খুব বেশি মিস করি তোমায় – I Miss You SMS

মিস করি তোমায় – I Miss You এসএমএস যাদের প্রয়োজন তারা সঠিক পোর্টালে এসেছেন। নিচে আমরা বেশ কয়েকটি I Miss You  SMS তুলে ধরলাম।

স্বপ্ন হলেও সত্যি হবে আমার ভালোবাসা
স্বপ্নর মধ্যেই রয়ে গেছে কতো সতো আসা
এক জীবনে একবারই হয়
সত্যি কারের এই ভালোবাসা

নিষ্ঠূর তুমি, কেমন তোমার মন?
কিভাবে থাকতে পারো ভুলে সারাক্ষন?
মনে কি পড়েনা একটুও আমাকে?
তুমি কি জানো কতটা মিস করি আমি তোমাকে!

করে ছিলে তুমি আমার কাছে কতো সতো বায়না
আজ তা পূরণ করবো কিন্তু তোমার দেখা পাইনা
তোমার সকল জেদের কাছে আমি যেতাম হেরে
চলে যাবো তোমার কাছে সব কিছু ছেরে

আজ আমি অনেক সুখী,
সুখী আমার মন যে নাকি দুঃখ দেবে হারিয়ে সে জন,
সে এখন অনেক সুখী অন্য জনের বুকে,
কিন্তু তাকে করছি মিস অশ্রূ ভরা চোখে।

স্বপ্ন হলেও সত্যি ভেবে খুশি হয়ে যাই
স্বপ্নের মধ্যে বন্ধু তোমার দেখা তো পাই
তোমার থেকে যতো দূরে আমি যেথায় যাই
সারাজীবন আমি শুধু তোমাকেই চাই
যখন তোমাকে খুব মিস করি,
তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি,
জানি সেখানে তোমাকে দেখবোনা,
বাট এই ভাবে সান্তনা পাই যে
দুজনে এক আকাশের নিচে তো আছি!

দূরের পথে চেয়ে থাকি আমি একা একা
করতে শুধু ইচ্চে করে তোমার সাথে দেখা
স্বপ্ন শুধু রয়ে গেছে এই চোখেতে
আমাকে তুমি ছেড়ে দিওনা মাঝ পথেতে

জোসনা ভরা গভীর রাতে,
কথা বলি চাঁদের সাথে,
চাঁদকে বলি চুপটি করে,
যাবি তুই জানের ঘরে,
গিয়ে তুই বলবি তারে,
তার কথা খুব মনে পরে।

সকালে ফুল ফোটে ঝরে যায় রাতে
কতো কিছু লিখে ছিলাম তোমার এই হাতে
আজ তা মুছে গেছে নেই কোনো লেখা
বন্ধু তোমাকে হারিয়ে হয়ে গেছি একা

শিশির ভেজা ভোরে,
রোদেলা দুপুরে, বিষন্ন সন্ধ্যায়,
একাকী রাতে, মনের অজান্তে যদি মনে পরে আমায়,
ভেবে নিও আমিও ভাবছি তোমায়।

আকাশে চাঁদ ওঠে, ওঠে কতো তারা
আজ আমার জীবন টা হয়ে গেছে সঙ্গি ছাড়া
আকাশের দিকে তাকিয়ে কতো কিছু ভাবি
চন্দ্র তারার মাঝে তোমাকেই খুঁজি

আজও কি ভাবো আমায়?
আমি আজও ভুলিনি তোমায়,
মেঘে ঢাকা চাঁদের মতো,
স্বপ্ন আমার ছিল যত,
ভেঙেছো হৃদয় নিজের হাতে,
কষ্টরা তাই আমার সাথে,
দিবা রাত্রি করছে খেলা,
স্বপ্নহীন জীবন হৃদয় এখন তোমায় ছাড়া।
মিস ইউ

এই দুনিয়ার জেল খানাতে
হয়তো আমি একা
দিন রাত কেটে গেলো
পেলাম না তোমার দেখা

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *