bgdcl job circular

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি BGDCL Job 2021

BGDCL Job Circular 2021 : বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল)-এ নিম্নবর্ণিত শূন্যপদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে ০৭ ক্যাটাগরিতে ৬৫ পদে নিয়োগ দেবে। সকল সরকারি-বেসরকারি চাকরির তথ্য পড়তে Probangla.com ওয়েবসাইট ভিজিট করুন।

BGDCL Job Circular 2021 

ক্রমিক নংপদের নামপদ সংখ্যা
সহকারী প্রকৌশলী/সহকারী ব্যবস্থাপক (কারিগরি)২২টি
সহকারী ব্যবস্থাপক (সাধারণ)১৩টি
সহকারী ব্যবস্থাপক (হিসাব/রাজস্ব/নিরীক্ষা)১৪টি
উপ-সহকারী প্রকৌশলী০৪টি
সহকারী কর্মকর্তা (কারিগরি)০৩টি
সহকারী কর্মকর্তা (সাধারণ)০৮টি
সহকারী কর্মকর্তা (হিসাব/রাজস্ব)০১টি
সর্বমোট ৬৫টি

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি

আরও পড়ুন-

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রতিষ্ঠানের নামঃ হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট
  • অনলাইনে আবেদন শুরুঃ ২৪ ফেব্রুয়ারি ২০২১ থেকে।
  • অনলাইনে আবেদন শেষঃ ১৫ মার্চ ২০২১ পর্যন্ত।
  • মোট পদ সংখ্যাঃ ৬৫টি
  • আবেদন ফীঃ ৬৭২/- টাকা।
  • অফিসিয়াল ওয়েবসাইটঃ bgdcl.teletalk.com.bd

Bakhrabad Gas Distribution Company Limited Job Circular 2021

বাখরাবাদ গ্যাস নিয়োগ সার্কুলারটি নিচে ছবি আকারে যুক্ত করা হল ।bgdcl job

gas job

অনলাইনে আবেদন পূরণের নিয়মাবলী

  • http://bgdcl.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরন করতে পারবেন।
  • অনলাইনে আবেদন করতে প্রার্থীর ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে।
  • আবেদন অনলাইনে পূরণের সময় ভালো করে দেখে নিতে হবে যাতে ফরমে কোন প্রকার ভূল তথ্য না থাকে। কারণ এই তথ্যের মাধ্যমে পরবর্তী সকল কার্যক্রম সম্পন্ন হবে।
  • টেলিটক প্রিপেইড মোবাইল দিয়ে নির্ধারিত ফি প্রদান করে আবেদন নিশ্চিত করতে হবে।

SMS প্রেরণ ও পরীক্ষার ফি প্রদান

১ম এসএমএস
BGDCL<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: BGDCL ABCDEF to send 16222

২য় এসএমএস
BGDCL<space>YES<space>12345678 লিখে send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: BGDCL YES 12345678 to send 16222

bgdcl.teletalk.com.bd

পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড

পরীক্ষার প্রবেশপত্র সম্পর্কিত নোটিশ http://bgdcl.teletalk.com.bd এবং প্রার্থীর মোবাইলে জানানো হবে। তারপর http://bgdcl.teletalk.com.bd হতে অনলাইনে সংগ্রহ করতে হবে।

(BGDCL Job Circular) মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রাদি প্রদর্শন করতে হবে

  • প্রবেশ পত্রসহ সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
  • পূরণকৃত অনলাইন আবেদন পত্র এবং সকল সনদপত্রের ফটোকপি ও ০২ কপি ছবিসহ দুই সেট দাখিল করতে হবে।
  • সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • কোটা থাকলে স্ব স্ব কোঠার কাগজপত্রাদি দাখিল করতে হবে।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *