dos job circular 2021

নৌ-পরিবহন অধিদপ্তর নিয়োগ– DOS Job Circular 2021

DOS Job Circular 2021

নৌ-পরিবহন অধিদপ্তরের বাংলাদেশ মেরিন একাডেমি -এ মেরিটাইম শিক্ষা/প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ২০২১-২০২২ ভর্তি শুরু হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভর্তির আবেদনের প্রক্রিয়া। ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আগামী ০৫ মার্চ ২০২১ তারিখ অবধি আবেদন করা যাবে। Dos Job Circular 2021 এর আবেদন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

নৌ-পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2021

নিম্নবর্ণিত মেরিটাইম শিক্ষা/প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ২০২১-২০২২ সালে ক্যাডেট ভর্তির জন্য অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে-

ক্রমিক নংবিবরণ আসন সংখ্যা 
পুরুষ মহিলা 
বাংলাদেশ মেরিন একাডেমি- চট্টগ্রাম১৬০ জন২০ জন
বাংলাদেশ মেরিন একাডেমি- পাবনা৫০ জন
বাংলাদেশ মেরিন একাডেমি- বরিশাল৫০ জন
বাংলাদেশ মেরিন একাডেমি- রংপুর৫০ জন
বাংলাদেশ মেরিন একাডেমি- সিলেট৫০ জন
মেরিন ফিশারিজ একাডেমি-চট্টগ্রাম৬৫ জন০৫ জন
ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি- ঢাকা১০০ জন
মাস মেরিন একাডেমি- চট্টগ্রাম৬০ জন
ওসেন মেরিটাইম একাডেমি- চট্টগ্রাম১০০ জন
১০ওয়েষ্টার্ণ মেরিটাইম একাডেমি- ঢাকা৫৩ জন
১১ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকা৫০ জন

Ship Job Circular 2021

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগ (৬০% নম্বর) অথবা ৩.৫০ জিপিএ পেয়ে উত্তীর্ণ হতে হবে । তাছাড়া পদার্থবিদ্যা ও গণিত বিষয়ে পৃথকভাবে ৬০% নম্বর অথবা জিপিএ ৩.৫০ এবং ইংরেজিতে ৫০% বা ৩.০০ জিপিএ পেতে হবে। অন্যথায় IELTS পরীক্ষায় ৫.৫ স্কোর থাকতে হবে।

আরও পড়ুন- এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

DOS Job 2021

শারিরীক যোগ্যতা: উচ্চতা- পুরষ- ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। ওজন বিশ্ব স্বাস্থ্য সংস্থা BMI চার্ট অনুযায়ী হতে হবে। অর্থাৎ ৬৪ ইঞ্চি উচ্চতা হলে ৪৫-৭১ কেজি এবং ৬৬ ইঞ্চি উচ্চতা হলে ৪৮-৭৬ কেজি ওজন হতে হবে।

নৌ-পরিবহন অধিদপ্তর নিয়োগ সার্কুলারটি নিচে ছবি আকারে যুক্ত করা হল ।dos job 2021

Shipping jobs in Bangladesh

চুড়ান্ত নির্বাচন পদ্ধতির স্টেপগুলো নিম্নরূপ:

  • এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১৫ গুণ = সর্বোচ্চ ৭৫ নম্বর এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২৫ গুণ = সর্বোচ্চ ১২৫ নম্বর। ভর্তি পরীক্ষা নৈব্যক্তিক (MCQ পদ্ধতি= ১০০ নম্বর সর্বমোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে।
  • বিষয়ভিত্তিক ১০০ নম্বরের MCQ : পদার্থবিজ্ঞান-২৫, গণিত-২৫, বাংলা-১০, ইংরেজি-২৫, সাধারণ জ্ঞান-১৫ পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে।
  • ভর্তি পরীক্ষায় কমপক্ষে ৪০% নম্বর পেতে হবে।

Shipping Job Circular 2021

www.dos.gov.bd ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদনের নির্দেশিকা নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট www.dos.gov.bd –এ পাওয়া যাবে।

নৌপরিবহন জব সার্কুলার 2021

আবেদনের শেষ তারিখ : আগ্রহী প্রার্থীগণ আগামী ০৫ মার্চ ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pro Bangla-প্রো বাংলা