Kache,
Hatta Dhoro Pashe,
Tomay Niye Jabo Amar Prithibite.

”আমি তোমার মনে নয় বরং তোমার হৃদয়ে থাকব,
মন ভুলে যেতে পারে, হৃদয় সবসময় মনে রাখবে,
আমি তোমাকে ভালবাসি, আমার প্রিয়।”
Ami tomar mone noy borong hridoye thakbo,
Mon vule zete pare, hridoy sobsomoy mone rakhbe,
Ami tomake valobasi, amar priyo.

“একমুঠো ভালোবাসা , একমুঠো সুখ,
যেন খুজে পাই, দেখে তোমার মুখ।
তুমি ওগো চাঁদনী আমার জোসনা রাতের ফুল,
তোমায় আমি দেখবো বলে, হয়ে আছি বেকুল, মিস উ।”

Ek muto valobasa, ek muto sukh,
Zen khuje pai, dekhe tomar mukh.
Tumi ogo chadnii amar josona rater ful,
tomay ami dekhbo bole, hoye achi bekul,
Miss You…

“আমাদের মধ্যে হাজার হাজার জিনিস ..লো ব্যাটারি,
ব্যস্ত নেটওয়ার্ক, কোনও কভারেজ নেই,
সময় নেই, কাজ আছে,
কিন্তু তবুও মোবাইল যখন বীপ দেয়
তখন আমি মনে করি এটি প্রিয় তুমি।”

Amader modde hajar hajar jinis… Low battery
Besto network, kono coverage nei
Somoy nei, kaj ache,
Kintu tobuo mobile zokhon bip dey
Tokhon ami mone kori eti priyo tumi.

যতো ভালবাসা পেয়েছি, তোমার কাছ থেকে।
দুষ্টু এই মন চায়, আরো বেশি পেতে।কি জানি,
তোমার মধ্যে কি আছে।কেনো যে এ মন চায়,
তোমাকে আরো বেশি করে কাছে পেতে

Zoto vaolobasa peyechi, tomar kach theke,
dustu ei mon chay, ro beshi pete. ki jani,
tomar modde ki ache, keno ze e mon chay
tomake ro beshi kore kache pete.

”তুমি সবচেয়ে চমৎকার, সুন্দর, নিরাময়,
ঝলকানি, সংবেদনশীল এবং আশ্চর্য।
তুমিই আমার সব.
আমি তোমাকে ছাড়া আমার জীবন সম্পর্কে কল্পনাও করতে পারি না।”

Tumi sobcheye chomotkar, sundor, niramoy,
jholkani, songbedonshil ebong ashcharjo
tumi e amar sob
ami tomake chara amar jibon somporke kolpona korte pari na.

”পুরো পৃথিবীকে ব্রেকআপ দিবো।
শুধু একবার বল, ভালোবাসিস আমায়?
প্লীজ বল পাগলী “

Puro prithibike brekup dibo,
Shudhu ekbar bolo, balobasis amay,
plz. bolo pagli

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top