বিসমিল্লাহির রাহমানির রাহিম। দোয়ায়ে মাসনুন বা দোয়ার ভান্ডার আর্টিকেলে আপনাকে স্বাগত। মাসনুন দোয়া- দোয়া শব্দের অর্থ “আল্লাহর নিকট নিবেদন”। এতে প্রশংসা, আশা অথবা একজনের আকাঙ্খার তালিকা থাকতে পারে।
দোয়ায়ে মাসনুন
দিন বা রাতের যে কোন সময় মাসনুন দোয়া করা হয়। মসজিদে প্রবেশ, মসজিদ থেকে বের হওয়া, বিছানায় যাওয়া এবং ঘুম থেকে উঠার দোয়া, গোসলখানায় প্রবেশ এবং বের হওয়ার জন্য পৃথক পৃথক দোয়া রয়েছে এসমস্ত দোয়াকে মাসনূন দুআ বলে।
তাই, আপনি যে কোন কাজের পূর্বে তার জন্য একটি মাসনুন দুআ পড়া প্রয়োজন। তাই আমরা প্রত্যহ যে সমস্ত দোয়ায়ে মাসনুন পড়া জরুরী সেগুলো নিম্নরূপ-
দোয়ায়ে মাসনুন বা দোয়ার ভান্ডার
- ১। মসজিদে প্রবেশের দোয়া :- আল্লাহুম্মাফ তাহ্লী আবওয়াবা রাহমাতিকা।
- ২। মসজিদ থেকে বাহির হওয়ার দোয়া :- আল্লাহুম্মা ইন্নী আস্আলুকা মিন ফাদ্বলিকা।
- ৩। বাড়ি থেকে বাহির হওয়ার দোয়া :- বিস্মিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা ক্বুউওয়াতা ইল্লাবিল্লাহ।
- ৪। বাড়িতে প্রবেশের দোয়া :- বিস্মিল্লাহি ওয়ালাজনা, বিস্মিল্লাহি খারাজনা, ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা।
- ৫। নিদ্রায় যাইবার দোয়া :- আল্লাহুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহ্ইয়া।
- ৬। নিদ্রা থেকে জাগিয়া উঠার পরে দোয়া :- আলহামদুলিল্লাহিল লাযী আহ্ইয়ানা বা দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।
- ৭। প্রস্রাব-পায়খানায় যাইবার দোয়া :- আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস।
- ৮। প্রস্রাব-পায়খানা থেকে বাহির হওয়ার দোয়া :- গুফরানাকা আলহামদুল্লিাহিল লাযি আন্নীল আজাবা ওয়া আ’ফানী।
- ৯। খানা খাওয়ার দোয়া :- বিস্মিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ্।
- ১০। খানা শেষের দোয়া :- আলহামদুলিল্লাহিল লাযি আত্বওয়া মানা ওয়াসাকানা ওয়াজাআলানা মিনাল মুসলিমিন।
আরও দোয়ার ভান্ডার
- ১১। রোজা রাখার দোয়া :- নাওয়াইতুআন আসুমা গাদামমিন শাহ্রি রামাদ্বানাল মুবারাক ফারদুল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম।
- ১২। ইফতারের দোয়া :- আল্লাহুম্মা লাকা সুমতু ওয়াতাওয়াক্কালতু আলা রিযকিকা আফতারতু বি-রাহ্মাতিকা ইয়া আরহামার রাহিমীন।
- ১৩। আয়নার মুখ দেখিবার দোয়া :- আল্লাহুম্মা হাস্সানতা খালকি ফাহাসসিন খুলুকি।
- ১৪। হারানো মাল ফিরিয়ে পাওয়ার দোয়া :- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
- ১৫। অজুর নিয়ত :- নাওয়াইতুআন আতাওয়াদ্বাআ লিরাফইল হাদাছি ওয়াসতি বাহাতাল লিস্সালাতি ওয়াতার্কারুবান ইলাল্লাহি তা’য়ালা।
- ১৬। গোসলের দোয়া :- নাওয়াইতুআন গোসলা লিরাফইল জানাবা।
- ১৭। গোসলের ফরজ ৩টি :- (১) কুলি করা (২) নাকে পানি দেওয়া (৩) সমস্ত শরীর ধৌত করা
- ১৮। তায়িম্মামু এর দোয়া :- নাওয়াইতুআন আতাইয়াম্মামু লিরাফইল হাদাসি ওয়াসতি বাহাতাল লিস্সালাতি ওয়াতার্কারুবান ইলাল্লাহি তা’য়ালা।
- ১৯। তায়িম্মামুমের ফরজ ৩টি :- (১) নিয়ত করা (২) পাক মাটিতে হাত মারিয়া মুখমন্ডল মাসেহ করা (৩) পাক মাটি দিয়ে উভয় হাত কনুই সহ মাসেহ করা।
- ২০। মা বাবার জন্য দোয়া :- রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়া নি সাগিরা।
- ২১। যানবাহনে উঠার দোয়া :- বিস্মিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্নারাব্বি লা গাফুরুর রাহিম।
- ২২। হাঁচি দেবার পর দোয়া :- আলহামদুলিল্লাহ্।
- ২৩। হাঁচির জবাব দেওয়ার দোয়া :- ইয়ারহামুকাল্লাহ।
- ২৪। মুখের জড়তা দূর করিবার দোয়া :- রাব্বিশ রাহ্লী সাদ্বরী ওয়া ইয়াসসিরলী আমরী ওয়াহ্লুল উক্বদাতাম মিল লিসানী ইয়াফক্বাহু ক্বাওলি।
- ২৫। রাগ দুর করিবার দোয়া :- আউজুবিল্লাহিমিনাশ শাইত্বোয়ানির রাজিম।
বাংলা দোয়ার ভান্ডার
- ২৬। সম্মান মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া :- লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারীকা লাহু, লাহুলমুলকু, ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাই’ইন ক্বাদীর।
- ২৭। গুনা মাফ করিবার দোয়া :- আসতাগ ফীরুল্লাহ্ ইন্নাল্লাহ্ গাফুরুর রাহিম।
- ২৮। ৯৯ রোগের শিফার দোয়া :- লা হাওলা ওয়ালা ক্বুউওয়াতা ইল্লা বিল্লাহ।
- ২৯। নতুন কাপড় পরিধান করিবার দোয়া :- আলহামদুলিল্লাহিল লাযি কাসানী মা উয়ারী বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি।
- ৩০। দুধ পান করিবার দোয়া :- আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু।
- ৩১। সালাম :- আস্সালামু আলাইকুম ওয়া রাহ্মাতুল্লাহ।
- ৩২। সালামের উত্তর :- ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহ্মাতুল্লাহ।
- ৩৩। মুয়ানাকার দোয়া :- আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসুলিহি।
- ৩৪। মুসাফাহার দোয়া :- ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম।
- ৩৫। অজুর ফরজ ৪টি :- (১) মুখমন্ডল ধৌত করা (২) হাতের কনুই পর্যন্ত ধৌত করা (৩) মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করা। (৪) পায়ের গুড়ালি পর্যন্ত ধৌত করা।
- ৩৬। জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া :- রাব্বিজিদনি ইল্মা ওয়া আলহিক্কনী বিস সালিহিন।
- ৩৭। বৃষ্টি আসার সময় দোয়া :- আল্লাহুম্মা ছাইয়্যিবান নাফি’আ।
- ৩৮। লাশ কবরে রাখিবার দেয়া :- বিস্মিল্লাহি ওয়া আ’লা মিল্লাতি রাসুলিল্লাহ্।
- ৩৯। সৎকাজ কবুল হওয়ার জন্য দোয়া :- রাব্বানা তাক্বাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সা’মিউল আলীম।
- ৪০। আগুন লাগিলে বারবার উচ্চস্বরে পড়িবার দোয়া :- আল্লাহু আকবার।
- ৪১। কবর জিয়ারতের দোয়া :- আসসালমু আলাইকুম ইয়া আহলাল কুবুর। মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মু’মিনীনা ওয়াল মু’মিনাত আন্তুমলানা সানাফু ওয়া নাহ্নু লাকুম তাবা’উ ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা ইকুনা।
- ৪২। আযানের দোয়া :- আল্লাহুম্মা রাব্বা হাযিদ্-দা ওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল ক্বাইমাহ্, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদ্বীলাহ্ ওয়াদ্ দ্বারাজাতার রাফি’আহ ওয়াব আসহু মাক্কামাম মাহমুদানিল্লাযী ওয়া আত্তা ওয়ারযুক্কনা শাফায়াতাহু ইয়াওমাল ক্বিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ।
- ৪৩। আল্লাহর কাছে প্রিয় যিকির:- সুবহানআল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবার।
- ৪৪। নতুন চাঁদ দেখার দোআ:- আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমানী ওয়াসসালামাতি ওয়াল ইসলামী ওয়াততাওফীকি লিমা তুহিব্বু রাব্বানা ওয়াতারদ্বা রাব্বানা ওয়া রাব্বুকাল্লাহ।
- ৪৫। আরবী ১২ মাসের নাম:- (১) মহরম, (২) সফর (৩) রবিউল আউয়াল (৪) রবিউছ ছানী (৫) জমাদিউল আউয়াল (৬) জমাদিউছ ছানী (৭) রজব (৮) সাবান (৯) রমজান (১০) শাওয়াল (১১) জিলক্বদ (১২) জিলহজ্জ।
৪৬। আরবীতে দিনের নাম:- (১) ইয়াওমুস সাবতি (২) ইয়াওমুল আহাদি (৩) ইয়াওমুল ইসনাইন (৪) ইয়াওমুল ছালাছাইন (৫) ইয়াওমুল আরবাইন (৬) ইয়াওমুল খামছাইন (৭) ইয়াওমুল জুম্মা। - ৪৭। রোগী দেখার দোআ:- লা বা’সা ত্বাহুরুন ইনশাআল্লাহ।
- ৪৮। জান্নাত লাভ ও জাহান্নাম থেকে পানাহ চাওয়ার দোআঃ আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আউযুবিকা মিনান নার।
- ৪৯। রুকুতে পড়ি:- সুবহানা রাব্বিয়াল আ’যিম। রুকু থেকে উঠেঃ সামিআল্লা হুলিমান হামিদা। রাব্বানা ওয়া লাকাল হামদ, হামদান কাছিরান তাইয়িবান মুবারাকান ফিহী।
- ৫০। সেজদায় পড়ি:- সুবহানা রাব্বিয়াল আ’লা। দুই সিজাদার মাঝে পড়–ন:- আল্লাহুম্মাগফিরলি ওয়ার হামনী ওয়াহদিনী ওয়াজঝুরনী ওয়া আফিনী ওয়ারযুক্বনী ওয়ারফা’নী।
- ৫১। ইসলামের ভিত্তি ৫টি:- (১) কালেমা (ঈমান) (২) নামাজ (৩) রোজা (৪) হজ্জ (৫) যাকাত।
আজকের দোয়ায়ে মাসনুন বা দোয়ার ভান্ডার অনুসরণ আমাদের দৈনন্দিন জীবন সুখময় ও শান্তির হবে। আল্লাহ আমাদের এই সমস্ত দোয়া পড়ে আমল করার তৌফিক দান করুন, আমিন। এরকম আরো ইসলামিক আমল ও তথ্য পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ধন্যবাদ।