আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ : আশায় বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। Asa Job Circular বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। আবেদন করা যাবে ০৮ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত। সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল। সরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।

আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আশা (ASA) বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান। আশা শীর্ষতম ক্ষুদ্রঋণ প্রদান কারী সংস্থা হিসেবে স্বীকৃত পায় ফোর্বস ম্যাগাজিনের সমীক্ষায়। আশা ১৯৭৮ সন থেকে দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়েই কাজ করছে। ২০১১ সালের জরীপ মতে বাংলাদেশে ৩১৫৪টি ব্রাঞ্চ নিয়েই পরিচালিত হচ্ছে আশা’র সকল কার্যক্রম। মোট তহবিল প্রায় পাঁচ হাজার সাতশ সাতান্ন কোটি টাকা। বাংলাদেশ সহ বহির্বিশ্বের ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, কম্বোডিয়া, নাইজেরিয়া, ফিলিপাইন, ঘানা, কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডা তে আশা’র ক্ষুদ্র্রঋণ কার্যক্রম চালু রয়েছে।

এক নজরে আশা সংস্থার গুরুত্বপূর্ণ তথ্যাদি

প্রতিষ্ঠানের নামআশা
প্রতিষ্ঠাতামো: সফিকুল হক চৌধুরী
ধরনক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান
প্রতিষ্ঠার সন১৯৭৮
সদরদপ্তরআশা টাওয়ার,২৩/৩ বীর উত্তম এ.এন.এম. নুরুজ্জামান সড়ক, শ্যামলী, ঢাকা-১২০৭
কর্মী সংখ্যা২১৪২২
ওয়েবসাইটwww.asa.org.bd
আবেদনের শেষ তারিখ০৮ জুন, ২০২৩
  • পদের নাম: জুনিয়র লোন অফিসার (জু: এলও)
  • পদ সংখ্যা: ৩০টি
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান পাস
  • বেতন: শিক্ষানবিশকালে ১৯৯০০০ এবং পরবর্তীতে ২৫,২৪৩ টাকা।
  • কর্মস্থল: মৌলভীবাজার জেলা। 

আশায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আশা নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
ডিভিশনাল ম্যানেজার
আশা-সিলেট ডিভিশনাল কার্যালয়
বাড়ি নং-১৪, রোড নং ০১, ব্লক-ই,
শাহজালাল উপশহর, সিলেট।
(খামের উপর অবশ্যই নিয়োগকারী জেলার নাম উল্লেখ করতে হবে)

জরুরী সতর্ক নোটিশঃ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ণ বা আর্থিক লেনদেনের দায় প্রোবাংলা-এর নয়। এ বিষয়াদি সম্পর্কে চাকরি প্রার্থদেরকে সতর্ক থাকার জন্য প্রোবাংলা কর্তৃপক্ষ পরামর্শ প্রদান করছে।

আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২৩ এর আপডেট জানতে ফেসবুক পেইজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। 

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pro Bangla-প্রো বাংলা