Miss You message – Bangla

আমি সেদিনও ছিলাম, আজও আছি
আর কালকেও থাকবো
যতো দূরেই থাকি না কেনো
শুধু তোমাকেই মনে রাখবো

hi

তোমার দু হাত জুড়ে আজ কবিতা লেখা,
মেহেদির মতো রং আজ সারা বেলা,
স্বপ্নের ছোয়া লাগছে যেন আজ চাঁদে,
তবু চাঁদ তো আজ অনেক দূরে,
তাই তোমাকে মনে পরে।

দেখতে দেখতে কেটে গেলো
কতো গুলো দিন
তোমার কথা মনে পরলে
নিযেকে লাগে বরো বেরঙ্গিন
আবার ফিরে পেতে ইচ্ছে করে
পুরোনো সেই দিন

জন্ম হয় একবার মরণ হয় একবার,
ভালোবাসা হয় একবার, মন ভাঙে একবার,
যদি সব কিছু হয় একবার,
তবে আমি কেন মিস করি বারবার?

আজও আমার মনটা শুধু
তোমায় ছুঁতে চায়
বোঝেও সে বোঝেনা কেনো
সে আজ কতো অসহায়
মনে পরলে পুরোনো সেই দিনের কথা
খুঁজে পেতে ইচ্ছে করে
তোমায় ভোরের ওই কুয়াশায়

হাজারো বেস্ততার মাঝে তোমার কথা ভাবি,
খুলি দেখো দুটি আঁখি, নীল আকাশে উড়ছে পাখি,
পাখিরা সবাই গান গেয়ে শুনাই আমি এখন ভাবছি তোমায়।

কি করে যে বলবো তোমায়
আমার মনের কথা
চাইলেও যে পারছি না
করতে তোমার সাথে দেখা
তাই আজও মনে পড়লে তোমার কথা
নিজেকে লাগে বড্ডো একা

আমি হটাৎ শুনলাম কেউ আমার কানেকানে তোমার কথা বলছে,
তাকিয়ে দেখলাম কেউ নাই! তারপর আমি বুঝলাম,
ওটা তো আমার হৃদয় বলছে: আই মিছ ইউ।

ভোলা তো তাকে যায়, যাকে
মনে করা হয় না।
তাকে কি করে ভুলবো
যাকে মনে না করে
থাকা যায় না।

কার বেশি ভুল ছিল জানিনা, হয়তো তোমার, নয়তো আমার,
একাকিত্ব আর নীরবতা কে সাক্ষী রেখে এতটুকু বলতে পারি
আজও অনেক মিস করি তোমায়।

আজও আমি তোমাকেই ভালোবাসি
কাছে নেই তবু তোমারই আছি
মনে ছিল কতো কথা
রয়েছে বলার বাকি

হৃদয়ের মাঝে তুমি দিয়েছো দোলা,
তোমাকে কখনো যায় কি ভোলা,
তাইতো আমি তোমায় মিস করি সকাল সন্ধ্যা বেলা।
আই মিস ইউ

মনের খাঁচার পাখি আজ হয়ে গেছে একা
উড়ে উড়ে বেড়ায় পেতে তোমার দেখা
হলেও হবে নিজের মরণ
তবু শুনবেনা আজ কোনো বারণ

একটি মানুষের একটি মন,
কেউ পর কেউ আপন,
কেউ কাছে কেউ দূরে,
কেউবা আবার হৃদয় জুড়ে,
তোমায় শুধু মনে পরে,
কেন তুমি অনেক দূরে?

ভোলা তো যায়না
মনের খাঁচার পাখি আজ খাচাতে রয়না
পাখি তো বোঝেনা
নিজের কথাও সে আজ শোনে না

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *