Valentine SMS

ভালোবাসা দিবসের এসএমএস

Valentines day SMS 2023- ভালোবাসা দিবসের এসএমএস শুভেচ্ছা। এই পোস্টে সুন্দর সুন্দর বাংলা ভালোবাসা দিবসের জন্য SMS ( Valentines Day sms ) আপনার মনের মানুষকে উইশ করার জন্য । আমি মনে করি আপনাদের কাছে সব SMS অনেক ভালো লাগবে ।

ভালোবাসা দিবসের এসএমএস

মনের মধ্যে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,
বলনা তোমায় কোথায় রাখি লুকিয়ে।
থাকি যে বিভোর হয়ে শয়নে-স্বপনে।
যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি শুধুই তোমাকে।
Happy Valentines day!!!

এসে গেলো ফেবরুয়ারী, মন চায় প্রেমে পড়ি,
আমি এখন একা, কবে পাবো তোমার দেখা।
কোথায় গেলে তোমায় পাই, মন যে শুধু চাই
১৪ ফেবরুয়ারী গিফট যেনো আমি পাই.!

তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ,
আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা।
ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো,
আজ বললাম ও সারা জীবন বলবো।
Happy Valentines day!!!

হতে পার তুমি মন থেকে দুরে তথাপি রয়েছো আমার নয়নপুরে।
হয়তো তুমি নেই এই হৃদয়ে তবুও রয়েছো পরশেরই ভিতরে।
কারণ ভালবাসি শুধুই তোমারে।

একদিন দুজন হাঁটবো আবার, উড়বে তোমার চুল,
একদিন শূন্য বাতাস ছুঁয়ে যাবে, কৃষ্ণচূড়ার ফুল,
Happy Valentines day!!!

মনের ঘড়িতে বাজছে অ্যালার্ম হয়েছে সময়,
ভেতর থেকে বলছে হৃদয়, আজ ভালোবাসি তোমায় ।
Happy Valentines day!!!

Ami sei suto hobo, Je tumake alokito kore nije jole jabo
Ami sei nouka hobo, je tumai par kore nije dube jabo.
Hobo sei chok je tumai dekhe buje jabo.
Hobo sei shur je tumai matiye korun hobo.
Hobo sei cad je hoye gelo ad.
Tumake alo dibo dinfire ale abar furiye jabo.
Sudu valobaso ami.

জীবনে সুখী হওয়ার জন্য পুরো পৃথিবীর দরকার হয়না।
শুধু একজন মনের মতো মানুষ হলেও হয়।
যেমনঃ তুমি আমার সেই মানুষটি।
I Love You!

যদি বৃষ্টি হতাম, তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম।
চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে দিতাম।
মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,
কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!

আমি চাইনা তুমি আমাকে বার বার বলো আমি তোমাকে ভালোবাসি,
কিন্তু আমি চাচ্ছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো,
আমি বলছি না তুমি আমাকে অনেক ভালবাসবে
কিন্তু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও
তোমাকে মন উজার করে ভালবাসতে ।

সারাক্ষন ভাল থেকো, ভালবাসা মনে রেখ ।
দিনের বেলা হাসি মুখে, রাতের বেলা অনেক সুখে।
নানা রঙের স্বপ্ন দেখ, স্বপ্নের মাঝে আমায় রেখ।

Ghor sajao bou diye,
Mon sajao anondo diye.
Chukh sajao kajol diye
Haat sajao mehedi diye
R amar moto bondhu sajao valobasa diye.

Jibon here jay mitthur kache”
Shuk here jay dukkher kache”
Valobasha here jay ovinoyer kache”
But bondhuttho here jay na karo kache!

Feel Better, when somebody miss you
Feel Good, when somebody love you
But u can feel best,
when somebody never forgets you.

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *