banbeis job circular

বেনবেইস নিয়োগ বিজ্ঞপ্তি Banbeis Job Circular 2021

Banbeis Job Circular : শিক্ষা মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এবং এর আওতাধীন Upazila ICT Training and Resource Centre for Education (UTTRCE এর জন্য রাজস্বখাতে শূন্য ও নবসৃষ্ট নিম্নোক্ত ০৫টি পদে মোট ৪৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও।

Banbeis Job Circular 2021

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এ নিয়োগে আবেদন করা যাবে ১৮ ফেব্রুয়ারি হতে ১০ মার্চ ২০২১ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।

বেনবেইস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

পদের নাম: কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১২৫০০ হতে ৩০২৩০/-

ব্যানবেইস জব সার্কুলার ২০২১

পদের নাম: সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক পাশ।
বেতন স্কেল: ১১০০০ হতে ২৬৫৯০/-

বেইনবেইস নিয়োগ ২০২১

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৩৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগ হতে অনার্স অথবা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০/-

Banbeis Job 2021

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/-

Banbeis Niyog Biggopti 2021

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার টাইপে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- টাকা।

Education Job Circular 2021

আবেদন নিয়ম: banbeis.teletalk.com.bd আগ্রহী প্রার্থীরা এ-র মধ্যেমে আবেদন করতে পারবেন।
আবেদন শুরু সময়: ১৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখে সকাল ১০:০০ টা সময় আবেদন শুরু হবে।
আবেদন শেষ সময়: ১০ মার্চ ২০২১ তারিখে বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

Online Apply
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:banbeis job circular

banbeis niyog biggopti 2021

banbeis niyog 2021

বেইনবেইস জব সার্কুলার

অনলাইনে আবেদন পূরণের নিয়মাবলী
http://banbeis.teletalk.com.bd ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

banbeis.teletelk.com.bd

SMS প্রেরণ ও পরীক্ষার ফি প্রদান
১ম এসএমএস
BANBEIS<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: BANBEIS ABCDEF and Send 16222

২য় এসএমএস
BANBEIS<space>YES<space>Pin Number লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: BANBEIS YES 12345678 and Send 16222

পরিসংখ্যান ব্যুরো (বেইনবেইস) পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড

পরীক্ষার প্রবেশপত্র সম্পর্কিত নোটিশ http://banbeis.teletalk.com.bd এবং প্রার্থীর মোবাইলে জানানো হবে। তারপর http://banbeis.teletalk.com.bd হতে অনলাইনে সংগ্রহ করতে হবে।

বেইনবেইস মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রাদি প্রদর্শন করতে হবে

  • সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র এবং সকল ধরণের প্রশিক্ষণের সনদ।
  • প্রযোজ্য ক্ষেত্রে স্ব স্ব কোঠার কাগজপত্রাদি দাখিল করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top