এসএসসি রেজাল্ট ২০২৩

এসএসসি রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল

এসএসসি পরীক্ষা গত ৩০ মে ২০২৩ তারিখে শেষ হয়েছে। তবে এরই মধ্যে শিক্ষার্থীদের ব্যাকুলতা শুরু হয়ে গেছে, এসএসসি রেজাল্ট কবে দিবে? এসএসসি রেজাল্ট ২০২৩ সম্পর্কে জানার আগ্রহ দিনদিন বেড়েই চলছে। তাই আজকের এই লেখাটি এসএসসি ফলাফল (SSC Result) সম্পর্কিত সকল তথ্য নিয়েই।

বাংলাদেশের সর্ববৃহৎ পাবলিক পরীক্ষার নাম হচ্ছে এসএসসি পরীক্ষা অথবা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা। প্রতিবছর এ পরীক্ষায় প্রায় ১০ লক্ষেরও অধিক শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন। তাছাড়া বর্তমানে শিক্ষার হার বাড়ার সাথে সাথে এ পরীক্ষার শিক্ষার্থীও বৃদ্ধি পাচ্ছে পূর্বের তুলনায়।

অতীতে যদি কোন ছাত্র-ছাত্রী পড়াশোনা হতে ঝরে পড়তো সেটা ছিল পঞ্চম অথবা অষ্টম শ্রেণি পর্যন্ত। কিন্তু এখন ন্যূনতম এসএসসি পাস করতে প্রায় সকলেই চায়। ইদানিং মানুষের শিক্ষার প্রতি আগ্রহ কিছুটা বেড়েছে। আর এটি আমাদের জন্য মঙ্গল এবং কল্যাণকর। দেশে যত শিক্ষার্থী অথবা শিক্ষার হার বৃদ্ধি পাবে ততই আমাদের উন্নতি। এবাব চলুন আজকের আর্টিকেলের মূল বিষয়ে যাওয়া যাক।

এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে

এ বছরের ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু প্রায় এক মাস চলমান থেকে গত ৩০ মে শেষ হয়। মধ্যখানে ঘুর্ণিঝড় মোখার কারণে পরীক্ষা পিছিয়ে গেলেও পরবর্তী সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। শিক্ষার্থী এবং অভিভাবকদে মতে এবারের এসএসসি পরীক্ষা তুলনামূলক ভাবে ভালো হয়েছে।

তিন ঘন্টা সময় ছিল এসএসসি পরীক্ষার সময়কাল। অর্থাৎ সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়ে একটানা দুপুর ১টায় পরীক্ষা শেষ হয়। ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে অনেক উদ্বিগ্ন দেখা গেছে। কারণ তাদের জানার আগ্রহ রয়েছে যে, কবে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। তবে সাধারণ এসএসসির পরীক্ষার ফলাফল প্রকাশ হয় ৬০ থেকে ৯০ দিনের মধ্যে। তাই ধারণা করছি আগামী জুলাই মাসের শেষে কিংবা আগষ্টের শুরুতে এসএস রেজাল্ট প্রকাশ হতে পারে।

আপনারা এই লেখাটির মাধ্যমে এসএসসি রেজাল্ট ২০২৩ কবে দেওয়া হবে তা সম্পর্কে জানলেন। ‌এছাড়াও সকল ফলাফল সংক্রান্ত বিষয় জানতে আমাদের সঙ্গে থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top