সেতু এনজিও নিয়োগ ২০২৩ বিজ্ঞপ্তি (২৯০টি পদে)

সেতু এনজিও নিয়োগ ২০২৩ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্প্রতি সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) নতুন একটি বিজ্ঞপ্তি’র মাধ্যমে ২৯০ জন লোক নিয়োগ দেবে। এ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৫ জুন ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করেতে পারবেন। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে এ জব সার্কুলারে।

সেতু সংস্থার মাঠ পযায়ে টাংগাইল, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নরসিংদী, নারায়নগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলায় সমন্বিত উন্নয় ও ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়ণের লক্ষে্য জরুরী ভিত্তিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ দেবে কর্তৃপক্ষ।

নিচে সেতু এনজিও গ্রুপ জব সার্কুলারটি ছবি আকারে উপস্থাপন করা হলো। আবেদন করতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় ডাকযোগে চিঠি প্রেরণ করতে হবে।

সেতু এনজিও নিয়োগ ২০২৩

সেতু এনজিও নিয়োগ
সেতু এনজিও নিয়োগ

কোম্পানী পরিচিতি: সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু), (পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক ও দাতা প্রতিষ্ঠান এর অর্থায়নে পরিচালিত) যা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সনদপ্রাপ্ত, সনদ নং-০০০০০৪৭ ও এনজিও ব্যুরোর সনদ নং-৭৯৫।

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি’র সকল আপডেট তথ্য জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে রাখুন। 

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *