প্রকৌশল অধিদপ্তরে নিযোগ

১১৯৪ পদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ- EEDMOE Job Circular 2020

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ১২টি পদে মোট ১১৯৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ২২ সেপ্টেম্বর ২০২০ সকাল ১০ ঘটিকার সময় থেকে। EEDMOE Job Circular এ আবেদন করা যাবে ২৫ অক্টোবর ২০২০ বিকাল ৫টা পর্যন্ত ।

Education Engineering Department Job Circular 2020

পদের নাম: হিসাবরক্ষক ২৫টি
গ্রেড-১১
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।

পদের নাম: কম্পিউটার অপারেটর- ৬৯টি
গ্রেড-১৩
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট | বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ০২টি
গ্রেড-১৩
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০/
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) সাঁটলিপি’ পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ৮০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ৫০ শব্দ; এবং (ঘ) কম্পিউটার | মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ৩০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ২৫ শব্দ।

পদের নাম: উচ্চমান সহকারী- ৩১টি
গ্রেড-১৪
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা । সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ৩০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ২৫ শব্দ।

পদের নাম: সাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-০১টি
গ্রেড-১৪
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) সাঁটলিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ৭০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ৪৫ শব্দ; এবং (ঘ) কম্পিউটার | মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ৩০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ২৫ শব্দ।

পদের নাম: স্টোর কিপার-০১টি
গ্রেড-১৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট। স্টোর সংক্রান্ত কর্মে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৪০টি
গ্রেড-১৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ২০ শব্দ।

পদের নাম: অফিস সহকারী কাম ক্যাশিয়ার-২১টি
গ্রেড-১৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

পদের নাম: হিসাব সহকারী কাম ক্যাশিয়ার -১৪টি
গ্রেড-১৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য অথবা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর -৪৬৪টি
গ্রেড-১৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ)। কম্পিউটার মুদ্রাক্ষরে (প্রতি মিনিটে) বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

পদের নাম: অফিস সহায়ক-৫১৫টি
গ্রেড-২০
বেতন স্কেল: ৮২৫০-২০০১০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

পদের নাম: নিরাপত্তা-১১টি
প্রহরী গ্রেড-২০
বেতন স্কেল: ৮২৫০-২০০১০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণি পাশসহ সুস্বাস্থ্যের অধিকারী।

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:

১. ০১/০৯/২০২০ তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয়।
২. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে ।
অনলাইনে আবেদনপত্র পূরণ-সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://eedmoe.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

আবেদনের সময়সীমা:

(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২২/০৯/২০২০খ্রি., সকাল ১০.০০ টা।
(ii) Online-এ আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময়: ২২/১০/২০২০খ্রি., বিকাল: ০৫.০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণকে Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে
Upload করবেন।

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন।

উক্ত Applicant’s copy প্রার্থী download পূর্বক প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিমোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে প্রধান প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর”-এর অনুকূলে ক্রমিক নং-০১-১০ এ বর্ণিত পদগুলাের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/-(বার) টাকা, মোট ১১২/-(একশত বার) টাকা এবং ক্রমিক নং ১১-১২ এ বর্ণিত পদগুলাের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬/-(ছয়) টাকা, মোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”। SMS সংক্রান্ত নির্দেশনা।

প্রথম SMS: EEDMOE<space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: EEDMOE ABCDEF Reply: Applicant’s Name, Tk. 112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type EEDMOE<space>Yes<space >PIN and send to 16222.

দ্বিতীয় SMS: EEDMOE<space>Yes<space>PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: EEDMOE Yes 12345678 Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for EEDMOE Application for post xxxxxXx User ID is (ABCDEF) and Password (XXXXXXXXX).

ঙ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://eedmoe.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

চ. SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী download পূর্বক প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

অরিজিনাল বিজ্ঞপ্তিটি এখানে দেখুন: 

প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ

job circular

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *