কুরবানির ঈদ ২০২৪ ইসলাম ধর্মাবলম্বীদের জন্য খুবই আনন্দের একটি উৎসব। পশু কুরবান করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন, ধনী-গরিব সকলের চাহিদা পূরণ, আনন্দ উল্লাসের এই দিনটি নিয়ে থাকে আমাদের অনেক কৌতুহল। তবে ঈদুল আযহা ২০২৪ কবে, তা আমরা অনেকেই জানিনা।
কুরবানির ঈদ ২০২৪ কবে, সৌদি আরবে ঈদুল আযহা ২০২৪ কবে, ঈদুল আযহার বিভিন্ন নাম, কুরবানী ঈদকে ঘিরে বিভিন্ন আমল, সুন্নত, ঈদের নামাজ, পশু জবাইয়ের দোয়া সম্পর্কিত সকল তথ্য থাকছে আজকের আলোচনায়।
কোরবানি ঈদ বা বকরি ঈদ কি? Kurbanir Eid 2024
ঈদ-উল-আযহাকে আমরা কোরবানির ঈদ নামে জেনে থাকি। কোরবানি শব্দের অর্থ হল ত্যাগ ও তিতিক্ষা। ইসলাম পরিভাষা অনুযায়ী, ত্যাগের মাধ্যমে আল্লাহ তায়ালার নৈকট্য অর্জনকেই বলা হয় কোরবানি।
অন্যদিকে, ঈদ শব্দের অর্থ হলো আনন্দ। আযহা শব্দের ব্যবহারিক অর্থ পশু কোরবান করা। এই দিনে বিভিন্ন পশু, যেমন- গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা ইত্যাদি জবাই করে কোরবান করা হয়। এ সকল প্রাণীগুলোকে হিন্দি ভাষায় বকরিও বলা হয়। তাই কোরবানি ঈদকে বকরি ঈদ বলে।
কোরবানি ঈদের বিভিন্ন নাম
কোরবানি ঈদের প্রকৃত নাম ঈদ-উল-আযহা। কুরবানির ঈদ ২০২৪ এ বিশ্বের বিভিন্ন দেশে ইদ-উল-আযহাকে ভিন্ন ভিন্ন নামে আখ্যায়িত করা হয়। যেমন- ইউরোপের ইসলামীয় দেশ তুর্কিতে একে বলা হয় কোরবান বায়ারামি। এছাড়াও- হরি রায়া হাজি, বকরি ঈদ ও অন্যান্য নাম বলা হয়।
ঈদুল আযহা ২০২৪ কত তারিখে। Eid ul adha 202৪
আরবি/ হিজরি জিলহজ্জ মাসের দশ তারিখে পবিত্র ঈদ-উল-আযহার দিন। কুরবানির ঈদ ২০২৪ সাল অনুযায়ী ১৬ ই জুন আন্তর্জাতিকভাবে জিলহজ মাসের ১০ তারিখ। কিন্তু বাংলাদেশ এবং আরব দেশগুলোতে একদিনের পার্থক্য লক্ষণীয়। তাই বাংলাদেশে ২০২৪ সালের ১৭ ই জুন তারিখে পবিত্র ঈদুল আযহা ২০২৪ অনুষ্ঠিত হবে।
জিলহজ্জ মাসের কত তারিখে ঈদ হয়? Eid ul adha 2024
জিলহজ্জ মাস হিজরি সনের ক্যালেন্ডার অনুযায়ী একটি মাস। জিলহজ্জ মাসের ১০ তারিখে পবিত্র ঈদ-উল-আযহা পালন করা হয়। এক্ষেত্রে আরবি মাস যাদের উপর নির্ভরশীল। তাই পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখার পর দশম দিনে আমরা ঈদ-উল-আযহা বা কোরবানির ঈদ পালন করে থাকি।
জিলহজ্জ মাসের রোজা ও আরাফাতের রোজা
জিলহজ্জ মাস আরবি ১২ মাসের সর্বশেষ মাস। বছরের চারটি সম্মানিত মাসের একটি জিলহজ্জ মাস। জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সকল উম্মতদের উৎসাহিত করেছেন। কুরবানির ঈদ ২০২৪ এ সে আমলগুলো করতে পারেন।
এই ১০ দিনের ফজিলত সম্পর্কে মহানবী (সা.) বলেন, “এমন কোনো দিন নেই যে দিনগুলোতে ইবাদত আল্লাহর কাছে জিলহজ্জের প্রথম দশকের ইবাদত থেকে অধিক প্রিয়। জিলহজ্জের প্রথম দশকের প্রতি দিনের রোজা এক বছরের রোজার সমতুল্য। আর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য”। (তিরমিজি)
বিশেষ করে এই মাসের নবম দিন ও রাত (আরাফার দিন) মহান আল্লাহর কাছে অধিক প্রিয়। ৯ জিলহজ্জ রোজা পালনের ব্যাপারে মহানবী (সাঃ) সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেছেন। হাদিসে বর্ণিত রয়েছে- মহানবী (সা.) বলেন, “যে আরাফার দিনে রোজা রাখল অবশ্যই মহান আল্লাহ তায়ালা তার এক বছর পূর্বের এবং এক বছর পরের তথা দুই বছরের পাপগুলো ক্ষমা করে দেবেন”। (মুসলিম)
তবে এই দিনে যারা আরাফার ময়দানে অবস্থান করবে, তাদের অন্যান্য ইবাদতের প্রতি গুরুত্বারোপ করতে হয়। মহানবী (সাঃ) আরাফার ময়দানে অবস্থানকালে এই রোজা রাখেননি। আরাফায় অবস্থানকারীদের সাথে সমগ্র বিশ্ববাসী মহান আল্লাহর কাছে দোয়ায় অংশগ্রহণ করতে রোজা রাখা গুরুত্বপূর্ণ।
সৌদি আরবে ঈদুল আযহা ২০২৪ কবে? Eid ul adha 2024
আরবি জিলহজ্জ মাসের ১০ তারিখে পবিত্র ঈদ-উল-আযহার অনুষ্ঠিত হয়। সৌদি আরবে ২০২৪ সালের ২৬ শে জুন আন্তর্জাতিকভাবে জিলহজ্জ মাসের ১০ তারিখ। তাই সৌদি আরবে ঈদ-উল-আযহা ২০২৪ সালের ১৬ শে জুন অনুষ্ঠিত হবে।
ঈদ-উল-আযহার বিভিন্ন ফজিলত। কুরবানির ঈদ ২০২৪
মুসলমানদের জন্য অন্যতম আনন্দের উৎসব ঈদ-উল-আযহা। এই ঈদের দিনে পশু জবাই ছাড়াও বেশ কিছু আমল রয়েছে। নিচে ঈদুল আযহা ২০২৪ বা কুরবানির ঈদ এর বিভিন্ন ফজিলত সম্পর্কে আলোচনা করা হলো-
আরও পড়ুন: মাহে রমজান পিকচার, রমজানের এসএমএস ও ছবি
ঈদের রাত্রের ফযীলত
ঈদের পূর্ববতী রাতের আমার সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ইরশাদ করেন, “যে ব্যক্তি ঈদের রাতে জাগ্রত থেকে ইবাদতে নিমগ্ন থাকবে তার অন্তর সেই দিনও মৃত্যু বরণ করবে না যেদিন সকলের অন্তর মৃতপ্রায় হয়ে যাবে”। (সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-১৭৮২)
তাকবীরে তাশরীফ
জিলহজ্জ মাসের ৯ তারিখ ফজরের ফরজ নামাযের পর থেকে শুরু করে ১৩ তারিখ আসরের ফরজের পর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাযের পর সকল সাবালক পুরুষ, মহিলার যিম্মায় তাকবীরে তাশরীফ বলা ওয়াজিব। এক্ষেত্রে, পুরুষগণ উচ্চস্বরে আর মহিলারা নিম্নস্বরে তাকবীরে তাশরীক পড়বে।
এই তাকবীরে তাশরীফ টি হলো-
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ
বাংলা উচ্চারণ: আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
ঈদ-উল-আযহার সুন্নত সমূহ
কুরবানির ঈদ ২০২৪ (ঈদুল আযহা ২০২৪) এ আমল হিসেবে এই দিন দিন মহানবী (সাঃ)- এর বেশ কিছু সুন্নত রয়েছে। এগুলো হলো-
- অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। (তাহতাবী আলা মারাকিল ফালাহ-২৮৫৯, বাইহাকী হাদীস নং-৬১২৬)
- মিসওয়াক করা। (তাহতাবী আলা মারাকিল ফালাহ-২৮৯)
- উত্তম রূপে গোসল করা। (সুনানে ইবনে মাজাহ, হাদীস নাম্বার-১৩১৫)
- শরীয়ত সম্মত সাজ-সজ্জা করা। (সহীহ বুখারী শরীফ হাদীস নাম্বার-৯৪৮)
- সামর্থ অনুযায়ী ভালো/উত্তম পোষাক পরিধান করা। (বি:দ্র: সুন্নাত আদায়ের জন্য নতুন পোষাক জরুরী নয়। (তাহতাবী আলা মারাকিল ফালাহ-২৮৯)
- শরীরে সুগন্ধি ব্যবহার করা। (আদ্দুররুল মুখতার-২/১৬৮)
- ঈদ-উল-ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় খাদ্য, যেমন- খেজুর, সেমাই ইত্যাদি খাওয়া উত্তম। তবে ঈদ-উল-আযহা কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া এবং ঈদের নামাযের পর নিজের কুরবানি করা পশুর গোশত দ্বারা আহার করা উত্তম। (সহীহ বুখারী হাদীস নং-৯৫৩, আদ্দুররুল মুখতার-২/১৬৮)
- সকাল সকাল ঈদগাহ ময়দানে যাওয়া। (সুনানে আবু দাউদ হাদীস নাম্বার-১১৫৭)
- ঈদের সালাত ঈদগাহে আদায় করা। বিনা উযরে মসজিদে ঈদের সালাত আদায় করা উচিত নয়। (সহীহ বুখারী হাদীস নাম্বার-৯৫৬)
- সম্ভব হলে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া ও অন্য রাস্তা দিয়ে ফেরা। (সহীহ বুখারী হাদীস নাম্বার-৯৮৬)
- পায়ে হেঁটে ঈদগাহ ময়দানে যাওয়া। (তাহতাবী আলা মারাকিল ফালাহ-২৯০)
- ঈদ-উল-আযহায় ঈদগাহে যাওয়ার সময় তাকবীরে তাশরীফ উচ্চস্বরে পড়া (আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ)। (বাইহাকী হাদীস নং-৬১৩০)
পবিত্র ঈদুল আযহা ২০২৪ কে ঘিরে আল্লাহর সন্তুষ্টির জন্য, কুরবানির ঈদ ২০২৪ – এর এই সকল আমল করা আমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঈদুল আযহার নামাজের নিয়ত
ঈদুল আযহার নামাজের আরবি নিয়তের উচ্চারণ হলো:-
“নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা-আলা রাকাতাই সালাতি ঈদিল আযহা মা-আ ছিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তা-আলা ইক্বতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার”।
তবে ঈদের নামাজ সহ অন্যান্য সকল নামাজে আরবি নিয়ত করা বাধ্যতামূলক নয়। বরং নিজের ভাষায় নিয়ত করাই উত্তম ও যথেষ্ট হয়। নিয়ত মনের সাথে সম্পৃক্ত, তাই মনে মনে নিয়ত করা সর্বোত্তম।
বাংলাতে: “আমি কেবলামুখি হয়ে ইমামের পেছনে ঈদুল আযহার দু’রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সঙ্গে আদায় করছি” এমন নিয়ত করে ‘আল্লাহু আকবার’ বলে হাত তুলে তাহরিমা বাঁধবে।
ঈদুল আযহার নামাজের নিয়ম
কুরবানির ঈদ ২০২৪ এর ঈদুল আযহার নামাজের নিয়ত বাধার পর নিম্নোক্তভাবে সালাত আদায় করতে হবে-
- সানা পড়া (সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা…সম্পূর্ণ)।
- তারপর তিনবার ‘আল্লাহু আকবার’ তাকবির বলবে। প্রথম দু’বার কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দেবে। তৃতীয়বার বলে হাত বাধবে।
- এবার আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ সম্পূর্ণ পড়ে সুরা ফাতেহা পড়বে ও সাথে একটি সূরা মিলাবে।
- তারপর ধারাবাহিকভাবে রুকু-সিজদা করবে।
- দ্বিতীয় নামাজে প্রথমে সূরা ফাতেহা ও অন্য একটি সূরা তেলাওয়াত করবে।
- তারপর তিনবার ‘আল্লাহু আকবার’ বলে ছয় তাকবীর সম্পন্ন করবে।
- চতুর্থ বার তাকবীর দিয়ে রুকুতে যাবে।
- তারপর সেজদা ও আখেরি বৈঠক করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে।
ঈদের নামাজের পর খুতবা পড়া সুন্নত ও মনোযোগ সহকারে শোনা ওয়াজিব। এভাবেই কুরবানির ঈদ ২০২৪ (ঈদুল আযহা ২০২৪) এর সালাত আদায় করতে হবে।
কুরবানির পশু জবাই করার দোয়া
কোরবানির পশু জবাই করার জন্য কেবলামুখী করে শোয়ানোর পর এই দোয়া পড়বে-
ইন্নি ওয়াঝঝাহতু ওয়াঝহিয়া লিল্লাজি ফাতারাস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লা শারিকা-লাহু ওয়া বি-জালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ও লাকা।
সম্পূর্ণ না পারলে ছোট অংশ পড়তে পারে- বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা।
পশু জবাই করার পর পড়তে হবে– আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিও ওয়া খালিলিকা ইবরাহিমা আলাইহিমাস-সালাতা ওয়াস-সালাম।
এখানে, কেউ একা কোরবানি দিলে এবং নিজে জবাই করলে বলবে “মিন্নি” আর অন্যের কোরবানির পশু জবাই করলে “মিনকা-মিনকুম” বলে যারা কোরবানি আদায় করছে তাদের নাম বলবে।
শেষকথা
মুসলমানদের জন্য কুরবানির ঈদ ২০২৪/ ঈদুল আযহা ২০২৪ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের সকল আমল ও নিয়ম বাস্তবিক অর্থে প্রয়োগ করা আমাদের কর্তব্য।