Simple Gadget

সিম্পল কয়েকটা গ্যাজেট

আজ আপনাদের জন্য নিয়ে এসেছে কিছু সিম্পল গেজেট। যেগুলো সিম্পল হলেও খুবই কাজের। এগুলো আপনার কাছে থাকলে আশা করি অনেক উপকৃত হবেন।

১. Folding bottle

আমরা ঘর থেকে বের হলে পানির বোতল সাথে নিয়ে বের হই। কেননা বাহিরে নিরাপদ পানি পাওয়া যায় না। এছাড়া নিরাপদ পানি পাওয়া গেলে সেগুলো সংরক্ষণের জন্য একটি পাত্র আবশ্যক। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন পানি শেষ হয়ে যায় এবং বোতলটিকে বহন করতে হয়। যা খুবই অস্বস্তিকর লাগে। তবে এই সমস্যা সমাধানের জন্য এসেছে ফোল্ডেবল বোতল। যা পানি খাওয়া শেষ হলে ভাঁজ করে রাখা যায়। এটা তৈরি হয়েছে উৎকৃষ্ট মানের প্লাস্টিক দিয়ে। যা ভাঁজ করে একটি ছোট্ট চ্যাপটা বলের মতো করে ব্যাগে রাখা যায়। যারা প্রতিনিয়ত বাহিরে বের হন অথবা জার্নি করেন তাদের জন্য এটা খুবই উপকারী প্রমাণিত হয়েছে।

Folding bottle
Folding bottle

২. Desktop phone holder

ফোন হাতে নিয়ে ভিডিও দেখতে গেলে অনেক সময় বিরক্ত লাগে। কেননা একটানা কতক্ষণ আর মোবাইল হাতে নিয়ে ধরে রাখা যায়। এই অসুবিধা থেকে মুক্তির জন্য এসেছে ডেক্সটপ ফোন হোল্ডার। এটাতে আপনি আপনার মোবাইল সেট করে রেখে দিতে পারবেন। মোবাইল সেট করে আপনি কোনো মুভি অথবা ভিডিও দেখতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর তেমনি কাজের। জিনিসটা সিম্পল হলেও খুবই দরকারী। এটা দামেও সস্তা।

Desktop phone holder
Desktop phone holder

৩. Mini air cooler

অসহ্য গরমে একটু ঠান্ডা বাতাসের প্রবাহ কে না পেতে চায়? কিন্তু সবার তো আর এসি ক্রয় করা সম্ভব নয়। এছাড়া বিদ্যুৎ চলে গেলে আরেক যন্ত্রণা। এর জন্যই বাজারে এসেছে এই মিনি এয়ার কুলার। এটা নিচে ছোট্ট একটি ড্রয়ারের মতো আছে। যেখানে আপনি ঠাণ্ডা পানি অথবা বরফ রেখে দিতে পারবেন। এই ঠান্ডা বরফ বাতাসকে শীতল করবে এবং সেই শীতল বাতাস বৈদ্যুতিক ছোট ফ্যানের মাধ্যমে প্রবাহিত হবে। এটা আরেকটি বিশেষত্ব হচ্ছে এটা ব্যাটারি দিয়ে চলে। চাইলে আপনি সরাসরি ইউএসবি পোর্ট থেকে বৈদ্যুতিক সংযোগ নিতে পারবেন। রিচার্জেবল ব্যাটারিও ব্যবহার করা যায়। আশা করছি এটা আপনাদের খুবই কাজে লাগবে।

Mini air cooler
Mini air cooler

৪. Light blub with speaker

এটা একটি এলইডি লাইট ও স্পিকার। এটা স্পিকারের সাথে সাথে আলো প্রদান করবে। এটা খুবই সিম্পল একটি ডিভাইস। এটা থেকে বিভিন্ন রং বেরঙের আলো বের হয়। এটাকে টেবিল ল্যাম্প হিসেবে ব্যবহার করা যায়।

Light blub with speaker
Light blub with speaker

৫. Infrared remote adaptor

আমাদের ঘরে অনেক জিনিস রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। এসি, টিভি এগুলো ছাড়াও এখন প্রতিটা জিনিস রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করার প্রযুক্তি বাজারে এসেছে। রিমোটের মাধ্যমে ফ্যান চালানো থেকে শুরু করে লাইট অন অফ করা সব সম্ভব। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন এতগুলো ডিভাইসের জন্য আলাদা আলাদা রিমোট থাকে। যেগুলো এক যন্ত্রণা। কিন্তু আপনি চাইলে আপনার মোবাইলটিকেও একটি রিমোট বানিয়ে ফেলতে পারেন। এই ছোট্ট ডিভাইসটি আপনার মোবাইলের চার্জিং পোর্টে সেট করে দিন। এরপর একটি বিশেষ অ্যাপ দ্বারা ঘরের জিনিসপত্র নিয়ন্ত্রণ করুন। মোবাইল দিয়ে এখন সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব।

Infrared remote adaptor
Infrared remote adaptor

৬. Kids tracking watch

বাচ্চারা কখন কোথায় যাচ্ছে, কোথায় আছে তা নিয়ে অভিভাবকেরা সবাই চিন্তিত থাকে। ছোট বাচ্চাদের কাছে মোবাইলও দেওয়া সম্ভব হয় না। এছাড়া ছোটদের মোবাইল ব্যবহার করাটাও উচিত নয়। কিন্তু তাদের অবস্থান জানাটাও তো জরুরি। এর জন্য বাজারে এসেছি এই স্মার্ট ওয়াচ। এটার মধ্যে আছে জিপিএস প্যাকিং সিস্টেম। যা আপনি আপনার মোবাইল দিয়ে সহজেই ট্র্যাক করতে পারবেন। আপনার সন্তান কোথায় আছে তা সরাসরি দেখাবে আপনার মোবাইলে। এছাড়া আপনি ভিডিও কলও করতে পারবেন। তবে এর জন্য ঘড়িটিতে একটি সিম কার্ড স্থাপন করতে হবে। এর ফলে আপনার সন্তানের সাথে আপনি সর্বদা নিরবিচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করতে পারবেন। অযথা দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবেন।

Kids tracking watch
Kids tracking watch

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *