BGDCL Job Circular 2021 : বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল)-এ নিম্নবর্ণিত শূন্যপদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে ০৭ ক্যাটাগরিতে ৬৫ পদে নিয়োগ দেবে। সকল সরকারি-বেসরকারি চাকরির তথ্য পড়তে Probangla.com ওয়েবসাইট ভিজিট করুন।
BGDCL Job Circular 2021
ক্রমিক নং | পদের নাম | পদ সংখ্যা |
১ | সহকারী প্রকৌশলী/সহকারী ব্যবস্থাপক (কারিগরি) | ২২টি |
২ | সহকারী ব্যবস্থাপক (সাধারণ) | ১৩টি |
৩ | সহকারী ব্যবস্থাপক (হিসাব/রাজস্ব/নিরীক্ষা) | ১৪টি |
৪ | উপ-সহকারী প্রকৌশলী | ০৪টি |
৫ | সহকারী কর্মকর্তা (কারিগরি) | ০৩টি |
৬ | সহকারী কর্মকর্তা (সাধারণ) | ০৮টি |
৭ | সহকারী কর্মকর্তা (হিসাব/রাজস্ব) | ০১টি |
সর্বমোট | ৬৫টি |
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি
আরও পড়ুন-
- চলমান সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা
- সকল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
- সকল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য
- প্রতিষ্ঠানের নামঃ হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট
- অনলাইনে আবেদন শুরুঃ ২৪ ফেব্রুয়ারি ২০২১ থেকে।
- অনলাইনে আবেদন শেষঃ ১৫ মার্চ ২০২১ পর্যন্ত।
- মোট পদ সংখ্যাঃ ৬৫টি
- আবেদন ফীঃ ৬৭২/- টাকা।
- অফিসিয়াল ওয়েবসাইটঃ bgdcl.teletalk.com.bd
Bakhrabad Gas Distribution Company Limited Job Circular 2021
বাখরাবাদ গ্যাস নিয়োগ সার্কুলারটি নিচে ছবি আকারে যুক্ত করা হল ।
অনলাইনে আবেদন পূরণের নিয়মাবলী
- http://bgdcl.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরন করতে পারবেন।
- অনলাইনে আবেদন করতে প্রার্থীর ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে।
- আবেদন অনলাইনে পূরণের সময় ভালো করে দেখে নিতে হবে যাতে ফরমে কোন প্রকার ভূল তথ্য না থাকে। কারণ এই তথ্যের মাধ্যমে পরবর্তী সকল কার্যক্রম সম্পন্ন হবে।
- টেলিটক প্রিপেইড মোবাইল দিয়ে নির্ধারিত ফি প্রদান করে আবেদন নিশ্চিত করতে হবে।
SMS প্রেরণ ও পরীক্ষার ফি প্রদান
১ম এসএমএস
BGDCL<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: BGDCL ABCDEF to send 16222
২য় এসএমএস
BGDCL<space>YES<space>12345678 লিখে send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: BGDCL YES 12345678 to send 16222
bgdcl.teletalk.com.bd
পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড
পরীক্ষার প্রবেশপত্র সম্পর্কিত নোটিশ http://bgdcl.teletalk.com.bd এবং প্রার্থীর মোবাইলে জানানো হবে। তারপর http://bgdcl.teletalk.com.bd হতে অনলাইনে সংগ্রহ করতে হবে।
(BGDCL Job Circular) মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রাদি প্রদর্শন করতে হবে
- প্রবেশ পত্রসহ সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
- পূরণকৃত অনলাইন আবেদন পত্র এবং সকল সনদপত্রের ফটোকপি ও ০২ কপি ছবিসহ দুই সেট দাখিল করতে হবে।
- সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- কোটা থাকলে স্ব স্ব কোঠার কাগজপত্রাদি দাখিল করতে হবে।