ফুল নিয়ে ক্যাপশন

ফুল নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, উক্তি, কবিতা

ফুল নিয়ে ক্যাপশন – Flower Caption| পৃথিবীর অপার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে মানুষের সবচেয়ে প্রিয় বস্তু হলো ফুল। প্রকৃতিগত ও স্বভাবগতভাবেই মানুষ ফুলকে ভালোবাসে। ফুল কিংবা ফুলের তোড়া প্রদানের মাধ্যমে মানুষ অন্যের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও অনুভূতি প্রকাশ করে। ফুলের আদর্শ একজন মানুষকে নির্মল হতে অনুপ্রাণিত করে। কথিত আছে- “আপনার জীবনকে ১টি ফুলের মতো হতে দিন, যা মুক্ত, রঙিন ও স্বতঃস্ফূর্ত।” বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ফুলের ছবির সাথে ফুলের প্রতি আমাদের আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশ করতে, কিংবা ক্যাপশন ও স্ট্যাটাসের মাধ্যমে প্রিয় মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে, অনেকেই ফুল নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস খুঁজে থাকে।

তাই আপনাদের জন্য বাছাই করা আকর্ষণীয় ও সেরা কিছু ফুল নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, উক্তি, কবিতা ও ইংরেজি স্ট্যাটাস থাকছে এই লেখাতে।

ফুল নিয়ে ক্যাপশন | ফুল নিয়ে স্ট্যাটাস

(১)

✓✓মানুষের সুখ–; ফুলের সুগন্ধির মতো ছড়িয়ে পড়ে 

এবং সমস্ত ভালো জিনিস সুখী মানুষের দিকে আকর্ষণ করে।✓✓

ফুল নিয়ে স্ট্যাটাস
ফুল নিয়ে স্ট্যাটাস

(২)

✓✓একটি বাগান একটি ফুল, একটি ফুলের তোড়া,

তাহার মাঝে থাকবে তুমি, পাপড়ি দিয়ে মোড়া।✓✓

(৩)

✓✓প্রিয় ফুল শিউলি বলে কোনোদিন গোলাপ ছুঁয়ে দেখিনি!!!

আমার প্রিয় তুমি বলে, কোনদিনও অন্য কোন তুমির প্রেমে পড়িনি।✓✓

(৪)

✓✓ফুল দেওয়ার মতো একজন মানুষ আসুক এই জীবনে।

সেই মানুষটা ফুলের মতো সুন্দর হোক;;;

সে ফুলের ন্যায় সুন্দর হয়ে আমার কাছেই থেকে যাক সারাজীবন।✓✓

আরও পড়ুন: প্রকৃতি নিয়ে ক্যাপশন

(৫)

✓✓শৈশবকাল থেকে পৃথিবীর প্রায় প্রতিটি মানুষই–~~ বন্য ফুলের অপরিচ্ছন্ন সৌন্দর্যে ছেয়ে গেছে।✓✓

ফুল নিয়ে উক্তি

(৬)

•••কারো কাছে কোন ফুল আনা হলে;;; সে যেন তা ফিরিয়ে না দেয়।

কারণ তা ওজনে হালকা এবং ঘ্রানে উত্তম।•••

{{হযরত মুহাম্মদ (সাঃ)}}

(সহিহ মুসলিম: ৫৭৭৬)

(৭)

•••ভালবাসা এমন একটি সুন্দর ফুলের মতো,,, যা আমরা স্পর্শ করতে পারি না;;;

তবে তার সুবাস বাগানকে (আমাদের জীবনকে) আনন্দময় স্থান করে তোলে।•••

(হেলেন কেলার)

(৮)

•••আমি আপনার সম্পর্কে যতবার চিন্তা করি**,,,

তার প্রতিবারের জন্য যদি আমার কাছে একটি করে ফুল থাকতো!!!

তাহলে আমি আমার সেই ফুলের বাগানে চিরতরে হাঁটতে পারতাম।•••

(ক্লডিয়া অ্যাড্রিয়েন গ্র্যান্ডি)

(৯)

•••সাধারণ ভাবে আমরা অভিযোগ করতেই পারি,,,

যে গোলাপ ফুলের বাগানে অনেক কাটা রয়েছে।

ভিন্নভাবে, এটা ভেবে আমরা উৎফুল্লও হতে পারি যে,

অনেক কাটার মধ্যে গোলাপ ফুল রয়েছে।•••

(আব্রাহাম লিংকন)

(১০)

•••মন এবং ফুল একই জিনিস, সঠিক সময় হলে উভয়ই খুলে যায়।•••

(জিম কেরি)

বাগান বিলাস ফুল নিয়ে ক্যাপশন

(১১)

§§মানুষ বিভিন্ন সময়ে বিশ্রাম করার জন্য বাগান তৈরী করার মতো সৃজনশীল কাজকে বেছে নেয়।

সৃষ্টিশীল ও শৌখিন মানুষদের কাছে সৃজনশীলতা এবং রং নিয়ে খেলা করার একটি অনন্য মাধ্যম হলো বাগান।§§

(১২)

§§কেউ আপনার জন্য ফুল আনবে, এমনটি ভেবে তার জন্য অপেক্ষা করবেন না।

বরং আপনিই আপনার নিজের বাগান করুন এবং আপনার নিজের আত্মাকে সাজান।§§

(১৩)

§§কাল্পনিক অর্থে পৃথিবীটি একটি বাগান,,,

এবং আমরা সকলেই বিভিন্ন সময়ে ফুটে থাকা ফুল।§§

(১৪)

§§শুধুমাত্র দূরে দাঁড়িয়ে বিষ্ময় প্রকাশ করলেই///

অথবা ছায়ায় বিশ্রাম নিয়ে ও আরাম করেই বাগান তৈরি করা যায় না।

বরং এর জন্য কঠোর অধ্যাবসায় এবং পরিশ্রম করতে হয়।§§

(১৫)

§§একটি বাগান হলো একটি মহান শিক্ষকের সমসাময়িক।

এটি মানুষকে ধৈর্য্য এবং সতর্কতার শিক্ষা দেয়;;;

এটি শিল্পী এবং মিতব্যয়ি হতে শেখায়;;;

সর্বোপরি এটি আমাদের বিশ্বাসী হতে শেখায়।§§

ফুল নিয়ে ক্যাপশন কবিতা

(১৬)

§•§শিশির ভেজা ফুল ঝরছে দেখো

ওই শিউলি গাছের তলে

বল কে কে যাবি সেই ফুল কুঁড়োতে

চলে আয় ছুটে দলবলে

থলে ভরে ফুল কুঁড়োবো

গাঁথবো গলার মালা

রাখব গুঁজে চুলের খোঁপায়

বাঁধবো হাতে চুড়ির মালা।§•§

(১৭)

§•§ফুল মানে পবিত্রতা, প্রতীক শুভ্রতার

ফুল মানে কোমলতা, সুভাস আছে যার;

ফুলের পানে মোহ জাগে, অন্তরে লিপ্সা

তবুও তার মাঝেই বিরাজমান সকল শুদ্ধতা।§•§

(১৮)

§•§ঘুম হতে জেগে দেখি শিশির-ঝরা ঘাসে,,,

সারা রাতে সপন আমার মিঠেল রোদে হাসে।

আমার সাথে করতে খেলা প্রবাদ হওয়া ভাই

সরষে ফুলের পাঁপড়ি নাড়ি ডাকছে মোরে তাই।§•§

(১৯)

§•§বৃষ্টি এলে বিলের পানিতে

শাপলা দেয় যে দোল

বেল পানিতে শাপলা পেকে

শালুক হয় যে গোল!§•§

(২০)

§•§বেল ফুল এনে দাও চাইনা বকুল

চাই না হেনা আনো আমের মুকুল।

গোলাপ রঙ গরবী, এনে দাও করবী

চাইতে যূথী আনো টগর কি ভুল।

কি হবে কেয়া দেয়া নেই গগনে

আনো সন্ধ্যামালতী গোধূলি লগনে।

গিরি মল্লিকা কই? চামেলী পেয়েছ সই?

চাঁপা এনে দাও, নয় বাঁধব না চুল।§•§

(২১)

§•§কে নিবি ফুল, কে নিবি ফুল,

টগর যূথী বেলা মালতী চাঁপা গোলাপ বকুল,

নার্গিস ইরানী গুল

এ ফুল জামেলা, চামেলী পারুল’।§•§

(২২)

§•§হিজলফুলের মাদকতাময় তুমি

কাঠগোলাপের স্নিগ্ধতামাখা প্রেমী,

রাতের বেলায় হাস্নাহেনার সুবাস

জুই-বেলির সৌরভমাখা আবাস।§•§

ফুল নিয়ে ক্যাপশন বাংলা | Facebook Status

(২৩)

§§আমি তোমার জন্য ফুল হাতে দারিয়ে ছিলাম!! তুমি আমাকে ফুল বিক্রেতা ভেবে চলে গেলে..!!§§

(২৪)

§§তুমি চাহিলে আনিতে পারি ওগো হাজার রঙের ফুল!!

তুমি চাহিলে আরো আনিবো আমি রজনীগন্ধা, বেলী, বকুল।§§

(২৫)

§§ইসস,,জীবনের করা ভুল গুলো যদি ফুল হতো!!

তাহলে আবার কুড়িয়ে নিতাম বেলা ফুরাবার আগে!!§§

(২৬)

§§ফুলের সৌন্দর্য আমাদের প্রকৃতির শোভা বর্ধন করে…!!

কিন্তু মানুষের দৈহিক সৌন্দর্য মানুষকে অহংকারী করে।§§

(২৭)

§§মানুষের সৌন্দর্য আর ফুলের সুবাসের মধ্যে কোন পার্থক্য নেই!!

দুটোই ফুরিয়ে গেলে এদের কদর কমে যায়…!!§§

কাঠগোলাপ ফুল নিয়ে ক্যাপশন | Flower Caption 

(২৮)

•••হৃদয়ের কোণায় এক টুকরো কাঠগোলাপ রেখেছিলাম।

কালো রাঙা মিথ্যেগুলো শুভ্র ছায়ায় ঢেকে ছিলাম।•••

(২৯)

•••কোন এক সকালে,,, তোমার দরজায় একগুচ্ছ কাঠ গোলাপ রেখে দিয়ে তোমাকে অবাক করে দেবো!!

ফিরতি উপহার হিসেবে না হয়, এক টুকরো হাসি দিও!!•••

(৩০)

•••মাঝে মাঝে অবাক হয়ে ঐ কাঠ গোলাপের দিকে তাকিয়ে ভাবি•••-

কাউকে আকর্ষণ করার কি যে এক অদ্ভুত ক্ষমতা এই ফুলের!•••

(৩১)

•••তুমি এক সমুদ্র অবহেলা নিয়ে এসেছিলে আমার কাছে।

আর আমি তোমার জন্য দুহাত উজাড় করে কাঠ গোলাপের তোড়া উপহার দিয়েছিলাম।•••

(৩২)

•••কাঠগোলাপের সৌন্দর্যের পাশাপাশি এর নির্মল সুবাসও কোন অংশে কম নয়।

যেমনটা অনেক মানুষের ক্ষেত্রেই হয়ে থাকে।•••

সরিষা ফুল নিয়ে ক্যাপশন

(৩৩)

✓✓প্রজাপতির মিতালিতে হলো মৌমাছিদের মেলা!!!

চোখ জুড়ানোর মতো মাঠ,,,

প্রান্তর সরিষা ফুলের হলদে সারাবেলা।✓✓

(৩৪)

✓✓হলুদ সবুজ এর কম্বিনেশন!!

সরিষা ফুল শুধু ঘ্রাণে নয়,•• সৌন্দর্যতেও অতুলনীয়।

এই মনটা নিয়েছে কেড়ে••• সরিষা ফুলের সুগন্ধ এসে প্রাণে।✓✓

(৩৫)

✓✓সরিষা ফুলে মাঠ ভরেছে ছড়িয়ে হলুদ রং>>,

কৃষকেরা দুঃখ ভুলে গাইছে সুখের গান।

মনের মতো ফসল তুলে ভরবে তাদের ঘর

দুঃখ রহিবে না আর,,, কাটবে দেনার ভার।✓✓

(৩৬)

✓✓ঘরের চালেতে কুমড়ো ফুল, সরিষা ফুল মাঠে,

ভোর সকালে শিশু যাচ্ছে>> চাদর গায়ে পাঠে।✓✓

(৩৭)

✓✓শীতের দিনে কুয়াশায় ঢাকা থাকে রাস্তাঘাট>>

কাস্তে হাতে কৃষক ছুটে চলে ফাঁকা মাঠের দিকে।

খেজুর গুড়ের পিঠা পায়েস এর মৌ মৌ করা ঘ্রাণ,

আর সরষে ফুলের মন জুড়ানো দৃশ্য!!

শীতকে করে তোলে অনন্য।✓✓

গোলাপ ফুল নিয়ে ক্যাপশন | Flower Status

(৩৮)

{{অপরূপ সৌন্দর্যে ভরা লাল গোলাপের মতো তুমিও অসাধারণ সুন্দর।

তোমার দিকে তাকালেই সেই সৌন্দর্য আমাকে প্রতিটি ক্ষণে ক্ষণে মুগ্ধ করে তোলে।}}

(৩৯)

{{গোলাপ ফুল সুভাসে স্নিগ্ধ,,,

তোমায় দেখে আমি মুগ্ধ।

মিষ্টি আলোয় ঝিকিমিকি সবুজ ঘাসে,,,

স্নিগ্ধ হাওয়ায় ফুলের কলি হাসে।}}

(৪০)

{{গোলাপ ফুল হলো অসমাপ্ত ভালোবাসা ও সম্মানের প্রতীক।

এই ফুল দিয়েই নিজের প্রিয়জনকে ভালোবাসা জানানো হয়

এবং সম্মানীয় ব্যক্তিদের সম্মান জানানো হয়।}}

(৪১)

{{জীবন হলো একটি গোলাপের মতো!!

এর মধ্যে কাটা থাকলেও,,

এর সৌন্দর্যের একটুকুও কমতি হয় না।}}

(৪২)

{{ফুল হলো সৌন্দর্যের প্রতিক,,,

আর গোলাপ ফুল হলো ভালোবাসার প্রতিক।}}

সূর্যমুখী ফুল নিয়ে ক্যাপশন | Ful Niye Status 

(৪৩)

§•§সূর্যমুখী ফুল যেমন সূর্যের তাপকে সহ্য করে সুন্দর হয়ে ওঠে!!,,,

আমাদেরও উচিৎ তেমনি কষ্টগুলোকে পেড়িয়ে,, সফল হয়ে ওঠা।§•§

(৪৪)

§•§সূর্যমুখী ঠিক সূর্যের মতোই উদ্দীপ্ত,,,

এর সৌন্দর্যও মানুষকে আলোকিত করে।§•§

(৪৫)

§•§আমার সুবিস্তৃত রাজ্যে রোজই ফোটে শত শত সূর্যমুখী ফুল!!!

এটি আমার আবেগ-অনুভূতি গোপনে সিঞ্চন করে,

এবং এটি স্বভাবে অন্তর্মুখী।§•§

(৪৬)

§•§সামনে সবাই সদাহাস্য সূর্যমুখী ফুল,,,

অথচ তাদের আঁখিকোণে চেরাপুঞ্জির মেঘ!!!

মন জলবায়ু হলেও,,, মুখমণ্ডলে পূর্বাভাস নিষেধ।§•§

(৪৭)

§•§সকালের সূর্যমুখী থাকে খুব সুখী,, সূর্যের মতোই হেঁসে ফুটে থাকে নিতি,,,

হেরিয়া রূপ তাহার মুগ্ধ প্রজাপতি :;;; রাতের আঁধারে জানি হয় খুব দুঃখী।§•§

শিউলি ফুল নিয়ে ক্যাপশন

(৪৮)

~~•শিউলি ফুল মানেই গেরুয়ার চারিধারে শুভ্র খাম,,

শিউলি ফুল মানেই শুদ্ধতার আরেক নাম।

শিউলি ফুল ঝরে, গভীর রাতের পরে,,

শিউলি সুবাস আসে শিশির মাখা ভোরে।•~~

(৪৯)

~~•শরত কালের শিশির ভেজা সবুজ ঘাসে,,,

ঐযে দেখো কমলা রঙের নলাকার বোঁটায় সাদা পাপড়ির হাজারো শিউলি ফুল পড়ে আছে।•~~

(৫০)

~~•শিউলি তলায় ভোর বেলা,

কুসুম কুড়ায় পল্লী-বালা।

শেফালিরা পুলকে পুলকে ঝরে পড়ে মুখে,

খোঁপাতে চিবুকে আবেশে-উতলা।•~~

(৫১)

~~•শিশির ভেজা সবুজ ঘাসে!!!

খালি পায়ে শিউলি ফুল কুড়ানোতে এক আলাদা অদ্ভুত সুখ রয়েছে।•~~

(৫২)

~~•রাতের শিউলি ঝরে ভোরে

পড়ে থাকে ওই ভূমিতলে,,,

শিউলি বিছানো এই পথই যেন

ভালোবাসার আগমনের কথা বলে।•~~

জবা ফুল নিয়ে ক্যাপশন | Ful Niye Caption

(৫৩)

{{হয়তো ফোটেনি ফুল রবীন্দ্র-সংগীতে যত আছে,,,

হয়তো কাহিনী পাখি অন্তর উদাস করা সুরে

বনের কুসুমগুলি ঘিরে।

আকাশে মেলিয়া আঁখি,,, তবুও ফুটেছে জবা

দুরন্ত শিমুল গাছে গাছে।}}

(৫৪)

{{অপরূপ সৌন্দর্যের প্রতীক হচ্ছে জবা!!!

যা সাধারণ নয়, অসাধারণ।

তুমিও কিন্তু সাধারণ ছিলে না আমার কাছে,

সবসময়ই ছিলে অসাধারণ।}}

(৫৫)

{{এক কাননে ফুটে ছিল রক্ত জবা ফুল,,

জীবন নদীর তরী বেয়ে পায়নি জবা কূল।}}

(৫৬)

{{ঝুমকো জবা বনের দুল,,,

উঠল ফুটে বনের ফুল।

সবুজপাতা ঘোমটা খোলে,,,

ঝুমকো জবা হাওয়ায় দোলে।}}

(৫৭)

{{তোমার ওই আকাশ কালো চুল

খোপায় গোঁজা ঝুমকো জবা ফুল,•••

মাতাল হাওয়ায় উড়বে যখন চুল

একটু-আধটু না হয় করব আমি ভুল!}}

কদম ফুল নিয়ে ক্যাপশন | Flower Caption 

(৫৮)

✓✓আজি ঝর ঝর মুখর বাদল দিনে,,,

কদমের সুরভে মোহিত আপন মনে ডুবে আছি তার সুঘ্রাণে।✓✓

(৫৯)

✓✓আমি যে আর কিছুই চাই নি এক গুচ্ছ কদম ছাড়া।

আমার সকল চাওয়া পাওয়া জুড়ে আজ শুধু সেই ফুলের পাপড়িগুলোই বিরাজমান।✓✓

(৬০)

✓✓কদম ফুলের মধ্যে যেন এক জাদুকরী শক্তি বিরাজ করে>>>

যার দ্বারা সে নিজের শত্রুদেরকেও কাছে টেনে নিয়ে আসে।✓✓

(৬১)

✓✓বর্ষার বৃষ্টিস্নাত এই রাতে,>>

একগুচ্ছ কদম হাতে,,

দাঁড়িয়ে আমি তোমারই অপেক্ষায়!!!

কখন যে আসবে তুমি? ওহে বউ আমার!!!✓✓

(৬২)

✓✓কদম ফুল শুকিয়ে গেলেও তা আমার কাছেই থেকে যাবে!!

আমি যে রেখে দেবো সেটা তোমার স্মৃতিচিহ্ন হিসেবে।✓✓

কৃষ্ণচূড়া ফুল নিয়ে ক্যাপশন | Flower Status

(৬৩)

§§কৃষ্ণচূড়া ফুলের ওপর দিয়ে সূর্য যখন উঁকি মারে আকাশে,•••

তখন যেন সে দৃশ্য আর কোথাও খুঁজে পাবে নাকো এই পৃথিবীতে।§§

(৬৪)

§§কৃষ্ণচূড়া ফুল যেমন তার গাছের চেয়ে বেশি সৌন্দর্যের,,,

ঠিক তেমনি তুমিও আমার জীবনে আমার চেয়ে বেশি দামি।

ওহে বউ আমার!!!§§

(৬৫)

§§মনটা খুব খারাপ থাকলে,,,

একবার গিয়ে কৃষ্ণচূড়ার দিকে তাকিয়ে দেখো;;;

মন ভালো হয়ে যাবে।§§

(৬৬)

§§কৃষ্ণচূড়া ফুলের সেই মায়াবী রূপে যেন আমি নিজেকে হারিয়ে ফেলেছি!!!

তাইতো আমি কৃষ্ণচূড়া ফুলের প্রেমে পড়ে গেছি।§§

(৬৭)

§§সেই কবেই কৃষ্ণচূড়া ফুল আমার বইয়ের পাতায় গুঁজে রেখেছি!!

এত দিনে শুকিয়ে গেছে পাপড়ি।

তবুও তুমি এলেনা!§§

শাপলা ফুল নিয়ে ক্যাপশন | Flower Status 

(৬৮)

•••~শাপলা হাঁসে খুব সকালে

সূর্য হাসার আগে!!

কাকডাকা সে ভোরবেলাতে

বিলটা ভালো লাগে।~•••

(৬৯)

•••~বিলে ঝিলে পুকুর ডোবায়

শাপলা ফোটে নদী-নালায়

সুগন্ধ নেই, সুলভ এ ফুল,,

প্রাণটা সবার করে আকুল।~•••

(৭০)

•••~বিলের ভেতর শাপলা ফোটে

অনেক সুন্দর ফুল,,

খোকা-খুকু শাপলা পেলে

বানায় মালা, দুল।~•••

(৭১)

•••~স্বপ্ন আমার আকাশ ছোঁয়ার

উড়তে চাই ডানা মেলে,,,

তোমায় নিয়ে হারিয়ে যাবো

লাল শাপলার সেই বিলে!~•••

(৭২)

•••~বিলের জলে শাপলা শালুক,

ভাসছে হাঁসের দল।

শাপলা নিয়ে করছে খেলা,

খুঁজছে শালুক ফল।~•••

ফুল নিয়ে ক্যাপশন ইংলিশ | Flower Caption

(৭৩)

§•§Blooming beauty in my garden – nature’s artistry at its finest!§•§

(৭৪)

§•§Lost in a world of petals and hues, where every flower tells a story.§•§

(৭৫)

§•§Capturing moments of serenity in a bouquet of blossoms.§•§

(৭৬)

§•§Embracing the beauty of simplicity with a garden full of delicate blooms.§•§

(৭৭)

§•§In a field of flowers, find your peace and let your soul blossom.§•§

(৭৮)

§•§Nature’s palette painted in petals – a symphony of colors that lifts the spirit.§•§

(৭৯)

§•§Every flower is a soul blossoming in nature’s garden.§•§

(৮০)

§•§Savoring the small wonders of life, one petal at a time.§•§

(৮১)

§•§Blooms that speak louder than words – let nature’s language be your guide.§•§

(৮২)

§•§Finding joy in the simple elegance of flowers – a reminder that beauty is everywhere.§•§

শেষকথা

উপরোক্ত সকল ফুল নিয়ে ক্যাপশন, ফুল নিয়ে স্ট্যাটাস, ফুল নিয়ে উক্তি, ফুল নিয়ে কবিতা গুলো ইউনিক এবং আকর্ষণীয়। এগুলো সরাসরি আপনাদের স্ট্যাটাস কিংবা এসএমএস – এ ব্যবহার করতে পারেন। এছাড়াও ফুলের ছবি/ ফুলের পিকচারের সাথে এই ক্যাপশন গুলো অত্যন্ত আকর্ষণীয়ভাবে ফুটে উঠবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top