অনার্স ভর্তি ২০২৩ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২-২০২৩। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ স্নাতক (সম্মান) অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ের (Honours Admission) এর অফিসিয়াল ওয়েব সাইট admissions.nu.edu.bd এ প্রকাশ করা হবে ।
অনার্স ভর্তি সার্কুলার ২০২৩
এই আর্টিকেলটি পড়ে আপনি জানতে পারবেন অনার্স ভর্তি সার্কুলার ২০২৩, জাতীয় বিশ্ববিদ্যায় অনার্স ভর্তি ২০২২-২০২৩ সার্কুলারের খুটিনাটি সকল বিষয় আপনি জানতে পারবেন। আপনি অনার্স ১ম বর্ষের ভর্তি নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং আমাদের এই পোস্টেও একই সাথে প্রকাশ করা হবে।
অনার্স ভর্তি ২০২৩
অনার্স ভর্তি টাইমলাইন | |
ভর্তি কোর্স এর নাম | অনার্স (স্নাতক) সম্মান ১ম বর্ষ |
আবেদন শুরুর তারিখ | ০৫ এপ্রিল ২০২৩ |
আবেদনের শেষ তারিখ | ০৮ মে ২০২৩ |
আবেদন ফি | ২৫০ টাকা |
টাকা জমাদানের শেষ তারিখ | ০৯ মে ২০২৩ |
ভর্তি ফরম ও অন্যান্য কাগজ জমা দেয়ার শেষ তারিখ | ০৯ মে ২০২৩ |
ক্লাস শুরু | — |
আবেদন পদ্ধতি | এসএসসি ও এইচএসসি এর জিপিএ এর ভিত্তিতে |
আবেদনের লিংক | nu.ac.bd/admissions |
অনার্স প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
Circular for 1st year honours admission 2022-2023
অনার্স ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৩ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে মানবিক/বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা শাখা থেকে ভর্তির সাধারণ শর্তাবলীগুলো হল:
বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০১৮/২০১৯ সালের এসএসসি ও সমমান এবং ২০২০/২০২১ এইচএসসি ও সমমান পরীক্ষায় যথাক্রমে ন্যূনতম জিপিএ ২.৫ ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৩ সালের অনার্স ভর্তি ২০২৩ বিজ্ঞপ্তি বিগত ০৫ এপ্রিল থেকে ভর্তির ফরম পূরণ করার কথা থাকলেও তা স্থগিত ঘোষণা করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে তা আপডেট করা হবে ।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আবেদন পদ্ধতি
লগইন
আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) লগিন করে Honours tab-এ ক্লিক করার পর Apply Now (Honours) অপশনে ক্লিক করতে হবে। তারপর প্রদর্শিত ফর্মে এসএসসি-এইচএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয় ও পাসের সন সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। তারপর লগিন এ ক্লিক করুন।
সঠিক লিঙ্গ নির্ধারণ
এই অপশনে সংক্রিয়ভাবে Male/Female প্রদর্শিত হবে। আবেদনকারীর তথ্য ছকে Male এর স্থলে Female বা Female এর স্থলে Male প্রদর্শিত হলে Click to | Change অপশনে গিয়ে সঠিক তথ্য এন্ট্রি দিতে হবে।
আরো দেখুন: ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
কলেজ পছন্দ
আপনার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাওয়ারী যে কোন কলেজের নাম নির্বাচন করলে সংশ্লিষ্ট কলেজে অনার্স ১ম বর্ষ অধিভুক্ত বিষয়সমূহের নাম ও আসন সংখ্যা দেখতে পাবে।
বিষয় পছন্দক্রম
ওয়েবসাইটের ছক থেকে পছন্দ অনুযায়ী একটি কলেজ Select করলে আবেদনকারী সংশ্লিষ্ট কলেজে তার ভর্তি যোগ্য বিষয়ের তালিকা দেখতে পাবে এবং এই তালিকা থেকে প্রার্থীকে সর্তকতার সংগে তার প্রার্থিত বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করতে হবে। পছন্দক্রম অনুসারে আপনি মেধা তালিকায় স্থান পাবেন।
কোটা
এই অপশনে আপনি আপনার কোটা থাকলে তা এখানে দিবেন।
ছবি সংযোজন
ছবির মাপ ১২০X১৫০ pixels, Image Type: jpg এবং সর্বোচ্চ ৫০ কে.বি এর রঙ্গিন ছবি আপলোড করতে হবে।
ফরম চূড়ান্তকরণ
সঠিকভাবে তথ্য প্রদান করার পর Submit Application অপশনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আবেদনকারীর রোল নম্বর ও পিন কোড প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলোড করে [A4 (8.5”×11) সাইজের কাগজে প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে, পরবর্তী কাজের জন্য।
ভর্তি ফরমের সাথে কলেজে যা যা জমা দিতে হবে
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৩ অথবা অনার্স ভর্তি ২০২৩ এর প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে৷ এই আবেদন ফরমের সঙ্গে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও আবেদন ফি বাবদ ২৫০/- টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে৷ সংশ্লিষ্ট কলেজ যে সকল প্রাথমিক আবেদন online-এ নিশ্চয়ন করবে সে সকল শিক্ষার্থীদের তাদের মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে৷
অনার্স ভর্তি ২০২২-২০২৩ কবে
এইচএসসি পাশ করে প্রতিনিয়ত চিন্তিত রয়েছেন যে, কবে অনার্স ভর্তি ২০২২-২০২৩ শুরু হবে। সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজ প্রকাশ করলো জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী ০৫ এপ্রিল থেকে অনার্স ভর্তি অনলাইন আবেদন গ্রহণের কাজ শুরু হবে। এ আবেদন চলবে আগামী ০৮ মে ২০২৩ পর্যন্ত। তাই আর কোন চিন্তা না এবার অনার্স ভর্তির প্রস্তুতি নিন। এই আর্টিকেলের মাধ্যমে আমরা অনার্স ভর্তি সার্কুলার সম্পর্কিত সকল আপডেট প্রকাশ করবো।
বি:দ্র: আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই ভর্তি বিজ্ঞপ্তিটি ভালভাবে পড়ে নিন । আপনার কোন ভুলের জন্য কর্তৃপক্ষ দায়ী নয় ।
Amr ssc point 2.39 r hsc 2023 a dibo Ami Jodi 5.00 pai Ami ki honor’s Korte parbo
মনে হচ্ছে না, তবে নতুন নিয়ম কি আসছে তার উপর নির্ভর করবে।
স্যার আমার এস এস সি 2020 রেজাল্ট এ প্লাস ও এইচ এস সি 2022 এ প্লাস আমি কোথাও ভর্তি হই নাই। এখন কি জাতীয় ভার্সিটিতে ভর্তির হভার আশা করতে পারি। সামনে কি নতুন বাজে সার্কুলার হওয়ার সম্ভাবনা আছে। জানালে উপকৃত হবো। ধন্যবাদ স্যার।
ডিগ্রি আবেদন করতে পারবেন, তবে এখনও সার্কুলার দেয় নাই।