মিস ইউ এসএমএস – Bangla Miss You Sms যাদের প্রয়োজন তারা সঠিক পোর্টালে এসেছেন। নিচে আমরা বেশ কয়েকটি I মিস ইউ এসএমএস তালিকা তুলে ধরলাম।
আমায় ছেড়ে অনেক দূরে গেলে তুমি চলে
যেথায় থাকো ভালো থেকো, যেওনা আমায় ভুলে
মনে পড়লে আমার কথা আকাশে চিঠি লেখো
যত্ন করে সময় মতো নিজের খেয়াল তুমি রেখো
তোমার কথা ভেবে ভেবে আমি পাগল হই
এই হৃদয়ের এত কথা কার কাছেতে কই
তোমাকে না দেখলে আমার ভালো তো লাগেনা
এই মন টা শুধু ছুটে যে যায় ঘরেতে থাকেনা
আমার মনটা যখন তোমার কথা মনে করে
থাকতে চায় বাসা বেঁধে তোমার ও অন্তরে
তোমার কথা মনে পড়লে হৃদয় ব্যাকুল হয়
হৃদয়েতে আছে ভালোবাসা দুঃখ কোনো নয়
থাকছে নাক বদ্ধ ঘরে আমার এই প্রাণ
ছুটে যায় তোমার কাছে করে অভিমান
অভিমান ঘুচে যায় তোমার দেখাতে
তাই বার বার ছুটে যায় মন তোমার টানেতে
তোমায় ছাড়া মনের কথা বলি আমি কাকে
আমি যাকে ভালোবাসি মনটা চায় শুধু তাকে
মনের কথা বলবো আমি পেলে তোমার দেখা
ভালো লাগে না তোমায় ছাড়া থাকতে একা একা
তুমি আমার ছোট্ট সোনা
আকাশের ওই চাঁদের কোনা
তোমায় ছাড়া দিন কাটে না
কোনো কিছুই ভালো লাগে না
তোমায় আমি ভালোবাসি, পারবো তোমার জন্য মরতে
বিপদ থেকে বাঁচাবো তোমাকে, পারবো তোমার জন্য লড়তে
এই দুনিয়া যা বলুক, আমি তোমার পাশে আছি
তুমি আমার কাছে নেই, তবু আমি তোমায় ভালোবাসি
আকাশে পাখি গুলো ডানা মেলে উড়ছে
মনটা আজ শুধু তোমায় মিস করছে
মনের আয়নাতে আজ একটা মুখ ভাসছে
যে মুখে নেই আসা, আছে শুধু ভালোবাসা
তোমার কাজল কালো দুটো আখি
আমি সেথায় চেয়ে থাকি
খুলে দেখো তোমার ওই আখি
আমার হৃদয়ে তোমার ছোবি আকি
হৃদয়ে থাকবে হয়ে পরি
আমি যে তোমায় কতো মিস করি
কেটে গেলো কতো দিন কাটলো কতো সময়
মন আজ পাগল হয়ে শুধু মিস করছে তোমায়
সময় তো পেরিয়ে যায় পাইনা তোমার দেখা
বসে বসে আমি একা, মোনেতে লিখি তোমার লেখা
ভালোবেসে বাধবো বাসা, হবে আমার রানী
কতো ভালো তুমি বাসো আমায়, আমি তা জানি
মাঝখানে তে রয়ে গেছে, শুধু অল্প কিছু সময়
সময় আর কাটে না যে, শুধু মিস করছি আমি তোমায়
পারছি না থাকতে একা, থাকবো তোমার সাথে
কতো কথা বলে যেতাম, সকাল বিকাল রাতে
কতো বছর কেটে গেলো নেইকো তুমি পাশে
সব ছেড়ে চলে আসো তুমি আমার কাছে
মনের ভাষা কি বোঝানো যায়? তা বোঝাবো কি করে
আবেগ কি দেখানো যায়? তা দেখাবো কি করে
স্বপ্ন যে সত্যি হয়না তা মানবো কি করে
আর মন যে তোমাকে এতো মিস করছে
তা তোমাকে বলবো কি করে
টিপ টিপ বৃষ্টিতে অভিমান ঝরছে
ঝুম ঝুম শব্দে কি যেন বলছে
রিমঝিম হৃদয় টা উদাস কেনো হচ্ছে
বৃষ্টি ভেজা মনটা তোমাকেই মিস করছে ।
আমি যতই বেস্ত থাকি, তোমার কথা মনে রাখি
খুলে দেখো দুটি আখি, নীল আকাশে উড়ছে পাখি
পাখিরা সব গেয়ে শুনায়, আমি যে মিস করছি তোমায় ।
পরাজিত মনটা তোমাকে ভাবতে ভাবতে কখন যেন কোথায় হারিয়ে যায়…
যত কষ্ট দাও তোমাকে ভুলতে পারছি না ।।
বৃষ্টি আমার হাসি, বৃষ্টি আমার প্রান
বৃষ্টি আমার ছোট্ট মনের নীরব অভিমান
বৃষ্টি আমার মনের মাঝে রিমঝিম ঝরে
তাইতো জান বারে বারে তোমায় মনে পড়ে ।
অনেক দিন হয় না কথা বন্ধু তোমার সাথে
ভাবি শুধু তোমার কথা সকাল সন্ধ্যা রাতে
মন চায় একটি পলক দেখতে আসি তোমায়
তুমি কি গো কখনো মিস করনা আমায় ?
মি হটাত শুনলাম কেউ আমার কানে কানে তোমার কথা বলছে
তাকিয়ে দেখি কেউ নেই, তারপর আমি বুঝলাম
ওটা আমার হার্ট বলছে — আই মিস ইউ ।
স্বপ্ন যে সত্যি হয় না, আমি সেটা বুঝি
তবু স্বপ্নতে আমি কেনো তোমাকেই খুঁজি
দূরে থেকে দিওনা কষ্ট, কাছে তো আসো
আগের মতো আদর করে আমায় ভালো তো বাসো
ভোরের পাখি উড়ে যায় অজানা ওই পথে
পেছন পেছন ছুটে বেড়াই আমি ওর সাথে
উড়ে কোথাও যেওনা পাখি, কাছে তো আসো
চুপটি করে আমার পাশে বসে তো থাকো
অভিমানী মন তোমার থাকে একা একা
অভিমান করে কেনো দাওনা আমায় দেখা
তোমার দেখা না পেয়ে মন কেঁদে যায়
ভালোবাসার মনটা শুধু তোমায় পেতে চায়