banbeis job circular

বেনবেইস নিয়োগ বিজ্ঞপ্তি Banbeis Job Circular 2021

Banbeis Job Circular : শিক্ষা মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এবং এর আওতাধীন Upazila ICT Training and Resource Centre for Education (UTTRCE এর জন্য রাজস্বখাতে শূন্য ও নবসৃষ্ট নিম্নোক্ত ০৫টি পদে মোট ৪৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও।

Banbeis Job Circular 2021

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এ নিয়োগে আবেদন করা যাবে ১৮ ফেব্রুয়ারি হতে ১০ মার্চ ২০২১ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।

বেনবেইস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

পদের নাম: কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১২৫০০ হতে ৩০২৩০/-

ব্যানবেইস জব সার্কুলার ২০২১

পদের নাম: সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক পাশ।
বেতন স্কেল: ১১০০০ হতে ২৬৫৯০/-

বেইনবেইস নিয়োগ ২০২১

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৩৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগ হতে অনার্স অথবা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০/-

Banbeis Job 2021

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/-

Banbeis Niyog Biggopti 2021

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার টাইপে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- টাকা।

Education Job Circular 2021

আবেদন নিয়ম: banbeis.teletalk.com.bd আগ্রহী প্রার্থীরা এ-র মধ্যেমে আবেদন করতে পারবেন।
আবেদন শুরু সময়: ১৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখে সকাল ১০:০০ টা সময় আবেদন শুরু হবে।
আবেদন শেষ সময়: ১০ মার্চ ২০২১ তারিখে বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

Online Apply
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:banbeis job circular

banbeis niyog biggopti 2021

banbeis niyog 2021

বেইনবেইস জব সার্কুলার

অনলাইনে আবেদন পূরণের নিয়মাবলী
http://banbeis.teletalk.com.bd ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

banbeis.teletelk.com.bd

SMS প্রেরণ ও পরীক্ষার ফি প্রদান
১ম এসএমএস
BANBEIS<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: BANBEIS ABCDEF and Send 16222

২য় এসএমএস
BANBEIS<space>YES<space>Pin Number লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: BANBEIS YES 12345678 and Send 16222

পরিসংখ্যান ব্যুরো (বেইনবেইস) পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড

পরীক্ষার প্রবেশপত্র সম্পর্কিত নোটিশ http://banbeis.teletalk.com.bd এবং প্রার্থীর মোবাইলে জানানো হবে। তারপর http://banbeis.teletalk.com.bd হতে অনলাইনে সংগ্রহ করতে হবে।

বেইনবেইস মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রাদি প্রদর্শন করতে হবে

  • সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র এবং সকল ধরণের প্রশিক্ষণের সনদ।
  • প্রযোজ্য ক্ষেত্রে স্ব স্ব কোঠার কাগজপত্রাদি দাখিল করতে হবে।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *