ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো তা জেনে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে চান? তাহলে জেনে নিন- ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ও ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত।

বর্তমানে বাংলাদেশসহ পৃথিবীজুড়ে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় পেশা হয়ে উঠেছে। বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) প্রতিমন্ত্রী, জুনাইদ আহমেদ জানান- ‘বর্তমানে দেশে ফ্রিল্যান্সারের সংখ্যা সাড়ে ছয় লাখ। তাদের মোট বার্ষিক আয় প্রায় ১০০ কোটি ডলার।’

তাই আধুনিক এই কর্মক্ষেত্রে যুক্ত হতে এই আলোচনায় থাকছে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো, ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং এর কাজসমূহ, কোথায় শিখবেন, কত টাকা লাগে, মার্কেটপ্লেস ও বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর ভবিষ্যত সম্পর্কে বিস্তারিত।

ফ্রিল্যান্সিং কি?

ফ্রিল্যান্সিং বলতে মুক্ত বা স্বাধীন পেশাকে বোঝায়। নির্দিষ্ট কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে কর্মরত না থাকে মুক্তভাবে কাজ করাই ফ্রিল্যান্সিং। এই পেশায় নির্দিষ্ট কোন দক্ষতা, অভিজ্ঞতা সম্পর্কিত সেবা ক্লায়েন্টদের প্রদান করে স্বাধীনভাবে উপার্জন করা যায়।

যারা ফ্রিল্যান্সিং পেশাতে নিযুক্ত তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়। ফ্রিল্যান্সিং বলতে আমরা শুধু অনলাইনে কাজ করাকে বুঝি। তবে ফ্রিল্যান্সিং অনলাইন এবং অফলাইন দু’ভাবেই হতে পারে।

ফ্রিল্যান্সাররা বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা সংস্থার সাথে চুক্তিবধ্য হয়ে কাজে নিযুক্ত হয়। কিন্তু সেই প্রজেক্ট বা কাজ সম্পন্ন করতে তারা স্ব-নিযুক্ত এবং স্বাধীনতা পায়। তবে ফ্রিল্যান্সিং করতে হলে ফ্রিল্যান্সারকে নির্দিষ্ট বিষয়ে দক্ষ হতে হয়।

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ২০২৩

ডিজিটাল বাংলাদেশে ফ্রিল্যান্সিং করে ইনকাম করার ইচ্ছা আমাদের প্রায় সকলেরই রয়েছে। তবে ফ্রিল্যান্সিং করতে হলে প্রথমেই প্রয়োজন কোন নির্দিষ্ট বিষয়ে দক্ষতা।

ফ্রিল্যান্সিংয়ে মূলত দক্ষতা, অভিজ্ঞতা দ্বারা কোন সেবা প্রদানের বিনিময়ে অর্থ প্রদান করে। আর কোন ফ্রিল্যান্সিং কাজে দক্ষ হতে প্রথমে তা শিখতে হবে। ইন্টারনেট ভিত্তিক এই যুগে ফ্রিল্যান্সিং শেখা খুবই সহজ। তবে প্রয়োজন হয় সঠিক দিকনির্দেশনার।

ফ্রিল্যান্সিং শিখতে নিচের ধাপগুলো বিবেচনায় রাখতে হয়-

  • ফ্রিল্যান্সিং এর বহু সেকশন বা কাজ রয়েছে। একজন ব্যক্তি কখনোই সকল কাজে পারদর্শী হতে পারেনা। তাই কোন ফ্রিল্যান্সিং কাজটি আপনার জন্য উপযুক্ত তা কিছুটা সময় নিয়ে বাছাই করুন।
  • প্রাথমিকভাবে কোন প্রাতিষ্ঠানিক কোর্স করবেন না। প্রথমেই আপনার বাছাইকৃত ফ্রিল্যান্সিং কাজটি সম্পর্কে গুগল, ইউটিউব এবং ফেসবুক থেকে জানুন। এতে আপনার প্রাথমিক ভিত্তি মজবুত হবে।
  • সর্বশেষ নিজেকে নির্দিষ্ট বিষয়ে দক্ষ করে তুলতে ফ্রিল্যান্সিং পেইড কোর্স করুন। আপনি ফ্রিল্যান্সিং আইটি ইন্সটিটিউট এর কোর্স করুন। অথবা অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের ব্যক্তিগত অনলাইন কোর্স করতে পারেন।

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো – এই প্রসঙ্গে, উপরোক্তভাবে ৩-৬ মাসের মধ্যে একটি নির্দিষ্ট কাজে দক্ষ হতে পারবেন। তারপর ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, এজেন্সি বা ব্যক্তিগত মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে পারবেন।

ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা আয় করা সম্ভব?

ফ্রিল্যান্সিং থেকে ইনকামের সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়না। সাধারণত ফ্রিল্যান্সিংয়ে কোন নির্ধারিত বেতন (Fixed Salary) থাকেনা। ফ্রিল্যান্সার তার কাজের বিনিময়ে চুক্তিবদ্ধ ভাবে পেমেন্ট নেয়। এছাড়াও কাজের পরিমাণ ও কাজে ব্যয়কৃত সময় হিসাবেও পেমেন্ট দেওয়া হয়।

বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্রতিযোগিতা বেশি থাকায়, প্রাথমিকভাবে কাজ পাওয়া কঠিন। তাই নিজেকে পরিপূর্ণভাবে দক্ষ করার পর কাজ পেলে, তার মূল্যও অনেক বেশি পাওয়া যায়।

ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা আয় করা সম্ভব
ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা আয় করা সম্ভব

ইন্টারমিডিয়েট লেভেল (Intermediate Level) এর ফ্রিল্যান্সাররা তাদের কাজের জন্য ঘন্টা প্রতি $৫-$৭ চার্জ করে। এক্সপার্ট লেভেল ফ্রিল্যান্সাররা বিভিন্ন মার্কেটপ্লেসে ঘন্টা প্রতি $২০-$৫০ বা তারও বেশি চার্জ করে।

একজন অভিজ্ঞ এবং দক্ষ ফ্রিলান্সার মাসিক ২-৫ লক্ষ টাকা বা তারও বেশি উপার্জন করে।
ফ্রিল্যান্সিং এর কোন কাজ শিখবো। ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ
ফ্রিল্যান্সিংয়ে ছোট-বড় অসংখ্য কাজ রয়েছে। এসকল কাজগুলোকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা-

  • সহজ কাজগুলোতে দক্ষতা।
  • মাধ্যমিক কাজগুলোত দক্ষতা।
  • কঠিন কাজগুলোতে দক্ষতা।

এসকল কাজে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এবং কি কি তা তুলে ধরা হলো-

প্রাইমারি ফ্রিল্যান্সিং কাজ

১-২ মাসের মধ্যে স্কিল ডেভেলপ করে এই ধরনের কাজে ফ্রিল্যান্সিং করা যায়। যেমন-

  • কন্টেন্ট রাইটিং;
  • ডাটা এন্ট্রি;
  • এডমিন টাস্ক;
  • বেসিক গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি।

ইন্টারমিডিয়েট ফ্রিল্যান্সিং কাজ

কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে ভালো দক্ষতা থাকলে ২-৩ মাসের মধ্যে এই ধরনের স্কিল ডেভেলপ করা যায়। যেমন-

  • ডিজিটাল মার্কেটিং;
  • ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন;
  • ইমেইল মার্কেটিং;
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং;
  • অ্যাফিলিয়েট মার্কেটিং;
  • ডিজাইনিং ইত্যাদি।

উচ্চদক্ষতার ও কঠিন ফ্রিল্যান্সিং কাজ

সাধারণত ৪-৬ মাসের মধ্যে ফ্রিল্যান্সিং এর কঠিন কাজগুলো আয়ত্তে আনা যায়। যেমন-

  • প্রোগ্রামিং;
  • ডেভলপমেন্ট।

আপনার পছন্দ, প্রতিভা ও সময়ের পর্যাপ্ততা অনুযায়ী একটি কাজ বাছাই করতে পারেন।

জনপ্রিয় এবং লাভজনক ফ্রিল্যান্সিং কাজ কোনগুলো। ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি

ফ্রিল্যান্সিং একটি বিস্তর ক্ষেত্র। এখানে শত শত ছোট-বড় অনলাইন ভিত্তিক কাজ হতে পারে। তবে নিম্নোক্ত কাজগুলোর বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সহ সর্বত্র অনেক চাহিদা রয়েছে-

  • প্রোগ্রামার;
  • ডেভেলপার;
  • ডিজিটাল মার্কেটার;
  • রাইটার বা কপিরাইটার;
  • এসইও প্রফেশনাল
  • ডিজাইনার, UI,UX;
  • ট্রান্সলেটর, ভইস আর্টিস্ট;
  • ভিডিও এডিটর;
  • HR ম্যানেজার;
  • PR ও ব্র্যান্ডিং;
  • ডাটা এন্ট্রি;
জনপ্রিয় এবং লাভজনক ফ্রিল্যান্সিং কাজ
জনপ্রিয় এবং লাভজনক ফ্রিল্যান্সিং কাজ

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো, তার উপায় নির্ভর করে আপনি কোন কাজটি সিলেক্ট করছেন।

কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবো

ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনার চাই একটি নির্দিষ্ট কাজের প্রতি ভালোলাগা। ফ্রিল্যান্সিং করতে হলে চাই ধৈর্য, অনবরত প্রচেষ্ঠা, প্রশিক্ষণ, প্রতিভা, কাজের প্রতি ভালোলাগা ও আগ্রহ।

এগুলোর পাশাপাশি রয়েছে আর্থিক প্রসঙ্গ। ফ্রিল্যান্সিংয়ের প্রতি এসকল বিষয়বস্তু আপনার মাঝে ধারণ করলেই ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন।

ফ্রিল্যান্সিং এর জন্য আপনার প্রয়োজন হবে-

  • একটি ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ। যদিও মোবাইলে ফ্রিল্যান্সিং করা যায়। তবে প্রফেশনাল কাজ করতে ডেস্কটপ বা ল্যাপটপ প্রয়োজন।
  • ভালো ইন্টারনেট কানেকশন।
  • ইংরেজিতে প্রাথমিক দক্ষতাসহ কমিউনিকেশন স্কিল।
  • উপরোক্ত উপায়ে একটি নির্দিষ্ট কাজে দক্ষতা শিখা।

এগুলো নিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো তা জেনে দক্ষতা অর্জন করুন। তারপর ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একাউন্ট খুলে নিজের সার্ভিস সেল করতে পারেন।

ফ্রিল্যান্সিং কাজ কোথায় শিখবো?

বর্তমানে ইন্টারনেটে বিশ্বের প্রায় সকল বিষয়েরই তথ্য কম-বেশি পাওয়া যায়। ফ্রিল্যান্সিং এর যেকোন কাজ শিখতে চাইলে সে সম্পর্কে ফ্রি কোর্স এবং ক্লাস পাবেন ইন্টারনেটে। বর্তমানে ফ্রিল্যান্সিং শিখার ক্ষেত্রগুলো হলো-

  • ইউটিউব ভিডিও টিউটোরিয়াল ও ফ্রি কোর্স থেকে।
  • বিষয়ভিত্তিক বিভিন্ন ওয়েবসাইট থেকে।
  • বিভিন্ন আইটি ইন্সটিটিউট থেকে কোর্স করে।
  • প্রফেশনাল ফ্রিল্যান্সারদের অনলাওন কোর্স করে।
  • সরকারি ফ্রিল্যান্সিং কোর্স করে।

ফ্রিল্যান্সিং শেখার জন্য সেরা কয়েকটি প্রতিষ্ঠান হলো-

  1. Eshikhon
  2. 10 Minute School
  3. Creative IT Institute
  4. IT Bari
  5. Soft Tech IT
  6. BITM
  7. CodersTrust
  8. DUSHRA Soft

ইত্যাদি প্রতিষ্ঠানের অনলাইন ও অফলাইন কোর্স করতে পারেন। প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এবং কোর্স ফি সম্পর্কে জানতে পারবেন।

ফ্রিল্যান্সিং শিখতে কত টাকা লাগে। ফ্রিল্যান্সিং কোর্স করতে কত টাকা খরচ হয়

ফ্রিল্যান্সিং শিখতে কত টাকা লাগে, তা নির্ভর করে আপনি কোন কাজ শিখবেন তার উপর। আপনি চেষ্টা করলে ইন্টারনেট ব্যবহার করে বিনামূল্যেই ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। তবে সম্পূর্ণ দক্ষ হতে এবং মার্কেটপ্লেস সম্পর্কে বিস্তারিত ধারনা পেতে কোর্স করতে হয়। এক্ষেত্রে খরচ হবে-

(১) ফ্রিল্যান্সিং এর সহজ কাজগুলোর কোর্স মূল্য ১-৩ হাজার টাকা হয়। যেমন- ডাটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং ইত্যাদি।

(২) ইন্টারমিডিয়েট লেভেলের কাজগুলোর কোর্স ফি ৭-১২ হাজার টাকার মতো হয়। যেমন- গ্রাফিক্স ডিজাইনিং, ওয়ার্ডপ্রেস ডিজাইনিং, মার্কেটিং ইত্যাদি।

(৩) উচ্চ দক্ষতার কাজগুলোর কোর্স ফি ১৫ হাজার টাকা বা তারওবেশি হয়ে থাকে। যেমন- প্রোগ্রামিং।

প্রতিষ্ঠান ভেদে এই ফি কম-বেশি হয়।

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর প্রাইমারি কাজগুলো করা যায়। ডাটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং এসকল ফ্রিল্যান্সিং কাজগুলো মোবাইলেই করা যায়।

ইউটিউব, ফেসবুক ভিডিও, ওয়েবসাইট কন্টেন্ট থেকে এসকল কাজ বিনামূল্যে শিখতে পারবেন।
নতুনদের জন্য সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

নতুনদের জন্য ফ্রিল্যান্সিংয়ের সেরা সাইটগুলো হলো-

  1. Fiverr
  2. Upwork
  3. PeoplePerHour
  4. 99designs
  5. Envato
  6. Indeed
  7. Freelancer
  8. Clickworker

ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি। বাংলাদেশে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার

যতই দিন যাচ্ছে, বিশ্বব্যাপী ফ্রিল্যান্সিং এর প্রতি মানুষের আগ্রহ ততই বাড়ছে। বর্তমানে ফ্রিল্যান্সিং এর ম্ররকেট স্ট্রাটেজি প্রায় ১.৫ ট্রিলিয়ন ডলারেরও বেশি। ফ্রিল্যান্সিং এর কাজের ক্ষেত্র অনেক ব্যাপক। ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো তা জেনে দক্ষ হতে পারলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়।

বিশ্বব্যাপী ইন্টারনেটে ছোয়াও সকল কিছু অনলাইন ভিত্তিক হচ্ছে এবং ফ্রিল্যান্সারদের চাহিদাও বাড়ছে। তবে ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসেবে গড়া অনেক কঠিন বিষয়। এই পেশায় নিজের অবস্থান টিকিয়ে রাখতে চাইলে Master Skilled হতে হবে।

অনবরত জিজ্ঞাসিত প্রশ্নাবলী

ফ্রিল্যান্সিং কাজ কতপ্রকার ও কি কি?
ফ্রিল্যান্সিং কাজ বিভিন্ন প্রকারের হতে পারে। যেমন- কন্টেন্ট রাইটিং, কোডিং, প্রোগ্রামিং, ডেভেলপিং, গ্রাফিক ডিজানিং, ভার্চুয়াল অ্যাসিসটিং, এসইও প্রফেশনাল ইত্যাদি আরও বহু প্রকার কাজ রয়েছে।

ফ্রিল্যান্সিং এ সবচেয়ে জনপ্রিয় কাজ কোনটি?
বর্তমানে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে জনপ্রিয় ও চাহিদা সম্পন্ন কাজ হলো- এসইও, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, টি-শার্ট ও গ্রাফিক্স ডিজাইন।

বাংলাদেশি ফ্রিল্যান্সিং সাইট কোনগুলো?
বাংলাদেশে ৩ টি ফ্রিল্যান্সিং সাইট সুপরিচিত। এগুলো হলো- বিল্যান্সার, কাজখুঁজি ও স্বচ্ছল।

শেষকথা

ফ্রিল্যান্সিং মুক্তপেশা হলেও এটি প্রতিযোগিতামূলক পেশা। তবে দক্ষদের জন্য এটি সোনার হরিনের মতো। তাই ফ্রিলান্সিং এ ভবিষ্যৎ গড়তে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো তা জেনে নিজেকে দক্ষ করে তুলুন।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *