বিজিবি অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বিজিবি অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: বর্ডার গার্ড বাংলাদেশ এ ১৪৬ জনকে  বিজিবি বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজিবি সার্কুলার অনুযায়ী পদসমূহে যোগ্যতা থাকা শর্তে আবেদন করতে পারেন আপনিও। অনলাইনে আবেদন করা যাবে ১৪ আগস্ট ২০২৩ পর্যন্ত। বর্ডার গার্ড নিয়োগ এর সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল।

বিজিবি অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ বর্ডার গার্ড
চাকরির ধরনসরকারি চাকরি 
ওয়েবসাইটwww.bgb.gov.bd
ক্যাটাগরি১৮টি
পদ সংখ্যা১৪৬টি
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম ও এসএসসি পাশ
আবেদনের শেষ তারিখ১৪ আগস্ট ২০২৩

আরো দেখুন: সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা

অন্যান্য সকল তথ্য আবেদন পদ্ধতি সহ

শারীরিক যোগাতা:
উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৫২৪ মিটার এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ১.৪২২ মিটার।

ওজন: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৪৮.৬৩ কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৩৬.৩৬ কেজি | তবে বয়স ও উচ্চতার উপর ভিত্তি করে ওজন কমবেশী হতে পারে।

বুকের মাপ: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৩২” – ৩৪” এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৩০” – ৩২” ।
উভয় ক্ষেত্রে সম্প্রসারণ: (২” কমপক্ষে)।

দৃষ্টিশক্তি: ৬/৬ হতে হবে।

বয়স: ক। অবিবাহিত সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ০১-৬-২০২১ তারিখে বয়স ১৮ হতে ৩০ বছর হতে হবে।
খ। বিবাহিত সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বিবাহকালীন বয়স পুরুষের ক্ষেত্রে ন্যূনতম ২৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম ১৯ বছর হতে হবে।

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (http://www.bgb.gov.bd) ওয়েবসাইট হতে আবেদনপত্র পূরণ করে আগামী ৩০ এপ্রিল, ২০২২ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।

বিজিবি অসামরিক নিয়োগ ২০২৩

বিজিবি অসামরিক নিয়োগ ২০২৩

ভর্তির স্থান ও তারিখ: রেজিষ্ট্রেশনকৃত প্রার্থীদেরকে ভর্তির স্থান ও তারিখ এসএমএস (SMS) এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

অফিসিয়াল ওয়েবসাইট: www.bgb.gov.bd

বিজিবি অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর সকল আপডেট তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিন। 

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *