বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর জন্য শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ২৬টি পদে মোট ৩৭ জনকে নিয়োগ দেবে কর্তৃপক্ষ। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞপ্তির পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে পুরুষ-মহিলা সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট সার্কুলারে আবেদন করা যাবে ০৩ জুন, ২০২১ হতে ০২ জুলাই, ২০২১ তারিখে বিকাল ০৫:০০ টা সময় পর্যন্ত । বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল। এছাড়াও সরকারি-বেসরকারি, এনজিও সহ সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে দেখতে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
|
সদ্য প্রকাশিত অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তি – এখানে দেখুন
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগের পদসংক্রান্ত তথ্যাবলী
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর পদের নাম, শূন্যপদ সংখ্যা ও বেতন নিম্নে উপস্থাপন করা হলো।
ক্র: নং | পদের নাম | পদ সংখ্যা | বেতন স্কেল |
১ | সহকারী শিক্ষক (বাংলা) | ০১ টি | ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা |
২ | সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা (হিসাব বিজ্ঞানব্যবস্থাপনাফিনান্স ও ব্যাংকিংমার্কেটিং) | ০১ টি | ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা |
৩ | সহকারী শিক্ষক, রসায়ন (রসায়ন/ফলিত রসায়ন) | ০১ টি | ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা |
৪ | সহকারী শিক্ষক, পদার্থ বিজ্ঞান (পদার্থ বিজ্ঞান/ফলিত পদার্থ বিজ্ঞান) | ০১ টি | ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা |
৫ | হিসাব সহকারী | ০২ টি | ১১,৩০০ – ২৭,৩০০ টাকা |
৬ | সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট) | ০১ টি | ১০,২০০ – ২৪,৬৮০ টাকা |
৭ | ক্যাশিয়ার গ্রেড-২ | ০১ টি | ৯,৭০০ – ২৩,৪৯০ টাকা |
৮ | ওয়েল্ডার | ০১ টি | ৯,৭০০ – ২৩,৪৯০ টাকা |
৯ | করণিক কাম-মুদ্রাক্ষরিক | ০১ টি | ৯,৩০০ – ২২,৪৯০ টাকা |
১০ | অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (টাইপিস্ট) | ০১টি | ৯,৩০০-২২,৪৯০ টাকা |
১১ | টাইপিস্ট গ্রেড-২ | ০১টি | ৯,৩০০-২২,৪৯০ টাকা |
১২ | স্টোর টেন্ডেল | ০১টি | ৯,৩০০-২২,৪৯০ টাকা |
১৩ | কার্পেন্টার | ০১টি | ৯,৩০০-২২,৪৯০ টাকা |
১৪ | পরীক্ষাগার পরিচর | ০২টি | ৯,৩০০-২২,৪৯০ টাকা |
১৫ | ফটো পরীক্ষাগার পরিচর | ০১টি | ৯,৩০০-২২,৪৯০ টাকা |
১৬ | অফিস সহায়ক (পিযন) | ০৩টি | ৮,২৪০-২০,০১০ টাকা |
১৭ | অফিস সহায়ক (দপ্তরী) | ০১টি | ৮,২৪০-২০,০১০ টাকা |
১৮ | রন্ধন সহকারী | ০৩টি | ৮,২৪০-২০,০১০ টাকা |
১৯ | নিরাপত্তা প্রহরী | ০৬টি | ৮,২৪০-২০,০১০ টাকা |
২০ | ট্রাক্টর সহকারী | ০১টি | ৮,২৪০-২০,০১০ টাকা |
২১ | অতিথি ভবন পরিচর | ০১টি | ৮,২৪০-২০,০১০ টাকা |
২২ | আয়া | ০১টি | ৮,২৪০-২০,০১০ টাকা |
২৩ | বার্তা বাহক (ম্যাসেঞ্জর) | ০১টি | ৮,২৪০-২০,০১০ টাকা |
২৪ | হোস্টেল বেয়ারার | ০১টি | ৮,২৪০-২০,০১০ টাকা |
২৫ | ড্রেসার | ০১টি | ৮,২৪০-২০,০১০ টাকা |
২৬ | পরিচ্ছন্নতা কর্মী (সুইপার) | ০১টি | ৮,২৪০-২০,০১০ টাকা |
আবেদনের যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় ভিন্নতা রয়েছে। তাই নিচের বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
বয়সসীমা: সকল পদের জন্য সর্বোচ্চ ৩০ বৎসর।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি 2021
সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি 2021
আবেদন পদ্ধতি
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনে ইচ্ছুক প্রার্থীকে bsri.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরন করতে হবে। আবেদন প্রক্রিয়া নিচে ধাপে ধাপে তুলে ধরলাম।
১) প্রথমে bsri.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করুন।
২) “Application Form” এ ক্লিক করুন।
৩) আপনার পছন্দ এবং যোগ্যতা অনুযায়ী পদটি সিলেক্ট করে “Next” এ ক্লিক করুন।
৪) তারপর আপনার সম্মুখে প্রদর্শিত হবে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট আবেদন ফর্মটি। প্রদর্শিত আবেদন ফরমটি সঠিক তথ্য প্রদান করে পূরণ করুন।
৫) “Validation Code” টি সঠিকভাবে লিখুন তারপর ঠিক মার্ক দিন এবং “Next” এ ক্লিক করুন।
৬) এই ধাপে পূর্বের দেওয়া তথ্যগুলো সঠিক কি/না তা যাচাই করুন এবং নিচে রঙ্গিন ছবি (৩০০ X ৩০০ পিক্সেল) এবং স্বাক্ষরের স্ক্যান কপি (৩০০ X ৮০ পিক্সেল) নির্ধারিত স্থানে Upload করুন।
বি:দ্র: ছবি এবং স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ যথাক্রমে ১০০ কেবি এবং ৬০ কেবি এর মধ্যে হতে হবে।
আবেদন ফি জমাদান পদ্ধতি
বিজ্ঞপিতে উল্লিখিত ০১ থেকে ১৩ নং ক্রমিকে পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২২৪/- টাকা এবং ১৪ থেকে ২৬ নং ক্রমিকের পদের জন্য ১১২/- টাকা অনাধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
- প্রথম SMS: BSRI<স্পেস>User ID লিখে এসএমএস send করতে হবে 16222 নম্বরে।
উদাহারণঃ BSRI 123456 - দ্বিতীয় SMS: BSRI <স্পেস>YES<স্পেস>PIN লিখে এসএমএস send করতে হবে 16222 নম্বরে।
উদাহারণঃ BSRI YES 12345678
সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২১
প্রবেশপত্র ডাউনলোড
প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত SMS পাওয়ার পর প্রার্থী bsri.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।