২৩০টি কম্পিউটার বিষয়ক প্রশ্ন-উত্তর ও সাধারণ জ্ঞান

কম্পিউটার বিষয়ক প্রশ্ন-উত্তর সাধারণ জ্ঞান ( computer question answer ) সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর নিয়ে সাজিয়েছি আজকের এই পোষ্টটি।

  • “1” এর লজিক লেভেল : +2 Volt থেকে +5 Volt পর্যন্ত
  •  “Global Village” ও “The Medium is the Message” এর উদ্ভাবক – মার্শাল ম্যাকলুহান (-)
  •  “O” এর লজিক লেভেল : 0 Volt থেকে +08 Volt পর্যন্ত
  •  ARPANET বন্ধ হয় –  সালে
  •  ARPANETএ TCP/IP চালু হয় –  সালে
  •  EHRএর পূর্ণরুপ – Electronic Heath Records
  •  ICT in Education Program প্রকাশ করে -UNESCO
  •  ISOC প্রতিষ্ঠিত হয় –  সালে
  •  IT+Consumer Electronics= Vaio
  •  IT+Entertainment = Xbox
  •  IT+Telecommunication = iPod

২৩০টি কম্পিউটার প্রশ্ন উত্তর

  •  MODEM এ আছে – Modulator + Demodulator
  •  NSFNET প্রতিষ্ঠিত হয় –  সালে
  •  PAL এর পূর্ণরূপ – Phase Alternation by Line
  •  Radio Communication System এ ব্রডকাস্টিং –  ধরণের
  •  The Gutenberg : The Making Typographic Man প্রকাশিত হয় –  সালে
  •  Understanding Media প্রকাশিত হয় –  সালে
  •  অনুর গঠন দেখা যায় – স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে
  •  অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে বলে – অফিস অটোমেশন
  •  ইন্টারনেট চালু হয় – ARPANET দিয়ে ()
  •  ইন্টারনেট শব্দটি চালু হয় –  সালে
  •  ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায় –
  •  কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে – টি
  •  কম্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তগ্রহণমূলক কাজ করা যায়

কম্পিউটার বিষয়ক প্রশ্ন উত্তর

  •  কম্পিউটারের ভেতর আছে – অসংখ্য বর্তনী
  •  কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে – ম প্রজন্মের কম্পিউটারে
  •  কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করা হয় – প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
  •  টিভি – একমূখী যোগাযোগ ব্যবস্থা
  •  ডেটা শব্দের অর্থ – ফ্যাক্ট
  •  তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে যুক্ত – তথ্য প্রযুক্তি
  •  তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে – কম্পিউটার
  •  তথ্য=উপাত্ত+প্রেক্ষিত+অর্থ
  •  দেশে বেসরকারি চ্যানেল -টি
  •  পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট
  •  বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার – ওয়েবসাইট
  •  বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় কোটি লাখ (%)
  •  বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই- ইনফরমেশন
  •  বিশ্বগ্রামের মূলভিত্তি – নিরাপদ তথ্য আদান প্রদান
  •  বিশ্বগ্রামের মেরুদণ্ড – কানেকটিভিটি
  •  রিকম্বিনান্ট ডিএনএ তৈরি করেন – Paul Berg(1972)
  •  সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় –  সালে

Computer question answer

  • 1G AMPS চালু করা হয়  সালে উত্তর আমেরিকায়
  • 3G Mobile প্রথম ব্যবহার করে জাপানের NTT Docomo ()
  • 3G এর ব্যান্ডউইথ 2MHz
  • 3G চালু হয়  সালে
  • 4G এর গতি 3G এর চেয়ে  গুণ বেশি
  • 4G এর প্রকৃত ব্যান্ডউইথ 10Mbps
  • 4G এর প্রধান বৈশিষ্ট্য IP ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার
  • 4G এর ভাষা- Intellect,SQL
  • ALGOL এর উদ্ভাবন ঘটে-  সালে
  • ANCI C তে কী-ওয়ার্ড- 47 টি
  • ANSI C ভাষা সমর্থন করে- 4 শ্রেণির ডাটা
  • ANSI C++ এ কী-ওয়ার্ড- 63 টি
  • ARPANET চালু করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ
  • ASCII উদ্ভাবন করেন- রবার্ট বিমার ()
  • ASCII এর বিট সংখ্যা- 1 Byte
  • ASCII কোডে বিট সংখ্যা- টি
  • ASCII=American Standard Code for Information Interchange
  • Assembly Language(2G)-1950
  • Bandwidth মাপা হয় – bps এ

Computer Quez

  • BCD Code = Binary Coded Decimal Code
  • Bioinformatics এর জনক – Margaret Oakley Dayhaff
  • Bioinformatics শব্দটি প্রথম ব্যবহার করেন – Paulien Hogeweg
  • Bit এর পূর্ণরুপ- Binary Digit
  • Bluetooth এর রেঞ্জ 10 -100 Meter
  • C Language এসেছে BCPL থেকে
  • C Language তৈরি করেন- ডেনিস রিচি ()
  • C এর অত্যাবশ্যকীয় অংশ- main () Function
  • C ভাষার দরকারী Header ফাইল- stdioh
  • C++ তৈরি করেন- Bijarne Stroustrup()
  • CD= Compact Disk
  • CDMA = Code Division Multiple Access
  • CDMA 3G তে পা রাখে  সালে
  • CDMA আবিষ্কার করে Qualcom()

কম্পিউটার প্রশ্ন ও সমাধান

  • CDMA ডাটা প্রদান করে স্প্রেড স্পেকট্রামে
  • Cloud Computing এর বৈশিষ্ট্য- টি
  • Co-axial Cable এ গতি 200 Mbps পর্যন্ত
  • Computer Ethics Institute এর নির্দেশনা – টি
  • Database Modelএর ধারণা দেন- EFCodd ()
  • Decoder এ nটি ইনপুট থেকে 2^nটি আউটপুট দেয়
  • Digital Computerএর মৌলিক একক- Bit
  • Digital Device কাজ করে- Binary মোডে
  • Digital Electronic Circuit হলো- Logic Gate
  • Dual Principle মেনে চলে- “and” ও “OR”
  • EBCDIC=Extended Binary Coded Decimal Information Code
  • Encoder এ 2^nটি ইনপুট থেকে n টি আউটপুট হয়
  • ERP = Enterprise Resource Planning

কম্পিউটার কুইজ প্রশ্ন

  • FDMA = Frequency Division Multiple Access
  • Fiber Optic- Light signal ট্রান্সমিট করে
  • Fortran তৈরি করেন- জন বাকাস()
  • Full Adder এ টি Sum ও টি Carry থাকে
  • Genetic Engineering শব্দটি প্রথম ব্যবহার করেন – Jack Williamson l
  • Geosynchronous Satellite স্থাপিত হয়-  এর দশকে
  • GMO এর পূর্ণরুপ – Genetically Modified Organism
  • GPS এর পূর্ণরুপ – Global Positioning System
  • GSM = Global System for Mobile Communication
  • GSM 3G এর জন্য প্রযোজ্য
  • GSM এ বিদ্যুৎ খরচ গড়ে ওয়াট
  • GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি- 4 ধরনের
  • GSM এর চ্যানেল- টি (প্রতিটি 200 KHz)
  • GSM প্রথম নামকরণ করা হয়-  সালে
  • GSM ব্যবহৃত হয় টি দেশে
  • Half Adder এ Sum ও Carry থাকে
  • High Level Language(3G)-1960
  • HTML আবিষ্কার করেন- টিম বার্নার লী ()
  • HTML তৈরি করে W3C
  • http = hyper text transfer protocol

কম্পিউটার সংক্ষিপ্ত প্রশ্ন

  • Hub হল দুইয়ের অধিক পোর্টযুক্ত রিপিটার
  • Input pulse গুনতে পারে- Counter
  • IP address এর Alphanumeric address- DNS
  • IPV4 প্রকাশে প্রয়োজন- 32bit
  • Java ডিজাইন করে- Sun Micro System
  • LAN এ ব্যবহৃত হয় Co-axial Cable
  • LAN সীমাবদ্ধ  কিলোমিটারের মধ্যে
  • Logic Function এ চলকের বিভিন্ন মান- Input
  • Logic Function এর মান বা ফলাফল- Output
  • Machine Language(1G)-1945
  • MIS = Management Information System
  • MMS ও SMS চালু হয় 2G তে
  • MRP এর পূর্ণরুপ – Manufacturing Resource Planning
  • MS Excel হলো Spreadsheet Software
  • n বিটের মান 2^n টি
  • Natural Language(5G)-1980
  • NIC কার্ডের কোডে বিট সংখ্যা-48
  • NIC=Network Interface Card
  • Office Management-এ ব্যবহৃত হয়- Tree Topology
  • PAN এর ধারণা দেন থমাস জিমারম্যান
  • PAN সীমাবদ্ধ  মিটারের মধ্যে

কম্পিউটার পরীক্ষার প্রশ্ন

  • PCB এর পূর্ণরূপ – Printed Circuit Board
  • Positional সংখ্যা পদ্ধতিরর জন্য প্রয়োজন- 3টি ডাটা
  • Pseudo Code- ছদ্ম কোড
  • Python তৈরি করেন- গুইডো ভ্যান রোসাম ()
  • ROM=Read Only Memory
  • SIM = Subscriber Identity Module
  • SQL = Structured Query Language
  • SQL তৈরি করে- IBM()
  • Turbo C তৈরি করে- Borland Company
  • Twisted Pair Cable এ তার থাকে- 4 জোড়া
  • UAV উড়তে সক্ষম  কিমি পর্যন্ত
  • Unicode উদ্ভাবন করে Apple and Xerox Corporation (1991)
  • Unicode এর চিহ্নিত চিহ্ন- ,টি (2^10)
  • Unicode এর ম 256 টি কোড ASCII কোডের অনুরুপ
  • Unicode বিট সংখ্যা- 2 Byte
  • URL = Uniform Resource Locator
  • Very High Level Language(4G)-1970
  • Visual Basic শেষবার প্রকাশিত হয়-  সালে
  • Visual Programming- Event Driven
  • Web page তৈরি করা হয়- HTML দ্বারা
  • Wi-fi এর গতি- 54 Mbps
  • Wi-fi এর পূর্ণরুপ- Wireless Fidelity
  • WiMax এর গতি- 75 Mbps
  • WiMax এর পূর্ণরুপ- Worlwide Interoperabilty for Microwave Access
  • WiMax শব্দটি চালু হয়-  সালে
  • অডিও ফাইল- mp3
  • আইরিস সনাক্তকরণ পদ্ধতিতে সময় লাগে – – সেকেন্ড
  • উভয় দিকে ডাটা প্রেরণ, তবে এক সাথে নয়- হাফ ডুপ্লেক্স মোড
  • এক বা একাধিক চলক থাকে Logic Function এ
  • এক সেট পূর্নাঙ্গ জীনকে বলা হয় – জিনোম
  • একই সাথে উভয় দিকে ডাটা প্রেরণ – ফুল ডুপ্লেক্স মোড
  • একগুচ্ছ ফ্লিপ-ফ্লপ হলো- রেজিস্ট্রার

কম্পিউটার বেসিক প্রশ্ন

  • একদিকে ডাটা প্রেরণ- সিমপ্লেক্স মোড
  • ওয়েব ডিজাইনের মূল কাজ- টেমপ্লেট তৈরি করা
  • ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করতে ব্যবহৃত হয়-css
  • কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে  কিমি উর্ধ্বে
  • কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে-  এর দশকে
  • কেবল টিভি নেটওয়ার্ক- MAN
  • ক্যাবল তৈরি হয়- পরাবৈদ্যুতিক(Dielectric) পদার্থ দ্বারা
  • ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন- এসিনক্রোনাস
  • খ্রিষ্টপূর্ব  সালে ত্বকের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতো – মিশরীয়রা
  • চাঁদে প্রথম মানুষ পৌঁছে – জুলাই,  সালে
  • ছবির ফাইল- jpg/jpeg/bmp
  • জেনেরিক টাইপ ডোমেইন- টপ লেভেল ডোমেইন
  • টার্মিনাল দুই ধরনের
  • টুইটারের জনক- জ্যাক ডরসি
  • ট্রান্সমিশন স্পিডকে বলা হয় – Bandwidth
  • ডাটা ট্রান্সমিশন মোড-  প্রকার
  • ডাটাবেজের ভিত্তি- ফিল্ড
  • তথ্যের ক্ষুদ্রতম একক – ডেটা
  • নেটওয়ার্কে PC যে বিন্দুতে যুক্ত থাকে, তাকে নোড বলে
  • নেপোলিয়নের চিকিৎসক ছিলেন – ডমিনিক জ্যা ল্যারি
  • ন্যারো ব্যান্ডের গতি 45-300 bps
  • পারমানবিক বা আনবিক মাত্রার কার্যক্ষম কৌশল – ন্যানোটেকনোলজি
  • প্রোগ্রামিংয়ের ভাষা- স্তর বিশিষ্ট
  • বর্তমান প্রজন্ম- 4G
  • বর্তমানে চালু আছে- IPV4

কম্পিউটার সংক্রান্ত সাধারণ জ্ঞান

  • বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়-  মে,
  • বাংলাদেশে ইন্টারনেট চালু হয়-  সালে
  • বানিজ্যিকভাবে Cloud Computing শুরু করে- আমাজন ()
  • বিভিন্ন সাংকেতিক এড্রেস থাকে- লেভেলে
  • বিশেষ গেইট- X-OR,X-NOR
  • বিশ্বের প্রথম Genetic Engineering Company – Genetech(1976)
  • বিশ্বের প্রথম কম্পিউটার- ENIAC
  • বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণি- ইঁদুর (1974)
  • বুলিয়ান উপপাদ্য প্রমাণ করা যায়- ট্রুথটেবিল দিয়ে
  • বুলিয়ান এলজেবরার প্রবর্তক- জর্জ বুলি ()
  • বুলিয়ান যোগকে বলে- Logical Addition
  • ব্যক্তি সনাক্তকরণে ব্যবহৃত হয় -বায়োমেট্রিক পদ্ধতি
  • ব্রডব্যান্ডের গতি- 1 Mbps
  • ব্রিজ প্রধানত  প্রকার
  • ব্রেইল ছাড়া অন্ধদের পড়ার পদ্ধতি – Screen Magnification / Screen Reading Software
  • ভয়েস ব্যান্ডের গতি 9600 bps
  • ভিডিও ফাইল-mov/mpeg/mp4
  • ভুয়া মেইল জমার স্থান- Spam
  • ভৌগলিকভাবে কম্পিউটার নেটওয়ার্ক-  ধরনের
  • মডেম দুই ধরনের
  • মনো এফএম ব্যান্ড চালু হয় –  সালে
  • মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ – স্পুটনিক-
  • মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz
  • মোবাইলের মূল অংশ- টি

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞান

  • মৌলিক Logic Gate – টি (OR, AND, NOT)
  • যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান – টি
  • রেডিও ওয়েভের গতি 24Kbps
  • রেডিও ওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 10KHz-1GHz
  • রোবটের উপাদান- Power System, Actuator, Sensor, Manipulation
  • র্থ প্রজন্মের প্রযুক্তি- WiMax
  • লো লেভেল vaSha-1G,2G
  • ল্যাপটপ প্রথম বাজারে আসে- সালে
  • সংখ্যা পদ্ধতি দুই ধরণের
  • সংখ্যা পদ্ধতিরর প্রতীক- অংক
  • সংখ্যাকে পূর্ণাংশ ও ভগ্নাংশে ভাগ করা হয় Radix Point দিয়ে
  • সবচেয়ে জনপ্রিয় Query- Selec Query
  • সরলতম গণনা পদ্ধতি- বাইনারী পদ্ধতি
  • সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয় 2G তে
  • সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি 875-1080 Hz
  • সারাবিশ্বের ডোমেইন নেইম নিয়ন্ত্রণ করে- InterNIC
  • সার্বজনীন গেইট- টি (NAND,NOR)
  • সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতি ব্লকে ক্যারেক্টার -টি
  • স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় –  সালে
  • স্বনামধন্য রাউটার কোম্পানি- Cisco
  • হ্যান্ড জিওমেট্রি রিডার পরিমাপ করত পারে – + পয়েন্ট

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *